ANM GNM Online Mock Test Set-2 in Bengali|ANM GNM MCQ প্রশ্ন-উত্তর

ANM GNM Online Mock Test Set-2 in Bengali|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper|ANM GNM Model Question Set|নার্সিং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

যে সকল পরীক্ষার্থীরা ANM GNM পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর তৈরি ANM GNM Online Mock Test Set-2 in Bengali। এই মক টেস্টে 50 টি MCQ Question Answer আছে । মক টেস্টটির প্রশ্ন গুলো ANM GNM পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই প্রশ্ন তৈরি করা হয়েছে । এই টেস্টে অংশগ্রহণ করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার দক্ষতাও বাড়বে ।

ANM GNM পরীক্ষার পাশাপাশি এই মক টেস্টটি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।বিভিন্ন বিষয় যেমন সাধারণ বিজ্ঞান ,ইতিহাস,ভূগোল,ভারতীয় অর্থনীতি ,জেনারেল নলেজ, ইংরাজি , অঙ্ক , রিজনিং , জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশ বিদ্যা প্রভৃতি রয়েছে এই ANM GNM Online Mock Test Set-2 in Bengali-র মধ্যে ।তাই এটি অন্যান্য নার্সিং এন্ট্রান্স পরীক্ষা,Group-D ,PSC , Railway Group-D, Kolkata Police,ICDS,WBCS, West Bengal Police,Food, CHSL, CGL,RRB NTPC ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ (Competitive) পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য অত্যন্ত কার্যকরী ।

সম্পূর্ণ বিনামূল্যে যখন খুশি বাংলায় ANM GNM (এ এন এম , জি এন এম )Exam -এর MCQ Question Answer Practice করুন একমাত্র Anushilan.Com -এ ।এই মক টেস্টটি আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । তাহলে আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করুন । ধন্যবাদ ।

ANM GNM Online Mock Test Set-2 in Bengali|নার্সিং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q1. মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন্ পাখনা ?

  • পুচ্ছ পাখনা
  • বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা
  • পৃষ্ঠ পাখনা 
  • শ্রোণি পাখনা

বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা

Q2. ডেলটয়েড পেশি হল –

  • এক্সটেনসর পেশি
  • অ্যাবডাক্টার পেশি
  • ফ্লেক্সর পেশি
  • রোটেটর পেশি

অ্যাবডাক্টার পেশি

Q3. নিবেশিত পত্ররন্ধ্র কোন্ উদ্ভিদের পাতায় থাকে ? 

  • ক্যাকটাস
  • আম
  • পদ্ম
  • তাল

ক্যাকটাস

Q4. কোন্ উদ্ভিদের পত্রগহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে ?

  • অ্যাজোলা 
  • সাইকাস
  • রাইজোবিয়াম
  • মারসেলিয়া

অ্যাজোলা 

Q5. 100 সিসি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ নীচের কোনটি ?

  • 15 গ্রাম
  • 25 গ্রাম
  • 35 গ্রাম
  • 150 গ্রাম

15 গ্রাম

Q6. কোশ বিভাজন সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক নয়, তা স্থির করো –

  • প্রাণীকোষের মেটাফেজে ছোটো ক্রোমোজোমগুলির বেমের পরিণত থাকে
  • অ্যামাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোশ গঠন করে
  • উদ্ভিদ সাইটোকাইনেসিসে ফ্রাগমোপ্লাস্ট গলগি ভেসিকল-এর সঙ্গে মিলিত হয়ে কোশপাত গঠন করে
  • মিয়োসিস-II-তে সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি আসে ও জোট বাঁধে

মিয়োসিস-II-তে সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি আসে ও জোট বাঁধে

Q7. গ্লাইকোলাইসিসে ATP ব্যয়িত হয় –

  • 8 অণু
  • 4 অণু
  • 1 অণু
  • 2 অণু

2 অণু

Q8. স্টোমাটার চলনে সাহায্যকারী আয়ন হল –

  • Mn2+
  • Zn2+
  • K+
  • Mg2+

K+

Q9. নিউরনের দীর্ঘ প্রবর্ধককে বলে –

  • নিউরিলেমা
  • অ্যাক্সন
  • ডেনড্রন
  • কোশদেহ

অ্যাক্সন

Q10. একজন ক্ষুধার্ত মানুষের দেহে কোন্ সঞ্চিত পদার্থের সর্বপ্রথম ভাঙন ঘটে ?

  • অ্যামাইনো অ্যাসিড
  • গ্লাইকোজেন
  • প্রোটিন
  • ফ্যাট

গ্লাইকোজেন

Q11. ‘Heart Rot of beet’ রোগটি ________ -এর অভাবে ঘটে ।

  • Fe
  • N
  • B
  • Mg

B

Q12. 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332m/s, কোন্ তাপমাত্রায় শব্দের বেগ 664 m/s হবে?

  • 273°C
  • 546°C
  • 819°C
  • 1092°C

819°C

Q13. কাচ থেকে বায়ুতে প্রতিসরণের সময় কোন্ বর্ণের আলোর সংকট কোণ সবচেয়ে কম?

  • লাল
  • নীল
  • হলুদ
  • সবুজ

নীল

Q14. কার্বোনেডো নামে পরিচিত কোনটি ?

  • গ্রাফাইট
  • কালো হীরক
  • গ্যাস কার্বন
  • উজ্জ্বল হীরক

কালো হীরক

Q15. কোন্ ধাতু HNO3-এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে ?

  • Na
  • Cu
  • Al
  • Mg

Mg

Q16. জলের অস্থায়ী খরতা দূর করতে ব্যবহার করা হয় –

  • পারমুটিট
  • Ca(OH)2
  • Na2CO3
  • ফটকিরি

Ca(OH)2

Q17. নীচের কোনটি তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া নয় ?

  • CaO + H2O → Ca(OH)2
  • C + O2 → CO2
  • N2 + O2 + 2NO
  • 2SO2 + O2 → 2SO3

N2 + O2 + 2NO

Q18. নীচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ ?

  • CH4
  • CO2
  • CHCl3
  • CaH2

CaH2

Q19. একটি ‘220 V– 100 W’ বৈদ্যুতিক বাতির ভাস্বর অবস্থায় তড়িৎ প্রবাহমাত্রা হবে –

  • 2.2 amp
  • 5 amp
  • 0.45 amp
  • 4.5 amp

0.45 amp

Q20. পায়রার বায়ুথলির সংখ্যা হল

  • 9 টি
  • 9 জোড়া
  • 10টি
  • 10 জোড়া

9 টি

Q21. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল –

  • ক্লোরেল্লা 
  • মিউকর
  • মস
  • ফার্ন

মিউকর

Q22. নলাকার অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায় –

  • শিঙি মাছে
  • রুই মাছে
  • কই মাছে
  • মাগুর মাছে

শিঙি মাছে

Q23. জীব সৃষ্টির সঠিক পর্যায় ক্রমটি হল –

  • প্রোটোভাইরাস → ভাইরাস → নিউক্লিয় প্রোটিন
  • নিউক্লিয় প্রোটিন → ভাইরাস → প্রোটোভাইরাস
  • ভাইরাস → প্রোটোভাইরাস → নিউক্লিয় প্রোটিন
  • প্রোটোভাইরাস → নিউক্লিয় প্রোটিন  → ভাইরাস

প্রোটোভাইরাস → নিউক্লিয় প্রোটিন  → ভাইরাস

Q24. অনুকূল ভেদ সমন্বিত জীবেরাই পৃথিবীতে টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হয়— এই কথাটি কোন্ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত ?

  • ল্যামার্কবাদ 
  • প্রাকৃতিক নির্বাচনবাদ
  • মিউটেশন তত্ত্ব
  • জার্মপ্লাজমবাদ

প্রাকৃতিক নির্বাচনবাদ

Q25. If PERFECTION is coded as EFREPNOITC then how will you code IMPOSTER?

  • OPIMRETS 
  • OPMIRETS
  • OPMIERTS
  • OPMIREST

OPMIRETS

Q26. If SEAT is Coded as RDZS, then how will READ be coded?

  • QDZC
  • QDCZ
  • QDZE
  • QDZD

QDZC

Q27. After going 8 km towards West Rahul takes a left turn and goes another 6 km. How far is he from the starting point ?

  • North-East, 2 km
  • South-East, 14 km
  • North-West, 10 km
  • South-West, 10 km

South-West, 10 km

Q28. বলবন্ত রাই মেহেতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় যে স্তর থাকে, সেগুলি হল-

  • মণ্ডল, জেলা
  • গ্রাম, ব্লক ও জেলা
  • গ্রাম, জেলা, রাজ্য
  • গ্রাম, মণ্ডল, জেলা, রাজ্য

গ্রাম, ব্লক ও জেলা

Q29. ‘Lockdown Liaisons’ বইটির রচয়িতা হলেন –

  • শোভা দে
  • অরুন্ধতী রায়
  • সুধা মূর্তি
  • অনিতা দেশাই

শোভা দে

Q30. ‘ধর্মনিরপেক্ষ’ ধারণাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গৃহীত হয় –

  • 42 তম সংশোধনের মাধ্যমে
  • 44তম সংশোধনের মাধ্যমে
  • 68তম সংশোধনের মাধ্যমে
  • 86তম সংশোধনের মাধ্যমে

42 তম সংশোধনের মাধ্যমে

Q31. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • জলপাইগুড়ি
  • দার্জিলিং

দার্জিলিং

Q32. 400 ও 500-এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত?

  • 420
  • 430
  • 410
  • 480

480

Q33. এক ব্যক্তির বাসে 120 km, ট্রেনে 450 km এবং অটোতে 60 km যাত্রা করতে মোট 13 ঘণ্টা 30 মিনিট সময় লাগে । যদি ট্রেনের বেগ অটোর বেগের তিনগুণ এবং বাসের দেড়গুণ হয়, তবে ট্রেনের গতিবেগ কত?

  • 90 কিমি/ঘণ্টা
  • 80 কিমি/ঘণ্টা
  • 75 কিমি/ঘণ্টা
  • 60 কিমি/ঘণ্টা

60 কিমি/ঘণ্টা

Q34. 6টি লাঙল দিয়ে 8 দিনে 16 বিঘা জমি চাষ করা যায়। এখন 21 বিঘা জমি চাষ করার জন্য যদি প্রতিদিন 9টি করে লাঙল মাঠে নামানো হয়, তাহলে কত দিনে চাষের কাজ শেষ হবে বলে মনে হয় ?

  • 4 দিনে 
  • 6 দিনে
  • 7 দিনে
  • 10 দিনে

7 দিনে

Q35. 69 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে ৪% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ অথবা ক্ষতি হবে ?

  • লাভ বা ক্ষতি কিছুই হবেনা
  • 4 শতাংশ লাভ
  • 4% ক্ষতি
  • 40 শতাংশ লাভ

4 শতাংশ লাভ

Q36. একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1: 2: 4। বাক্সে মোট 393 টাকা থাকলে মোট মুদ্রা আছে –

  • 995 টি
  • 917 টি
  • 800 টি
  • 1001 টি

917 টি

Q37. Choose the option which can best replace the group of words given : ‘One who carves in stone’

  • Archaeologist
  • Sculptor
  • Geologist
  • Artist

Sculptor

Q38. Find out the misspelt word:

  • Disaffect
  • Wean
  • Rupture
  • Assignment

Assignment

Q39. Write the synonym of the word: ‘Resurrection’

  • Depression
  • Bliss
  • Revival
  • Extinction

Revival

Q40. Fill in the blank with the most suitable word :  The father has been _________ of the good news about his son.

  • Given
  • Apprised
  • Depressed
  • Called

Apprised

Q41. A place where coins are made is called-

  • Tannery
  • Sheath
  • Mint
  • Banquet

Mint

Q42. I. The child took a large byte of the apple.    II. The size of the picture is 500 bites.

  • Only sentence I is correct
  • Only sentence II is correct
  • Both sentences I and II are correct
  • Neither sentence I nor sentence II is correct

Neither sentence I nor sentence II is correct

Q43. Choose the word which can most appropriately replace the italicised words in the following sentence: Arnab is doing his PhD in the science which studies insects .

  • Biology
  • Etymology
  • Entomology
  • Pathology

Entomology

Q44. Fill in the blank with the most appropriate word: Some robbers broke _______the bank last night.

  • Into
  • Off
  • Apart
  • Out

Into

Q45. Find out the synonym of ‘Pecuniary’ from the options given below :

  • Resource
  • Pure
  • Fitted
  • Monetary

Monetary

Q46. Choose the word which is opposite in meaning to ‘Palatable’ :

  • Tasty
  • Pleasant
  • Tasteless
  • Flexible

Tasteless

Q47. Choose the option which can best replace the group of words given below: ‘Burry the hatchet’

  • stop quarrelling
  • break silence
  • discuss unnecessarily
  • speak the truth

stop quarrelling

Q48. Choose the option which can replace the italicised word in the following sentence: The proposal of the staff was rejected  by the management.

  • run down
  • made away
  • put aside
  • turned down

turned down

Q49. সেল প্লেট গঠনে অংশ নেয় –

  • মাইক্রোটিবিউল
  • গলগি বডিস
  • মাইক্রোবডিজ
  • ER

গলগি বডিস

Q50. ম্যানিটল হল –

  • অ্যামাইনো শর্করা
  • শর্করা অ্যালকোহল
  • অ্যামাইনো অ্যাসিড
  • শর্করা অ্যাসিড

শর্করা অ্যালকোহল

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই ANM GNM মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!