Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ মক টেস্ট (তৃতীয় অধ্যায়) । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 3 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।’বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের বাছাই করা 40 টি প্রশ্ন রয়েছে এই মক টেস্টে তাই এটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই MCQ কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায়-৩ এর অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2। তাই এই মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2
Q1. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে –
- 25%
- 50%
- 75%
- 100%
50%
Q2. মহিলাদের বলা হয় –
- হেটেরোগ্যামেটিক লিঙ্গ
- হেটেরোজাইগোটিক লিঙ্গ
- হোমোজাইগোটিক লিঙ্গ
- হোমোগ্যামেটিক লিঙ্গ
হোমোগ্যামেটিক লিঙ্গ
Q3. খর্ব মটর গাছ সবসময় হয় –
- হোমোজাইগাস
- হেটেরোজাইগাস
- সংকর দীর্ঘ
- এদের কোনোটিই নয়
হোমোজাইগাস
Q4. মটর গাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি হল –
- সাদা ফুল
- কুঞ্চিত বীজ
- হলদে বীজপত্র
- হলদে ফলত্বক
হলদে বীজপত্র
Q5. সংযুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিল টি হল –
- প্রকট
- সহপ্রকট
- প্রচ্ছন্ন
- কোনোটিই নয়
প্রচ্ছন্ন
Q6. ABO তন্ত্রে বিভিন্ন রক্তশ্রেণির সৃষ্টির কারণ –
- প্রকটতা
- সহপ্রকটতা
- পলিজিন
- কোনোটিই নয়
সহপ্রকটতা
‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2
Q7. জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কী বলে ?
- অ্যালিল
- অভিব্যাক্তি
- অভিযোজন
- পরিব্যাক্তি
পরিব্যাক্তি
Q8. হিমোফিলিয়ায় যে প্লাসমা প্রোটিনটি তৈরি হয় না সেটি হল –
- অ্যালবুমিন
- গ্লোবিউলিন
- ফাইব্রিন
- কাইটিন
ফাইব্রিন
Q9.হিমোফিলিয়ার প্রধান সমস্যা হল –
- রঙ চিনতে না পারা
- দেহাভ্যন্তরে রক্তক্ষরণ
- দেহাভ্যন্তরে রক্ততঞ্চন
- তীব্র জ্বর ও প্রদাহ
দেহাভ্যন্তরে রক্তক্ষরণ
Q10. ক্রিস –ক্রস উত্তরাধিকারের উদাহরণ –
- বর্নান্ধতা
- ডায়াবেটিস
- হিমোফিলিয়া
- বর্নান্ধতা ও হিমোফিলিয়া
বর্নান্ধতা ও হিমোফিলিয়া
Q11. ক্লাসিক হিমোফিলিয়া বলা হয় –
- হিমোফিলিয়া A কে
- হিমোফিলিয়া B কে
- হিমোফিলিয়া C কে
- কোনোটিই নয়
হিমোফিলিয়া A কে
Q12. রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় তা হল –
- ফ্যাক্টর VIII
- ফ্যাক্টর XI
- ফ্যাক্টর – III
- প্রথম ও দ্বিতীয় উভয়ই
প্রথম ও দ্বিতীয় উভয়ই
Q13. ডিউটেরানোপিয়া রোগে আক্রান্ত ব্যাক্তি কোন রঙ দেখতে অক্ষম ?
- নীল
- হলদে
- লাল
- সবুজ
সবুজ
Q14. যে প্রকার বর্ণান্ধতায় কোনো ব্যাক্তি লাল রঙ দেখতে পায়না তাকে বলে –
- হিমোফিলিয়া
- থ্যালাসেমিয়া
- প্রোটানোপিয়া
- ডিউটেরানোপিয়া
প্রোটানোপিয়া
‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2
Q15. অটোজোম বাহিত বংশগত রোগ হল –
- বর্ণান্ধতা
- থ্যালাসেমিয়া
- স্কার্ভি
- হিমোফিলিয়া
থ্যালাসেমিয়া
Q16. নীচের যেটি সেক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ নয় তা হল –
- অ্যানিমিয়া
- স্কার্ভি
- থ্যালাসেমিয়া
- সবকটি ঠিক
সবকটি ঠিক
Q17. থ্যালাসেমিয়া রোগ যে প্রোটিনটির অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হল –
- ফাইব্রিন
- গ্লোবিন
- ফ্ল্যাভিন
- থাইমিন
গ্লোবিন
Q18. রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর XI –এর অপর নাম কী ?
- AHF
- HBA
- HBB
- PTA
PTA
Q19. রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর VIII –এর অপর নাম কী ?
- ABB
- HBA
- PTA
- AHF
AHF
Q20. একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহে পুত্রসন্তান ও কন্যাসন্তান হওয়ার সম্ভবনা হল –
- 2:1
- 3:2
- 1 : 1
- 1:2
1 : 1
‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2
Q21. ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা হল—
- 46
- 47
- 48
- 45
47
Q22. ‘Jumping gene’ তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত?
- ম্যাকক্লিনটক্
- মেন্ডেল
- হুগো দি ভ্রিস
- মরগ্যান
ম্যাকক্লিনটক্
Q23. মিউটেশান তত্ত্বের প্রবক্তা হলেন—
- ল্যামার্ক
- হেকেল
- ডারউইন
- দি ভ্রিস
দি ভ্রিস
Q24. মটর গাছে মেণ্ডেলের পরীক্ষায় নিম্নের কোন্ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন ?
- কাক্ষিক পুষ্প
- সবুজ রঙের বীজ
- সবুজ রঙের শুঁটি
- গোলাকার বীজ
সবুজ রঙের বীজ
Q25. কোন্ বিজ্ঞানী মেণ্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন?
- মরগ্যান
- বেটেসন
- স্টাসবার্গার
- চারগ্রাফ
Q26. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে উপস্থিত জিন সমষ্টিকে বলে —
- জিনপুল
- জিন বৈশিষ্ট্য
- জিনোম
- বহুসংকর জনন
জিনোম
Q27. জীবের জিনগত গঠনের প্রকাশকে বলা হয়—
- ফিনোটাইপ
- জিনোটাইপ
- সংকরায়ণ
- প্রকটতা
জিনোটাইপ
Q28. বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা হলেন—
- বেটসন
- পানেট
- দ্য ভ্রিস
- মেন্ডেল
পানেট
Q29. নিম্নের কোন্ বিজ্ঞানী লিংকেজের ঘটনা প্রথম প্রমাণ করেন ?
- হেকেল
- পানেট
- মেন্ডেল
- মরগ্যান
মরগ্যান
Q30. মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হল—
- টেস্যাক্স ডিজিজ
- থ্যালাসেমিয়া
- অ্যানিমিয়া
- অন্ধত্ব
টেস্যাক্স ডিজিজ
Q31. অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়—
- সন্ধ্যামালতী
- স্ন্যাপড্রাগন
- মটর গাছ
- প্রথম ও দ্বিতীয় উভয়
প্রথম ও দ্বিতীয় উভয়
‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-2
Q32. নিম্নের কোন্ রোগটি মানুষের বংশগত রোগ নয় ?
- হিমোফিলিয়া
- বর্ণান্ধতা
- অ্যালঝাইমার রোগ
- ডাউন্স সিনড্রোম
অ্যালঝাইমার রোগ
Q33. DNA সিকোয়েন্সিং পদ্ধতি আবিষ্কার করেন –
- এইচ. জি. খুরানা
- ওয়ার্সন ও ক্রিক
- ফেড্রিক সাংগার
- ই.এম. সাউদার্ন
ফেড্রিক সাংগার
Q34. জাম্পিংকার জিন আবিষ্কার কার নামের সঙ্গে যুক্ত?
- স্যার জগদীশ চন্দ্র বোস
- স্যার জে.বি.এস হ্যালডেন
- ড. বারবারা ম্যাক্লিনটক
- এম.এস. স্বামীনাথন
ড. বারবারা ম্যাক্লিনটক
Q35. হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ—
- X ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
- X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
- Y ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
- Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
Q36.একটি জিনের বিভিন্ন রূপগুলি হল-
- অ্যালিল
- লোকাস
- জিনপুল
- জিনোটাইপ
অ্যালিল
Q37. দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হল-
- পৃথকীভবন সূত্র
- অসম্পূর্ণ প্রকটতার সূত্র
- প্রকটতার সূত্র
- স্বাধীন বিন্যাসের সূত্র
স্বাধীন বিন্যাসের সূত্র
Q38. `WISC-R পরীক্ষাটি হল—
- প্রাপ্তবয়স্কের ব্যক্তিগত পরীক্ষা
- একক শিশুর ব্যক্তিগত পরীক্ষা
- শিশুদের গ্রুপ পরীক্ষা
- প্রাপ্তবয়স্কদের গ্রুপ পরীক্ষা
একক শিশুর ব্যক্তিগত পরীক্ষা
Q39. `YyRr’ জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে ?
- 1 প্রকার
- 2 প্রকার
- 3 প্রকার
- 4 প্রকার
4 প্রকার
Q40. হলুদ গোলাকার সংকর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রশ করালে মোট 400 টি উদ্ভিদের মধ্যে কয়টি হলুদ-কুঞ্চিত উদ্ভিদ সৃষ্টি হবে ?
- 200 টি
- 400 টি
- 500 টি
- 300 টি
200 টি