HS Class 12 Political Science MCQ Mock Test | ভারতের বিচার বিভাগ MCQ মক টেস্ট [হাইকোর্ট,লোক আদালত ও ক্রেতা আদালত]: রাষ্ট্রবিজ্ঞানের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় (অধ্যায়-৯) ভালো করে পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 60 টি MCQ প্রশ্ন উত্তর আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ।ভারতের বিচার বিভাগের এই MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ।
ভারতের বিচার বিভাগ MCQ মক টেস্ট [হাইকোর্ট,লোক আদালত ও ক্রেতা আদালত]|HS Class 12 Political Science MCQ Mock Test
Q1. প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা আছে সংবিধানের –
- ২১০ নং ধারায়
- ২১৪ নং ধারায়
- ২১৫ নং ধারায়
- ২২০ নং ধারায়
২১৪ নং ধারায়
Q2. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-
- ৬০ বছর
- ৬২ বছর
- ৬৫ বছর
- ৭০ বছর
৬২ বছর
Q3. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা –
- ১৮ টি
- ১৯ টি
- ২৫ টি
- ২০ টি
২৫ টি
Q4.ভারতের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন –
- রাজ্যপাল
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভা স্পিকার
রাষ্ট্রপতি
Q5. হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন-
- রাষ্ট্রপতি
- রাজ্যপাল
- প্রধানমন্ত্রী
- মুখ্যমন্ত্রী
রাষ্ট্রপতি
Q6. হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা বলা আছে সংবিধানের –
- ২১৪ নং ধারায়
- ২১৭ নং ধারায়
- ২১৬ নং ধারায়
- ২১৫ নং ধারায়
২১৭ নং ধারায়
Q7. রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ করেন –
- ১ বছরের জন্য
- ২ বছরের জন্য
- ৩ বছরের জন্য
- ৫ বছরের জন্য
২ বছরের জন্য
Q8. দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট স্থাপন করা যায় সংবিধানের কোন ধারা অনুযায়ী ?
- ২৩১ (১) নং ধারা
- ২২৩(২) নং ধারা
- ২২৭(৩) নং ধারা
- ২১৬(১) নং ধারা
২৩১ (১) নং ধারা
Q9. হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য প্রার্থীর অন্তত _________ বছরের বিচার বিভাগীয় পদে অভিজ্ঞতা থাকতে হবে ।
- ৫
- ৬
- ১০
- ১৫
১০
Q10. হাইকোর্টের বিচারের কোন এলাকা নেই ?
- মূল এলাকা
- আপিল এলাকা
- পরামর্শদানমূলক এলাকা
- মূল ও আপিল এলাকা
পরামর্শদানমূলক এলাকা
Q11. কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে _______ পর্যন্ত
- ওড়িশা
- বিহার
- ত্রিপুরা
- আন্দামান ও নিকোবর
আন্দামান ও নিকোবর
Q12. কলকাতা হাইকোর্টের নকশাটি কে করেছিল ?
- যে সি শাহ
- এ কে আয়ার
- ওয়াল্টার গ্রানভিল
- এম সি মহাজন
ওয়াল্টার গ্রানভিল
Q13. কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারেন ?
- ৩২ নং ধারা
- ২২৬ নং ধারা
- ৫১ নং ধারা
- ৩২৬ নং ধারা
২২৬ নং ধারা
Q14. মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট যে কটি ‘লেখ’ জারি করে , তা হল-
- ৩ টি
- ৪ টি
- ৫ টি
- ৭ টি
৫ টি
Q15. হাইকোর্টের বিচারপতিরা কার্যভার গ্রহণের সময় শপথ নেন –
- রাজ্যপালের কাছে
- প্রধান বিচারপতির কাছে
- রাষ্ট্রপতির কাছে
- সুপ্রিমকোর্টের কাছে
রাজ্যপালের কাছে
Q16. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্টের অন্যান্য বিচারপতির সংখ্যা স্থির করেন ?
- ২১৪ নং ধারা
- ২১৫ নং ধারা
- ২১৬ নং ধারা
- ২১৭ নং ধারা
২১৫ নং ধারা
Q17. ভারতের কোনো হাইকোর্টের বিচারক নিয়োগের যোগ্যতাবলি সংবিধানের কোন ধারায় উল্লিখিত রয়েছে ?
- ২১৫ নং ধারায়
- ২১৬ নং ধারায়
- ২১৭ নং ধারায়
- ২১৮ নং ধারায়
২১৭ নং ধারায়
Q18. এক হাইকোর্টের বিচারপতিকে অন্য হাইকোর্টে বদলি করার নিয়ম সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে ?
- ২২২(১) নং ধারায়
- ২২২ (২)নং ধারায়
- ২২৩ নং ধারায়
- ২২৪ নং ধারায়
২২২(১) নং ধারায়
Q19. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে ?
- ৩২ নং ধারা
- ১১০ নং ধারা
- ২০০ নং ধারা
- ২১৬ নং ধারা
২১৬ নং ধারা
Q20. কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে –
- পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্ট
- পার্লামেন্ট
- সুপ্রিমকোর্ট
- রাজ্যপাল
পার্লামেন্ট
ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট,লোক আদালত ও ক্রেতা আদালত(MCQ প্রশ্ন-উত্তর)|HS Class 12 Political Science MCQ Mock Test |
Q21. সংবিধানের কত তম সংশোধনের দ্বারা হাইকোর্টের কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা কেড়ে নেওয়া হয় ?
- ৪২ তম
- ৪৩ তম
- ৪৪ তম
- ৪৫ তম
৪২ তম
Q22. সংবিধানের কত তম সংশোধনের দ্বারা হাইকোর্টের কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় ?
- ৪২ তম
- ৪৩ তম
- ৪৪ তম
- ৪৫ তম
৪৪ তম
Q23. ‘ক্রেতা সুরক্ষা আইন’ সংশোধিত হয় –
- ২০০০ খ্রিষ্টাব্দে
- ২০০১ খ্রিষ্টাব্দে
- ২০০২ খ্রিষ্টাব্দে
- ২০০৪ খ্রিষ্টাব্দে
২০০২ খ্রিষ্টাব্দে
Q24. ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় –
- ১৯৮৫ সালে
- ১৯৮৬ সালে
- ১৯৮৭ সালে
- ১৯৮৮ সালে
১৯৮৬ সালে
Q25. লোক আদালত প্রথম গঠিত হয়েছিল-
- দিল্লিতে
- জুনাগড়ে (গুজরাট )
- চেন্নাইতে
- মুম্বাইতে
দিল্লিতে
Q26. ভারতে জাতীয় উপভোক্তা দিবস বা ক্রেতা দিবস পালন করা হয় –
- ২ জানুয়ারি
- ২১ মার্চ
- ১৪ জুলাই
- ২৪ ডিসেম্বর
২৪ ডিসেম্বর
Q27. ‘জাগো গ্রাহক জাগো’ প্রচারটি হল-
- সুপ্রিমকোর্টের
- হাইকোর্টের
- জেলা আদালতের
- ক্রেতা আদালতের
ক্রেতা আদালতের
Q28. ‘বিশেষ উদ্দেশ্যসাধক আদালত’ হিসাবে অভিহিত করা হয় –
- সুপ্রিমকোর্টকে
- হাইকোর্টকে
- ক্রেতা আদালতের
- লোক আদালতকে
ক্রেতা আদালতের
Q29. রাজ্য কমিশনের সভাপতি হলেন –
- হাইকোর্টের প্রধান বিচারপতি
- সুপ্রিমকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি
- হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি
- হাইকোর্টের একজন কর্মরত বা আবসরপ্রাপ্ত বিচারপতি
হাইকোর্টের একজন কর্মরত বা আবসরপ্রাপ্ত বিচারপতি
Q30. পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়-
- ১৯৮৬ সালে
- ১৯৮৭ সালে
- ২০০৩ সালে
- ২০০৫ সালে
১৯৮৭ সালে