Madhyamik History Chapter 1 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 1 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 1 Mock Test -এই মক টেস্টে তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 1 Mock Test। তাই এই ‘ইতিহাসের ধারণা’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 1 Mock Test
Q1. সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল-
- বিধবা বিবাহ আন্দোলন
- সতীদাহপ্রথা বিরোধী আন্দোলন
- বহুবিবাহ রোধ আন্দোলন
- মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন
বিধবা বিবাহ আন্দোলন
Q2. আধুনিক ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল-
- সরকারি নথিপত্র
- ব্যাক্তিগত পত্র
- সংবাদ পত্র
- স্মৃতিকথা
সরকারি নথিপত্র
Q3. দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কী ?
- জীবন স্মৃতি
- আত্মচরিত
- জীবনের জলসাঘরে
- জীবনের ঝরাপাতা
আত্মচরিত
Q4. বিপিন চন্দ্র পাল লিখেছেন –
- সত্তর বৎসর
- চার অধ্যায়
- এ নেশন ইন মেকিং
- আনন্দ মঠ
সত্তর বৎসর
Q5. বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল –
- ১২ ই জানুয়ারি ১৯৮৯
- ৫ ই জুন ১৯৭৪
- ১ মে ১৯২৩
- ৫ ই সেপ্টেম্বর ১৯৮৭
৫ ই জুন ১৯৭৪
Q6.ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল-
- রাজতরঙ্গিনী
- মহাভারত
- বেদ
- রামায়ন
রাজতরঙ্গিনী
Q7. ভারতে প্রথম এল যোগাযোগ শুরু হয় –
- বোম্বে থেকে থানে পর্যন্ত
- দিল্লি থেকে থানে পর্যন্ত
- বোম্বে থেকে দিল্লি পর্যন্ত
- দিল্লি থেকে কোলকাতা পর্যন্ত
বোম্বে থেকে থানে পর্যন্ত
Q8. দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন –
- চলচ্চিত্রের সঙ্গে
- ক্রীড়া জগতের সঙ্গে
- স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
- পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে
চলচ্চিত্রের সঙ্গে
Q9. দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন –
- কার্ল মার্ক্স
- ট্রেভেলিয়ান
- গিবস
- ট্রুভো
কার্ল মার্ক্স
Q10. দ্যা সি অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন –
- আলফ্রেড কসবি
- যে ডি কর্ণাল
- র্যচেল কারসন
- গ্রোভ
র্যচেল কারসন
Q11. বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
- সরলা দেবী চৌধুরাণী
- দ্বারকানাথ বিদ্যাভূষণ
- বিদ্যাসাগর
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
Q12. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসিরা
- পোর্তুগীজরা
ইংরেজরা
Q13. দ্য মিলিটারি সিস্টেম অফ মারাঠাস গ্রন্থটির লেখক হলেন –
- কৌশিক রায়
- যদুনাথ সরকার
- রমেশ চন্দ্র মজুমদার
- সুরেন্দ্রনাথ সেন
সুরেন্দ্রনাথ সেন
Q14. এ নেশন ইন মেকিং হল –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
- রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
- বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী
- রবি ভার্মার আত্মজীবনী
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
Q15. উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা –
- জেরাল্ডিন ফোর্বস
- মালবিকা কার্লেকর
- জে কৃষ্ণমুর্তি
- জ্যোতিরাও ফুলে
জে কৃষ্ণমুর্তি
Q16. ইন্ডিয়াঃ ফুড এন্ড কুকিং গ্রন্থটির রচয়িতা –
- প্যাট চ্যাপম্যান
- ক্লদ মার্কোভিটস
- কে টি আচয়
- র্যাচেল কারসন
প্যাট চ্যাপম্যান
Q17. ইন্ডিয়ান রেলওয়েস : গ্লোরিয়াস ১৫০ ইয়ার্স গ্রন্থটির রচয়িতা হলেন –
- আর আর ভান্ডারী
- যদুনাথ শিকদার
- নীতিন সিনহা
- পঙ্কজ কুমার
আর আর ভান্ডারী
Q18. ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক ছিলেন –
- ঋত্বিক ঘটক
- সত্যজিত রায়
- মৃণাল সেন
- উৎপল দত্ত
মৃণাল সেন
Q19. প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী ?
- পথের পাঁচালি
- গুপি গাইন বাঘা বাইন
- জামাই ষষ্ঠী
- বিল্ব মঙ্গল
জামাই ষষ্ঠী
Q20. পথের পাঁচালি কবে মুক্তি লাভ করে –
- ১৯৫৫ সালে
- ১৯৬৫ সালে
- ১৯৪৫ সালে
- ১৯৫৬ সালে
১৯৫৫ সালে
Q21. টোয়েন্টি -টু ইয়ারস টু ফ্রিডম ‘ গ্রন্থের রচয়িতা –
- আশিস নন্দী
- বোরিয়া মজুমদার
- গৌতম ভট্টাচার্য
- জে কে ম্যাঙ্গান
বোরিয়া মজুমদার
Q22. কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য ?
- কেরল
- তামিলনাডু
- আসাম
- অন্ধ্রপ্রদেশ
অন্ধ্রপ্রদেশ
Q23. ‘ফেরারী ফৌজ’ নাটকটি কার লেখা ?
- গিরিশ চন্দ্র ঘোষ
- উৎপল দত্ত
- মধুসূদন দত্ত
- দীনবন্ধূ মিত্র
উৎপল দত্ত
Q24. ‘একেই বলে সুটিং’ -কার লেখা
- সত্যজিৎ রায়
- তপন কুমার সিনহা
- রিতুপর্ণ ঘোষ
- মৃণাল সেন
সত্যজিৎ রায়
Q25. কলকাতা শহরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন –
- কেনেথ গিলিয়ন
- প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়
- রীনা ওল্ডেনবার্গ
- নারায়ণী গুপ্ত
প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়
Q26. দিল্লী শহরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন –
- নারায়ণী গুপ্ত
- রীনা ওল্ডেনবার্গ
- ক্রিস্টিন ডবিন
- ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়
নারায়ণী গুপ্ত
Q27. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় –
- ১৭৯৯ সালে
- ১৮৪৭ সালে
- ১৮৩৫ সালে
- ১৯০১ সালে
১৮৩৫ সালে
Q28.বোস ইন্সটিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
- ১৯১৫ সালে
- ১৯৪০ সালে
- ১৯১৭ সালে
- ১৯১০ সালে
১৯১৭ সালে
Q29. কোন বড়লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন ?
- লর্ড লিটন
- লর্ড ক্লাইভ
- লর্ড মেয়ো
- লর্ড রিপণ
লর্ড লিটন
Q30. পিচঢালা রাস্তা নির্মান করেন –
- জন ম্যার্কাডাম
- হামফ্রে ডেভি
- জর্জ স্টিফেনশন
- আইনস্টাইন
জন ম্যার্কাডাম
Q31. ভারতের ‘চিপকো আন্দোলন’ ছিল –
- কৃষি আন্দোলন
- শ্রমিক আন্দোলন
- নারী আন্দোলন
- পরিবেশ আন্দোলন
পরিবেশ আন্দোলন
Q32. ইন্টারনেটের ব্যবহার শুরু হয় –
- ১৯৮০ সালে
- ১৯৮৫ সালে
- ১৯৮৯ সালে
- ১৯৯০ সালে
১৯৮৯ সালে
Q33.বাংলায় প্রদর্শিত প্রথম সবাক চলচিত্র কোনটি-
- রাজা হরিশচন্দ্র
- ভুবন সোম
- জামাই ষষ্ঠী
- আলম আরা
আলম আরা
Q34. বিশ্ব সিনেমার জনক বলা হয় –
- সত্যজিত রায়কে
- উইলিয়াম জোসেফকে
- লুমিয়ের ব্রাদার্সকে
- টমাস ওল্ডহ্যামকে
উইলিয়াম জোসেফকে
Q35. ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় –
- ড. রণজিৎ গুহকে
- অমলেশ ত্রিপাঠী
- রামচন্দ্র গুহ
- সুমিত সরকার
ড. রণজিৎ গুহকে
Q36. ইন্দিরা গান্দিকে লেখা জহরলাল নেহেরুর চিঠিগুলি বাংলাতে যে নামে পরিচিত তা হল-
- স্নেহের ইন্দিরা
- কল্যাণীয়াসু ইন্দু
- প্রিয় কন্যা ইন্দিরা
- স্নেহের কন্যা ইন্দিরা
কল্যাণীয়াসু ইন্দু
Q37. ভয়েসেস ফ্রম উইদিন লিখেছেন-
- সত্যজিত রায়
- বি আর নন্দ
- দীপক কুমার
- মালবিকা কার্লেকর
মালবিকা কার্লেকর
Q38. চিপকো আন্দোলন হয়েছিল –
- কেরলে
- কাশ্মীরে
- পাঞ্জাবে
- উত্তরাখণ্ডে
উত্তরাখণ্ডে
Q39. আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল –
- পশ্চিমবঙ্গ
- গোয়া
- কর্ণাটক
- তামিলনাড়ু
কর্ণাটক
Q40. গ্রিন ইন্মপিরিয়ালিসম গ্রন্থটি লিখেছেন –
- ক্ল্যারেন্স গ্ল্যাকেন
- রিচার্ড গ্রোভ
- চার্লস টিলি
- রীনা ওল্ডেনবার্গ
রিচার্ড গ্রোভ
Q41. চিপকো আন্দোলনের নেতা ছিলেন –
- মেধা পাটেকর
- বিবেকানন্দ মুখোপাধ্যায়
- প্রদীপ সিংহ
- সুন্দরলাল বহুগুণা
সুন্দরলাল বহুগুণা
Q42. ভারতবর্ষে জনগণনা শুরু হয় –
- ১৮৭১ সালে
- ১৮৭৪ সালে
- ১৭৪৫ সালে
- ১৮৫৬ সালে
১৮৭১ সালে
Q43. প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন –
- হরিপদ ভৌমিক
- নবীন চন্দ্র সেন
- নবীন চন্দ্র দাস
- রজনীকান্ত বসু
নবীন চন্দ্র দাস
Q44. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম –
- বিল্ব মঙ্গল
- পথের পাঁচালী
- হিরক রাজার দেশে
- সোনার কেল্লা
বিল্ব মঙ্গল
Q45. প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী ?
- পথের পাঁচালি
- গুপি গাইন বাঘা বাইন
- জামাই ষষ্ঠী
- বিল্ব মঙ্গল
জামাই ষষ্ঠী
Q46. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল-
- শেষের পরিচয়
- চার অধ্যায়
- জীবনস্মৃতি
- গোরা
জীবনস্মৃতি
Q47. ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যাক্তি –
- ভরতনাট্যম
- কথাকলি
- মণিপুরি
- কত্থক
ভরতনাট্যম
Q48. ভারতে প্রথম খাদ্যপ্রনালী সম্পর্কিত বই হল –
- বামাবোধিনী
- পাকপ্রনালী
- আমিষ –নিরামিষ
- পাকরাজেশ্বর
পাকরাজেশ্বর
Q49. বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে –
- ৪০ – এর দশকে
- ৫০ -এর দশকে
- ৬০ -এর দশকে
- ৭০ -এর দশকে
৬০ -এর দশকে
Q50. ‘ দি ইন্ডিয়ান উইমেনঃ ফ্রম পর্দা টু মর্ডানিটি ‘ গ্রন্থের লেখক হলেন –
- দীপক কুমার
- মালবিকা কার্লেকর
- বি আর নন্দ
- চিত্রা ঘোষ
বি আর নন্দ