জ্ঞানচক্ষু গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর (PDF Download)|জ্ঞানচক্ষু মক টেস্ট (Mock Test)|Ganchokkhu MCQ and SAQ Question Answer-আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে জ্ঞানচক্ষু গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10(X) ] বাংলা সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।দশম শ্রেণি বাংলার Ganchokkhu MCQ and SAQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেটটি এবং এখান থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ Question Answer কমন আসার চান্স 99% ।জ্ঞানচক্ষু গল্পের এই প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও । এই পোষ্টের শেষে ডাউনলোড বাটনে ক্লিক করে প্রশ্ন উত্তরের PDF ফাইলটি (পিডিএফ) ডাউনলোড করে নিতে পারবে ।
জ্ঞানচক্ষু গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর(PDF Download)
MCQ
1. কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল ?
- দিদি
- নতুন মেসোমশাই (উত্তর)
- নতুন পিসেমশাই
- বাবা
2. নতুন মেসোমশাই ছিলেন একজন –
- লেখক (উত্তর)
- গায়ক
- কোনোটিই নয়
- শিক্ষক
3. ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।”- ছোটোমাসি ধাবিত হয় –
- রান্নাঘরের দিকে
- ছাদের দিকে
- ছোটমেসোর দিকে (উত্তর)
- তপনের দিকে
4. তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল ?
- ছোটোমাসি (উত্তর)
- বাবা
- মা
- বড়োমাসি
5. “রত্নের মূল্য জহুরির কাছেই” । এখানে ‘জহুরি’ বলা হয়েছে –
- তপনের মাসিকে
- তপনের বাবাকে
- তপনের নতুন মেসোকে (উত্তর)
- তপনের মাকে
6. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা । ” উপযুক্ত কাজটা হল –
- তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া (উত্তর)
- তপনের গল্পটা কারেকশান করে দেওয়া
- তপনকে লেখায় উৎসাহ দেওয়া
- তপনকে গল্প লেখার নিয়মকানুন শিখিয়ে দেওয়া
7. মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ?
- সাহিত্যচর্চা
- ভারতী
- শুকতারা
- সন্ধ্যাতারা (উত্তর)
8. লেখার আসল মুল্য বুঝবে –
- ছোটোমাসি
- বড়োমেসো
- ছোটোমেসো (উত্তর)
- তপনের মা
9. তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন ?
- তপনের মেসোমশাই (উত্তর)
- তপনের ছোটোমাসি
- তপনের মা
- তপনের বাবা
10. তপন তার গল্পটা লিখেছিল —
- দুপুরবেলা (উত্তর)
- সন্ধেবেলা
- বিকেলবেলা
- গভীর রাতে
11. তপনের ছোটোমাসি তার থেকে কত বছরের বড়ো ছিলেন –
- আট (উত্তর)
- নয়
- পাঁচ
- দশ
12. বাড়িতে তপনের নাম হয়েছিল —
- গায়ক
- পরিচালক
- কবি, সাহিত্যিক, কথাশিল্পী (উত্তর)
- কোনোটাই নয়
13. তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিল —
- বন্ধুদের
- ছোটোমেসোকে
- তার মাকে
- ছোটোমাসিকে (উত্তর)
14. মামারবাড়িতে থেকে তপন প্রথম গল্পটি লিখেছিল-
- দুপুরবেলা (উত্তর)
- সকালবেলা
- বিকেলবেলা
- রাত্রিবেলা
15. “গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের । ”-এর কারণ হল –
- অজানা আতঙ্ক
- স্বরচিত গল্পপাঠের অনুভূতি (উত্তর)
- ভৌতিক গল্পপাঠের ফলশ্রুতি
- নতুন মেসোর ব্যবহার
16. কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল ?
- ধ্রুবতারা
- সাহিত্যচর্চা
- ভারতী
- সন্ধ্যাতারা (উত্তর)
17. তপনের লেখা গল্পটার নাম কী ছিল ?
- ছুটি
- প্রথম দিন (উত্তর)
- অবসর
- কোনোটাই নয়
18. ছোটোমেসো কী নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন ?
- গল্পের বই
- সন্ধ্যাতারা পত্রিকা (উত্তর)
- নতুন জামা
- ভারতী পত্রিকা
19. সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কী নাম লেখা ছিল ?
- শ্রীতপনকুমার রায় (উত্তর)
- তপন রায়
- তপন
- কোনোটাই নয়
20. তপনকে তার ছাপার আকারে লেখা গল্পটা পড়ে শোনাতে বলেছিলেন –
- তপনের মা (উত্তর)
- তপনের বাবা
- তপনের দিদা
- তপনের ছোটোমাসি
21. ‘প্রথম দিন’ গল্পটির লেখক —
- তপনকুমার রায় (উত্তর)
- তপন রায়
- তপনপ্রসাদ রায়
- তপনচন্দ্র রায়
22. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।”—কথাটা হল –
- গল্প লেখার কথা
- গল্প কারেকশানের কথা (উত্তর)
- তপনের দ্বিতীয় গল্পের কথা
- তপনের গল্প ছাপা হওয়ার কথা
23. “তপন আর পড়তে পারে না।”—কারণ —
- এক তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা হয়েছে (উত্তর)
- সকলের প্রশংসায় সে কাবু হয়ে গেছে
- বড়োদের সামনে পড়তে সে লজ্জা পাচ্ছে
- নতুন মেসোকে দেখে সে ঘাবড়ে গেছে
24. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?”— অলৌকিক ঘটনাটি হল –
- এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে
- বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী
- তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে (উত্তর)
- তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়
25. তপনের চোখ মার্বেল হয়ে গেল”– এখানে মার্বেল হয়ে যাওয়া মানে –
- রেগে লাল হয়ে যাওয়া
- কেঁদে কেঁদে চোখ ফুলে যাওয়া
- অবাক হয়ে যাওয়া (উত্তর)
- প্রচন্ড ঘুমে চোখ স্থির হয়ে যাওয়া
26. তপন মামাবাড়িতে এসেছিল —
- ছোটোমাসির বিয়ে ছিল বলে
- স্কুলে গরমের ছুটি পড়েছিল বলে (উত্তর)
- পুজোর ছুটি ছিল বলে
- দাদুর শরীর খারাপ ছিল বলে
27. “আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন”— এখানে কোন্ সুযোগের কথা বলা হয়েছে?
- ছোটোমাসির বিয়ে
- পুজোর ছুটি পড়া
- গরমের ছুটি পড়া (উত্তর)
- ছোটোমাসির বিবাহবার্ষিকী
28. “তপনের হাত আছে”—উক্তিটির অর্থ হল –
- তপন ভালো লিখতে পারে (উত্তর)
- তপন ভালো হাত চালাতে পারে
- তপন একজন ষড়যন্ত্রকারী
- তপন ভালো পাঞ্জা লড়তে পারে
29. তোমার গল্প তো দিব্যি হয়েছে।” -বক্তার এরকম বলার উদ্দেশ্য ছিল –
- সান্ত্বনা দেওয়া (উত্তর)
- উৎসাহ দেওয়া
- অপমান করা
- উপহাস করা
30. “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।”—এই উক্তিটির বক্তা হলেন –
- তপনের বাবা
- তপনের ছোটোমাসি
- তপনের নতুন মেসো
- তপনের মেজোকাকু (উত্তর)
SAQ
1. “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের” – কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?
উত্তরঃ একজন লেখক ও যে সাধারণ মানুষের মতো হতে পারে তাদের আচরণও যে আর পাঁচটা সাধারণ মানুষের মতন হয়ে থাকে সে বিষয়ে তপনের সন্দেহ ছিল ।
2. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা” – কোন কাজকে ‘মেসোর উপযুক্ত কাজ’ বলে ছোটমাসি মনে করেন ?
উত্তরঃ তপন একটা গল্প লিখেছিল তার লেখক মেসোমশাই সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার ব্যবস্থা করে দিলে, সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোট মাসি মনে করেন।
3. “লেখার প্রকৃত মূল্য বুঝলে, নতুন মেসোই বুঝবে”- লেখার প্রকৃত মূল্য কেবল নতুন এসই বুঝবেন কেন ?
উত্তরঃ তপনের নতুন মেসো একজন নামকরা লেখক তাই লেখক মানুষ হিসেবে তিনিই তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন।
4. “তবে তপনের লেখক হতে বাধা কি”- তপনের লেখক হতে বাঁধা ছিল কেন ?
উত্তরঃ তপন মনে করত লেখকেরা তার মত সাধারন মানুষ নয়, তারা হয়তো অন্য গ্রহের জীব তাই তার নিজের লেখক হতে বাধা ছিল
5. “এইসব মাল মশলা নিয়ে বসে । ”- কিসের কথা বলা হয়েছে?
উত্তর অল্প বয়সী ছেলে মেয়েরা গল্প লিখতে গিয়ে রাজা রানীর গল্প, খুন জখম , অ্যাক্সিডেন্ট , না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি বিষয়ে লেখে সেসবের কথাই বলা হয়েছে।
6. “যেন নেশায় পেয়েছে”- কিসের কথা বলা হয়েছে ?
উত্তরঃ তপনের গল্প লেখার অক্লান্ত চেষ্টার কথা বলা হয়েছে। কারণ বাড়ির কাজ ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে ও সে গল্প লিখে গেছে ।
7. তপন তার লেখা গল্প প্রথম কাকে পড়ে শুনিয়ে ছিল ?
উত্তরঃ তপন তার লেখা গল্প প্রথম পড়ে শুনিয়েছিল আট বছরের বড় ছোটমাসিকে কারণ ছোট মাসি ছিল তার বন্ধুর মতোই।
8. “হঠাৎ ভয়ানক একটা উত্তেজন অনুভব করে তপন।” তপন কেন উত্তেজনা অনুভব করেছিল ?
উত্তরঃ একটি সত্যিকারের গল্প লিখে ফেলেছিল বলে তপন উত্তেজন অনুভব করেছিল ।
9. “বুকের রক্ত ছলকে ওঠে তপনের ।”- কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে ?
উত্তরঃ তাদের বাড়িতে বেড়াতে আসা ছোটমাসি আর ছোট মেসোর কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল ।
10. “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়” – এই শোরগোলের কারণ কি ছিল ?
উত্তরঃ সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল কারণ সন্ধ্যা তারা পত্রিকা তপনের লেখা গল্প ছাপা হয়েছিল ।
11. “যদি কখনো লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে ।” – এরকম সিদ্ধান্তের কারণ কি ?
উত্তরঃ সন্ধ্যাতারা পত্রিকায় তার নামে প্রকাশিত গল্পটির সঙ্গে তখন নিজের মূল লেখাটির কোন মিল পাইনি বলে তার এমন সিদ্ধান্ত ।
12. “ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে । ” – কোন কথাটা ?
উত্তরঃ তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে তপনের মেসোমশাইয়ের এই কথাটা ছড়িয়ে পড়ে ।
13. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ।” – কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ?
উত্তরঃ ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরেছে, এই ঘটনাটাকেই অলৌকিক বলে মনে হয়েছে।
জ্ঞানচক্ষু গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর
14. তপন আর পড়তে পারে না ।
উত্তরঃ কর্মকারকে ‘তে’ বিভক্তি
15. নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল ?
উত্তরঃ অপাদান কারক , ‘এ’ বিভক্তি
16. যেন নেশায় পেয়েছে।
উত্তরঃ করণ কারক , ‘য়’ বিভক্তি
17. তোমার গল্প আমি ছাপিয়ে দেব ।
উত্তরঃ সম্বন্ধপদ , ‘এর’ বিভক্তি ।
18. মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন ।
উত্তরঃ এখানে বাড়িতে হলো অধিকরণ কারক , ‘তে’ বিভক্তি ।
19. বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা ।
উত্তরঃ অধিকরণ কারক , ‘এ’ বিভক্তি।
20. এ বিষয়ে সন্দেহ ছিল তপনের ।
উত্তরঃকর্তৃকারক , ‘এর’ বিভক্তি ।
21. তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে ।(ভাব্বাচ্যে)
উত্তরঃ তপনের যেন কোথায় হারিয়ে যাওয়া হয় এইসব কথার মধ্যে ।
22. হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে ।( যৌগিক বাক্য )
উত্তরঃ ছোটমাসি হইচই করেছে এবং তার ঘুম ভাঙিয়ে দিয়েছে।
23. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে । (প্রশ্নবোধক বাক্যে )
উত্তরঃ ক্রমশ ও কথাটাও কি ছড়িয়ে পড়ে না ?
24. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।( জটিল বাক্যে)
উত্তরঃ যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল ।
25. অলৌকিক শব্দের ব্যাসবাক্য সহ সমাস কি হবে ?
উত্তরঃ অলৌকিক- নয় লৌকিক নং তৎপুরুষ
26. সন্ধ্যাতারা শব্দের সমাস ব্যাসবাক্য সহ সমাস কি হবে ?
উত্তরঃ সন্ধ্যা তারা- সন্ধ্যায় ওঠে যে তারা মধ্যপদলোপী কর্মধারয়
27. শশুর বাড়ি শব্দের ব্যাসবাক্য সহ সমাস কি হবে ?
উত্তরঃ শ্বশুরবাড়ি- শ্বশুরের বাড়ি সম্বন্ধ তৎপুরুষ
28. মেসোমশাই শব্দের ব্যাসবাক্য সহ সমাস কি হবে ?
উত্তরঃ মেসোমশাই- যিনি মেসো তিনিই মশাই সাধারণ কর্মধারয়
29. ঘটা পটা শব্দের ব্যাসবাক্য সহ সমাস কি হবে ?
উত্তরঃ ঘটা পটা-, ঘটা এবং পটা দ্বন্দ্ব সমাস
PDF Link
Name of File- জ্ঞানচক্ষু গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর PDF
Type of File- PDF
Size of File- 190Kb
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।জ্ঞানচক্ষু গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।