নবম শ্রেণি বাংলা ব্যাকরণ মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Bengali Mock Test Set-1

নবম শ্রেণি বাংলা ব্যাকরণ মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর)

WBBSE Class 9 Bengali Mock Test Set-1

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস নাইনের -এর বাংলা পরীক্ষায় MCQ বিভাগে নম্বর তুলতে অনেকটাই সাহায্য করবে নবম শ্রেণি বাংলা ব্যাকরণ মক টেস্ট । নবম শ্রেণি বাংলা ব্যাকরণ -এর  বাছাই করা ৪০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।ক্লাস নাইন বাংলার এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।  

নবম শ্রেণি বাংলা ব্যাকরণ মক টেস্ট-MCQ প্রশ্ন-উত্তর|WBBSE Class 9 Bengali Mock Test Set-1

Q1. নীচের কোন ধ্বনিটি মৌলিক স্বর নয় ?

  • অ্যা

Q2. বাংলা ভাষার যৌগিক স্বর হল-

Q3. ‘দহ’ এটি যে ধরনের ধ্বনিপরিবর্তন –

  • অপিনিহিতি
  • স্বরলোপ
  • ধ্বনিবিপর্যয়
  • সমীভবন

ধ্বনিবিপর্যয়

Q4. ‘পর্যন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-

  • পর্য +ন্ত
  • পর্য +অন্ত
  • পরি + অন্ত
  • পর +অন্ত

পরি + অন্ত

Q5. ‘ব্যবহার ‘ শব্দে কোন  স্বরধ্বনি দুটির সন্ধি হয়েছে ?

  • অ +ই
  • ই + অ
  • ই + উ
  • ই + আ

ই + অ

Q6. এর মধ্যে কোনটিতে স্বরসন্ধি হয়নি  ?

  • নদ্যম্বু
  • প্রত্যাগমন
  • স্বল্প
  • দুল্যোক

দুল্যোক

Q7. কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ ?

  • বনঃ +পতি =বনস্পতি
  • পর +পর = পরস্পর
  • পরি + ঈক্ষা = পরীক্ষা
  • অহং + কার = অহংকার

পর +পর = পরস্পর

Q8. পাশাপাশি অবস্থিত দুটি ব্যাঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করলে ,তাকে বলে –

  • ধ্বনিসাম্য
  • ব্যাঞ্জনসাম্য
  • ধ্বনিবিপর্যয়
  • শ্রুতিবিপর্যয়

ধ্বনিবিপর্যয়

 Q9. ‘ল ‘ কোন ধরনের ধ্বনি ?

  • কম্পিত ধ্বনি
  • তাড়িত ধ্বনি
  • পার্শ্বিক ধ্বনি
  • উষ্ণ ধ্বনি

পার্শ্বিক ধ্বনি

Q10. ‘তরল স্বর ‘ বলা হয় –

  • ‘য’ ও ‘ব’ –কে
  • ‘শ’ ও ‘য’  -কে
  • ‘র’ ও ‘ল’-কে
  • ‘ম’ ও ‘জ’ –কে

‘র’ ও ‘ল’-কে

Q11. নীচের কোন দুটি ব্যাঞ্জনধ্বনির উচ্চারণে জিভের ডগা উপরের দাঁতের পাটিতে আঘাত করে ?

  • জ , শ
  • দ , ধ
  • ট , প
  • ব , ভ

দ , ধ

Q12. বাংলা ভাষায় কন্ঠনালীয় ব্যাঞ্জনধ্বনি হল-

  • র্‌
  • হ্‌ 
  • ল্‌ 
  • স্‌

হ্‌ 

Q13. কোনটি সঠিক ?

  • রান্না = রাধ্ঁ + ন
  • রান্না =  রাধ্ঁ + না 
  • রান্না =  রাদঁ + ণা
  • রান্না =  রাদ্‌ + ধনা

রান্না =  রাধ্ঁ + না 

Q14. সিংহ -এর সন্ধি বিচ্ছেদ হল-

  • সিং + হ্‌ 
  • সিং + হো 
  • হিনস্‌  + অ
  • হিংস্‌ + অ

হিনস্‌  + অ

Q15. ‘দ্যুলোক’ -এর সন্ধি বিচ্ছেদ হল-

  • দু + ল্যোক
  • দ্ব্য + লোক
  • দিব্‌+লোক
  • দি + ল্যোক

দিব্‌+লোক

Q16. কুৎসিত > কুচ্ছিত – এই ধ্বনি পরিবর্তনটির নাম –

  • প্রগত সমীভবন 
  • অন্যোন্য সমীভবন
  • বিষমীভবন
  • পরাগত সমীভবন

অন্যোন্য সমীভবন

Q17. সাধু > সাউধ -এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?

  • অপিনিহিতি
  • অভিশ্রুতি
  • স্বরভক্তি
  • মধ্যস্বরাগম

অপিনিহিতি

Q18. নীচের কোন কারণটি ধ্বনি পরিবরতনে সাহায্য করে ?

  • অন্য জাতির ভাষার প্রভাব 
  • ভৌগলিক পরিবেশ ও জলবায়ু
  • বাগযন্ত্র ও শ্রবণযন্ত্রের ট্রুটি 
  • সবকটিই ঠিক

সবকটিই ঠিক

Q19. ‘নীরব’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-

  • নীঃ + রব 
  • নি + রব 
  • নিঃ +রব 
  • নী + রব

নিঃ +রব

Q20. ‘পুংলিঙ্গ ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-

  • পুং + লিঙ্গ
  • পুঃ + লিঙ্গ
  • পুম্‌স্‌ + লিঙ্গ
  • পুম্‌সঃ +লিঙ্গ

পুম্‌স্‌ + লিঙ্গ

Q21. উপসর্গ বসে –

  • প্রত্যয়ের পরে
  • ধাতুর পরে
  • প্রত্যয়ের পূর্বে 
  • ধাতুর পূর্বে

ধাতুর পূর্বে

Q22. যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের আগে সংযুক্ত হয়ে নতুন শব্দ  তৈরি করে , তাদের বলে –

  • উপসর্গ 
  • অনুসর্গ 
  • পরসর্গ
  • প্রত্যয়

উপসর্গ 

Q23. প্র , পরা এই দুটি হল-

  • সংস্কৃত উপসর্গ 
  • বাংলা উপসর্গ 
  • বিদেশি উপসর্গ 
  • সবকটিই ঠিক

সংস্কৃত উপসর্গ 

Q24. নীচের যেটি বিদেশি উপসর্গ –

  • প্র
  • পরা
  • খাস 
  • কু

খাস 

Q25. ‘সন্‌ ‘ প্রত্যয় ব্যবহৃত হয় –

  • অপত্য অর্থে 
  • ইচ্ছা অর্থে 
  • কর্তা অর্থে
  • স্বভাব অর্থে

ইচ্ছা অর্থে 

Q26. ‘বৈমাত্রেয়’ শব্দের প্রকৃতি -প্রত্যয় হল-

  • বিমাতা + এয় 
  • বৈমাত্র +এও 
  • বিমাত্র +এয় 
  • কোনোটাই নয়

বিমাতা + এয় 

 Q27. প্রত্যয়ের কাজ হল-

  • নতুন ধাতু তৈরি করা
  • নতুন শব্দ তৈরি করা
  • নতুন পদ তৈরি করা 
  • নতুন ক্রিয়া তৈরি করা

নতুন শব্দ তৈরি করা

Q28. ‘আ ‘ প্রত্যয় যোগে গঠিত সাধিত ধাতুকে বলে –

  • প্রযোজ্য ধাতু 
  • ধ্বন্যাত্মক ধাতু 
  • প্রযোজক ধাতু
  • সংযোগমূলক ধাতু

প্রযোজক ধাতু

Q29. ব্যকরণগত দিক থেকে কোন মন্তব্যটি সঠিক ?

  • প্রত্যয় হল ধ্বনি বা ধ্বনি সমষ্টি 
  • নতুন শব্দ গঠনে প্রত্যয়ের বিশেষ ভূমিকা আছে
  • ধাতু বা শব্দের পরেই প্রত্যয় যুক্ত হয়
  • সবকটিই ঠিক

সবকটিই ঠিক

Q30. নীচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় ?

  • এটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ
  • এটি নতুন শব্দ তৈরি করে
  • এটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়
  • একটি শব্দে একাধিক উপসর্গ যুক্ত হতে পারে

এটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়

Q31. ‘ তাঁতি ‘ কোন শ্রেণির শব্দ ?

  • তৎসম
  • তদ্ভব
  • দেশি
  • প্রতিবেশী

তদ্ভব

Q32. ‘পাউরুটি’ শব্দটি –

  • পোর্তুগীজ শব্দ
  • জাপানি শব্দ
  • দেশি শব্দ
  • বিদেশি শব্দ

পোর্তুগীজ শব্দ

Q33. ‘রিক্সা’ শব্দটি –

  • হিন্দি
  • জাপানি
  • তুর্কি
  • চিনা

জাপানি

Q34. ভবিতব্য শব্দের বুৎপত্তি হল-

  • ভব + তব্য
  • ভবি +তব্য
  • ভব্‌ +তব্য
  • ভূ + তব্য

ভূ + তব্য

Q35. কোনটি ভুল ?

  • কর্‌ + অক = কারক
  • পঠ্‌ + অক =পাঠক
  • ভিদ্‌ +অক =ভেদক
  • দৃশ্‌ +অক = দর্শক

কর্‌ + অক = কারক

Q36. ‘চিংড়ি ‘ শব্দটির উৎস হল-

  • দেশি
  • তৎসম
  • তদ্ভব
  • বিদেশি

দেশি

Q37. ‘আলকাতরা’ শব্দটির উৎস –

  • অর্ধ তৎসম
  • তদ্ভব
  • দেশি
  • বিদেশি

বিদেশি

Q38. ‘মুনি’ শব্দটি হল-

  • তৎসম
  • তদ্ভব
  • দেশি
  • প্রতিবেশী

তৎসম

Q39. কোনটি ভুল ?

  • কৃ +য =কার্য
  • শ্রু +অনীয় =শ্রবণীয়
  • দৃশ্য +তব্য=দ্রষ্টব্য
  • দা +অন =দান

দৃশ্য +তব্য=দ্রষ্টব্য

Q40. কোনটি ভুল ?

  • ফল্‌ +আও =ফলাও
  • খোদা +ই=খোদাই
  • নিন্দ্‌ +উক =নিন্দুক
  • দে +অনা =দেনা

ফল্‌ +আও =ফলাও

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।WBBSE Class 9 Bengali Mock Test -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!