মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Heredity and Common Genetic Diseases Mock Test Set-2(MCQ Queston-Answer): মাধ্যমিক জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ -এর এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 40 টি প্রশ্ন আছে।অধ্যায় ভিত্তিক এই মক টেস্টগুলো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে,এই মক টেস্টটিতে প্রদত্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় কমন আসার চান্স প্রায় 99%।মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ মক টেস্ট সেট-2(MCQ প্রশ্ন-উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Heredity and Common Genetic Diseases Mock Test Set-2(MCQ Queston-Answer)
Q1. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে –
- 25%
- 50%
- 75%
- 100%
50%
Q2. মহিলাদের বলা হয় –
- হেটেরোগ্যামেটিক লিঙ্গ
- হেটেরোজাইগোটিক লিঙ্গ
- হোমোজাইগোটিক লিঙ্গ
- হোমোগ্যামেটিক লিঙ্গ
হোমোগ্যামেটিক লিঙ্গ
Q3. খর্ব মটর গাছ সবসময় হয় –
- হোমোজাইগাস
- হেটেরোজাইগাস
- সংকর দীর্ঘ
- এদের কোনোটিই নয়
হোমোজাইগাস
Q4. মটর গাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি হল –
- সাদা ফুল
- কুঞ্চিত বীজ
- হলদে বীজপত্র
- হলদে ফলত্বক
হলদে বীজপত্র
Q5. সংযুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিল টি হল –
- প্রকট
- সহপ্রকট
- প্রচ্ছন্ন
- কোনোটিই নয়
প্রচ্ছন্ন
Q6. ABO তন্ত্রে বিভিন্ন রক্তশ্রেণির সৃষ্টির কারণ –
- প্রকটতা
- সহপ্রকটতা
- পলিজিন
- কোনোটিই নয়
সহপ্রকটতা
Q7. জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কী বলে ?
- অ্যালিল
- অভিব্যাক্তি
- অভিযোজন
- পরিব্যাক্তি
পরিব্যাক্তি
Q8. হিমোফিলিয়ায় যে প্লাসমা প্রোটিনটি তৈরি হয় না সেটি হল –
- অ্যালবুমিন
- গ্লোবিউলিন
- ফাইব্রিন
- কাইটিন
ফাইব্রিন
Q9.হিমোফিলিয়ার প্রধান সমস্যা হল –
- রঙ চিনতে না পারা
- দেহাভ্যন্তরে রক্তক্ষরণ
- দেহাভ্যন্তরে রক্ততঞ্চন
- তীব্র জ্বর ও প্রদাহ
দেহাভ্যন্তরে রক্তক্ষরণ
মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ মক টেস্ট সেট-2(প্রশ্ন-উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Heredity and Common Genetic Diseases Mock Test Set-2(Queston-Answer)
Q10. ক্রিস –ক্রস উত্তরাধিকারের উদাহরণ –
- বর্নান্ধতা
- ডায়াবেটিস
- হিমোফিলিয়া
- বর্নান্ধতা ও হিমোফিলিয়া
বর্নান্ধতা ও হিমোফিলিয়া
Q11. ক্লাসিক হিমোফিলিয়া বলা হয় –
- হিমোফিলিয়া A কে
- হিমোফিলিয়া B কে
- হিমোফিলিয়া C কে
- কোনোটিই নয়
হিমোফিলিয়া A কে
Q12. রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় তা হল –
- ফ্যাক্টর VIII
- ফ্যাক্টর XI
- ফ্যাক্টর – III
- প্রথম ও দ্বিতীয় উভয়ই
প্রথম ও দ্বিতীয় উভয়ই
Q13. ডিউটেরানোপিয়া রোগে আক্রান্ত ব্যাক্তি কোন রঙ দেখতে অক্ষম ?
- নীল
- হলদে
- লাল
- সবুজ
সবুজ
Q14. যে প্রকার বর্ণান্ধতায় কোনো ব্যাক্তি লাল রঙ দেখতে পায়না তাকে বলে –
- হিমোফিলিয়া
- থ্যালাসেমিয়া
- প্রোটানোপিয়া
- ডিউটেরানোপিয়া
প্রোটানোপিয়া
Q15. অটোজোম বাহিত বংশগত রোগ হল –
- বর্ণান্ধতা
- থ্যালাসেমিয়া
- স্কার্ভি
- হিমোফিলিয়া
থ্যালাসেমিয়া
Q16. নীচের যেটি সেক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ নয় তা হল –
- অ্যানিমিয়া
- স্কার্ভি
- থ্যালাসেমিয়া
- সবকটি ঠিক
সবকটি ঠিক
Q17. থ্যালাসেমিয়া রোগ যে প্রোটিনটির অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হল –
- ফাইব্রিন
- গ্লোবিন
- ফ্ল্যাভিন
- থাইমিন
গ্লোবিন
Q18. রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর XI –এর অপর নাম কী ?
- AHF
- HBA
- HBB
- PTA
PTA
Q19. রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর VIII –এর অপর নাম কী ?
- ABB
- HBA
- PTA
- AHF
AHF
Q20. একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহে পুত্রসন্তান ও কন্যাসন্তান হওয়ার সম্ভবনা হল –
- 2:1
- 3:2
- 1 : 1
- 1:2
1 : 1
মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ মক টেস্ট সেট-2(প্রশ্ন-উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Heredity and Common Genetic Diseases Mock Test Set-2(Queston-Answer)
Q21. ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা হল—
- 46
- 47
- 48
- 45
47
Q22. ‘Jumping gene’ তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত?
- ম্যাকক্লিনটক্
- মেন্ডেল
- হুগো দি ভ্রিস
- মরগ্যান
ম্যাকক্লিনটক্
Q23. মিউটেশান তত্ত্বের প্রবক্তা হলেন—
- ল্যামার্ক
- হেকেল
- ডারউইন
- দি ভ্রিস
দি ভ্রিস
Q24. মটর গাছে মেণ্ডেলের পরীক্ষায় নিম্নের কোন্ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন ?
- কাক্ষিক পুষ্প
- সবুজ রঙের বীজ
- সবুজ রঙের শুঁটি
- গোলাকার বীজ
সবুজ রঙের বীজ
Q25. কোন্ বিজ্ঞানী মেণ্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন?
- মরগ্যান
- বেটেসন
- স্টাসবার্গার
- চারগ্রাফ
Q26. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে উপস্থিত জিন সমষ্টিকে বলে —
- জিনপুল
- জিন বৈশিষ্ট্য
- জিনোম
- বহুসংকর জনন
জিনোম
Q27. জীবের জিনগত গঠনের প্রকাশকে বলা হয়—
- ফিনোটাইপ
- জিনোটাইপ
- সংকরায়ণ
- প্রকটতা
জিনোটাইপ
Q28. বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা হলেন—
- বেটসন
- পানেট
- দ্য ভ্রিস
- মেন্ডেল
পানেট
Q29. নিম্নের কোন্ বিজ্ঞানী লিংকেজের ঘটনা প্রথম প্রমাণ করেন ?
- হেকেল
- পানেট
- মেন্ডেল
- মরগ্যান
মরগ্যান
Q30. মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হল—
- টেস্যাক্স ডিজিজ
- থ্যালাসেমিয়া
- অ্যানিমিয়া
- অন্ধত্ব
টেস্যাক্স ডিজিজ
Q31. অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়—
- সন্ধ্যামালতী
- স্ন্যাপড্রাগন
- মটর গাছ
- প্রথম ও দ্বিতীয় উভয়
প্রথম ও দ্বিতীয় উভয়
Q32. নিম্নের কোন্ রোগটি মানুষের বংশগত রোগ নয় ?
- হিমোফিলিয়া
- বর্ণান্ধতা
- অ্যালঝাইমার রোগ
- ডাউন্স সিনড্রোম
অ্যালঝাইমার রোগ
Q33. DNA সিকোয়েন্সিং পদ্ধতি আবিষ্কার করেন –
- এইচ. জি. খুরানা
- ওয়ার্সন ও ক্রিক
- ফেড্রিক সাংগার
- ই.এম. সাউদার্ন
ফেড্রিক সাংগার
Q34. জাম্পিংকার জিন আবিষ্কার কার নামের সঙ্গে যুক্ত?
- স্যার জগদীশ চন্দ্র বোস
- স্যার জে.বি.এস হ্যালডেন
- ড. বারবারা ম্যাক্লিনটক
- এম.এস. স্বামীনাথন
ড. বারবারা ম্যাক্লিনটক
Q35. হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ—
- X ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
- X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
- Y ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
- Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
Q36.একটি জিনের বিভিন্ন রূপগুলি হল-
- অ্যালিল
- লোকাস
- জিনপুল
- জিনোটাইপ
অ্যালিল
Q37. দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হল-
- পৃথকীভবন সূত্র
- অসম্পূর্ণ প্রকটতার সূত্র
- প্রকটতার সূত্র
- স্বাধীন বিন্যাসের সূত্র
স্বাধীন বিন্যাসের সূত্র
Q38. `WISC-R পরীক্ষাটি হল—
- প্রাপ্তবয়স্কের ব্যক্তিগত পরীক্ষা
- একক শিশুর ব্যক্তিগত পরীক্ষা
- শিশুদের গ্রুপ পরীক্ষা
- প্রাপ্তবয়স্কদের গ্রুপ পরীক্ষা
একক শিশুর ব্যক্তিগত পরীক্ষা
Q39. `YyRr’ জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে ?
- 1 প্রকার
- 2 প্রকার
- 3 প্রকার
- 4 প্রকার
4 প্রকার
Q40. হলুদ গোলাকার সংকর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রশ করালে মোট 400 টি উদ্ভিদের মধ্যে কয়টি হলুদ-কুঞ্চিত উদ্ভিদ সৃষ্টি হবে ?
- 200 টি
- 400 টি
- 500 টি
- 300 টি
200 টি