WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test Set-3 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 বাংলার ধীবর- বৃত্তান্ত নাট্যাংশের MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি বাংলা মক টেস্ট ( ধীবর- বৃত্তান্ত ) -এর বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% ।এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের বাংলা ধীবর- বৃত্তান্ত নাট্যাংশের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট ।তাই , এই মক টেস্ট – Class IX পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি বাংলা মক টেস্টঃধীবর- বৃত্তান্ত|WBBSE Class 9 Bengali Mock Test Set-3
Q1. শকুন্তলার পালক পিতার নাম –
- মহর্ষি দুর্বাসা
- মহর্ষি বিশ্বামিত্র
- মহর্ষি কণ্ব
- মহর্ষি কাশ্যপ
মহর্ষি কণ্ব
Q2. ঋষি দুর্বাসা তার অভিশাপকে কিছুটা লঘু করেছিলেন যার অনুরোধে তিনি হলেন –
- প্রিয়ংবদা
- শকুন্তলা
- অনুসুয়া
- চিত্রাঙ্গদা
প্রিয়ংবদা
Q3. শকুন্তলার আংটিটি পেয়েছিলেন এক –
- কৃষক প্রজা
- দ্বাররক্ষী
- অশ্বপালক
- ধীবর
ধীবর
Q4. ধীবর আংটিটি পেয়েছিল –
- রুই মাছের পেটে
- ইলিশ মাছের পেটে
- বোয়াল মাছের পেটে
- মাছ ধরার জালে
রুই মাছের পেটে
Q5. “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি ।” -উধৃতাংশটির বক্তা হলেন –
- জানুক
- সূচক
- রাজশ্যালক
- রাজা
রাজশ্যালক
Q6. “বেদজ্ঞ ব্রাম্ভণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন ।” -এই কথাটি বলেছেন –
- শ্যালক
- সূচক
- পুরুষ
- প্রথম রক্ষী
পুরুষ
Q7. নির্দয় -এর সন্ধিবিচ্ছেদ –
- নি +দয়
- ণিঃ + দয়
- নিঃ + দয়
- নির +দয়
নিঃ + দয়
Q8. অর্ধেক শব্দের সন্ধিবিচ্ছেদ –
- অধঃ +এক
- অধ + ইক
- অর্ধ + ইক
- অর্ধ + এক
অর্ধ + এক
Q9. ‘হুজুর’ শব্দটির উৎস নির্ণয় করো –
- তৎসম শব্দ
- আরবি শব্দ
- তদ্ভব শব্দ
- বিদেশি শব্দ
আরবি শব্দ
Q10. ‘জেলে’ শব্দের উৎস নির্ণয় করো –
- তদ্ভব শব্দ
- তৎসম শব্দ
- দেশি শব্দ
- বিদেশি শব্দ
তদ্ভব শব্দ
Q11. “আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি?” -বক্তা প্রকৃতপক্ষে জিজ্ঞাসা করেছিলেন –
- ধীবর কিভাবে আংটিটি পেল
- ধীবরের বংশ পরিচয়
- ধীবর কোথায় থাকে
- জাল, বড়শি নিয়ে ধীবর কোনদিকে যাচ্ছে
ধীবর কিভাবে আংটিটি পেল
Q12. রাজার শ্যালক ধীবরকে বলেছিলেন –
- বুদ্ধিহীন
- বাচাল
- গোসাপ-খাওয়া ছেলে
- চালাক
গোসাপ-খাওয়া ছেলে
Q13. শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন –
- প্রয়াগতীর্থে
- পুস্করতীর্থে
- গয়াতীর্থে
- শচীতীর্থে
শচীতীর্থে
Q14. ‘ধীবর-বৃত্তান্ত’ নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে –
- রঘুবংশম্
- কুমারসম্ভবম্
- অভিজ্ঞান শকুনলম্
- মেঘদূতম্
অভিজ্ঞান শকুনলম্
Q15.”এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে” -বক্তার এমন সিদ্ধান্তের কারণ-
- ধীবরের জালে একটি গোসাপ ছিল
- ধীবরের কথায় গোসাপের প্রসঙ্গ এসেছিল
- ধীবরের শরীর থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
- ধীবর গোসাপ খেয়ে থাকে
ধীবরের শরীর থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
Q16. রাকশ্যালক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করে বলেছিলেন ?
- জানুককে
- সূচককে
- দুই রক্ষীকে
- এদের কাউকেই নয়
সূচককে
Q17. আংটি দেখে মহারাজের মনে পড়েছিল –
- নিজের ছোটবেলার স্মৃতি
- প্রিয়জনের কথা
- রাজ্যাভিষেকের স্মৃতি
- যুদ্ধজয়ের স্মৃতি
প্রিয়জনের কথা
Q18. ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন –
- রাজশ্যালক
- জানুক
- রাজা
- গ্রামরক্ষী
রাজশ্যালক
Q19. জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ দিয়েছিল-
- আংটির দাম হিসেবে
- জালের দাম হিসেবে
- মাছের দাম হিসেবে
- ফুলের দাম হিসেবে
ফুলের দাম হিসেবে
Q20. “….. এমনটা আমার মনে হয় না ।” -বরং বক্তার মনে হয় –
- আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ছে
- দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে
- আংটিটা দেখেই রাজা গম্ভীর হয়ে গেছেন
- দামি আংটিটা আকস্মিকভাবে ফিরে পেয়ে রাজা অবাক হয়ে গেছেন
আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ছে