WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস নাইনের -এর বাংলা পরীক্ষায় MCQ বিভাগে নম্বর তুলতে অনেকটাই সাহায্য করবে নবম শ্রেণি বাংলা ব্যাকরণ মক টেস্ট । নবম শ্রেণি বাংলা ব্যাকরণ -এর বাছাই করা ৪০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।ক্লাস নাইন বাংলার এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
নবম শ্রেণি বাংলা ব্যাকরণ মক টেস্ট-MCQ প্রশ্ন-উত্তর|WBBSE Class 9 Bengali Mock Test Set-1
Q1. নীচের কোন ধ্বনিটি মৌলিক স্বর নয় ?
- অ্যা
- আ
- ঈ
- উ
ঈ
Q2. বাংলা ভাষার যৌগিক স্বর হল-
- ঐ
- এ
- ঊ
- অ
ঐ
Q3. ‘দহ’ এটি যে ধরনের ধ্বনিপরিবর্তন –
- অপিনিহিতি
- স্বরলোপ
- ধ্বনিবিপর্যয়
- সমীভবন
ধ্বনিবিপর্যয়
Q4. ‘পর্যন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-
- পর্য +ন্ত
- পর্য +অন্ত
- পরি + অন্ত
- পর +অন্ত
পরি + অন্ত
Q5. ‘ব্যবহার ‘ শব্দে কোন স্বরধ্বনি দুটির সন্ধি হয়েছে ?
- অ +ই
- ই + অ
- ই + উ
- ই + আ
ই + অ
Q6. এর মধ্যে কোনটিতে স্বরসন্ধি হয়নি ?
- নদ্যম্বু
- প্রত্যাগমন
- স্বল্প
- দুল্যোক
দুল্যোক
Q7. কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ ?
- বনঃ +পতি =বনস্পতি
- পর +পর = পরস্পর
- পরি + ঈক্ষা = পরীক্ষা
- অহং + কার = অহংকার
পর +পর = পরস্পর
Q8. পাশাপাশি অবস্থিত দুটি ব্যাঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করলে ,তাকে বলে –
- ধ্বনিসাম্য
- ব্যাঞ্জনসাম্য
- ধ্বনিবিপর্যয়
- শ্রুতিবিপর্যয়
ধ্বনিবিপর্যয়
Q9. ‘ল ‘ কোন ধরনের ধ্বনি ?
- কম্পিত ধ্বনি
- তাড়িত ধ্বনি
- পার্শ্বিক ধ্বনি
- উষ্ণ ধ্বনি
পার্শ্বিক ধ্বনি
Q10. ‘তরল স্বর ‘ বলা হয় –
- ‘য’ ও ‘ব’ –কে
- ‘শ’ ও ‘য’ -কে
- ‘র’ ও ‘ল’-কে
- ‘ম’ ও ‘জ’ –কে
‘র’ ও ‘ল’-কে
Q11. নীচের কোন দুটি ব্যাঞ্জনধ্বনির উচ্চারণে জিভের ডগা উপরের দাঁতের পাটিতে আঘাত করে ?
- জ , শ
- দ , ধ
- ট , প
- ব , ভ
দ , ধ
Q12. বাংলা ভাষায় কন্ঠনালীয় ব্যাঞ্জনধ্বনি হল-
- র্
- হ্
- ল্
- স্
হ্
Q13. কোনটি সঠিক ?
- রান্না = রাধ্ঁ + ন
- রান্না = রাধ্ঁ + না
- রান্না = রাদঁ + ণা
- রান্না = রাদ্ + ধনা
রান্না = রাধ্ঁ + না
Q14. সিংহ -এর সন্ধি বিচ্ছেদ হল-
- সিং + হ্
- সিং + হো
- হিনস্ + অ
- হিংস্ + অ
হিনস্ + অ
Q15. ‘দ্যুলোক’ -এর সন্ধি বিচ্ছেদ হল-
- দু + ল্যোক
- দ্ব্য + লোক
- দিব্+লোক
- দি + ল্যোক
দিব্+লোক
Q16. কুৎসিত > কুচ্ছিত – এই ধ্বনি পরিবর্তনটির নাম –
- প্রগত সমীভবন
- অন্যোন্য সমীভবন
- বিষমীভবন
- পরাগত সমীভবন
অন্যোন্য সমীভবন
Q17. সাধু > সাউধ -এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?
- অপিনিহিতি
- অভিশ্রুতি
- স্বরভক্তি
- মধ্যস্বরাগম
অপিনিহিতি
Q18. নীচের কোন কারণটি ধ্বনি পরিবরতনে সাহায্য করে ?
- অন্য জাতির ভাষার প্রভাব
- ভৌগলিক পরিবেশ ও জলবায়ু
- বাগযন্ত্র ও শ্রবণযন্ত্রের ট্রুটি
- সবকটিই ঠিক
সবকটিই ঠিক
Q19. ‘নীরব’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-
- নীঃ + রব
- নি + রব
- নিঃ +রব
- নী + রব
নিঃ +রব
Q20. ‘পুংলিঙ্গ ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-
- পুং + লিঙ্গ
- পুঃ + লিঙ্গ
- পুম্স্ + লিঙ্গ
- পুম্সঃ +লিঙ্গ
পুম্স্ + লিঙ্গ
Q21. উপসর্গ বসে –
- প্রত্যয়ের পরে
- ধাতুর পরে
- প্রত্যয়ের পূর্বে
- ধাতুর পূর্বে
ধাতুর পূর্বে
Q22. যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের আগে সংযুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে , তাদের বলে –
- উপসর্গ
- অনুসর্গ
- পরসর্গ
- প্রত্যয়
উপসর্গ
Q23. প্র , পরা এই দুটি হল-
- সংস্কৃত উপসর্গ
- বাংলা উপসর্গ
- বিদেশি উপসর্গ
- সবকটিই ঠিক
সংস্কৃত উপসর্গ
Q24. নীচের যেটি বিদেশি উপসর্গ –
- প্র
- পরা
- খাস
- কু
খাস
Q25. ‘সন্ ‘ প্রত্যয় ব্যবহৃত হয় –
- অপত্য অর্থে
- ইচ্ছা অর্থে
- কর্তা অর্থে
- স্বভাব অর্থে
ইচ্ছা অর্থে
Q26. ‘বৈমাত্রেয়’ শব্দের প্রকৃতি -প্রত্যয় হল-
- বিমাতা + এয়
- বৈমাত্র +এও
- বিমাত্র +এয়
- কোনোটাই নয়
বিমাতা + এয়
Q27. প্রত্যয়ের কাজ হল-
- নতুন ধাতু তৈরি করা
- নতুন শব্দ তৈরি করা
- নতুন পদ তৈরি করা
- নতুন ক্রিয়া তৈরি করা
নতুন শব্দ তৈরি করা
Q28. ‘আ ‘ প্রত্যয় যোগে গঠিত সাধিত ধাতুকে বলে –
- প্রযোজ্য ধাতু
- ধ্বন্যাত্মক ধাতু
- প্রযোজক ধাতু
- সংযোগমূলক ধাতু
প্রযোজক ধাতু
Q29. ব্যকরণগত দিক থেকে কোন মন্তব্যটি সঠিক ?
- প্রত্যয় হল ধ্বনি বা ধ্বনি সমষ্টি
- নতুন শব্দ গঠনে প্রত্যয়ের বিশেষ ভূমিকা আছে
- ধাতু বা শব্দের পরেই প্রত্যয় যুক্ত হয়
- সবকটিই ঠিক
সবকটিই ঠিক
Q30. নীচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় ?
- এটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ
- এটি নতুন শব্দ তৈরি করে
- এটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়
- একটি শব্দে একাধিক উপসর্গ যুক্ত হতে পারে
এটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়
Q31. ‘ তাঁতি ‘ কোন শ্রেণির শব্দ ?
- তৎসম
- তদ্ভব
- দেশি
- প্রতিবেশী
তদ্ভব
Q32. ‘পাউরুটি’ শব্দটি –
- পোর্তুগীজ শব্দ
- জাপানি শব্দ
- দেশি শব্দ
- বিদেশি শব্দ
পোর্তুগীজ শব্দ
Q33. ‘রিক্সা’ শব্দটি –
- হিন্দি
- জাপানি
- তুর্কি
- চিনা
জাপানি
Q34. ভবিতব্য শব্দের বুৎপত্তি হল-
- ভব + তব্য
- ভবি +তব্য
- ভব্ +তব্য
- ভূ + তব্য
ভূ + তব্য
Q35. কোনটি ভুল ?
- কর্ + অক = কারক
- পঠ্ + অক =পাঠক
- ভিদ্ +অক =ভেদক
- দৃশ্ +অক = দর্শক
কর্ + অক = কারক
Q36. ‘চিংড়ি ‘ শব্দটির উৎস হল-
- দেশি
- তৎসম
- তদ্ভব
- বিদেশি
দেশি
Q37. ‘আলকাতরা’ শব্দটির উৎস –
- অর্ধ তৎসম
- তদ্ভব
- দেশি
- বিদেশি
বিদেশি
Q38. ‘মুনি’ শব্দটি হল-
- তৎসম
- তদ্ভব
- দেশি
- প্রতিবেশী
তৎসম
Q39. কোনটি ভুল ?
- কৃ +য =কার্য
- শ্রু +অনীয় =শ্রবণীয়
- দৃশ্য +তব্য=দ্রষ্টব্য
- দা +অন =দান
দৃশ্য +তব্য=দ্রষ্টব্য
Q40. কোনটি ভুল ?
- ফল্ +আও =ফলাও
- খোদা +ই=খোদাই
- নিন্দ্ +উক =নিন্দুক
- দে +অনা =দেনা
ফল্ +আও =ফলাও