WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Physical Science Water Mock Test in Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় ‘জল’ এর MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞানের জল অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ২০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 4 এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় (পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ) গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট।তাই এটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
‘জল’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Physical Science Water Mock Test in Bengali
Q1.নক-নী ডিজিজ -এর কারণ
- Ca
- F
- Fe
- Cl
F
Q2. মিনামাটা রোগ সৃষ্টি হয় –
- আর্সেনিকঘটিত দূষণ থেকে
- মারকারিঘটিত দূষণ থেকে
- ফ্লুরাইডঘটিত দূষণ থেকে
- ফসফেটঘটিত দূষণ থেকে
মারকারিঘটিত দূষণ থেকে
Q3. ব্ল্যাকফুট রোগটি জলে যে উপাদান বেশি থাকলে হয় সেটি হল –
- ফ্লুওরিন
- ক্লোরিন
- আর্সেনিক
- পারদ
আর্সেনিক
Q4. ইউট্রোফিকেশনের ফলে জলে –
- অক্সিজেনের পরিমাণ কমে যায়
- অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়
- অক্সিজেনের পরিমাণ একই থাকে
- কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়
অক্সিজেনের পরিমাণ কমে যায়
Q5. জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী –
- ক্লোরাইড
- ফসফেট
- আর্সেনিক
- ফ্লুওরাইড
ফসফেট
Q6. এনড্রিন হল একটি –
- অজৈব সার
- আর্সেনিক যৌগ
- পেস্টনাশক
- ডিটারজেন্ট
পেস্টনাশক
Q7. কোনটি ইউট্রোফিকেশনের কারণ নয় ?
- জলে ডিটারজেন্টজনিত দূষণ
- জলে ফসফেট আয়নের উপস্থিতি
- কৃষিজমিতে ব্যবহৃত সারের জলে মিশে যাওয়া
- জলের খরতা
জলের খরতা
Q8. অতিরিক্ত নাইট্রেট মিশ্রিত জল পানে শিশুদের নিম্নলিখিত যে রোগ হয় সেটি হল –
- নক – নী সিনড্রোম
- ব্লু -বেবি সিনড্রোম
- কেরাটোসিস
- রিকেট
ব্লু -বেবি সিনড্রোম
Q9. ডায়েল্ড্রিন হল একপ্রকার –
- ডিটারজেন্ট
- কীটনাশক ও পেস্টনাশক
- তেজস্ক্রিয় বর্জ্র
- রাসায়নিক সার
কীটনাশক ও পেস্টনাশক
Q10. জলের অস্থায়ী এবং স্থায়ী খরতা একসঙ্গে দূর করা যায় –
- স্ফুটন পদ্ধতিতে
- ক্লোরিনেশন পদ্ধতিতে
- অতিবেগুনী রশ্মির সাহায্যে
- আয়ন বিনিময় রেজিন পদ্ধতিতে
আয়ন বিনিময় রেজিন পদ্ধতিতে
Q11. জলের অস্থায়ী খরতার কারণ –
- CaSO4
- CaCl2
- Ca(HCO3)2
- MgCl2
Ca(HCO3)2
Q12. জলের স্থায়ী খরতা সৃষ্টিকারী লবণ হল –
- Ca(HCO3)2
- Na2CO3
- CaCl2
- K(HCO3)2
CaCl2
Q13. জলের খরতা সৃষ্টি করেনা এরূপ একটি লবণ হল –
- Mg(HCO3)2
- CaCl2
- FeSO4
- Na2SO4
Na2SO4
Q14. খর জলে উপস্থিত থাকে যে আয়ন সেটি হল –
- Ca2+
- NH4+
- Na+
- K+
Ca2+
Q15. জলে খরতার পরিমাপের একক –
- g/L
- mol/L
- ppm
- Kg/L
ppm
Q16. পানীয় জল প্রস্তুত করতে সবচেয়ে বেশি জীবাণু ধ্বংস হয় যে পদ্ধতিতে সেটি হল –
- স্ফুটন
- ক্লোরিনেশন
- UV
- কোনোটিই নয়
UV
Q17. কলিফর্ম কাউন্ট হল –
- জলের ফ্লুরাইড আয়নের পরিমাণ
- জলের খরতা সৃষ্টিকারী লবণের পরিমাণ
- জলে জীবাণুর পরিমাণ
- জলে উপস্থিত কীটনাশকের পরিমাণ
জলে জীবাণুর পরিমাণ
Q18. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক –
- 0 °C
- 2 °C
- 4 °C
- 10 °C
4 °C
Q19. জলের খরতার কারণ হল –
- জলে দ্রবীভূত ধাতব ক্লোরাইড লবণ
- জলে দ্রবীভূত ধাতব নাইট্রেট লবণ
- জলে দ্রবীভূত ধাতব সালফাইড লবণ
- জলে দ্রবীভূত Ca, Fe , Mg -এর বাইকার্বনেট , ক্লোরাইড ও সালফেট লবণ
জলে দ্রবীভূত Ca, Fe , Mg -এর বাইকার্বনেট , ক্লোরাইড ও সালফেট লবণ
Q20. বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে কলিফর্ম কাউন্টের মান –
- -1
- 1
- 5
- 0
0
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট