Madhyamik Life Science Chapter 2 Mock Test : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘জীবনের প্রবহমানতা’ মক টেস্ট (দ্বিতীয় অধ্যায়) । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 2 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । জীবনের প্রবহমানতা অধ্যায়ের বাছাই করা 20 টি প্রশ্ন রয়েছে এই মক টেস্টে তাই এটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই MCQ কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায় ২-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Life Science Chapter 2 Mock test। তাই এই মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
[জীবনের প্রবহমানতা] মাধ্যমিক জীবনবিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 2 Mock Test
Q1.বেমতন্তু গঠিত হয় যার দ্বারা সেটি হল –
- টিউবইউলিন
- হিউমিউলিন
- ইনটারমিডিয়েট ফিলামেন্ট
- ফ্ল্যাজেলিন
ফ্ল্যাজেলিন
Q2.পরপর সংঘটিত দুটি কোশ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে –
- প্রোফেজ
- ইনটারফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
প্রোফেজ
Q3.উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস যার দ্বারা সংঘটিত হয় সেটি হল –
- ফ্র্যাগমোপ্লাস্ট
- ক্রোমোজোম
- মেসোজোম
- পলিজোম
ফ্র্যাগমোপ্লাস্ট
Q4.প্রাণীকোশের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে সংঘটিত হয় সেটি হল –
- কোশপর্দা
- কোশপাত
- ফারোয়িং বা ক্লিভেজ
- অ্যানাফেজ চলন
ফারোয়িং বা ক্লিভেজ
Q5. যে কোশ বিভাজনের সময় বেম তন্তু গঠিত হয় না তা হল –
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- কোনোটাই নয়
অ্যামাইটোসিস
Q6.RNA তে থাইমিনের বদলে যে ক্ষারটি থাকে তা হল –
- সাইটোসিন
- গুয়ানিন
- অ্যাডেনিন
- ইউরাসিল
ইউরাসিল
Q7.ক্রোমোজোমের শেষ প্রান্তদ্বয়কে বলে –
- ক্রোমোমিয়ার
- টেলোমিয়ার
- সেন্ট্রোমিয়ার
- ক্রোমাটিড
টেলোমিয়ার
Q8.সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় যে দশায় সেটি হল –
- প্রোফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
- অ্যানাফেজ
মেটাফেজ
Q9. পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারটি হল –
- অ্যাডেনিন
- সাইটোসিন
- থাইমিন
- ইউরাসিল
অ্যাডেনিন
Q10.পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার নয় –
- থাইমিন
- সাইটোসিন
- ইউরাসিল
- গুয়ানিন
গুয়ানিন
[জীবনের প্রবহমানতা] মাধ্যমিক জীবনবিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 2 Mock Test
Q11. নিউক্লিয়াসের বিভাজনকে বলে –
- সাইটোকাইনেসিস
- মাইটোসিস
- ক্যারিওকাইনেসিস
- মিয়োসিস
ক্যারিওকাইনেসিস
Q12. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে ?
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
অ্যানাফেজ
Q13. যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে , তাকে বলে –
- মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
- সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম
- অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম
- টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
Q14. ডিম্বাণুর ক্রোমজোম হল –
- ডিপ্লয়েড
- ট্রিপ্লয়েড
- পেন্টাপ্লয়েড
- হ্যাপ্লয়েড
হ্যাপ্লয়েড
Q15. অন্তঃনিষেকে অভ্যস্ত একটি মাছ হল –
- তিমি
- হাঙ্গর
- রুই
- কাতলা
তিমি
[জীবনের প্রবহমানতা] মাধ্যমিক জীবনবিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 2 Mock Test
Q16. যৌন , অযৌন ও অঙ্গজ এই তিন পদ্ধতিতেই জননে সক্ষম একটি প্রাণী হল –
- স্পাইরোগাইরা
- প্যারামেসিয়াম
- হাইড্রা
- অ্যামিবা
হাইড্রা
Q17. বায়ুপরাগী পুস্প হল –
- ধান
- পাতাশ্যাওলা
- আম
- শিমুল
ধান
Q18. জলপরাগী পুস্প হল-
- আখ
- পাতাঝাঝি
- আম
- শিমুল
পাতাঝাঝি
Q19. জীব বিজ্ঞানের যে শাখায় বার্ধক্য সম্পর্কিত বিষয়ে আলোচিত হয় , তাকে বলে –
- অ্যান্থ্রোপোলজি
- সাইকোলজি
- ফিজিওলজি
- জেরোন্টোলজি
জেরোন্টোলজি
Q20. উদ্ভিদের বৃদ্ধি মাপা যায় যার সাহায্যে সেটি হল –
- অক্সানোমিটার
- আর্ক – ইন্ডিকেটর
- অনুভূমিক মাইক্রোস্কোপ
- উপরোক্ত সবগুলিই
উপরোক্ত সবগুলিই
Please share the mock test questions for Bengali class 10
It is already given on Mock Test Page. Thanks For Visiting Anushilan.Com. If Possible Share The Mock Test Page.
Link Of All Mock Tests is Given Below.
https://anushilan.com/madhyamik-online-mock-test-and-mcq-suggestion/