Madhyamik 2022 Geography Question Paper Solved PDF Download|মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্ন উত্তর

Madhyamik 2022 Geography Question Paper Solved PDF Download || Madhyamik 2022 Vugol Question With Answer || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্ন উত্তর || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্রের উত্তর পিডিএফ

Madhyamik 2022 Geography Question Paper Solved PDF Download || Madhyamik 2022 Vugol Question With Answer || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্ন উত্তর || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্রের উত্তর পিডিএফ

বিভাগ ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে

(ক) অগ্ন্যুদ্গম্‌

(খ) আরোহণ

(গ) সঞ্চয় কার্য

(ঘ) অবরোহণ

উত্তরঃ () অবরোহণ

১.২ দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে –

(ক) জলবিভাজিকা

(খ) নদীমঞ্চ

(গ) স্বাভাবিক বাঁধ

(ঘ) দোয়াব

উত্তরঃ () জলবিভাজিকা

১.৩ হিমবাহ সৃষ্ট হ্রদ হল-

(ক) করি হ্রদ

(খ) প্লায়া হ্রদ

(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(ঘ) উপহ্রদ

উত্তরঃ () করি হ্রদ

১.৪ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে –

(ক) বালিয়াড়ি

(খ) হামাদা

(গ) ধ্রিয়ান

(ঘ) লোয়েস

উত্তরঃ () লোয়েস

১.৫ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে –

(ক) শটস্‌

(খ) বোলসন

(গ) ধান্দ

(ঘ) তাল

উত্তরঃ () শটস্‌

১.৬ কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে –

(ক) তেলেঙ্গানা

(খ) জম্মু ও কাশ্মীর

(গ) উত্তরাখন্ড

(ঘ) ঝাড়খণ্ড

উত্তরঃ () জম্মু কাশ্মীর

১.৭ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে –

(ক) ভাবর

(খ) খাদার

(গ) কারেওয়া

(ঘ) দুন

উত্তরঃ () দুন

১.৮ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল-

(ক) হিরাকুঁদ

(খ) ভাকরা- নাঙ্গাল  

(গ) নাগার্জুন সাগর

(ঘ) রাণাপ্রতাপ সাগর

উত্তরঃ () ভাকরানাঙ্গাল 

১.৯. মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়

(ক) কেরলে

(খ) কর্ণাটকে

(গ) মেঘালয়

(ঘ) পশ্চিমবঙ্গে

উত্তরঃ () কেরলে

১.১০ যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল

(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ

(খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

(গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ

(ঘ) সরলবর্গীয় উদ্ভিদ

উত্তরঃ () ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

১.১১ ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত

(ক) জোড়হাটে

(খ) বেঙ্গালুরুতে

(গ) চিকমাগালুরে

(ঘ) কোয়েম্বাটোরে

উত্তরঃ (গ) চিকমাগালুরে

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

Madhyamik 2022 Geography Question Paper Solved PDF Download || Madhyamik 2022 Vugol Question With Answer || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্ন উত্তর || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্রের উত্তর পিডিএফ

১.১২ পশ্চিমবঙ্গের সর্বাধিক তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল-  

(ক) দুর্গাপুরে

(খ) খড়গপুরে

(গ) সেক্টর ৫, সল্টলেকে

(ঘ) শিলিগুড়িতে

উত্তরঃ () সেক্টর , সল্টলেকে

১.১৩ ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের নূন্যতম জনসংখ্যা হল

(ক) ৪০০০

(খ) ৫০০০

(গ) ৬০০০

(ঘ) ৭০০০

উত্তরঃ () ৫০০০

১.১৪ ভারতের বৃহত্তম বন্দর শহর হল –

(ক) হলদিয়া

(খ) চেন্নাই

(গ) কোলকাতা

(ঘ) মুম্বাই

উত্তরঃ () মুম্বাই

বিভাগ  ‘খ’

২।২.১ নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশের ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

২.১.১ নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক। (শু )

২.১.২ সমুদ্রে ভাসমান বরফের স্তুপ কে হিমশৈল বলে। (শু)

২.১.৩ শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। (অ )

২.১.৪ ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। (অ)

২.১.৫ লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। (অ)

২.১.৬ দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। (শু)

২.১.৭ ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প। (শু )

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

২.২.১ নীল নদের বদ্বীপ______ আকৃতির।

উত্তর: ধনুক

২.২.২ দুটি করির মধ্যবর্তী অংশকে______ বলে।

উত্তর: এরিটি

২.২.৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল______ ।

উত্তর: আনাইমুদি

২.২.৪ অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র_____ নামে পরিচিত।

উত্তর:ডিহং

২.২.৫ উত্তর-পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় কে বলে______।

উত্তর: আঁধি

২.২.৬ _____ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।

উত্তর: লবণাক্ত  

২.২.৭ জামনগর_____ শিল্পের জন্য বিখ্যাত।

উত্তর: পেট্রোরসায়ন

Madhyamik 2022 Geography Question Paper Solved PDF Download || Madhyamik 2022 Vugol Question With Answer || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্ন উত্তর || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্রের উত্তর পিডিএফ

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

২.৩.১ নদী বাঁকের কোনদিকে ক্ষয় বেশি ঘটে ?

উত্তর: অবতল অংশে

২.৩.২ মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় ‌।

উত্তর: সমুদ্রপৃষ্ঠ

২.৩.৩ বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ি গুলির নাম লেখ।

উত্তর: সিফ

২.৩.৪ পশ্চিম হিমালয়ের ‘তাল’ কি? 

উত্তর: হিমবাহ সৃষ্ট হ্রদ

২.৩.৫ ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায় ?

উত্তর: পশ্চিমবঙ্গ

২.৩.৬ পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ।

উত্তর: ফালি চাষ

২.৩.৭ ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?

উত্তর: উত্তর প্রদেশ

২.৩.৮ ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর: হাওড়ার ঘুষুরি

২.৪ বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখ:

বামদিকডানদিক
২.৪.১ নামচা বারওয়া১. রাজস্থান
২.৪.২ মাজুলী২. ওড়িশা
২.৪.৩ মরুস্থলি৩. পূর্ব হিমালয়ের শৃঙ্গ
২.৪.৪ পারাদ্বীপ৪. ব্রহ্মপুত্র

উত্তরঃ

২.৪.১ নামচা বারওয়া  –৩. পূর্ব হিমালয়ের শৃঙ্গ

২.৪.২ মাজুলী – ৪. ব্রহ্মপুত্র

২.৪.৩ মরুস্থলি – ১. রাজস্থান

২.৪.৪ পারাদ্বীপ  – ২. ওড়িশা

Madhyamik 2022 Geography Question Paper Solved PDF Download || Madhyamik 2022 Vugol Question With Answer || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্ন উত্তর || মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্রের উত্তর পিডিএফ

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ ‘গ’

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৩.১ পর্যায়ণের সংজ্ঞা দাও।

অথবা

পলল শঙ্কু কী?

৩.২ পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো?

অথবা

তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।

৩.৩ ময়দান বলতে কী বোঝো?

অথবা

কচ্ছের রণ কী?

৩.৪ পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও।

অথবা

কৃষি বনসৃজন বলতে কি বোঝো ?

৩.৫ ধাপ চাষের সংজ্ঞা দাও।

অথবা

বাণিজ্যিক ফসল কী?

৩.৬  ‘বিশুদ্ধ কাঁচামাল’ বলতে কি বোঝো ?

অথবা

উত্তর-দক্ষিণ করিডর কী ?

বিভাগ ’ঘ’

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৪.১ উষ্ণ মরুঅঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো।

 অথবা

উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য করো।

৪.২ সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।

অথবা

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো।

৪.৩ পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা

ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো।

৪.৪ ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।

অথবা

গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন ?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ ‘ঙ’

( দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় )

৫। ৫.১ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৫.১.১ মধ্যগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্নণা দাও।

৫.১.২ হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

৫.১.৩ বায়ুর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

৫.১.৪ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারায় মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।

৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো।

৫.২.২ ভারতীয় জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

৫.২.৩ ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।

৫.২.৪ পূর্ব-ভারতে লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।

বিভাগ ‘চ’

৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:

৬.১ বিন্ধ্য পর্বত

৬.২ মালাবার উপকূল

৬.৩ কাবেরী নদী

৬.৪ একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল

৬.৫ একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল

৬.৬ উত্তর-পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল

৬.৭ পশ্চিমবঙ্গের একটি পেট্রো-রসায়ন-শিল্পকেন্দ্র

৬.৮ একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র

৬.৯ পূর্ব-উপকূলের একটি কৃত্রিক পোতাশ্রয়যুক্ত বন্দর

৬.১০ নতুন দিল্লি

অথবা

 [শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য]

৬। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী?

৬.২ ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো।

৬.৩ ভারতের প্রবাল দ্বীপপুঞ্জের নাম কী ?

৬.৪ ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো।

৬.৫ কোন্‌ নদীর উপর ডিভিসি (DVC) পরিকল্পনা গড়ে তোলা হয়েছে ?

৬.৬ ভারতে প্রধান খরিপ শস্য কি ?

৬.৭ ভারতের সরলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম করো।

৬.৮ জোয়ার উৎপাদনে ভারতের কোন্‌ রাজ্য প্রথম ?

৬.৯ ভারতে কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?

৬.১০ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থার নাম লেখো।

৬.১১ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো ?

৬.১২ পূর্ব ভারতের বৃহত্তম মহানগর কোন্‌টি?

৬.১৩ মুম্বাই-এর আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কী ?

৬.১৪ ভারতের কোন্‌ রাজ্যের স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ ‘ছ’

[শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

৭। ৭.১ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

৭.১.১ ক্যানিয়ন কী ?

৭.১.২ ‘বার্গস্রুন্ড’ কাকে বলে?

৭.১.৩ ‘ইনসেলবার্জ’ বলতে কি বোঝো ?

৭.১.৪ ‘কালবৈশাখী’ কী?

৭.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

৭.২.১ উত্তর-পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো।

৭.২.২ ভারতের কোথায় বাগার অবস্থিত?

৭.২.৩ গঙ্গার একটি শাখানদীর নাম লেখো।

৭.২.৪ একটি তন্তু ফসলের নাম লেখো।

৭.২.৫ একটি কৃষি-ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

Click Here to Download This PDF

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!