WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান|Koshe Dekhi 1.1,1.2 & 1.3 Class 9

WBBSE Class 9 Math Chapter 1 Solution|গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯(নবম শ্রেণি )|বাস্তব সংখ্যা কষে দেখি ১.১ । বাস্তব সংখ্যা কষে দেখি ১.২ । বাস্তব সংখ্যা কষে দেখি ১.৩। বাস্তব সংখ্যা কষে দেখি 1.1| বাস্তব সংখ্যা কষে দেখি 1.2| বাস্তব সংখ্যা কষে দেখি 1.3|Ganit Prakash Class IX Solution Of Chapter 1 Real Number|Bastob Sonkha WBBSE Class 9|Koshe Dekhi 1.1 Class 9|Koshe Dekhi 1.2 Class 9|Koshe Dekhi 1.3 Class 9

WBBSE Class 9 Math Chapter 1 Solution|গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯(নবম শ্রেণি )|বাস্তব সংখ্যা কষে দেখি ১.১ । বাস্তব সংখ্যা কষে দেখি ১.২ । বাস্তব সংখ্যা কষে দেখি ১.৩। বাস্তব সংখ্যা কষে দেখি 1.1| বাস্তব সংখ্যা কষে দেখি 1.2| বাস্তব সংখ্যা কষে দেখি 1.3|Ganit Prakash Class IX Solution Of Chapter 1 Real Number|Bastob Sonkha WBBSE Class 9|Koshe Dekhi 1.1 Class 9|Koshe Dekhi 1.2 Class 9|Koshe Dekhi 1.3 Class 9

কষে দেখি -1.1

1. মূলদ সংখ্যা কাকে বলে?

উত্তরঃ- যে সকল সংখ্যা কে $\frac{p}{q}$ আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণসংখ্যা , এবং q≠0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া কোনও সাধারণ উৎপাদক থাকেনা , তাদের মূলদ সংখ্যা বলে ।

যেমনঃ 4 , $\frac{2}{3}$ , $\frac{15}{17}$ ইত্যাদি ।

2.0 কি একটি মূলদ সংখ্যা ? 0 কে $\frac{p}{q}$ [যেখানে p এবং q পূর্ণসংখ্যা , এবং q≠0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া কোনও সাধারণ উৎপাদক থাকেনা ] আকারে প্রকাশ করি ।

উত্তরঃ-0 একটি মূলদ সংখ্যা । 0 কে $\frac{0}{q}$ আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং p ও q উভয়ই পূর্ণসংখ্যা ।

3. নীচের মূলদ সংখ্যা গুলিকে সংখ্যারেখায় স্থাপন করি ।

(i) 7

(ii) -4

(iii) $\frac{3}{5}$

(iv) $\frac{9}{2}$

(v) $\frac{2}{9}$

(vi) $\frac{11}{5}$

(vii) $\frac{-13}{4}$

সমাধানঃ

4. নীচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মুলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসাই ।

(i) 4 ও 5

(ii) 1 ও 2

(iii) ¼ ও ½

(iv) -1 ও ½

(v) ¼ ও 1/3

(vi) -2 ও -1

সমাধানঃ

WBBSE Class 9 Chapter 1 Solution.গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯ (নবম শ্রেণি) বাস্তব সংখ্যা কষে দেখি ১.১ ।কষে দেখি ১.২ । কষে দেখি ১.৩।কষে দেখি 1.1|কষে দেখি 1.2|কষে দেখি 1.3 |Ganit Prakash Class IX Solution Of Chapter 1 Real Number|Bastob Sonkha WBBSE Class 9|Koshe Dekhi 1.1|Koshe Dekhi 1.2|Koshe Dekhi 1.3

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

5. 4 ও 5 এর মধ্যে 3 টি মুলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসাই ।

সমাধানঃ

4 ও 5 এর মধ্যে 3 টি মূলদ সংখ্যা হলো

6. 1 ও 2 এর মধ্যে 6 টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসাই ।

সমাধানঃ

1 ও 2 এর মধ্যে 6 টি মূলদ সংখ্যা হলো-

7. 1/5 ও ¼ এর মধ্যে 3 টি মূলদ সংখ্যা লিখি ।

সমাধানঃ

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

8. বক্তব্য টি সত্য হলে পাশে (T) মিথ্যা হলে পাশে (F) বসাই ।

(i) দুটি পূর্ণসংখ্যা যোগ , বিয়োগ ,গুন করে পূর্ণসংখ্যা পাই ।

উত্তরঃ বিবৃতি টি সত্য (T)

(ii) দুটি পূর্ণসংখ্যা ভাগ করে পূর্ণসংখ্যা পাই ।

উত্তরঃ বিবৃতি টি মিথ্যা (F)

9. দুটি মূলদ সংখ্যা যোগ , বিয়োগ ,গুন ও ভাগ ( ভাজক শূন্য নয় ) করলে কি সংখ্যা পাবো লিখি ।

সমাধানঃ

ধরি দুটি মূলদ সংখ্যা x = m/n এবং y = p/q

যোগ করে পাই ,

∴ x+y একটি মূলদ সংখ্যা ।

বিয়োগ করে পাই,

∴ x-y একটি মূলদ সংখ্যা ।

গুন করে পাই ,

∴ xy একটি মূলদ সংখ্যা

ভাগ করে পাই ,

∴ x /y একটি মূলদ সংখ্যা ।

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

কষে দেখি –1.2

Gonit Prokash Somadhan Class-9

1. নীচের বক্তব্যের কোনটি সত্য এবং কোনটি মিথ্যা লিখি ।

(i) দুটি মূলদ সংখ্যার সমষ্টি একটি মূলদ সংখ্যা হবে ।

উত্তরঃ বিবৃতিটি সত্য ।

যেমনঃ    – 3+5= 8

(ii) দুটি অমূলদ সংখ্যার সমষ্টি একটি অমূলদ সংখ্যা হবে ।

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা ।

কারণ -√3 + √3= 0 , অর্থাৎ , -√3 এবং √3 উভয়ই অমূলদ সংখ্যা হলেও এদের যোগফল 0 একটি মূলদ সংখ্যা ।

(iii) দুটি মূলদ সংখ্যার গুনফল সর্বদা মূলদ সংখ্যা হবে।

উত্তরঃ বিবৃতিটি সত্য ।

(iv) দুটি অমূলদ সংখ্যার গুনফল একটি মূলদ সংখ্যা হবে ।

উত্তরঃ বিবৃতি টি মিথ্যা ।

কারণ √5+2 , √5 -2 উভয়ই অমূলদ সংখ্যা হলেও এদের গুনফল (√5+2)( √5 -2) = (√5)2-(2)2 =5-2=3 একটি মূলদ সংখ্যা হবে ।   

(v) প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা ।

উত্তরঃ বিবৃতি টি সত্য ।

(vi) প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা ।

উত্তরঃ  বিবৃতিটি মিথ্যা ।

2.অমূলদ সংখ্যা বলতে কি বুঝি ? 4 টি অমূলদ সংখ্যা লিখি ।

উত্তরঃ  যে সংখ্যা গুলিকে p/q আকারে প্রকাশ করা যায় না ( যেখানে p এবং q উভয় পূর্ণ সংখ্যা এবং q≠0) তাদের অমূলদ সংখ্যা বলা হয় ।

যেমনঃ √2 , √7,  √5+2, √3

3. নীচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখিঃ

(i) 9

উত্তরঃ √9 = 3 কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q ≠ 0

∴ √9 একটি মূলদ সংখ্যা ।

(ii) 225

উত্তরঃ √225 = 15 কে p/q আকারে প্রকাশ  করা যায় যেখানে q ≠0

∴ √225 একটি মূলদ সংখ্যা ।

(iii) 7

উত্তরঃ √7  কে p/q আকারে প্রকাশ  করা যায় না, যেখানে q ≠0

∴ √7 একটি অমূলদ সংখ্যা ।

(iv) 50

উত্তরঃ √50= √25×√2 = 5√2  কে p/q আকারে প্রকাশ  করা যায় না, যেখানে q ≠0

∴ √50 একটি অমূলদ সংখ্যা ।

(v) 100

উত্তরঃ √100 = 10 কে p/q আকারে প্রকাশ  করা যায় যেখানে q ≠0

∴ √100 একটি মূলদ সংখ্যা ।

(vi) –81

উত্তরঃ -√81 = -9 কে p/q আকারে প্রকাশ  করা যায় যেখানে q ≠0

∴ √81 একটি মূলদ সংখ্যা ।

(vii) 42

উত্তরঃ √42= √6×√7   কে p/q আকারে প্রকাশ  করা যায় না, যেখানে q ≠0

∴ √42 একটি অমূলদ সংখ্যা ।

(viii) 29

উত্তরঃ √29  কে p/q আকারে প্রকাশ  করা যায় না, যেখানে q ≠0

∴ √29 একটি অমূলদ সংখ্যা ।

(ix) –1000

উত্তরঃ -√1000= -√100×√10 = -10√10   কে p/q আকারে প্রকাশ  করা যায় না, যেখানে q ≠0

∴ -√1000 একটি অমূলদ সংখ্যা ।

4. সংখ্যারেখায় √5 স্থাপন করি ।

সমাধানঃ

5. সংখ্যারেখায় √3 স্থাপন করি ।

সমাধানঃ

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

6. একই সংখ্যা রেখায় √5 ,√6,√7,-√6,-√8,-√11 স্থাপন করি ।

সমাধানঃ

কষে দেখি –1.3

Gonit Prokash Class 9 Chapter 1

1. ভাগ না করে নীচের কোন  সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখি ঃ-

(i) 17/80

সমাধানঃ

কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয় তবে সংখ্যাটিকে দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে ।

17/80 এর হর = 80 = 2× 2× 2× 2× 5

অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 ।

∴ 17/80 সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে ।

(ii) 13/24

সমাধানঃ

কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয় তবে সংখ্যাটিকে দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে ।

13/24 এর হর = 24 = 2× 2× 2×3

অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 3 ।

∴ 13/24 সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে ।

(iii) 17/12

সমাধানঃ

কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয় তবে সংখ্যাটিকে দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে ।

17/12 এর হর = 12 = 2× 2×3

অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 3 ।

∴ 17/12 সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে ।

(iv) 16/125

সমাধানঃ

কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয় তবে সংখ্যাটিকে দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে ।

16/125 এর হর = 125 = 5× 5×5

অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 5  ।

∴ 16/125 সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে ।

(v) 4/35

সমাধানঃ

কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয় তবে সংখ্যাটিকে দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে ।

4/35 এর হর = 35 = 5×7

অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 5 এবং 7  ।

∴ 4/35 সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে ।

2. নীচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাব লিখি ।

(i) 1/11

(ii) 5/8

(iii) 3/13

(iv) 3  1/8

(v) 2/11

(vi) 7/25

সমাধানঃ

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

3. নীচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠0

সমাধানঃ

100x-x= 314.141414….. – 0.141414…

⟹ 99x = 314

⟹ x=$\frac{314}{99}$

$\therefore 3.\dot{1\dot{4}}$ = $\frac{314}{99}$ = $3\frac{17}{99}$

$(\boldsymbol v\boldsymbol i)$ $0.1\dot{7}$

সমাধানঃ

ধরি , $0.1\dot{7}$ =x

∴ x= 0.177777…… —-(i)

∴ 10x= 1.77777….. —–(ii)

এবং 100x = 17.77777…. —–(iii)

(iii) থেকে (ii) বিয়োগ করে পাই,

100x-10x=17.77777…. – 1.77777….

বা, 90x= 16

বা, x = $\frac{16}{90}$

বা, x = $\frac{8}{45}$

∴ $0.1\dot{7}$ = $\frac{8}{45}$

$(\boldsymbol v\boldsymbol i\boldsymbol i)$ $0.4\dot{7}$

সমাধানঃ

ধরি , $0.4\dot{7}$ =x

∴ x = 0.477777…. —-(i)

∴ 10x= 4.77777….. —–(ii)

এবং 100x =47.77777…. —–(iii)

(iii) থেকে (ii) বিয়োগ করে পাই,

100x-10x= 47.77777…. – 4.77777….

বা, 90x = 43

বা, x =$\frac{43}{90}$

∴ $0.4\dot{7}$ = $\frac{43}{90}$

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

4. 4 টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত [ non recurring and non terminating] ।

উত্তরঃ √3,  √5,   √7   √17  সংখ্যাগুলির দশমিক বিস্তার অসীম ও অনাবৃত ।

 5. 5/7 ও 9/7 এর মধ্যে 3 টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি ।

সমাধানঃ

Gonit Prokash Class 9 Chapter 1

6. 3/7 ও 1/11 এর মধ্যে 2 টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি ।

সমাধানঃ

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

7. নীচের সংখ্যা গুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি ।

(i) √47

উত্তরঃ অমূলদ

(ii) √625

উত্তরঃ √625 = 25 , মূলদ সংখ্যা ।

(iii) 6.5757…

উত্তরঃ প্রদত্ত সংখ্যাটি একটি আবৃত সংখ্যা তাই এটি একটি মূলদ সংখ্যা ।

(iv) 1.1010010001..

উত্তরঃ প্রদত্ত সংখ্যাটি একটি অনাবৃত দশমিক সংখ্যা তাই এটি একটি অমূলদ সংখ্যা ।

8. সংখ্যারেখায় নীচের সংখ্যা গুলি স্থাপন করি ।

(i) 5.726

WBBSE Class 9 Chapter 1 Solution.গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯(নবম শ্রেণি ) বাস্তব সংখ্যা

(ii) 2.321

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

(iii)1.052

WBBSE Class 9 Chapter 1 Solution.গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯(নবম শ্রেণি ) বাস্তব সংখ্যা

(iv)4.178

9. 2.26 ও 5.54 সংখ্যা দুটি 4  দশমিক স্থান পর্যন্ত সংখ্যারেখায় স্থাপন করি ।

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

10. 0.232332333233332… এবং 0.212112111211112… সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি ।

উত্তরঃ 0.232332333233332… এবং 0.212112111211112… সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো 0.22 এবং 0.23 ।

11. 0.2101 এবং 0.2222… বা 0.2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি ।

উত্তরঃ 0.2101 এবং 0.2222… বা 0.2 – এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হল 0.215 এবং 0.22 ।

12. স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা , পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা ,অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে দশটি সত্য বক্তব্য ও দশটি মিথ্যা বক্তব্য লিখি ।

উত্তরঃ

10 টি সত্য বক্তব্য

  1. 0 একটি স্বাভাবিক সংখ্যা নয় ।
  2. 1 হল ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ।
  3. বাস্তব সংখ্যা সসীম ।
  4. দুটি অখণ্ড সংখ্যার গুনফল অখণ্ড সংখ্যা হবে ।
  5. শূন্য অপেক্ষা বড় পূর্ণসংখ্যা কে ধনাত্মক পূর্ণসংখ্যা বলে এবং শূন্য অপেক্ষা ছোটো পূর্ণসংখ্যা কে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে ।
  6. যে সকল সংখ্যা কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, তাদের মূলদ সংখ্যা বলে।
  7. সকল পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা ।
  8. যে সকল সংখ্যা কে p/q আকারে প্রকাশ করা যায় না যেখানে p এবং q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, তাদের অমূলদ সংখ্যা বলে।
  9. সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা ।
  10. দুটি অমূলদ সংখ্যার বিয়গফল সর্বদা অমূলদ সংখ্যা হয় না ।

10 টি মিথ্যা বক্তব্য

  1. দুটি অমূলদ সংখ্যার গুনফল সর্বদা অমূলদ সংখ্যা হবে ।
  2. দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমুলদ সংখ্যা হবে ।
  3. সকল বাস্তব সংখ্যার দসমিকে বিস্তার সম্ভব নয় ।
  4. প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা ।
  5. 0 একটি স্বাভাবিক সংখ্যা ।
  6. মুলদ সংখ্যা সসীম ।
  7. √47 একটি মূলদ সংখ্যা ।
  8. দুটি অমূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র অমূলদ সংখ্যা আছে ।
  9. দুটি মূলদ সংখ্যার মধ্যে কনো মূলদ সংখ্যা নেই ।
  10. √3 এর দশমিক বিস্তার একটি সসীম অথবা আবৃত দশমিক ।

13. একটি গুন করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নীচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে এবং কি নিয়ম ব্যাবহার করে সবচেয়ে কম কত টাকায় সঙ্খামালাতির মান বার করা যায় দেখি ।

(i) 3x2+2x+1 , যখন x=5

(ii) 2x3+3x2+2x+3 , যখন x = 7

সমাধানঃ

(i) 3x2+2x+1 , যখন x=5

3(5)2+2(5)+1=3×5×5 + 2×5 + 1,

এখানে 3 টে গুন এবং 2 টি যোগ করতে হচ্ছে তাই (3×2+2×1)=8 টাকা লাগবে ।

কিন্তু যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি তবে 3x2+2x+1=x(3x+2)+1, এখানে দুটি গুন এবং দুটি যোগ করতে হচ্ছে তাই (2×2+2×1)= 6 টাকা লাগবে ।

সুতরাং এক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে সবচেয়ে কম টাকা লাগবে ।

(ii) 2x3+3x2+2x+3 , যখন x = 7

2(7)3+3(7)2+2×7 +3 = 2×7×7×7 + 3×7×7 +2 ×7+3

এক্ষেত্রে 6 টি গুন এবং 3 টি যোগ করতে হচ্ছে তাই (6×2 +3×1)= 15 টাকা লাগবে ।

আবার,

2x3+3x2+2x+3

= 2x3+2x+3x2+3

= 2x(x2+1)+3(x2+1)

= (x2+1)(2x+3)

= (7×7+1) × (2 × 7+3)

 কিন্তু যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা যায় তবে 3 টি গুন ও 2 টি যোগ করতে হচ্ছে ।

∴ 3×2+2×1 = 8 টাকা লাগবে ।

সুতরাং এক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে সবচেয়ে কম টাকা লাগবে ।

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

14. বহু বিকল্পীও প্রশ্ন (M .C.Q ):

(i) √5 এর দশমিক বিস্তার

(a) একটি সসীম দশমিক

(b) একটি সসীম অথবা আবৃত দশমিক

(c ) একটি অসীম এবং অনাবৃত দশমিক

(d) কোনোটিই নয়

উত্তরঃ (c )একটি অসীম এবং অনাবৃত দশমিক

(ii) দুটি অমূলদ সংখ্যার গুনফল

(a) সর্বদাই অমূলদ সংখ্যা

(b) সর্বদাই মূলদ সংখ্যা

( c) সর্বদা একটি পূর্ণ সংখ্যা

( d) মূলদ কিংবা অমূলদ সংখ্যা

উত্তরঃ (d )মূলদ কিংবা অমূলদ সংখ্যা

(iii) π এবং 22/7

(a) সর্বদাই মূলদ সংখ্যা

(b) সর্বদাই অমূলদ সংখ্যা

( c) π মূলদ সংখ্যা এবং 22/7 অমূলদ সংখ্যা

(d) π অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা

উত্তরঃ (d)π অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা

Gonit Prokash Class 9 Chapter 1|গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯ বাস্তব সংখ্যা|WBBSE class 9 Math Chapter 1 Real Numbers|Bastob Sonkha Class 9 WBBSE

(iv) দুটি মূলদ সংখ্যার মধ্যে

(a) কোনও মূলদ সংখ্যা নেই ।

(b) একটি মাত্র মূলদ সংখ্যা আছে

( c) অসংখ্য মূলদ সংখ্যা আছে

(d) কনো অমূলদ সংখ্যা নেই

উত্তরঃ (c )অসংখ্য মূলদ সংখ্যা আছে

(v) দুটি অমূলদ সংখ্যার মধ্যে

(a) কোনও মূলদ সংখ্যা নেই

(b) একটি মাত্র অমূলদ সংখ্যা আছে

( c) অসংখ্য অমূলদ সংখ্যা আছে

( d) কোনো অমূলদ সংখ্যা নেই

উত্তরঃ (c)অসংখ্য অমূলদ সংখ্যা আছে

(vi) 0 সংখ্যাটি

(a) অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়

(b) পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়

( c) মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়

(d) অখণ্ড সংখ্যা , পূর্ণ সংখ্যা , মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় ।

উত্তরঃ (d)অখণ্ড সংখ্যা , পূর্ণ সংখ্যা , মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় ।

15.

(i)  একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা ।

উত্তরঃ (7+√3) এবং (7-√3) দুটি অমূলদ সংখ্যা ।

এদের বিয়োগফল =(7+√3)+(7-√3)= 7+√3 +7-√3 =14, একটি মূলদ সংখ্যা ।

(ii) একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা ।

উত্তরঃ (5+√4) এবং (-5+√4) দুটি অমূলদ সংখ্যা

এদের বিয়োগফল =(5+√4)-(-5+√4)= 5+√4+5-√4= 10 একটি মূলদ সংখ্যা ।

(iii) 1/7 ও 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ।

উত্তরঃ 1/7 ও 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা

(iv) 1/7 ও 2/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি ।

সমাধানঃ

∴ 1/7 এবং 2/7 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা হলো 0.20200200020000….

WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান

আরও পড়ুনঃ

ধন্যবাদ। এই POST টি ভাল লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে , আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।

8 thoughts on “WBBSE Class 9 Math Chapter 1 Solution|বাস্তব সংখ্যা নবম শ্রেণি সমাধান|Koshe Dekhi 1.1,1.2 & 1.3 Class 9”

    • ধন্যবাদ আপনাকে । Anushilan.Com -এর পাশে থাকবেন । কোথাও কোনো ত্রুটি দেখতে পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

      Reply
  1. আমি প্রথবারের মতো এসেছি । তবে এটা সত্যিই দারুন।

    Reply

Leave a Comment

error: Content is protected !!