দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর|Madhyamik Bengali Online Mock Test Set-4

Madhyamik Bengali Online Mock Test Set-4

মাধ্যমিক বাংলা অনলাইন মক টেস্ট

দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর|Madhyamik Bengali Online Mock Test Set-4 : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, মাধ্যমিক [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।বাংলা কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের বাংলার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Online Mock Test Set-4। তাই এই মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

দশম শ্রেণী বাংলা MCQ প্রশ্ন উত্তর|Madhyamik Bengali Online Mock Test Set-4

Q1.সাজিলা শূর, শমীবৃক্ষমূলে ।’ এখানে যার সাজার কথা বলা হয়েছে তিনি হলেন –

  • রাবণ
  • ইন্দ্রজিৎ
  • রামচন্দ্র
  • অর্জুন

অর্জুন

Q2. অনুসর্গের অপর নাম হল –

  • বিভক্তি
  • কারক
  • নির্দেশিকা
  • কর্মপ্রবচনীয়

কর্মপ্রবচনীয়

Q3. ‘পথের দাবী’ রচনায় উল্লিখিত ‘ঠাকুর’ হল –

  • পেয়াদা
  • অপূর্ব
  • দেবতা
  • তেওয়ারি

তেওয়ারি

Q4. শূন্য বিভক্তির চিহ্ন হল –

 Q5. “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়” – উক্তিটির বক্তা হলেন –

  • সব্যসাচী
  • হরিদা
  • নিমাইবাবু
  • নদেরচাঁদ

হরিদা

Q6. ‘টি’ প্রকৃতপক্ষে –

  • বিভক্তি
  • উপসর্গ
  • নির্দেশিকা
  • প্রত্যয়

নির্দেশিকা

Q7. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ , ঘাস জন্মালো” – কোথায় ঘাস জন্মালো ?

  • মাঠে
  • রাস্তায়
  • উঠানে
  • পাড়ায়

রাস্তায়

 Q8. সন্ন্যাসী সারা বছর খেতেন –

  • একটি বেল
  • একটি আমলকী
  • একটি হরীতকী
  • একটি বহেরা

একটি হরীতকী

Q9. উপপদ শব্দটির অর্থ হল –

  • সম্পদ
  • সংখ্যাবাচক পদ
  • সমার্থক পদ
  • সমীপবর্তী পদ

সমীপবর্তী পদ

Q10. গিরিশ মহাপাত্রের পাঞ্জাবী কোন সিল্কের ছিল –

  • জাপানি
  • মার্কিন
  • মিশরীয়
  • ভারতীয়

জাপানি

Q11. ট্রেনটি আলিপুর ছাড়ল –  আলিপুর পদটি হল –

  • অপাদান কারক
  • অধিকরণ কারক
  • সম্বন্ধ পদ
  • কর্তৃকারক

অপাদান কারক

Q12. ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’ – দুর্লভ জিনিসটি হল –

  • হিরে
  • মুক্তো
  • পদধূলি
  • জমি-বাড়ি

পদধূলি

Q13. যে সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায় –

  • কর্মধারায়
  • বহুব্রীহি
  • দ্বন্দ্ব
  • তৎপুরুষ

বহুব্রীহি

Q14. বিরাগীর মতে ‘ধন জন যৌবন’ হল –

  • সুখের উৎস
  • বঞ্চনা
  • আকাঙ্ক্ষা
  • অনর্থের মূল

বঞ্চনা

  Q15. কোন সমাসের পূর্বপদ ও উত্তরপদ উভয় বিশেষ্য হবে –

  • উপমান কর্মধারায়
  • উপমিত কর্মধারায়
  • নঞ্তৎপুরুষ
  • সংখ্যাবাচক বহুব্রীহি

উপমিত কর্মধারায়

Q16. ‘কীরে তর যে দেখি পায়া ভারী হয়ে গেল ।’ ‘পায়া ভারী’ শব্দের অর্থ হল –

  • পা মোটা হয়ে যাওয়া
  • গম্ভীর হয়ে যাওয়া
  • ভারিক্কি হয়ে যাওয়া
  • অহংকারী হয়ে যাওয়া  

অহংকারী হয়ে যাওয়া  

Q17. সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থসম্পর্কহীন পদ হল –

  • কারক
  • অকারক
  • সন্ধি
  • সমাস

অকারক

Q18. ক-জন বাদে বাকিরা কোথায় গেল –

  • হানাহানি, মৃত্যু আর মন্বতরের মাঝে হারিয়ে গেল
  • দূর দেশে বেড়াতে গেল
  • মুক্তোর সন্ধানে সমুদ্রের তলায় গেল
  • পড়তে গেল

হানাহানি, মৃত্যু আর মন্বতরের মাঝে হারিয়ে গেল

Q19. বিভক্তি কখনোই লোপ পায় না –

  • অধিকরণ কারকে
  • করণ কারকে
  • কর্মকারকে
  • সম্বন্ধপদে

সম্বন্ধপদে

Q20. মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মধ্যপদ সাধারণত –

  • বিশেষ্য পদ
  • সর্বনাম পদ
  • অব্যয় পদ
  • বিশেষণ পদ

বিশেষণ পদ

Q21. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে-

  • প্রত্যয়
  • উপসর্গ
  • অনুসর্গ
  • কারক

কারক

Q22. কর্মধারয় সমাসে প্রাধান্য পায় –

  • পরপদের অর্থ
  • পূর্বপদের অর্থ
  • উভয় পদের অর্থ
  • এদের কোনোটিই নয়

পরপদের অর্থ

Q23. ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন –

  • সত্যজিৎ রায়
  • অন্নদাশঙ্কর রায়
  • বিকাশ রায়
  • সুকুমার

অন্নদাশঙ্কর রায়

Q24. ‘কেরি সাহেবের স-মুনশি’ ছবিতে কোন কলম দেখা যায় ?

  • ফাউন্টেন পেন
  • ঝরনা কলম
  • পালকের কলম
  • ডট পেন

পালকের কলম

 Q25. ‘মুখোমুখি’এটি যে সমাসের উদাহরণ , সেটি হল-

  • কর্মধারয় সমাস
  • তৎপুরুষ সমাস
  • বহুব্রীহি সমাস
  • দ্বন্দ্ব সমাস

বহুব্রীহি সমাস

 Q26. নীচের কোনটি নিত্য সমাসের উদাহরণ ?

  • সিংহাসন
  • মধুমাখা
  • সাবধান
  • জলমাত্র

জলমাত্র

Q27. ” নাদিলা কর্বূরদলহেরি বীরবরে”-কর্বূরদল কী ?

  • সেনা দল
  • রাক্ষস দল
  • পক্ষী দল
  • বানর দল

রাক্ষস দল

 Q28. “প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নেওয়া গেল”-কাকে ছিনিয়ে নেওয়া যায় ?

  • এশিয়াকে
  • ইউরোপকে
  • আফ্রিকাকে
  • ভারতকে

আফ্রিকাকে

Q29. নকল পুলিশকে মাস্টারমশাই কত ঘুষ দিয়েছিলেন ?

  • দশ আনা
  • বারো আনা
  • আট আনা
  • ষোলো আনা

আট আনা

Q30. ‘রাজপথ’-এর ব্যাসবাক্য হবে –

  • পথের রাজা
  • রাজার পথ
  • রাজ যে পথ
  • রাজা ও পথ

পথের রাজা

Q31. কর্তার সঙ্গে কার সংগতি রক্ষিত হলে কর্তৃবাচ্য হয় ? –

  • ক্রিয়ার
  • কর্মের
  • পুরুষ-এর
  • লিঙ্গ-এর

ক্রিয়ার

Q32. ‘অদল বদল’ গল্পে অমৃতের বয়স উল্লিখিত হয়েছে-

  • সাত বছর
  • আট বছর
  • নয় বছর
  • দশ বছর

দশ বছর

Q33. কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ –

  • প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে
  • হাত শক্ত হবে
  • বন্ধুত্ব গড়ে উঠবে
  • যদি হারিয়ে যাই, তাই

প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে

Q34. পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষণা করল ?

  • অরণ্যের অন্ধকার
  • দিনের অন্তিমকাল
  • ভোরের সূর্যোদয়
  • সন্ধ্যার সমাগম

দিনের অন্তিমকাল

Q35. ‘ধ্বজ ইন্দ্ৰচাপরূপী;’–‘ইন্দ্রচাপ’ শব্দের অর্থ –

  • রামধনু
  • চক্র
  • বজ্র
  • ইন্দ্রের মুখ

রামধনু

Q36. রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা –

  • কালীঘাটের পটে
  • তালপাতায়
  • পাণ্ডুলিপির পাতায়
  • ক্যানভাসে

পাণ্ডুলিপির পাতায়

Q37. পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের _________ নগণ্য। –

  • বৈজ্ঞানিক জ্ঞান
  • সাহিত্য বিষয়ক জ্ঞান
  • ভাষাবিষয়ক জ্ঞান
  • পরিভাষা বিষয়ক জ্ঞান

বৈজ্ঞানিক জ্ঞান

Q38. পরিভাষার উদ্দেশ্য হল –

  • ভাষাজ্ঞান বাড়ানো
  • ভাষার সঠিক প্রকাশ
  • ভাষার সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা
  • ভাষাকে সংক্ষিপ্ত করা

ভাষার সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা

Q39. কর্তৃবাচ্যে যদি ক্রিয়া অকর্মক হয়, তাহলে তার পরিবর্তিত রূপকে বলে –

  • কর্মভাববাচ্য
  • কর্তৃকর্মবাচ্য
  • কর্মকর্তৃবাচ্য
  • ভাববাচ্য

ভাববাচ্য

Q40. মেসোমশাই-এর কলেজের কোন্ ছুটি চলছে? –

  • গরমের
  • পুজোর
  • বড়োদিনের
  • বিয়ের জন্য ছুটি

গরমের

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Bengali Online Mock Test Set-4 এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!