দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ
দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ
১। ভারতের একটি বৃহৎ রেডিমেড পোশাক শিল্পকেন্দ্র হল –
- মুম্বাই (উত্তর)
- কোচি
- কটক
- গুয়াহাটি
২। ‘রাশিয়ার ম্যাঞ্চেস্টার বলা হয় –
- মস্কোকে
- ওসাকাকে
- আমেদাবাদকে
- আইভানোভোকে (উত্তর)
৩। ভারতের একক বৃহত্তম শিল্প হল –
- পাট
- পশম
- কার্পাস বয়ন (উত্তর)
- কাগজ শিল্প
৪। BMW গাড়ি কোম্পানি কোন্ দেশের? –
- জাপান
- ফ্রান্স
- জার্মানি (উত্তর)
- যুক্তরাষ্ট্র
৫। বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদক দেশ হল –
- যুক্তরাষ্ট্র
- কানাডা (উত্তর)
- রাশিয়া
- নরওয়ে
৬। ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত কারখানা হল –
- রৌরকেল্লা
- বোকারো
- ভিলাই(উত্তর)
- দুর্গাপুর
৭। হ্রদ শিল্পাঞ্চল যে দেশে অবস্থিত, তা হল –
- জাপান
- ব্রিটিশ যুক্তরাজ্য
- ভারত
- আমেরিকা যুক্তরাষ্ট্র (উত্তর)
৮। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে –
- রিষড়াতে
- ঘুঘুড়িতে (উত্তর)
- শ্রীরামপুরে
- পোর্টোনোভাতে
৯। পাটজাত নতুন সামগ্রী ‘ওরিকোটেক’ উৎপাদন ও ব্যবহার হয় –
- নির্মাণ কাজে,
- ভূমিক্ষয় ও ভূমিধস নিয়ন্ত্রণে
- দ্রব্যসমূহের – সুরক্ষার উদ্দেশ্যে
- খাবারের প্যাকেট, ময়লা ফেলার ব্যাগ তৈরির উদ্দেশ্যে (উত্তর)
১০। ‘ন্যূনতম কার্য তত্ত্বে সমপরিবহণ ব্যয়রেখাকে বলে –
- আইসোটিম (উত্তর)
- আইসোথার্ম
- আইসোহায়েট
- আইসোবার
দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ
১১। ভারতে কার্পাস উৎপাদক অঞ্চলের বাইরে তৈরি পোশাক শিল্পের অবস্থান ও উন্নতির কারণ হল –
- ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বাজার (উত্তর)
- শহর এলাকার স্থানাভাব
- নগর এলাকায় শিল্পের জমির অভাব
- বিজ্ঞাপনের সুযোগ
১২। কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল –
- কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে
- বাজারের কাছে (উত্তর)
- নদীর ধারে
- বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে
১৩। “শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন –
- অগাস্ট লস
- আলফ্রেড ওয়েবার (উত্তর)
- জর্জ রেনার
- ইউ – জিমারম্যান
১৪। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল –
- < 1
- >1(উত্তর)
- 1
- 0
১৫। ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে’ একটি অগ্রণী রাজ্য হল—
- পশ্চিমবঙ্গ (উত্তর)
- বিহার
- মধ্যপ্রদেশ
- মিজোরাম
১৬। ভারতের ‘উদীয়মান শিল্প হল –
- তথ্যপ্রযুক্তি শিল্প
- পেট্রোরসায়ন শিল্প (উত্তর)
- বস্ত্রবয়ন শিল্প
- কাগঙ্গ শিল্প
১৭। ‘শিল্পের অবস্থানগত তত্ত্ব’ সর্বপ্রথম প্রবর্তন করেন । –
- ই ডব্ল জিমারম্যান
- ডন খুনেন
- অ্যালফ্রেড ওয়েবার (উত্তর)
- অগস্ট লস
১৮। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল।
- পাটশিষ্ট
- কাগজ শিল্প
- রবার শিল্প (উত্তর)
- পেট্রোরসায়ন শিল্প
১৯। বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি উৎপাদক দেশ হল –
- জাপান (উত্তর)
- ব্রিটিশ যুক্তরাজ্য
- ভারত
- আমেরিকা যুক্তরাষ্ট্র
২০। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় –
- পাটশিল্পে
- কাগজ শিল্পে (উত্তর)
- কার্পাস বয়ন শিল্পে
- লৌহ-ইস্পাত শিল্পে
২১। ফিনল্যান্ড –
- পাটশিল্প
- বস্ত্রশিল্প
- কাগজশিল্প (উত্তর)
- লৌহ-ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত
২২। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত –
- কার্পাস-বয়ন শিল্পের জন্য
- মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য (উত্তর)
- পেট্রোরসায়ন শিল্পের জন্য
- কাগজ শিল্পের জন্য
২৩। পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠেনি –
- ডিব্ৰুগড় (উত্তর)
- ভাদোদরায়
- হলদিয়ায়
- ট্রসেতে
২৪। ডুলুথ হল –
- লৌহ-ইস্পাত শিল্প (উত্তর)
- পেট্রোরসায়ন শিল্প
- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
- পাটশিল্প-এর শ্রেষ্ঠ কেন্দ্র
২৫। ভারতের প্রথম কাগজের কলটি স্থাপিত হয়েছিল –
- বালিতে
- টিটাগড়ে
- রানিগঞ্জে
- শ্রীরামপুরে (উত্তর)
২৬। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় –
- রিষড়ায় (উত্তর)
- ব্যান্ডেলে
- শ্রীরামপুরে
- টিটাগড়ে
২৭। মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা হলেন –
- লশ (উত্তর)
- ওয়েবার
- উভয়ই
- ভন থুনেন
২৮। রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে –
- কয়লা (উত্তর)
- লৌহ আকরিক
- ম্যাঙ্গানিজ
- বক্সাইট-কে কেন্দ্র করে
২৯। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রধান শিল্প –
- বস্ত্রবয়ন
- লৌহ-ইস্পাত (উত্তর)
- মাংস
- রাসায়নিক শিল্প
৩০। ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি অবস্থিত –
- আমেদাবাদে
- চিত্তরঞ্জনে (উত্তর)
- জামশেদপুরে
- সালেম-এ
৩১। একটি শিকড় আলগা (foot-loose) শিল্পের উদাহরণ হল –
- লৌহ-ইস্পাত
- পাট
- বস্ত্রবয়ন (উত্তর)
- খাদ্য প্রক্রিয়াকরণ
৩২। বিশুদ্ধ কাচামালভিত্তিক শিল্প হল –
- লৌহ-ইস্পাত
- শর্করা
- কাগজ
- বস্ত্র শিল্প (উত্তর)
৩৩। ভারতের রেলওয়ে কোচ নির্মাণক্ষেত্রটি অবস্থিত –
- বেঙ্গালুরুতে (উত্তর)
- কোয়েম্বাটোরে
- পেরাঘুরে
- নাসিকে
৩৪। জাপানের ম্যাঞ্চেস্টার হল –
- কোবে
- ওসাকা (উত্তর)
- ইয়োকোহামা
- টোকিও
দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ
৩৫। পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য কাগজ শিল্পকেন্দ্র –
- মালদা
- হলদিয়া
- দার্জিলিং
- টিটাগড় (উত্তর)
৩৬। যে শিল্পের জন্য বেঙ্গালুরু বিখ্যাত তা হল-
- মোটর গাড়ি
- পেট্রোকেমিক্যাল
- লৌহ-ইস্পাত
- বিমানপোত নির্মাণ (উত্তর)
৩৭। দ্রব্যসূচক ‘1’ অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই –
- কাঁচামাল উৎসের নিকট হবে
- বাজারকেন্দ্রিক হবে (উত্তর)
- কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী স্থানে হবে
- এর মধ্যে কোনোটিই নয়
৩৮। টোকিও-ইয়োকোহামা শিল্পাগলের প্রধান শিল্প হল –
- পাটশিল্প
- লৌহ-ইস্পাত শিল্প (উত্তর)
- কার্পাস শিল্প
- মাংস শিল্প
৩৯। নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ –
- নগরায়ণ (উত্তর)
- প্রতিকূল জলবায়ু
- শ্রমিক মালিক বিরোধ
- বন্দরের অভাব
৪০। ভারতে প্রথম নিউজপ্রিন্ট কারখানা গড়ে ওঠে –
- মধ্যপ্রদেশের নেপানগরে (উত্তর)
- কর্ণাটকের ভদ্রাবতীতে
- কেরালার নিউজপ্রিন্টনগরে
- পশ্চিমবঙ্গের কলকাতায়
৪১। ‘পৃথিবীর মোটরগাড়ির রাজধানী’ বলা হয় –
- আলাবামা
- কানসাস
- ডেট্রয়েট (উত্তর)
- বাউলিন গ্রিন-কে
৪২। এশিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হল –
- কোবে ওসাকা (উত্তর)
- টেক্সাস
- টুলা
- রুঢ়
৪৩। বিশ্বে সবচেয়ে বেশি রেডিমেড পোশাক উৎপাদিত হয় –
- চিনে (উত্তর)
- মেক্সিকোতে
- বাংলাদেশে
- ভারতে
৪৪। ভারতে বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি গড়ে উঠেছে –
- গার্ডেনরিচে
- মাঝগাঁওতে
- বিশাখাপত্তনমে (উত্তর)
- কোচিতে
৪৫। বিশ্বের প্রথম রেডিমেড বস্ত্র রপ্তানিকারক দেশ হল –
- চিন (উত্তর)
- বাংলাদেশ
- ভারত
- জার্মানি
৪৬। কয়লা ও লৌহ আকরিক খনির মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে-
- ঝরিয়া
- ভিলাই
- বোকারো
- জামশেদপুর (উত্তর)
৪৭। রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে –
- অজয় নদী
- দামোদর নদী
- কংসাবতী নদী
- ব্রাহ্মণী নদীর বামতীরে (উত্তর)
৪৮। কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি তৈরির কারখানা (TEXMACO) অবস্থিত –
- বর্ধমান জেলার রূপনারায়ণপুরে
- কলকাতার কাছে বেলঘরিয়ায় (উত্তর)
- তেলেঙ্গানার হায়দরাবাদে
- রাঁচির কাছে হাতিয়াতে
৪৯। শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হল –
- যেখানে আইসোডাপেনের মান সবচেয়ে বেশি
- আইসোডাপেনের মান সবচেয়ে কম (উত্তর)
- আইসোটিমের মান সবচেয়ে কম
- আইসোটিমের মান সবচেয়ে বেশি
৫০। প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন, ব্যবহার ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন্ রাজ্য ?
- জাপান
- জার্মানি
- অস্ট্রেলিয়া
- আমেরিকা যুক্তরাষ্ট্র (উত্তর)
দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ
৫১। আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’ প্রকাশিত হয়। –
- 1956 খ্রি
- 1940 খ্রি
- 1926 খ্রি
- 1909 খ্রি (উত্তর)
৫২। ‘বিশ্বের রবার রাজধানী’ বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের-
- উইলমিংটন
- হোয়াইটিং
- টেকসাস সিটি
- অ্যাক্রন-কে (উত্তর)
৫৩। অস্থাণু শিল্পটি হল –
- পেট্রোরসায়ন
- কার্পাস বয়ন (উত্তর)
- রবার
- লৌহ-ইস্পাত শিল্প
৫৪। সর্বাধিক লাভযুক্ত স্থানে শিল্প গড়ে উঠবে বলে মনে করেছিলেন-
- ওয়েবার
- লশ (উত্তর)
- উইভার
- মামফোর্ড
৫৫। শিল্পের আইসোডাপেন’ কথাটি প্রথম ব্যবহার করেন। –
- অগাস্ট লশ
- ওয়েবার (উত্তর)
- থমসন
- হটেলিং
৫৬। IISCO ইস্পাত কারখানাটি যেখানে অবস্থিত, তা হল –
- বোকারো
- জামশেদপুর
- বার্নপুর (উত্তর)
- দুর্গাপুর
৫৭। ষড়ভুজ আকৃতির বাজারের রূপান্তরের ধারণাটি প্রবর্তন করেন। –
- আলফ্রেড ওয়েবার
- জিমারম্যান
- অগস্ট লশ (উত্তর)
- গুনার মিরডাল
৫৮। ‘ভারতের ডেট্রয়েট’ হল –
- চেন্নাই (উত্তর)
- নাসিক
- পুনে
- গুরগাঁও
৫৯। ‘ভারতের শেফিল্ড’ কাকে বলা হয় ? –
- হাওড়া (উত্তর)
- বেলঘরিয়া
- যাদবপুর
- খিদিরপুর
৬০। হিন্দুস্থান মোটরস লিমিটেড-এর মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র আছে –
- হিন্দমোটর (উত্তর)
- গুরগাঁও
- সুরজপুর
- চেন্নাই-তে
৬১। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি উল্লেখযোগ্য রাজ্য হল –
- উত্তরাখণ্ড
- অন্ধ্রপ্রদেশ (উত্তর)
- সিকিম
- মিজোরাম
৬২। ভারতের পিট্সবার্গ’ বলা হয় –
- জামশেদপুর
- বোকারো
- ভিলাই
- দুর্গাপুর-কে (উত্তর)
৬৩। ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পের কারখানা গড়ে উঠেছে –
- টুম্বে
- জামনগর (উত্তর)
- হলদিয়া
- ভাদোদরা-তে।
৬৪। ‘ভারতের গ্লাসগো’ হল –
- চন্দননগর
- হাওড়া (উত্তর)
- কলকাতা
- মুরশিদাবাদ
৬৫। Locational Triangle’-এর প্রবক্তা হলেন –
- অ্যাডাম স্মিথ
- থম্পসন
- ওয়েবার (উত্তর)
- রিকার্ডো
৬৬। বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হল –
- 1-এর বেশি
- 1 বা 1-এর কম (উত্তর)
- 0
- 2
৬৭। ‘চাহিদা শঙ্কু’ কথাটি পাওয়া যায় যাঁর তত্ত্বে তিনি হলেন –
- অগাস্ট লশ (উত্তর)
- ভন থুনেন
- আলফ্রেড ওয়েবার
- পেঙ্ক