দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর|Madhyamik Bengali Online Mock Test Set-4 : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, মাধ্যমিক [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।বাংলা কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের বাংলার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Online Mock Test Set-4। তাই এই মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর|Madhyamik Bengali Online Mock Test Set-4
Q1.সাজিলা শূর, শমীবৃক্ষমূলে ।’ এখানে যার সাজার কথা বলা হয়েছে তিনি হলেন –
- রাবণ
- ইন্দ্রজিৎ
- রামচন্দ্র
- অর্জুন
অর্জুন
Q2. অনুসর্গের অপর নাম হল –
- বিভক্তি
- কারক
- নির্দেশিকা
- কর্মপ্রবচনীয়
কর্মপ্রবচনীয়
Q3. ‘পথের দাবী’ রচনায় উল্লিখিত ‘ঠাকুর’ হল –
- পেয়াদা
- অপূর্ব
- দেবতা
- তেওয়ারি
তেওয়ারি
Q4. শূন্য বিভক্তির চিহ্ন হল –
- অ
- ই
- এ
- উ
অ
Q5. “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়” – উক্তিটির বক্তা হলেন –
- সব্যসাচী
- হরিদা
- নিমাইবাবু
- নদেরচাঁদ
হরিদা
Q6. ‘টি’ প্রকৃতপক্ষে –
- বিভক্তি
- উপসর্গ
- নির্দেশিকা
- প্রত্যয়
নির্দেশিকা
Q7. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ , ঘাস জন্মালো” – কোথায় ঘাস জন্মালো ?
- মাঠে
- রাস্তায়
- উঠানে
- পাড়ায়
রাস্তায়
Q8. সন্ন্যাসী সারা বছর খেতেন –
- একটি বেল
- একটি আমলকী
- একটি হরীতকী
- একটি বহেরা
একটি হরীতকী
Q9. উপপদ শব্দটির অর্থ হল –
- সম্পদ
- সংখ্যাবাচক পদ
- সমার্থক পদ
- সমীপবর্তী পদ
সমীপবর্তী পদ
Q10. গিরিশ মহাপাত্রের পাঞ্জাবী কোন সিল্কের ছিল –
- জাপানি
- মার্কিন
- মিশরীয়
- ভারতীয়
জাপানি
Q11. ট্রেনটি আলিপুর ছাড়ল – আলিপুর পদটি হল –
- অপাদান কারক
- অধিকরণ কারক
- সম্বন্ধ পদ
- কর্তৃকারক
অপাদান কারক
Q12. ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’ – দুর্লভ জিনিসটি হল –
- হিরে
- মুক্তো
- পদধূলি
- জমি-বাড়ি
পদধূলি
Q13. যে সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায় –
- কর্মধারায়
- বহুব্রীহি
- দ্বন্দ্ব
- তৎপুরুষ
বহুব্রীহি
Q14. বিরাগীর মতে ‘ধন জন যৌবন’ হল –
- সুখের উৎস
- বঞ্চনা
- আকাঙ্ক্ষা
- অনর্থের মূল
বঞ্চনা
Q15. কোন সমাসের পূর্বপদ ও উত্তরপদ উভয় বিশেষ্য হবে –
- উপমান কর্মধারায়
- উপমিত কর্মধারায়
- নঞ্তৎপুরুষ
- সংখ্যাবাচক বহুব্রীহি
উপমিত কর্মধারায়
Q16. ‘কীরে তর যে দেখি পায়া ভারী হয়ে গেল ।’ ‘পায়া ভারী’ শব্দের অর্থ হল –
- পা মোটা হয়ে যাওয়া
- গম্ভীর হয়ে যাওয়া
- ভারিক্কি হয়ে যাওয়া
- অহংকারী হয়ে যাওয়া
অহংকারী হয়ে যাওয়া
Q17. সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থসম্পর্কহীন পদ হল –
- কারক
- অকারক
- সন্ধি
- সমাস
অকারক
Q18. ক-জন বাদে বাকিরা কোথায় গেল –
- হানাহানি, মৃত্যু আর মন্বতরের মাঝে হারিয়ে গেল
- দূর দেশে বেড়াতে গেল
- মুক্তোর সন্ধানে সমুদ্রের তলায় গেল
- পড়তে গেল
হানাহানি, মৃত্যু আর মন্বতরের মাঝে হারিয়ে গেল
Q19. বিভক্তি কখনোই লোপ পায় না –
- অধিকরণ কারকে
- করণ কারকে
- কর্মকারকে
- সম্বন্ধপদে
সম্বন্ধপদে
Q20. মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মধ্যপদ সাধারণত –
- বিশেষ্য পদ
- সর্বনাম পদ
- অব্যয় পদ
- বিশেষণ পদ
বিশেষণ পদ
Q21. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে-
- প্রত্যয়
- উপসর্গ
- অনুসর্গ
- কারক
কারক
Q22. কর্মধারয় সমাসে প্রাধান্য পায় –
- পরপদের অর্থ
- পূর্বপদের অর্থ
- উভয় পদের অর্থ
- এদের কোনোটিই নয়
পরপদের অর্থ
Q23. ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন –
- সত্যজিৎ রায়
- অন্নদাশঙ্কর রায়
- বিকাশ রায়
- সুকুমার
অন্নদাশঙ্কর রায়
Q24. ‘কেরি সাহেবের স-মুনশি’ ছবিতে কোন কলম দেখা যায় ?
- ফাউন্টেন পেন
- ঝরনা কলম
- পালকের কলম
- ডট পেন
পালকের কলম
Q25. ‘মুখোমুখি’এটি যে সমাসের উদাহরণ , সেটি হল-
- কর্মধারয় সমাস
- তৎপুরুষ সমাস
- বহুব্রীহি সমাস
- দ্বন্দ্ব সমাস
বহুব্রীহি সমাস
Q26. নীচের কোনটি নিত্য সমাসের উদাহরণ ?
- সিংহাসন
- মধুমাখা
- সাবধান
- জলমাত্র
জলমাত্র
Q27. ” নাদিলা কর্বূরদলহেরি বীরবরে”-কর্বূরদল কী ?
- সেনা দল
- রাক্ষস দল
- পক্ষী দল
- বানর দল
রাক্ষস দল
Q28. “প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নেওয়া গেল”-কাকে ছিনিয়ে নেওয়া যায় ?
- এশিয়াকে
- ইউরোপকে
- আফ্রিকাকে
- ভারতকে
আফ্রিকাকে
Q29. নকল পুলিশকে মাস্টারমশাই কত ঘুষ দিয়েছিলেন ?
- দশ আনা
- বারো আনা
- আট আনা
- ষোলো আনা
আট আনা
Q30. ‘রাজপথ’-এর ব্যাসবাক্য হবে –
- পথের রাজা
- রাজার পথ
- রাজ যে পথ
- রাজা ও পথ
পথের রাজা
Q31. কর্তার সঙ্গে কার সংগতি রক্ষিত হলে কর্তৃবাচ্য হয় ? –
- ক্রিয়ার
- কর্মের
- পুরুষ-এর
- লিঙ্গ-এর
ক্রিয়ার
Q32. ‘অদল বদল’ গল্পে অমৃতের বয়স উল্লিখিত হয়েছে-
- সাত বছর
- আট বছর
- নয় বছর
- দশ বছর
দশ বছর
Q33. কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ –
- প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে
- হাত শক্ত হবে
- বন্ধুত্ব গড়ে উঠবে
- যদি হারিয়ে যাই, তাই
প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে
Q34. পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষণা করল ?
- অরণ্যের অন্ধকার
- দিনের অন্তিমকাল
- ভোরের সূর্যোদয়
- সন্ধ্যার সমাগম
দিনের অন্তিমকাল
Q35. ‘ধ্বজ ইন্দ্ৰচাপরূপী;’–‘ইন্দ্রচাপ’ শব্দের অর্থ –
- রামধনু
- চক্র
- বজ্র
- ইন্দ্রের মুখ
রামধনু
Q36. রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা –
- কালীঘাটের পটে
- তালপাতায়
- পাণ্ডুলিপির পাতায়
- ক্যানভাসে
পাণ্ডুলিপির পাতায়
Q37. পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের _________ নগণ্য। –
- বৈজ্ঞানিক জ্ঞান
- সাহিত্য বিষয়ক জ্ঞান
- ভাষাবিষয়ক জ্ঞান
- পরিভাষা বিষয়ক জ্ঞান
বৈজ্ঞানিক জ্ঞান
Q38. পরিভাষার উদ্দেশ্য হল –
- ভাষাজ্ঞান বাড়ানো
- ভাষার সঠিক প্রকাশ
- ভাষার সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা
- ভাষাকে সংক্ষিপ্ত করা
ভাষার সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা
Q39. কর্তৃবাচ্যে যদি ক্রিয়া অকর্মক হয়, তাহলে তার পরিবর্তিত রূপকে বলে –
- কর্মভাববাচ্য
- কর্তৃকর্মবাচ্য
- কর্মকর্তৃবাচ্য
- ভাববাচ্য
ভাববাচ্য
Q40. মেসোমশাই-এর কলেজের কোন্ ছুটি চলছে? –
- গরমের
- পুজোর
- বড়োদিনের
- বিয়ের জন্য ছুটি
গরমের