Koshe Dekhi 13 Class 7 | কষে দেখি 13 ক্লাস 7 | সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা | গণিতপ্রভা সপ্তম শ্রেণি সমাধান | অনুরূপ কোণ , একান্তর কোণ , ছেদক বা ভেদক , সমান্তরাল সরলরেখা , বিপ্রতীপ কোণ , অন্তঃস্থ কোণ প্রভৃতির সংজ্ঞা
সরলরেখা কাকে বলে ?
উত্তরঃ কোনো সমতলে একটি কণা কোনোরূপ দিক পরিবর্তন না করে যে পথে গমন করে তাকে সরলরেখা বলে ।
সমান্তরাল সরলরেখা কাকে বলে ?
উত্তরঃ দুটি সরলরেখা এমন যে , তাদের মধ্যেকার লম্ব দূরত্ব সর্বদা সমান হয় , তবে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে । উপরের চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল সরলরেখা ।
অনুরূপ কোণ কাকে বলে ?
উত্তরঃ ভেদকের একই পার্শ্বে অবস্থিত একটি বহিঃস্থ কোণ ও দূরবর্তী অন্তঃস্থ কোণকে অনুরূপ কোণ বলে । উপরের চিত্রে অনুরূপ কোণ গুলি হল – 1,5 ; 2,6; 3.7; এবং 4,8 ।
একান্তর কোণ কাকে বলে ?
উত্তরঃ ভেদকের এক পার্শ্বের অন্তঃস্থ কোণ ও উহার বিপরীত পার্শ্বের দূরবর্তী অন্তঃস্থ কোণকে পরস্পর একান্তর কোণ বলে । উপরের চিত্রে একান্তর কোণগুলি হল – 2,8 এবং 3,6 ।
ভেদক কাকে বলে ?
উত্তরঃ যদি কোনো সরলরেখা অপর দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তবে ঐ রেখাটিকে ভেদক বলে । উপরের চিত্রে EF সরলরেখা হল ভেদক ।
বিপ্রতীপ কোণ কাকে বলে ?
উত্তরঃ যদি দুইটি সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তবে ঐ সাধারণ বিন্দুর পরস্পর বিপরীত দিকে অবস্থিত কোণ দুটিকে বিপ্রতীপ কোণ বলে । উপরের চিত্রে বিপ্রতীপ কোণগুলি হল – 1,3; 2,4 ; 5,7 এবং 6 ,8 ।