দশম শ্রেণি বাংলা হারিয়ে যাওয়া কালি কলম MCQ মক টেস্ট|মাধ্যমিক বাংলা পঞ্চম পাঠ MCQ প্রশ্ন উত্তর|Hariye Jaoya Kali Kolom MCQ Mock Test-আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম MCQ মক টেস্ট। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে, টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় হারিয়ে যাওয়া কালি কলম MCQ প্রশ্ন উত্তর, কমন আসার চান্স 99% । এই হারিয়ে যাওয়া কালি কলম -এর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
দশম শ্রেণি বাংলা হারিয়ে যাওয়া কালি কলম MCQ মক টেস্ট
1. প্রথমে লেখা শুকোনো হত –
ক) বালিতে
খ) মাটিতে
গ) ব্লটিং পেপারে
(ঘ) আকাশে
বালিতে
2. পালকের কলমের ইংরেজি নাম-
ক) ফাদার পেন
খ) জাপানি পাইলট
গ) কুইল
ঘ) ডট পেন
কুইল
3. বাঙালি সাংবাদিকদের কে ‘বাবু কুইল ড্রাইভারস’ বলতেন?
ক) লর্ড মেকলে
খ) লর্ড কার্জন
গ) লর্ড ওয়েলেসলি
ঘ) লর্ড বেন্টিঙ্ক
লর্ড কার্জন
হারিয়ে যাওয়া কালি কলম MCQ
4. লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে বলতেন –
ক) বেঙ্গলি পাওয়ার্স
খ) বেঙ্গলি হর্স
গ) বাবু বিদেশি
ঘ) বাবু কুইল ড্রাইভারস
বাবু কুইল ড্রাইভারস
5. এখন কোন্ কলম দেখতে হলে তৈলচিত্র বা ফোটোগ্রাফের ওপর নির্ভর করতে হয়?
ক) পালকের কলম
খ) খাগের কলম
গ) ফাউন্টেন কলম
ঘ) বাঁশের কলম
পালকের কলম
6. একটা চিত্র-যেখানে দোয়াতগোঁজা পালকের কলম দেখা যায়-
ক) কেরি সাহেবের স-মুনশি ছবিতে
খ) রাধাকৃষ্ণের ছবিতে
গ) ফোর্ট উইলিয়াম কলেজে
ঘ) সরস্বতী মূর্তিতে
কেরি সাহেবের স-মুনশি ছবিতে
7. পেনসিল শার্পনারের মতো যন্ত্র সাহেবরা কেন বানিয়েছিলেন?
ক) পালক কেটে কলম তৈরির জন্য
খ) কালি তৈরির জন্য
গ) বাঁশ কেটে কলম বানানোর জন্য
ঘ) খাগ কেটে কলম বানানোর জন্য
পালক কেটে কলম তৈরির জন্য
Hariye Jaoya Kali Kolom MCQ
8. “কোনও কোনও আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম |” – আসলে সেগুলি –
ক) বল পেন
খ) ফাউন্টেন পেন
গ) নিব পেন
ঘ) পার্কার পেন
বল পেন
9. টাইপরাইটারে লিখেছেন-
ক) অন্নদাশঙ্কর রায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শ্রীপান্থ
অন্নদাশঙ্কর রায়
হারিয়ে যাওয়া কালি কলম MCQ
10. পণ্ডিতমশাইয়ের কলম খ্যাত ছিল কেন ?
ক) কি খোঁচা দেওয়ার জন্য
খ) কানে গুঁজে রাখার জন্য
গ) বইয়ের পাতার মধ্যে রাখার জন্য
ঘ) ছাত্রদের শাস্তি দেওয়ায় ব্যবহৃত হওয়ার জন্য
কানে গুঁজে রাখার জন্য
Hariye Jaoya Kali Kolom MCQ
11. লেখক দার্শনিক তাঁকেই বলেছেন যিনি –
ক) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন
খ) বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকেন
গ) সবসময় চশমা পরে থাকেন
ঘ) সবসময় ভাবনার জগতে থাকেন
কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন
12. ছেলেবেলায় লেখক যে দারোগাকে দেখেছিলেন তার কলমটি কোথায় গোঁজা ছিল?
ক) টুপিকে
খ) প্যান্টের পকেটে
গ) পায়ের মোজায়
ঘ) জামার পকেটে
পায়ের মোজায়
13. লেখক অতি আধুনিক ছেলেদের কলম বুকপকেটের বদলে কোথায় দেখেছিলেন?
ক) কাঁধের ছোটো পকেটে
খ) প্যান্টের পকেটে
গ) পায়ের মোজায়
ঘ) জামার কলারের পিছনে
কাঁধের ছোটো পকেটে
14. “এক সময় বলা হতো- ‘কলমে কায়স্থ চিনি, গোঁফেতে ____________।”
ক) রাখাল
খ) গোপাল
গ) রাজপুত
ঘ) ডাকাত
রাজপুত
15. “কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন __________
ক) কোলাঘাটে
খ) কালীঘাটে
গ) পাড়ার হাটে
ঘ) মাঠেঘাটে
কালীঘাটে
16. সস্তা এবং সর্বভোগ্য হওয়ার ফলে কলম কাদের কাছে অস্পৃশ্য বলে লেখক মন্তব্য করেছেন?
ক) পকেটমারদের কাছে
খ) লেখকদের কাছে
গ) কবিদের কাছে
ঘ) চাকরদের কাছে
পকেটমারদের কাছে
17. পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে—
ক) ফাউন্টেন পেন
খ) সুলেখা কালি
গ) বল পেন
ঘ) পার্কার পেন
ফাউন্টেন পেন
18. ফাউন্টেন পেনের নামটা বাংলায় রবীন্দ্রনাথ কী দিয়েছেন?
ক) জল পেন
খ) ঝরনা কলম
গ) জলপ্রপাত পেন
ঘ) ধারাপ্রবাহ পেন
ঝরনা কলম
19. ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন-
ক) এম ফাউন্টেন
খ) ওয়ার্থনাট ওয়াটারম্যান
গ) রবার্ট ওয়াটারম্যান
ঘ) লুইস হ্যাডসন ওয়াটারম্যান
লুইস হ্যাডসন ওয়াটারম্যান
20. কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে লেখক কী কিনতে গিয়েছিলেন?
ক) বই
খ) ম্যাগাজিন
গ) ফাউন্টেন পেন
ঘ) পেনের কালি
ফাউন্টেন পেন
21. কোন্ ঘটনার কয়েক বছর পর কলেজ স্ট্রিটে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন লেখক?
ক) দেশের স্বাধীনতালাভের পর
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
গ) ফাউন্টেন পেন আবিষ্কারের পর
ঘ) রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
22. কলেজ স্ট্রিটে ফাউন্টেন পেন কিনতে গিয়ে লেখক যেসব পেনের নাম শুনেছিলেন, সেগুলি হল-
ক) পার্কার
খ) শেফার্ড
গ) ওয়াটারম্যান
ঘ) সবগুলি
সবগুলি
23. দোকানদার লেখককে সম্ভার একটা পাইলট কিনতে বলেছিলেন । সেটা ছিল-
ক) চিনা কলম
খ) জাপানি কলম
গ) ভারতীয় কলম
ঘ) জার্মান কলম
জাপানি কলম
24. “তা লেখককে নেশাগ্রস্ত করে”। –’তা’ বলতে বোঝানো হয়েছে।
ক) খাতা-পেন
খ) বাঁশের পেন
গ) পালকের পেন
ঘ) ফাউন্টেন পেন
ফাউন্টেন পেন
25. লেখক কোন্ বিখ্যাত সাহিত্যিকের সংগ্রহে প্রায় দু-ডজন ফাউণ্ডে পেন দেখেছিলেন?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) অন্নদাশঙ্কর রায়
গ) বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়
ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
শৈলজানন্দ মুখোপাধ্যায়
26. ফাউন্টেন পেনের নেশা শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন, তিনি হলেন –
ক) ওয়াটারম্যান
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ
ঘ) বঙ্কিমচন্দ্র
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
27. প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল-
ক) বল পেন
খ) রিজার্ভার পেন
গ) নিবের পেন
ঘ) ঝরনা কলম
রিজার্ভার পেন
28. লেখক কাচের দোয়াতে কালি ভরেছেন যা দিয়ে, তা হল-
ক) কালি ট্যাবলেট
খ) জল কালি নীল রং
গ) আলতা
ঘ) সুলেখা কালি
কালি ট্যাবলেট
29. “তাদের বাহারি সব নাম ” কী নাম? –
ক) বাবা কালি
খ) আলতা কালি
গ) স্থায়ী কালি
ঘ) সুলেখা কালি
সুলেখা কালি
30. পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যেত, তাই টেকসই করার জন্য কাঁসের নিব তৈরি হয়েছিল?
ক) গোরুর শিঙের
খ) ক ও খ উভয়ই
গ) কচ্ছপের খোলের
ঘ) কোনোটিই নয়
হারিয়ে যাওয়া কালি কলম MCQ
ক ও খ উভয়ই
31. ফাউন্টেন পেন বাজার দখল করে সরিয়ে দিয়েছিল-
ক) দোয়াত আর কলমকে
খ) বল পেনকে
গ) পালকের পেনকে
ঘ) বাঁশের কলমকে
দোয়াত আর কলমকে
32. ” দোয়াত যে কত রকমের হতে পারে যেমন-
ক) কাচের পিতলের
খ) জেডের
গ) পিতলের
ঘ) সবগুলির
সবগুলির
33. লেখক কার কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন?
ক) শৈলজানন্দের কাছে
খ) সুভো ঠাকুরের কাছে
গ) শরৎচন্দ্রের কাছে
(ঘ) অন্নদাশঙ্করের কাছে
সুভো ঠাকুরের কাছে
34. দোয়াতের কালি দিয়ে লিখে অমর হয়েছেন এমন সাহিত্যিকের উদাহরণ হিসেবে লেখক কার কথা বলেছেন?
ক) সুনীল গঙ্গোপাধ্যায়
খ) কাশীরাম দাস
গ) মধুসূদন দত্ত
ঘ) কাশীরাম দাস
কাশীরাম দাস
35. ফাউন্টেন পেনের পর যে পেন বাজার দখল করেছে, তা হল-
ক) নিব পেন
খ) বল পেন
গ) পালকের কলম
ঘ) খাগের কলম
বল পেন
36. সময়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক যেসব পেন এসেছে তার ক্রমতালিকাটি হল—
ক) বাঁশের পেন—পালকের পেন – ফাউন্টেন পেন – বল পেন
খ) বল পেন–পালকের পেন—ফাউন্টেন পেন – বাঁশের পেন
গ) বাঁশের পেন—বল পেন — ফাউন্টেন পেন — পালকের পেন
ঘ) পালকের পেন ফাউন্টেন পেন – বল পেন – বাঁশের পেন
বাঁশের পেন—পালকের পেন – ফাউন্টেন পেন – বল পেন
37. লেখক একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনের বিশেষত্ব দেখেছিলেন?
ক) তাদের ৭০০ রকম নিব আছে
খ) তাদের ১০০০ রকমের রঙের পেন আছে
গ) সাপের চামড়া দিয়ে তৈরি পেন আছে
ঘ) একসঙ্গে পাঁচ ধরনের নিব আছে একটি পেনে
তাদের ৭০০ রকম নিব আছে
38. সব পেনকেই কে জাদুঘরে পাঠানোর প্রতিজ্ঞা করেছে?
ক) কম্পিউটার
খ) মোবাইল
গ) ট্যাব
ঘ) টাইপরাইটার
কম্পিউটার
39. যাঁরা ওস্তাদ কলমবাজ, তাদের বলা হয়-
ক) লিপিকুশলী
খ) পণ্ডিত
গ) লেখক
ঘ) দার্শনিক
লিপিকুশলী
40. চার খন্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকের এক লেখক পেয়েছিলেন—
ক) নগদ সাত টাকা, কিছু কাপড় আর মিঠাই
খ) নগদ সাত টাকা আর অনেক কাপড়
গ) নগদ আট টাকা, কিছু কাপড় আর মিঠাই
ঘ) নগদ দশ টাকা, কাপড় আর মিঠাই
নগদ সাত টাকা, কিছু কাপড় আর মিঠাই
41. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লিখে পাওয়া যেত-
ক) বারো আনা
খ) চোদ্দো আনা
গ) দশ আনা
ঘ) পনেরো আনা
বারো আনা
42. লেখকের কালের কোন্ লেখক টাইপরাইটারে লিখেছেন বলা হয়েছে?
ক) রবীন্দ্রনাথ
খ) অন্নদাশঙ্কর রায়
গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ঘ) মধুসূদন দত্ত
অন্নদাশঙ্কর রায়
43. সম্ভবত শেষপর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে?
ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) অন্নদাশঙ্কর রায়
গ) সত্যজিৎ রায়
ঘ) মধুসূদন দত্ত
সত্যজিৎ রায়
44. ____________ বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ।
ক) কবিকে
খ) সেনাপতিকে
গ) পণ্ডিতকে
ঘ) কলমকে
কলমকে
45. লিপিশিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত ?
ক) সত্যজিৎ রায়
খ) সন্দীপ রায়
গ) রায়গুণাকর ভারতচন্দ্র
ঘ) সমরেশ বসু
সত্যজিৎ রায়
হারিয়ে যাওয়া কালি কলম MCQ
46. হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় কার চিত্রশিল্পী হওয়ার সূচনা?
ক) সত্যজিতের
খ) রবীন্দ্রনাথের
গ) মধুসূদনের
ঘ) অবনীন্দ্রনাথের
রবীন্দ্রনাথের
47. লেখক কোন লেখকের মৃত্যুতে নিবের কলমের খুনির ভূমিকা দেখেছেন?
ক) শৈলজানন্দ
খ) অন্নদাশঙ্কর
গ) ত্রৈলোক্যনাথ
ঘ) সুভাষ মুখোপাধ্যায়
ত্রৈলোক্যনাথ
48. ‘কঙ্কাবতী’, ‘ডমরুধর’ কার সৃষ্ট চরিত্র?
ক) রবীন্দ্রনাথের
খ) ত্রৈলোক্যনাথের
গ) মধুসূদনের
ঘ) শৈলজানন্দের
ত্রৈলোক্যনাথের
49. “সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু।”-কার কথা বলা হয়েছে?
ক) দেবেন্দ্রনাথের
খ) অন্নদাশঙ্করের
গ) ত্রৈলোক্যনাথের
ঘ) সত্যজিৎ রায়ের
ত্রৈলোক্যনাথের
50. “অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন” তিনি হলেন-
ক) সত্যজিৎ রায়
খ) অন্নদাশঙ্কর রায়
গ) রাজশেখর বসু
ঘ) সুবোধ ঘোষ
অন্নদাশঙ্কর রায়
51. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের
ক) বনফুল
খ) পরশুরাম
গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
শৈলজানন্দ মুখোপাধ্যায়
52. শ্রীপান্থ ছদ্মনাম- নিখিল সরকারের
ক) রাজশেখর বসুর
খ) সুবোধ ঘোষের
গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ) নিখিল সরকারের
নিখিল সরকারের
53. ‘কুইল’ এখন দেখা যায় –
ক) ডাকটিকিটে
খ) তৈলচিত্রে
গ) বিজ্ঞাপনে
ঘ) রাস্তায়
তৈলচিত্রে
হারিয়ে যাওয়া কালি কলম MCQ
54. কোন্ লেখকের ফাউন্টেন পেন সংগ্রহ দেখে লেখক ‘নেশাগ্রস্ত’ হয়েছিলেন।
ক) শৈলজানন্দ মুখোপাধ্যায়ের
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
গ) অন্নদাশঙ্কর রায়েরর
ঘ) শুভ ঠাকুরের
শৈলজানন্দ মুখোপাধ্যায়ের
55. সিজার যে কলমটি দিয়ে কাসকাকে হত্যা করেছিলেন , তার পোশাকি নাম –
(ক) রিজার্ভার
(খ) স্টাইলাস
(গ) পার্কার
(ঘ) পাইলট
স্টাইলাস
56. “ ছিঁড়ে পত্র না ছাড়ে মসি” – এখানে ‘মসি’ শব্দের অর্থ –
(ক) লোহা
(খ) ধুলো
(গ) কালি
(ঘ) পেন
কালি
57. “আমরা তাতে হোমটাস্ক করতাম ।” – ‘তাতে’ বলতে –
(ক ) বড়ো খাতায়
(খ) ব্ল্যাক বোর্ডে
(গ) কলা পাতায়
(ঘ) লাউ পাতায়
হারিয়ে যাওয়া কালি কলম MCQ
কলা পাতায়
58. “ তবে তাতে লিখে আমার সুখ নেই । ” –কেন ?
(ক) গলা শুকনো ভোঁতামুখের কলম
(খ) অনেক দামি পেন
(গ) পেন দিয়ে কালি ঝরে না
(ঘ) ভালো মনে কেউ দেয় না
গলা শুকনো ভোঁতামুখের কলম
59. ‘ হারিয়ে যাওয়া কালি কলম’ রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে , সেটি হল –
(ক) যখন ছাপাখানা এলো
(খ) কালি আছে কাগজ নেই , কলম আছে মন নেই
(গ) আজব নগরী
(ঘ) বটতলা
কালি আছে কাগজ নেই , কলম আছে মন নেই
60. ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হল –
(ক) স্কাইলাস
(খ) স্টাইলাস
(গ) স্টাইলিস
(ঘ) স্কাইলস
স্টাইলাস
Thanks sir
Good
Thank you sir