[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর ||WBCHSE Class 12 Bengali Aloukik MCQ Question Answer
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
১। অলৌকিক’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন –
- অনিন্দ্য সৌরভ
- কর্তার সিং দুগ্গাল
- অভিরুপ সেন
- শঙ্খ ঘোষ
অনিন্দ্য সৌরভ
২। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন”- কোথায় গুরু নানক এসে পৌঁছোলেন?
- শেখ আদালের জঙ্গলে
- হাসান আব্দালের জঙ্গলে
- শেখ মামুদের জঙ্গলে
- শেখ হাসানের জঙ্গলে
হাসান আব্দালের জঙ্গলে
৩। “চারিদিক সুনসান।”- কোন্ স্থানের কথা বলা হয়েছে?
- বাবলাগাছের তলা
- বিদ্যালয়ের চারপাশ
- স্টেশন
- হাসান আব্দালের জঙ্গল
হাসান আব্দালের জঙ্গল
৪। ঝলসে যাওয়া শুকনো গাছপালা”-ঝলসে যাওয়ার কারণ-
- আগুন
- দাবানল
- গনগনে রোদ
- ভয়ানক গরম
গনগনে রোদ
৫। “কোথাও একটা জনমানুষ নেই।”-কারণ –
- ভয়ানক গরম পড়েছে
- গনগনে রোদের দাপট
- ঝলসে যাওয়া শুকনো গাছপালা
- উপরোক্ত সবকটিই সত্য
উপরোক্ত সবকটিই সত্য
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (Click Here)
৬। গুরু নানক যখন আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছিলেন তখন কার জলতেষ্টা পেয়েছিল?
- মর্দানার
- নানকের
- কান্ধারীর
- লেখকের
মর্দানার
৭। ‘মর্দানা’ কথাটির অর্থ –
- মুক্তিকামী
- মৃত্যুহীন
- মানুষ
- পৌরুষ
পৌরুষ
৮। “কিন্তু তার কাকুতি-মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন।”-তাঁর দুশ্চিন্তার কারণ-
- মর্দানার জলতেষ্টা
- মর্দানার শারীরিক অসুস্থতা
- মর্দানার খিদে পাওয়া
- মর্দানার আত্মমগ্নতা
মর্দানার জলতেষ্টা
৯। গুরু গভীর সমস্যায় পড়লেন।”-সমস্যাটি ছিল –
- মর্দানা নড়তে রাজি হচ্ছিল না
- সে পথে চলতে চলতেই বসে পড়ে
- মর্দানা প্রচণ্ড তৃয়ার্ত হয়ে পড়েছিল
- উপরোক্ত সবকটি বাক্যই সত্য
উপরোক্ত সবকটি বাক্যই সত্য
১০। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি।”-তাঁর ধ্যানে বসার কারণ-
- শিষ্য মর্দানার জলতেষ্টা পেল
- সবাইকে ঝক্কি পোয়াতে হবে
- মর্দানার একগুঁয়েমি
- এটা ভগবানের অভিপ্রায়
মর্দানার একগুঁয়েমি
SN Dey Complete Solution Class 12 (Click Here)
১১। ধ্যানভঙ্গ হওয়ার পর চোখ খুলে নানক দেখলেন –
- বলী কান্ধারী তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন
- তেষ্টায় মর্দানা প্রায় মূর্ছিত হয়ে পড়েছেন
- মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছেন
- মর্দানা জল পাওয়ার আশায় মাটি খুঁড়ছেন
মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছেন
১২। অলৌকিক’ গল্পে উল্লিখিত ‘সদগুরু’ হলেন –
- বলী কান্ধারী
- মর্দানা
- দরবেশ
- নানক
নানক
১৩। বলী কান্ধারী ছিলেন একজন –
- ধনী ব্যক্তি
- দরবেশ
- ভীরু ব্যক্তি
- গৃহী ব্যক্তি
দরবেশ
১৪। নানক শিষ্য মর্দানাকে জলের জন্য যেতে বলেছিল –
- কুয়োর ধারে
- ঝরনায়
- বলী কান্ধারীর কুটিরে
- নদীর তীরে
বলী কান্ধারীর কুটিরে
১৫। বলী কান্ধারী থাকতেন –
- গুহার ভিতরে
- পাহাড়ের নীচে
- পাহাড়ের চূড়ায়
- সমতলে
পাহাড়ের চূড়ায়
১৬। গুরু নানক তেষ্টা মেটানোর জন্য ভাই মর্দানাকে বলী কান্ধারীর কাছে যাওয়ার কথা বললেন- কারণ-
- বলী কান্ধারী গুরু নানকের অনুগত ছিল
- বলী কান্ধারী পথিকদের জলপান করাত
- আশপাশে ওর কুয়ো ছাড়া কোথাও জল ছিল না
- বলী কান্ধারীর কুটির খুব কাছেই ছিল।
আশপাশে ওর কুয়ো ছাড়া কোথাও জল ছিল না
১৭। “মর্দানা শুনেই ছুটে গেল।”-মর্দানা কোথায় ছুটে গেল?
- গুরু নানকের কাছে
- গড়িয়ে পড়া পাথরের দিকে
- বলী কান্ধারীর কাছে
- রেল লাইনের দিকে
বলী কান্ধারীর কাছে
১৮। “শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল।”-মর্দানা উপরে উঠে কোথায় যাচ্ছিল?
- পাহাড়ের চূড়ায়
- দরবেশের কুটিরে
- কুয়োর কাছে
- গুরুরদ্বারায়
দরবেশের কুটিরে
১৯। “সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে।”-প্রশ্নটি কী?
- গড়িয়ে পড়া পাথর থামানো সম্ভব কিনা
- নিরস্ত্র ভারতীয়দের উপর কারা গুলি চালালো
- মর্দানা কোথায় জল পাবে
- মর্দানা কোথা থেকে এসেছে
মর্দানা কোথা থেকে এসেছে
২০। কে “নেমে সে নালিশ জানাল।” নালিশ জানানোর কারণ –
- মর্দানাকে বলী জলের সন্ধান দেন না
- গুরু নানকের নাম শুনে বলী মর্দানাকে তাড়িয়ে দিয়েছিলেন
- বলী তাকে অসম্মান করেছে
- বলীর কাছে জল থাকা সত্ত্বেও তিনি তা মর্দানাকে দেননি
গুরু নানকের নাম শুনে বলী মর্দানাকে তাড়িয়ে দিয়েছিলেন
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (Click Here)
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
২১। “মর্দানা তুমি আর একবার যাও।”—মর্দানাকে গুরু নানক মোট কতবার বলী কান্ধারীর কাছে পাঠিয়েছিলেন?
- চার বার
- একবার
- তিন বার
- পাঁচ বার
তিন বার
২২। গুরু নানক মর্দানাকে আর-একবার বলী কাম্বারীর কাছে গিয়ে নম্রভাবে কী বলতে বলেছিলেন?
- আমি পির নানকের সঙ্গী
- আমি নানক দরবেশের অনুচর
- জয় নিরস্কার
- আমি কাফেরের শিষ্য
আমি নানক দরবেশের অনুচর
২৩। “মর্দানা এবার যখন ফিরল, তখন রীতিমতো করুণ অবস্থা।” মর্দানার করুণ অবস্থার কারণ হল –
- মর্দানা খুবই তৃষ্ণার্ত
- সে খুবই ক্লান্ত
- মর্দানা অসুস্থ
- মর্দানা ক্ষুধার্ত
মর্দানা খুবই তৃষ্ণার্ত
২৪। “তিন বারের বার চূড়োয় পড়ে।”-মর্দানার লুটিয়ে পৌঁছেই মর্দানা ওঁর পায়ে লুটিয়ে পড়ার কারণ –
- নিদারুণ অর্থকষ্ট
- নিদারুণ জলকষ্ট
- শারীরিক অসুস্থতা
- প্রচণ্ড গরম ও অসুস্থতা
নিদারুণ জলকষ্ট
২৫। বলী কান্ধারী মর্দানাকে কত বার ফিরিয়ে দিয়েছিল?
- চার বার
- একবার
- দুই বার
- তিন বার
তিন বার
SN Dey Complete Solution Class 12 (Click Here)
২৬। “পিঠে হাত বুলিয়ে, সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন।”-কারণ –
- বলী কান্ধারী যথেচ্ছ গালাগালি করলেন
- বলী কান্ধারীর জলের প্রয়োজন
- গুরু নানক দূরে বাবলাতলে অনুচরসহ বসে রয়েছেন
- মর্দানা গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল
মর্দানা গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল
২৭। পাথরের নীচ থেকে বেরিয়ে এসেছিল –
- নদীর ধারা
- জলের ঝরনা
- জলের রেখা
- পুকুরের জল
জলের ঝরনা
২৮। “নিমেষেই চারিদিকে থৈ থৈ।”-কারণ
- মেঘভাঙা বৃষ্টির জন্য
- পাঞ্জাসাহেবে হড়পা বান এসেছিল
- বলী কাম্পারী পাহাড়ের উপর থেকে প্রচুর জল ঢেলে দিয়েছিল
- গুরু নানক পাথর তোলায় তার তলা থেকে ঝরনা বেরিয়ে আসে
গুরু নানক পাথর তোলায় তার তলা থেকে ঝরনা বেরিয়ে আসে
২৯। “উনি রীতিমত হতভম্ব।”-উনি হলেন –
- গুরু নানক
- লেখকের মা
- বলী কান্ধারী
- মর্দানা
বলী কান্ধারী
৩০। “উনি রীতিমত হতভম্ব।”-কারণ –
- পির দরবেশের অনুচর এসেছে
- নানক দরবেশের অনুচর এসেছে
- ‘জয় নিরঙ্কার’ ধ্বনি শুনেছে
- কুয়োয় একটুও জল নেই
কুয়োয় একটুও জল নেই
৩১। নানক অনুচরদের নিয়ে বসেছিলেন –
- বটতলায়
- বাবলাতলায়
- অশ্বগতলায়
- কাঁঠালতলায়
বাবলাতলায়
৩২। বলী কান্ধারী নানকের দিকে ক্ষিপ্ত হয়ে গড়িয়ে দেন –
- লোহার বড়ো কড়াই
- পাথরের চাঙর
- মাটির বড়ো ডেলা
- গাছের বড়ো গুঁড়ি
পাথরের চাঙর
৩৩। কোন দৃশ্য দেখেই মর্দানা চেঁচিয়ে উঠল?
- নিমেষে চারদিকে জল থইথই
- বলী কান্ধারী নানককে হত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে বড়ো পাথরের চাঙড় গড়িয়ে দিয়েছেন
- কয়েদি ভরতি ট্রেনটা একেবারে তার মাথার কাছে এসে পড়েছে
- বলী কান্ধারী নেমে এসে গুরু নানককে যথেচ্ছ গালাগালি করছেন
বলী কান্ধারী নানককে হত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে বড়ো পাথরের চাঙড় গড়িয়ে দিয়েছেন
৩৪। “গুরু নানক শান্ত স্বরে ‘জয় নিরঙ্কার’ ধ্বনি দিতে বলেন।” এই ধ্বনি দেওয়ার কারণ হল –
- শিষ্যদের কষ্ট নিবারণ
- একটি পাথরের চাঙড়ের গড়িয়ে পড়া
- এক অশরীরী আত্মার দর্শন পাওয়া
- শিষ্যদের মনে উৎফুল্লতার জন্য
একটি পাথরের চাঙড়ের গড়িয়ে পড়া
৩৫। হাসান আব্দালের বর্তমান নাম –
- হাসান সাহেব
- নানা সাহেব
- পাঞ্জা সাহেব
- বশী সাহেব
পাঞ্জা সাহেব
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (Click Here)
৩৬। “গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে।’ এখানে ‘ওতে’ বলতে বোঝানো হয়েছে-
- পাঞ্জাসাহেবকে
- হাসান আব্দালের জঙ্গলকে
- উপরের কোনোটিই নয়
- উপরের দুটিকেই
পাঞ্জাসাহেবকে
৩৭। “গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।”-গল্পটা হল-
- বলী কান্ধারীর গল্প
- শিষ্য মর্দানার জলদানের গল্প
- শিষ্য মর্দানার পাথর ভাঙার গল্প
- গুরু নানকের ধ্যানের গল্প
বলী কান্ধারীর গল্প
৩৮। “ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল।”-মেজাজ বিগড়ে যাওয়ার কারণ-
- হাত দিয়ে পাথরের চাঙড় থামানোর জন্য
- বলী কাম্বারীর যথেচ্ছ গালাগালি করার জন্য
- বলী কাম্বারী ‘আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডুষ জলও দেব না’ বলে
- ‘আমি নানক দরবেশের অনুচর’ পরিচয় দেওয়ার জন্য।
হাত দিয়ে পাথরের চাঙড় থামানোর জন্য
৩৯। “এ কি আদৌ সম্ভব ?”- কোন্ ঘটনা?
- পাথরের চাঙড় থামিয়ে দেওয়া
- জলের স্রোতের পরিবর্তন
- কুয়ো থেকে জল সরিয়ে দেওয়া
- মৃত মানুষের শরীরে প্রাণ ফেরানো
পাথরের চাঙড় থামিয়ে দেওয়া
৪০। গল্পকথক বিশ্বাস করতে পারেন না –
- শুয়ে পড়ে মানুষ ট্রেন থামিয়ে দিয়েছে
- নানক হাত দিয়ে পাথর থামিয়ে দিয়েছেন
- পাথরের তলা থেকে ঝরনার ধারা বেরিয়ে এসেছে
- বলী কান্ধারী মর্দানাকে জল দেননি
নানক হাত দিয়ে পাথর থামিয়ে দিয়েছেন
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (Click Here)
৪১। “মনে হয় পরে কেউ খোদাই করেছে,”- কী খোদাই করার কথা বলা হয়েছে?
- স্তম্ভের উপর পায়ের ছাপ
- পাথরের উপর আঙুলের ছাপ
- পাথরের চাঙড়ের উপর হাতের ছাপ
- স্তূপের উপর আঙুলের ছাপ
পাথরের চাঙড়ের উপর হাতের ছাপ
৪২। গল্পকথক মেনে নিয়েছিলেন –
- পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটি
- বলী কান্ধারীর মর্দানাকে জল না দেওয়ার ব্যাপারটি
- পাথরের চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়ার ব্যাপারটি
- পাথরের চাঙড়ে হাতের ছাপ লেগে থাকার ব্যাপারটি
পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটি
৪৩। “গল্পটা মনে পড়লেই হাসি পেত।”- কোন্ গল্প মনে পড়লে হাসি পেত?
- গড়িয়ে পড়া পাথর থামানোর গল্প
- ট্রেন থামানোর গল্প
- পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার গল্প
- মর্দানার জলতেষ্টায় কাতর হওয়ার গল্প
গড়িয়ে পড়া পাথর থামানোর গল্প
৪৪। “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।”-গল্পটা বললেন –
- স্কুলের মাস্টারমশাই
- স্কুলের অন্য ছাত্র
- লেখকের মা
- লেখকের বন্ধু
স্কুলের মাস্টারমশাই
৪৫। স্কুলে গুরু নানকের গল্প শুনে মাস্টারমশাই-এর সঙ্গে লেখক তর্ক করলেন কেন?
- নানকের হাত দিয়ে পাথর থামানোটা তিনি মেনে নিতে পারেননি
- পাথর সরিয়ে জল আনাটা মেনে নিতে পারেননি
- মাস্টারমশাই গল্পটা ভুল বলেছিলেন
- লেখক গুরু নানককে পছন্দ করতেন না
নানকের হাত দিয়ে পাথর থামানোটা তিনি মেনে নিতে পারেননি
SN Dey Complete Solution Class 12 (Click Here)
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
৪৬। ‘সাকা’ হলে বাড়িতে হত-
- উৎসব
- ঝগড়াঝাটি
- অরন্ধন
- খাওয়াদাওয়া
অরন্ধন
৪৭। ‘সাকা’ হলে রাতে শুতে হয় –
- মেঝেতে
- মাটিতে
- খড়ের ওপর
- খাটে
মেঝেতে
৪৮। গল্পকথকের বাড়ি থেকে পাঞ্জাসাহেবের দূরত্ব
- তেমন দূরে নয়
- দূরে
- খুব কাছে
- অনেক দূরে
তেমন দূরে নয়
৪৯। ফিরিঙ্গিরা গুলি করেছিল-
- ফিরিঙ্গিদের
- নিরস্ত্র ভারতীয়দের
- উগ্রপন্থীদের
- ডাকাতদের
নিরস্ত্র ভারতীয়দের
৫০। “পাঞ্জাসাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত।” কারণ-
- দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছে
- পাঞ্জাসাহেবেই গুরু নানক মর্দানার তেস্টা মিটিয়েছিল
- হুকুম হয়েছে, ক্ষুধা-তৃয়ায় কাতর কয়েদি ভরতি ট্রেন যেন কোথাও না থামে
- আবালবৃদ্ধবনিতা সবাই আছে মৃতদের মধ্যে
হুকুম হয়েছে, ক্ষুধা-তৃয়ায় কাতর কয়েদি ভরতি ট্রেন যেন কোথাও না থামে
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
৫১। “পাঞ্জাসাহেবেই গুরু নানক মর্দানার তেস্টা মিটিয়েছিলেন।”- পাঞ্জাসাহেবের পূর্বনাম ছিল –
- হাসান আব্দুল
- হোসেন আবদুল
- হাসান আব্দাল
- শেখ হাগান
হাসান আব্দাল
৫২। “সেই শহর দিয়ে খিদে-তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না।” কারণ –
- পাঞ্জাসাহেব নানকের জন্মস্থান
- পাঞ্জাসাহেবে মর্দানার মৃত্যু হয়েছিল
- পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তেস্টা মিটিয়েছিলেন
- পাঞ্জাসাহেবে বলী কান্ধারীর কুটীর ছিল
পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তেস্টা মিটিয়েছিলেন
৫৩। “কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না।” কারণ-
- স্টেশনমাস্টারের হুকুম
- কয়েদিরা পালাতে পারে
- শহরবাসীরা আক্রমণ করবে
- ফিরিঙ্গিদের হুকুম
ফিরিঙ্গিদের হুকুম
৫৪। পাঞ্জাসাহেবের মানুষরা কয়েদি ভরতি ট্রেনটি থামানোর চেষ্টা করেছিল, কারণ –
- ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল
- ট্রেনের লাইনে লোকজন শুয়ে পড়েছিল
- ওই ট্রেনে বলী কান্ধারী তার অনুচরদের নিয়ে যাচ্ছিল
- পাঞ্জাসাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল তাই এখান থেকে খিদে-তেষ্টায় কাতর কয়েদি ভরতি ট্রেন যেতে পারে না
পাঞ্জাসাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল তাই এখান থেকে খিদে-তেষ্টায় কাতর কয়েদি ভরতি ট্রেন যেতে পারে না
[অলৌকিক] HS Bengali MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ক্লাস 12 বাংলা মক টেস্ট || অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উত্তর
৫৫। ট্রেনের যাত্রীদের জন্য শহরবাসীরা স্টেশনে মজুত করেছিল –
- প্রচুর অর্থ
- ফুলের মালা
- প্রচুর গোলাবারুদ
- রুটি-পায়েস
রুটি-পায়েস
৫৬। “শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি-ডাল ডাঁই করে রাখে।” কারণ –
- ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি
- লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর
- ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে
- জল-রুটির ব্যবস্থা নেই
লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর
৫৭। “চোখের জলটা তাদের জন্য।”-কাদের জন্য ?
- গুরু নানক ও তার শিষ্য মর্দানার জন্য
- গুরু নানক ও তার অনুচরদের জন্য
- বলী কান্ধারী ও তার শিষ্যদের জন্য
- যারা খিদে-তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি-জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য
যারা খিদে-তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি-জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য
SN Dey Complete Solution Class 12 (Click Here)
৫৮। “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল।”-কীসের আবেদন জানানো হল?
- ট্রেনটাকে চালানোর
- ট্রেনটাকে থামানোর
- নতুন ট্রেনের ব্যবস্থা করার
- ট্রেনটাকে বাতিল করার
ট্রেনটাকে থামানোর
৫৯। “খালপারের সেতুটির দিকে রক্তের স্রোত।”-কারণ –
- দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছে
- ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে
- রেললাইনে বহু লোক শুয়ে পড়েছে
- ট্রেন পিছোতে লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল
ট্রেন পিছোতে লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (Click Here)
৬০। “সারাদিন একফোঁটা জলও মুখে দিতে পারিনি।” কারণ।
- পাঞ্জাসাহেবের করুণ গল্প শুনে
- ভারতীয়দের উপর ফিরিঙ্গিদের নৃশংস অত্যাচারের কাহিনি শুনে
- উপরের দুটিই
- উপরের কোনোটিই নয়
পাঞ্জাসাহেবের করুণ গল্প শুনে