Madhyamik History Chapter 6 Mock Test : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 6 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘বিশ শতকের ভারতে কৃষক,শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ অধ্যায়ের বাছাই করা 25 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 6 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের অধ্যায় ৬-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 6 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 6 Mock Test
Q1. বাংলা ভাগের সময় প্রথম বয়কট আন্দোলনের কথা প্রকাশিত হয় –
- সঞ্জিবনী পত্রিকায়
- বঙ্গদর্শন পত্রিকায়
- সমাচার দর্পণ পত্রিকায়
- বেঙ্গলি পত্রিকায়
সঞ্জিবনী পত্রিকায়
Q2. বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে অরন্ধনের ডাক দেন –
- রেমেন্দ্রসুন্দর ত্রিবেদী
- কৃষ্ণকুমার মিত্র
- রবীন্দ্রনাথ ঠাকুর
- গান্ধিজি
রেমেন্দ্রসুন্দর ত্রিবেদী
Q3. ‘র্যাডিকাল হিউম্যানিজিম’ -এর প্রবক্তা ছিলেন –
- ফজলুল হক
- মানবেন্দ্রনাথ রায়
- বি পি ওয়াদিয়া
- গিরিজাশঙ্কর
মানবেন্দ্রনাথ রায়
Q4. মি. মার্টিন ছদ্মনাম ছিল-
- মানবেন্দ্রনাথ রায়ের
- বি পি ওয়াদিয়ার
- লালা লাজপথ রায়ের
- এস এ ডাঙ্গের
মানবেন্দ্রনাথ রায়ের
Q5. মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী কর্মকান্ডের হাতেখড়ি যে দলের মাধ্যমে হয়েছিল , তা হল-
- অনুশীলন সমিতি
- যুগান্তর দল
- বেঙ্গল ভলান্টিয়ারস দল
- কংগ্রেস
যুগান্তর দল
Q6. ‘সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?
- এন এম যোশি
- পি সি যোশি
- মানবেন্দ্রনাথ রায়
- অচ্যুত পট্টবর্মন
এন এম যোশি
Q7. ‘বোম্বাই মিল অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন –
- বাল গঙ্গাধর তিলক
- নারায়ণ লোখান্ডে
- এম এন রায়
- চিপলংকার
নারায়ণ লোখান্ডে
Q8. মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন –
- বি পি ওয়াদিয়া
- চমনলাল
- ফজলুল হক
- বাবা রামচন্দ্র
বি পি ওয়াদিয়া
Q9. ‘গণবাণী ‘ পত্রিকার সম্পাদক ছিলেন-
- কাজী নজরুল ইসলাম
- মুজফফর আহমেদ
- আর এস নিম্বকার
- এস এ ডাঙ্গে
মুজফফর আহমেদ
Q10. ‘ লাঙ্গল’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- কাজী নজরুল ইসলাম
- মুজফফর আহমেদ
- এস এ ডাঙ্গে
- আচার্য নরেন্দ্র দেব
কাজী নজরুল ইসলাম
Q11. AITCU -এর প্রথম সম্পাদক ছিলেন –
- দেওয়ান চমনলাল
- স্বামী বিদ্যানন্দ
- লাল হরদয়াল
- লাল লাজপত রায়
দেওয়ান চমনলাল
Q12. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল –
- ১৯১৭ খ্রিস্টাব্দে
- ১৯২০ খ্রিস্টাব্দে
- ১৯২৭ খ্রিস্টাব্দে
- ১৯২৯ খ্রিস্টাব্দে
১৯২০ খ্রিস্টাব্দে
Q13. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ‘ যুক্ত ছিল –
- রাওলাট সত্যাগ্রহে
- অসহযোগ আন্দোলনে
- বারদৌলি সত্যাগ্রহে
- সাইমন কমিশনবিরোধী আন্দোলনে
সাইমন কমিশনবিরোধী আন্দোলনে
Q14. নিখিল ভারত ট্রেড ইউনিয়নের (AITCU) -এর প্রাণপুরুষ ছিলেন –
- বাল গঙ্গাধর তিলক
- লালা লাজপত রায়
- চিদাম্বরম পিল্লাই
- দেওয়ান চমনলাল
লালা লাজপত রায়
Q15. ‘তিনকাঠিয়া প্রথা’ যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হল-
- নীল
- পাট
- আখ
- ধান
নীল
Q16. ‘লাঙ্গল যার জমি তার’ -এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তার নাম –
- তেভাগা আন্দোলন
- তেলাঙ্গানা আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন
- আইন অমান্য আন্দোলন
তেভাগা আন্দোলন
Q17. ‘India in Transition’ গ্রন্থের রচয়িতা –
- লালা লাজপত রায়
- বাল গঙ্গাধর তিলক
- বি পি ওয়াদিয়া
- মানবেন্দ্রনাথ রায়
মানবেন্দ্রনাথ রায়
Q18. ভারতে প্রথম প্রকাশিত কমিউনিস্ট পত্রিকাটি হল –
- দিগদর্শন
- সমাচারদর্পন
- সোশ্যালিস্ট
- গণশক্তি
সোশ্যালিস্ট
Q19. ‘বঙ্গভঙ্গ ‘ -এর সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- চিত্তরঞ্জন দাশ
- বল্লভভাই প্যাটেল
- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q20. ভারতে গান্ধিজি কোথায় প্রথম সত্যাগ্রহ করেছিলেন ?
- চৌরিচৌরা
- চম্পারন
- আহমেদাবাদ
- বরদৌলি
চম্পারন
Q21. ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন –
- ড. আম্বেদকর
- মহত্মা গান্ধি
- বাবা রামচন্দ্র
- মাদারি পাসি
মাদারি পাসি
Q22. ‘একা ‘ আন্দোলনকে ‘ সামাজিক দস্যুতা’ বলে অভিহিত করেছেন ঐতিহাসিক –
- অমলেশ ত্রিপাঠী
- এরিক হবসবম
- সুমিত সরকার
- শেখর বন্দ্যোপাধ্যায়
এরিক হবসবম
Q23. বারদৌলি সত্যাগ্রহ হয় –
- ১৯২১ খ্রিষ্টাব্দে
- ১৯২৬ খ্রিষ্টাব্দে
- ১৯২৮ খ্রিষ্টাব্দে
- ১৯৩০ খ্রিষ্টাব্দে
১৯২৮ খ্রিষ্টাব্দে
Q24. সর্বভারতীয় কিষান সভার সম্পাদক ছিলেন –
- যদুনন্দন শর্মা
- ইন্দুলাল যাগ্নিক
- মাদারি পাসি
- দেওনারায়ণ পান্ডে
ইন্দুলাল যাগ্নিক
Q25. সর্বভারতীয় কিষানসভা প্রতিষ্ঠিত হয় –
- ১৯২০ খ্রিষ্টাব্দে
- ১৯২৫ খ্রিষ্টাব্দে
- ১৯২৯ খ্রিষ্টাব্দে
- ১৯৩৬ খ্রিষ্টাব্দে
১৯৩৬ খ্রিষ্টাব্দে