[গোলক]Madhyamik Math Suggestion Chapter 12 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন || WBBSE Class 10 Math Chapter 12 Sphere Suggestion || Golok Chapter Important Question Answer
Table of Contents
[গোলক]Madhyamik Math Suggestion Chapter 12 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন || WBBSE Class 10 Math Chapter 12 Sphere Suggestion
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ): (প্রশ্নমান-1)
১. অর্ধগোলকের তলসংখ্যা –
- একটি
- দুটি (উত্তর)
- তিনটি
- চারটি
২. গোলকের পার্শ্বতলের সংখ্যা –
- একটি (উত্তর)
- দুটি
- তিনটি
- কোনোটাই নয়
৩. r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন –
- πr2
- 4/3 π r3
- 4πr2
- 1/6 πr3 (উত্তর)
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৪. একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে –
- 2 :1
- 1:2
- 1:3
- 3:1 (উত্তর)
৫. একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147π বর্গসেমি. হলে , ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ হবে –
- 14 সেমি.
- 7 সেমি. (উত্তর)
- 21 সেমি.
- 7.5 সেমি.
৬. দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি. হলে এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘনসেমি. হলে তাদের ব্যাসার্ধদ্বয়ের গুনফল হবে –
- 36 2/3 (উত্তর)
- 110
- 26 1/3
- 79
৭. দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1 : 8 হলে , তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত-
- 1 : 2
- 1 : 4 (উত্তর)
- 1 : 8
- 1 : 16
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৮. একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুন আয়তনের সমগখ্যামান সমান হলে , গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য
- 1একক (উত্তর)
- 2 একক
- 3 একক
- 4 একক
[গোলক]Madhyamik Math Suggestion Chapter 12 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন || WBBSE Class 10 Math Chapter 12 Sphere Suggestion
৯. দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25 : 16 হলে , তাদের আয়তনের অনুপাত হবে –
- 5 : 4
- 64 : 125
- 4 : 5
- 125: 64 (উত্তর)
সত্য বা মিথ্যা: (প্রশ্নমান-1)
১. একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে ।
উত্তরঃ মিথ্যা
২. দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4: 9 হলে , তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3
উত্তরঃ সত্য ।
৩. একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির অনুপাত 1 : π+2
উত্তরঃ মিথ্যা
৪. একটি নিরেট গোলককে সমান চার ভাগে ভাগ করলে প্রতিটি অংশের আয়তন হবে πr3 ঘন একক
উত্তরঃ মিথ্যা
৫. দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1 : 8 হলে , তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4 ।
উত্তরঃ সত্য
৬. r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 4:3 ।
উত্তরঃ সত্য
শূন্যস্থান পূরণ করোঃ (প্রশ্নমান-1)
১. একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুন হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ____________ হবে ।
উত্তরঃ 4 গুণ ।
২. একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ____________ ।
উত্তরঃ গোলক
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩. একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা __________ ।
উত্তরঃ একটি
৪. একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ________________ πr2 বর্গ একক ।
উত্তরঃ 12
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ): (প্রশ্নমান-2)
১. 0.7 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে হিসাব করে লিখি ।
উত্তরঃ 1.43 ঘন সেমি.
২. কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2464 বর্গ মিটার হয় , তবে ওই গোলকের আয়তন কত হবে হিসাব করে লিখি ।
উত্তরঃ 11498.67 ঘন মিটার
৩. অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি. পাত লাগে , তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ 10.5 সেমি. (প্রায়)
[গোলক]Madhyamik Math Suggestion Chapter 12 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন || WBBSE Class 10 Math Chapter 12 Sphere Suggestion
৪. একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে , গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ 3
৫. যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয় , তবে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত ?
উত্তরঃ 1 : 4
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৬. দুটি গোলাকাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে , তাদের আয়তনের অনুপাত কী হবে ?
উত্তরঃ 1 : 8
৭. একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে , S3 /V2 –এর মান π –এর সাপেক্ষে কত তা লেখো ।
উত্তরঃ 36π
৮. একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান । অর্ধগোলকটির ব্যাসার্ধ কত ?
উত্তরঃ 4.5 একক
৯. 4 সেমি. ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি. ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে ?
উত্তরঃ 64 টি
১০. একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144π ঘনসেমি. হলে , অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ 12 সেমি.
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নঃ (প্রশ্নমান-4)
১. 1 সেমি. , 6 সেমি. ও 8 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি বড়ো গোলক তৈরি করা হল । বড়ো গোলকের ব্যসার্ধ এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো ।
উত্তরঃ 9 সেমি. , 1018 2/7 বর্গ সেমি.
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
২. 14 সেমি. দৈর্ঘ্যের ব্যসার্ধের একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে । ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি ।
উত্তরঃ 2460.92 বর্গ সেমি.
৩. একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় । কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি ।
উত্তরঃ (2√2 -1) : 1
৪. একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি. । গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি ।
উত্তরঃ 970.20 টাকা
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৫. 12 সেমি. ব্যাস বিশিষ্ট একটি সিসার গোলক গলিয়ে নতুন একটি ছোটো গোলক তৈরি করা হল । যদি ছোটো গোলকগুলির ব্যাসের অনুপাত 3 : 4 : 5 হয় , তবে ছোটো গোলকগুলির ব্যাসার্ধ নির্ণয় করো ।
উত্তরঃ 3 সেমি. , 4 সেমি , 5 সেমি.
৬. 1 সেমি. ও 6 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে একটি 1 সেমি. পুরু ফাঁপা গোলকে পরিণত করা হল । নতুন গোলকটির বাইরের দিকের ব্যসার্ধ নির্ণয় করো ।
উত্তরঃ 9 সেমি.
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।