Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২|গণিত প্রভা অষ্টম শ্রেণি (ক্লাস ৮ ) কষে দেখি ১৬.২ সমাধান |WBBSE Class 8(Eight) Math Solution Of Chapter 16 Exercise 16.2
Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২|গণিত প্রভা অষ্টম শ্রেণি (ক্লাস ৮ ) কষে দেখি ১৬.২ সমাধান |WBBSE Class 8(Eight) Math Solution Of Chapter 16 Exercise 16.2
কষে দেখি 16.2
1.চিত্রে ∠QPR>∠PQR PR এবং QR বাহুর সম্পর্ক লিখি ।
সমাধানঃ ∆ PQR এর ∠QPR>∠PQR
যেহেতু, একটি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
∴ QR>PR
2. ∆ABC তে, AC>AB. AC বাহুরউপর D এমন একটি বিন্দু যে ∠ADB=∠ABD; প্রমাণ করি যে, ∠ABC >∠ACB ।
প্রদত্তঃ ∆ABC এর AC>AB , AC বাহুর উপর D এমন একটি বিন্দু যে ∠ADB=∠ABD
প্রামাণ্যঃ ∠ABC>∠ACB
প্রমাণঃ ∆ BCD এর বহিঃস্থ কোণ ∠ADB=∠CBD+∠BCD
∴ ∠ADB>∠BCD
যেহেতু, ∠ADB=∠ABD ∴ ∠ABD >∠BCD —-(i)
আবার , ∠ABC=∠ABD+∠CBD
বা, ∠ABC > ∠ABD —-(ii)
(i) নং ও (ii) নং থেকেপাই,
∠ABC >∠BCD
∴ ∠ABC>∠ACD [প্রমাণিত]
Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২ |
3. ABC ত্রিভুজের AB>AC; ∠BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে । প্রমাণ করি যে, BD > CD ।
প্রদত্তঃ ABC ত্রিভুজে AB>AC; ∠BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে । অর্থাৎ ∠BAD=∠CAD
প্রামাণ্যঃ BD>CD
অঙ্কনঃ AC এর সমান করে AB বাহু থেকে AE অংশ কেটে নিলাম ।
প্রমাণঃ ∆ACD এবং ∆AED এর মধ্যে ,
AC=AE [অঙ্কনানুসারে]
∠EAD=∠CAD [যেহেতু,∠BAD=∠CAD]
AD সাধারণ বাহু
∴ ∆ACD ≅ ∆AED [সর্বসমতার S-A-S শর্তানুসারে]
∴ ∠ADC =∠ADE [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]
এবং DE=CD [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু] —-(i)
∆ABD এর বহিঃস্থ কোণ ∠ADC > ∠ABD
∴ ∠ADE>∠ABD —-(ii)
∆AED এর বহিঃস্থ কোণ ∠BED=∠ADE —–(iii)
(ii)নং ও (iii) নং থেকে পাই,
∠BED>∠ABD
∴ ∠BED>∠EBD
যেহেতু, একটি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ।
∴ BD>ED
∴ BD>CD [(1)নং থেকে পাই] [প্রমাণিত ]
4. ABC ত্রিভুজের AD, BC বাহুর উপর লম্ব এবং AC>AB; প্রমাণ করি যে, (i) ∠CAD>∠BAD (ii) DC>BD
প্রদত্তঃ ABC ত্রিভুজের AD, BC বাহুর উপর লম্ব এবং AC>AB
প্রামাণ্যঃ (i) ∠CAD>∠BAD (ii) DC>BD
প্রমাণঃ যেহেতু, AD ⊥ BC
∴ ∆ACD এবং ∆ADB উভয়েই সমকোণী ত্রিভুজ
ADC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
∠ACD+∠CAD=900 ——(1)
ADB সমকোণী ত্রিভুজ থেকে পাই,
∠ABD+∠BAD=900 ——(2)
ABC ত্রিভুজের AC>AB
∴ ∠ABC>∠ACB
বা, ∠ABD>∠ACD
(1)নং ও (2) নং থেকে পাই,
∠ACD+∠CAD=∠ABD+∠BAD
যেহেতু, ∠ABD>∠ACD
∴ ∠CAD>∠BAD [(i) নং প্রমাণিত]
যেহেতু, বৃহত্তর কোণের বিপরীত বাহু > ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু
∴ DC> BD [(ii) নং প্রমাণিত]
Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২ |
5. একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটির বিপরীত । প্রমান করি যে, বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোটো ।
প্রদত্তঃ ABCD চতুর্ভুজের বৃহত্তম বাহু BC এবং ক্ষুদ্রতম বাহু AD পরস্পর বিপরীত বাহু ।
প্রামাণ্যঃ ∠BCD < ∠BAD
অঙ্কনঃ AC কর্ণ অঙ্কন করা হল ।
প্রমাণঃ ABCD চতুর্ভুজের বৃহত্তম বাহু BC ∴ AB<BC
∆ABC এর AB<BC, ∴ ∠ACB < ∠BAC —– (1)
ABCD চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু AD
∴ AD<DC
∆ADC এর AD<DC, ∴ ∠ACD< ∠CAD —–(2)
(1) নং ও (ii) নং যোগ করে পাই ,
∠ACB+∠ACD< ∠BAC+∠CAD
∴ ∠BCD < ∠BAD [প্রমাণিত]
6. চিত্রে, AB<OB এবং CD>OD; প্রমান করি যে, ∠BAO>∠OCD
প্রমাণঃ ∆AOB এর AB<OB ∴ ∠AOB < ∠BAO —-(i)
∆COD এর CD > OD ∴ ∠COD>∠OCD —–(ii)
আবার, ∠AOB= বিপ্রতীপ ∠COD
(i) নং থেকে পাই, ∠COD < ∠BAO —-(iii)
(ii) নং ও (iii) নং থেকে পাই,
∠BAO>∠COD>∠OCD
∴ ∠BAO >∠OCD [প্রমাণিত]
7. ∆PQR এর PQ>PR; PQ বাহু থেকে PR বাহুর দৈর্ঘ্যর সমান করে PS সরলেরাখাংশ কেটে নিলাম। R এবং S বিন্দু দুটি যুক্ত করলাম । প্রমান করি যে,
(i) ∠PSR= (∠PQR+∠PRQ)
(ii) ∠QRS= (∠PRQ – ∠PQR)
প্রদত্তঃ ∆PQR এর PQ>PR; PQ বাহু থেকে PR বাহুর দৈর্ঘ্যর সমান করে PS সরলরেখাংশ কেটে নিলাম। R এবং S বিন্দু দুটি যুক্ত করলাম ।
প্রামাণ্যঃ (i) ∠PSR= (∠PQR+∠PRQ)
(ii) ∠QSR= (∠PRQ+∠PQR)
প্রমাণঃ ∆PQR এর PR=PS ∴ ∠PSR = ∠PRS
(i)∆QSR ত্রিভুজ এর বহিঃস্থ কোণ ∠PSR=∠SQR+∠SRQ
বা, ∠PSR=∠PQR+∠PRQ-∠PRS
বা, ∠PSR=∠PQR+∠PRQ-∠PSR [∵ ∠PSR = ∠PRS ]
বা, ∠PSR+∠PSR=∠PQR+∠PRQ
বা, 2∠PSR =∠PQR+∠PRQ
∴ ∠PSR= ½ (∠PQR+∠PRQ) [প্রমাণিত]
(ii) ∆QSR ত্রিভুজ এর বহিঃস্থ কোণ ∠PSR=∠SQR+∠QRS
বা, ∠QRS=∠PSR-∠SQR
বা, ∠QRS=∠PRS-∠PQR
বা, ∠QRS=∠PRQ-∠QRS-∠PQR
বা, ∠QRS+∠QRS =∠PRQ-∠PQR
বা, 2∠QRS =∠PRQ-∠PQR
∴ ∠QSR= ½(∠PRQ – ∠PQR) [প্রমাণিত]
8. ABC ত্রিভুজে, AB>AC; ∠BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে । AB বাহু থেকে AC এর দৈর্ঘ্যর সমান করে AE সরলেরাখাংশ কেটে নিলাম । D,E যুক্ত করলাম । প্রমাণ করি যে, (i) ∆ACD ≅ ∆AED (ii) ∠ACB>∠ABC
প্রদত্তঃ ABC ত্রিভুজে, AB>AC ∠BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে । AE=AC
প্রামাণ্যঃ (i) ∆ACD ≅ ∆AED (ii) ∠ACB>∠ABC
প্রমাণঃ ∆ACD এবং ∆AED এর মধ্যে
AE=AC [প্রদত্ত]
∠DAE=∠DAC [AD, ∠BAC এর সমদ্বিখণ্ডক]
AD সাধারণ বাহু
∴ ∆ACD ≅ ∆AED [সর্বসমতার S-A-S শর্তানুসারে][(i) নং প্রমাণিত]
∴ ∠AED=∠ACD [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]
∆BED এর বহিস্থ কোণ ∠AED=∠EBD+∠BDE
∴ ∠ACD=∠EBD+∠BDE
বা, ∠ACB=∠ABC+∠BDE [∵∠ABC=∠EBD এবং ∠ACB=∠ACD]
∴ ∠ACB>∠ABC [(ii) নং প্রমাণিত]
Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২ |
9. চিত্রে, AB=CD, ∠OCD>∠COD ∠OAB<∠AOB প্রমাণ করি যে, OB<OD
প্রমাণঃ ∆OCD এর ∠OCD>∠COD , ∴ OD>CD —-(1)
∆AOB এর ∠OAB < ∠AOB , ∴ OB < AB
∵ AB=CD , ∴ OB < CD ——- (2)
(1) নং ও (2) নং থেকে পাই,
OB<CD<OD
∴ OB < OD [প্রমাণিত]
10. প্রমান করি যে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু ।
প্রদত্তঃ ABC সমকোণী ত্রিভুজের ∠B সমকোণ এবং অতিভুজ AC ।
প্রামাণ্যঃ অতিভুজ AC হল বৃহত্তম বাহু । অর্থাৎ AC>AB এবং AC>BC
প্রমাণঃ ABC সমকোণী ত্রিভুজের
∠B>∠A [∵সমকোণ >সুক্ষকোণ]
∴ AC>BC
আবার, ∠B>∠C [∵সমকোণ >সুক্ষকোণ]
∴ AC>AB
∴ AC>AB এবং AC>BC
সুতরাং, অতিভুজ AC হল বৃহত্তম বাহু ।
11. প্রমাণ করি যে, স্থূলকোণী বিপরীত বাহু বৃহত্তম ।
প্রদত্তঃ ABC স্থূলকোণী ত্রিভুজের ∠B স্থূলকোণ । স্থূলকোণের বিপরীত বাহু AC ।
প্রামাণ্যঃ AC হল বৃহত্তম বাহু ।অর্থাৎ, AC>AB এবং AC>BC
প্রমাণঃ ABC স্থূলকোণী ত্রিভুজের
∠B > ∠A [∵স্থূলকোণ >সুক্ষকোণ]
∴ AC >AB
∴ AC>AB
আবার , ∠B > ∠C [∵স্থূলকোণ >সুক্ষকোণ]
∴ AC > AB
∴ AC > AB এবং AC>BC
সুতরাং, AC হল বৃহত্তম বাহু । [প্রমাণিত ]
Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২ |
12. ABC ত্রিভুজের ∠ABC ও ∠ACB এর সমদ্বিখণ্ডদ্বয় I বিন্দুতে মিলিত হয় । যদি AB > AC হয় , তবে প্রমাণ করি যে , IB > IC
প্রদত্তঃ ABC ত্রিভুজের ∠ABC ও ∠ACB -এর সমদ্বিখন্ডকদ্বয় I বিন্দুতে মিলিত হয় এবং AB>AC
প্রামাণ্যঃ IB>IC
প্রমাণঃ ABC ত্রিভুজের AB>AC
∴ ∠ACB>∠ABC —— (1)
BI, ∠ABC এর সমদ্বিখণ্ডক , ∴ ∠ABC=2∠IBC
CI, ∠ACB এর সমদ্বিখণ্ডক , ∴ ∠ACB=2∠ICB
(1)নং থেকে পাই,
2∠ICB>2∠IBC
বা, ∠ICB>∠IBC
∴IB>IC [প্রমাণিত]
Ganit Prabha Class 8 Koshe Dekhi 16.2 Solution| ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কষে দেখি ১৬.২ |
Thank you