[রাশিবিজ্ঞান] Madhyamik Math Suggestion Chapter 26|মাধ্যমিক অঙ্ক সাজেশন অধ্যায় 26

[রাশিবিজ্ঞান] Madhyamik Math Suggestion Chapter 26 ||মাধ্যমিক অঙ্ক সাজেশন অধ্যায় 26 || WBBSE Class 10 Madhyamik Math Chapter 26 Suggestion || রাশিবিজ্ঞান অধ্যায়ের সাজেশন

[রাশিবিজ্ঞান] Madhyamik Math Suggestion Chapter 26 ||মাধ্যমিক অঙ্ক সাজেশন অধ্যায় 26 || WBBSE Class 10 Madhyamik Math Chapter 26 Suggestion || রাশিবিজ্ঞান অধ্যায়ের সাজেশন

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন(MCQ) [প্রশ্নমান-1]

১. একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণিগুলি হল-

1-10 ,11-20, 21-30, 31-40, 41-50 ; প্রত্যেকটি শ্রেণির শ্রেণি দৈর্ঘ্য হবে –

  • 9
  • 9.5
  • 5.5
  • 10 (উত্তর)

২. 1,2 ,6,1,6,2,3,3 তথ্যটির সংখ্যাগুরু মান –

  • 1
  • 2
  • 3
  • 1,2,3,6 (উত্তর)  

৩. 15,12,16,15,12,x,18,16,10 রাশিতথ্যের সংখ্যাগুরু মান 12 হলে , x –এর মান –

  • 16
  • 15
  • 12 (উত্তর)
  • 10

৪. নীচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হল-

চলরাশি (x)512162023
পরিসংখ্যা(fi)76845

যৌগিক গড় কত ?

  • 43/3 (উত্তর)
  • 17/5
  • 34/3
  • 71/5

৫. একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তা হল-

  • পরিসংখ্যা রেখা
  • পরিসংখ্যা বহুভুজ
  • আয়তলেখ
  • ওজাইভ (উত্তর)

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

[রাশিবিজ্ঞান] Madhyamik Math Suggestion Chapter 26 ||মাধ্যমিক অঙ্ক সাজেশন অধ্যায় 26 || WBBSE Class 10 Madhyamik Math Chapter 26 Suggestion || রাশিবিজ্ঞান অধ্যায়ের সাজেশন

৬. 7 , x-3 , 10,x+3 এবং x-5 সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে , মধ্যমা হবে –

  • 16 (উত্তর)
  • 10
  • 18
  • 24

৭. উর্ধ্বক্রমানুসারে সাজানো 8 , 9 ,12 ,17,x+2 , x+4 , ,30,31,34,39 তথ্যের মধ্যমা 24 হলে , x –এর মান-

  • 22
  • 21 (উত্তর)
  • 20
  • 24

৮. 8 ,15 ,10 ,11 , 7,9,11,13,16 –এর মধ্যমা –

  • 15
  • 10
  • 11.5
  • 11 (উত্তর)

৯. উর্ধ্বক্রমে সাজিয়ে 9 , 10 , 12, 15 , (x+1) ,(x+3) , 32 ,35 ,36 ,40  রাশিতথ্যের মধ্যমা 20 হলে, x-এর মান-

  • 16
  • 17
  • 18 (উত্তর)
  • 20

১০. 6 ,7,x,8,y,14 সংখ্যাগুলির গড় 9 হলে –

  • x+y = 21
  • x+y=19 (উত্তর)
  • x-y=21
  • x-y = 19

১১. i=1 10Σ (10×i) –এর মান কত ?

  • 550 (উত্তর)
  • 650
  • 450
  • কোনোটাই নয়

শূন্যস্থান পূরণঃ [প্রশ্নমান-1]

১. যৌগিক গড় , মধ্যমা , সংখ্যাগুরুমান হল ___________ প্রবণতার মাপক ।

উত্তরঃ কেন্দ্রীয়

২. মধ্যগামিতার মাপক হল গড় , মধ্যমা ও _______________ ।

উত্তরঃ সংখ্যাগুরুমান ।

৩. 11 থেকে 20 সংখ্যাগুলির মধ্যমা __________ ।

উত্তরঃ 15.5

৪. দুই ধরনের ওজাইভের ছেদবিন্দুর ভুজকে ______________ বলে ।

উত্তরঃ মধ্যমা

৫. বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণির পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে _________ -এর শ্রেণি বলে ।

উত্তরঃ সংখ্যাগুরুমান

৬. যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x এবং প্রথম (n-1) সংখ্যক রাশির যোগফল k হয় তবে n তম রাশি হবে __________ ।

উত্তরঃ  nx-k

৭. উর্ধ্বক্রমে সাজানো 8 ,9 , 12 ,15 ,x+1 , x+5, 25,30,32 ও 35 তথ্যের মধ্যমা 23 হলে , x –এর মান হবে _____________ ।

উত্তরঃ 20

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

সত্য বা  মিথ্যা নির্বাচনঃ [প্রশ্নমান-1]

১. 4 , 6 , 4 , 5 , 4,7 , 4 , 8 , 5 , 9 , 5 , 7  তথ্যের সংখ্যাগুরু মান 4 ।

উত্তরঃ সত্য ।

২. 6 , 18 , 10 , 12 , 15 , 16 , 18 তথ্যের মধ্যমা 15 ।

উত্তরঃ মিথ্যা ।

৩. x1,x2,x3,………,x10 –এর গড় x হলে , ax1 ,ax2,ax3,………,ax10 –এর গড় a10x (যেখানে a ≠ 0)

উত্তরঃ মিথ্যা ।

৪. n যদি যুগ্ম হয় তবে মধ্যমা হবে (n/2) ও (n/2-1) তম পর্যবেক্ষণের গড় ।

উত্তরঃ মিথ্যা ।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ [প্রশ্নমান-2]

[রাশিবিজ্ঞান] Madhyamik Math Suggestion Chapter 26 ||মাধ্যমিক অঙ্ক সাজেশন অধ্যায় 26 || WBBSE Class 10 Madhyamik Math Chapter 26 Suggestion || রাশিবিজ্ঞান অধ্যায়ের সাজেশন

১. তিনটি সংখ্যা 12 , 15 এবং 20 –এর পরিসংখ্যা হল যথাক্রমে (x+2) , x এবং (x-1) । যদি এই তথ্যটিরম গড় 14.5 হয় তবে x –এর মাণ নির্ণয় করো ।

উত্তরঃ 3

২.

 xi35891113
fi685p84

ওপরের তথ্যের যৌগিক গড় 8 হলে , p –এর মান নির্ণয় করো ।

উত্তরঃ 10

৩. একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 35 ও 33 হলে , ওই বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো ।

উত্তরঃ 29

৪. নীচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে মধ্যমা নির্ণয় করো-

x25262728293031
f4248654

উত্তরঃ 28

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

৫. একটি পরিসংখ্যা বিভাজন ছল থেকে প্রাপ্ত মানগুলি l =12 , h =4 , f1 = 18 , f0 = 10 , f2 = 14 । তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো ।

উত্তরঃ 14.67 (প্রায়)

৬. x+1,x+2, x-3 , x+4 , x+2 , x-1 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে , x –এর মান কত ?

উত্তরঃ 13

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নঃ [প্রশ্নমান-4]

১. ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করোঃ

শ্রেণি-সীমা0-3030-6060-9090-120120-150
পরিসংখ্যা121520258

উত্তরঃ 40.3

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

২. একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল । ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করোঃ (কল্পিত গড় পদ্ধতিতে)

বয়স (বছরে)10-2020-3030-4040-5050-6060-70
 লোক সংখ্যা120822201820

উত্তরঃ 43.4 বছর

৩. ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপঃ

নম্বর10 এর কম20 এর কম30-এর কম40-এর কম50-এর কম
 ছাত্রসংখ্যা610183046

উত্তরঃ 31.09 (প্রায়)

৪. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হয় , তবে K –এর মান নির্ণয় করো ।

শ্রেণি0-2020-4040-6060-8080-100
পরিসংখ্যা711K913

উত্তরঃ 10

৫. নীচের তথ্যের মধ্যমা নির্ণয় করোঃ

শ্রেণি –সীমা51-6061-7071-8081-9091-100101-110
পরিসংখ্যা4101520154

উত্তরঃ 83

৬. নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করোঃ

শ্রেণি-সীমা0-1010-2020-3030-4040-5050-6060-70
পরিসংখ্যা4710151085

উত্তরঃ 35.67 (প্রায়)

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

৭. নীচের তথ্যের মধ্যমা 32 হলে , x ও y এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100 –

শ্রেণি-সীমা 0-1010-2020-3030-4040-5050-60
পরিসংখ্যা10x2530y10

উত্তরঃ x=9 , y =16

৮. নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ করে লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করোঃ

 শ্রেণি 0-1010-2020-3030-4040-5050-6060-70
 পরিসংখ্যা1615201561

উত্তরঃ 35

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

৯. নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করোঃ

 শ্রেণি-সীমা0-55-1010-1515-2020-2525-3030-3535-40
পরিসংখ্যা 2 6 10 16 22 11 85

উত্তরঃ 21.76 (প্রায়)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।

Leave a Comment

error: Content is protected !!