[অংশীদারি কারবার]Madhyamik Mathematics Chapter 14 Suggestion|| মাধ্যমিক অঙ্ক সাজেশন || অংশীদারি কারবার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || অংশীদারি কারবার-এর Important MCQ (1 নম্বরের) , SAQ (2 নম্বরের) , দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (5 নম্বরের)
Table of Contents
[অংশীদারি কারবার]Madhyamik Mathematics Chapter 14 Suggestion|| মাধ্যমিক অঙ্ক সাজেশন || অংশীদারি কারবার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. (MCQ) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ (প্রতিটি প্রশ্নের মান-১)
১.১. তিন বন্ধুর মূলধনের অনুপাত 1/6 : 1/5 : ¼ । বছরের শেষে মোট লাভ ৩৭০০০ টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ হবে –
- 15,000 টাকা
- 12,000 টাকা
- 10,000 টাকা
- 20,000 টাকা
১.২. আশিস 600 টাকা দিয়ে 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা দিয়ে 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করল । লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তা হল –
- 3:2
- 4:3
- 6:5
- 2:3 (উত্তর)
১.৩. দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে z ও w একক সময়ের জন্য বিনিয়োগ করলে , তাদের লভ্যাংশের অনুপাত হবে –
- zw : yz
- xz :wy (উত্তর)
- xy : wz
- কোনোটাই নয়
১.৪. A ও B একটি ব্যবসা শুরু করে । A , 1000 টাকা 9 মাসের জন্য এবং B 2 মাসের জন্য ব্যবসায়ে নিয়োজিত করে । ব্যবসায়ে মোট লাভ হয় 600 টাকা এবং B লাভের 400 টাকা পায় । ব্যবসায়ে B –এর মূলধন –
- 2000 টাকা
- 3000 টাকা (উত্তর)
- 4000 টাকা
- 6000 টাকা
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১.৫. কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ½ : 1/3 হলে , তাদের মূলধনের অনুপাত –
- 2:3
- 3:2 (উত্তর)
- 1:1
- 5:3
২. শূন্যস্থান পূরণঃ
২.১. কোনো ব্যবসায়ে বিমল 1800 টাকা ও বিপ্লব 9 মাসের জন্য 1000 টাকা খাটাল । উভয়ের লাভের অংশ সমান হলে , বিমলের টাকা _______ মাসের জন্য খেটেছিল ।
উত্তরঃ 5
২.২. আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায়ে নিয়োজিত করে । তাদের লভ্যাংশের অনুপাত হবে ______________ ।
উত্তরঃ 3 : 2
২.৩. 500 টাকা 12 মাসের জন্য খাটলে , 2000 টাকার _______ মাসের লভ্যাংশ সমান ।
উত্তরঃ 3
[অংশীদারি কারবার]Madhyamik Mathematics Chapter 14 Suggestion|| মাধ্যমিক অঙ্ক সাজেশন || অংশীদারি কারবার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
২.৪. একটি ব্যবসায়ে শোভা , মাসুদের 1 ½ গুন টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2 ½ গুন টাকা দিয়েছিল । মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত _____________ হবে ।
উত্তরঃ 2 : 3 : 4
২.৫. A,B ও C –এর একটি যৌথ ব্যবসায়ে লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:5 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত হবে ____________ ।
উত্তরঃ 2 : 1 : 3
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৩. সত্য বা মিথ্যা নির্বাচনঃ
৩.১. অংশীদারি কারবার একটি একক ব্যবসা ।
উত্তরঃ মিথ্যা
৩.২. লভ্যাংশ স্থির থাকলে , মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক ।
উত্তরঃ মিথ্যা
৩.৩. A 10000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে B 20000 টাকা দিল । বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে ।
উত্তরঃ সত্য ।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩.৪. যৌথ ব্যবসায়ে x –এর মূলধন y-এর মূলধনের 1/3 অংশ হলে , x এবং y –এর লভ্যাংশের অনুপাত 3:1 ।
উত্তরঃ মিথ্যা
৩.৫. একটি অংশীদারি ব্যবসায়ে প্রিতম , নিরজা ও তথার মূলধনের অনুপাত ½ : 1/3 : ¼ হলে , তাদের লাভের অনুপাত হবে 2 : 4 : 6 ।
৪. (SAQ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ (প্রতিটি প্রশ্নের মান-২)
৪.১. একটি অংশীদারি ব্যবসায়ে রাম ও শ্যামের মূলধনের অনুপাত 3:4 এবং শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 5:6 হলে , রাম ও যদুর মূলধনের অনুপাত নির্ণয় করো এবং বার্ষিক লাভ 590 টাকা হলে শ্যাম কত টাকা পাবে ?
উত্তরঃ 5 : 8 , 200 টাকা
৪.২. তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4 :7 : 9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম । দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো ।
উত্তরঃ 140 টাকা
৪.৩. একটি যৌথ ব্যবসায়ে পথিক , পবিত্র ও পার্থের মূলধনের অনুপাত ½ : 1/3 : ¼ । 4 মাস পর পথিক তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং আরও 8 মাস পর 6072 টাকা লাভ হলে , পথিকের লভ্যাংশ কত ?
উত্তরঃ 2208 টাকা
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৪.৪. কোনো এক ব্যবসায়ে A এর মূলধন B –এর মূলধনের দেড় গুন । ওই ব্যবসায়ে বছরের শেষে B –এর 1500 টাকা লাভ হলে , A কত টাকা লভ্যাংশ পাবে ?
উত্তরঃ 2250 টাকা
৪.৫. A ও B যথাক্রমে 15000 টাকা ও 45000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল । 6 মাস পরে B লভ্যাংশ হিসেবে 3030 টাকা পেল । A –এর লভ্যাংশ কত ?
উত্তরঃ 1010 টাকা ।
৫. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নঃ (প্রতিটি প্রশ্নের মান-৫)
৫.১. একটি যৌথ ব্যবসায়ে সমীর , ইদ্রিশ ও এন্টনি যথাক্রমে 4000 টাকা , 5000 টাকা ও 6000 টাকা নিয়ে বিনিয়োগ করে । 4 মাস পর ওই ব্যবসায়ে সমীর আরও 2000 টাকা দিলেন । কিন্তু তারও 4 মাস পর এন্টম্নি তাঁর মূলধনের অর্ধাংশ তুলে নিলেন । বছরের শেষে মোট 6900 টাকা লাভ হলে , কে কত লভ্যাংশ পাবেন ?
উত্তরঃ সমীর – 2400 টাকা , ইদ্রিশ ও এন্টনি – 2250 টাকা করে ।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৫.২. A , B ও C যথাক্রমে 6000 টাকা , 8000 টাকা ও 9000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করল । কয়েকমাস পরে A আরও 3000 টাকা ব্যবসায়ে লগ্নি করল । বছরের শেষে মোট 30000 টাকা লাভ হল এবং C তাঁর ভাগে 10800 টাকা লভ্যাংশ পেল । A কখন আরও 3000 টাকা লগ্নি করেছিল ?
উত্তরঃ 4 মাস পরে ।
[অংশীদারি কারবার]Madhyamik Mathematics Chapter 14 Suggestion|| মাধ্যমিক অঙ্ক সাজেশন || অংশীদারি কারবার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
৫.৩. A, B,C যৌথভাবে 1,80000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল । A , B-এর থেকে 20000 টাকা বেশি এবং B, C –এর থেকে 20000 টাকা বেশি দিল । লাভের পরিমাণ 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে দাও ।
উত্তরঃ A-4800 টাকা , B – 3600 টাকা , C -2400 টাকা ।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৫.৪. X ও Y দুই বন্ধু যথাক্রমে 1,10000 টাকা এবং 90000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে । তারা ঠিক করে যে মাসে মোট আয়ের 3/5 অংশ তাদের কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে । কোনো মাসে X-এর এই মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া অংশের পরিমাণ 6600 টাকা হলে , ওই মাসে মোট আয় কত হবে ?
উত্তরঃ 30000 টাকা
৫.৫. একটি যৌথ ব্যবসায়ে B –এর মূলধন A-এর মূলধনের 1 ½ গুণ । 8 মাস পরে B তাঁর মূলধনের অর্ধেক তুলে নেয় এবং আরও 2 মাস পরে A তাঁর মূলধনের ¼ অংশ তুলে নেয় । ওই বছর 6360 টাকা লাভ হলে , প্রত্যেকে লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে ?
উত্তরঃ A -2760 টাকা , B – 3600 টাকা
[অংশীদারি কারবার]Madhyamik Mathematics Chapter 14 Suggestion|| মাধ্যমিক অঙ্ক সাজেশন || অংশীদারি কারবার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৫.৬. শাকিল ও মহুয়া যথাক্রমে 30000 টাকা ও 50000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করল । 6 মাস পরে শাকিল আরও 40000 টাকা ওই ব্যবসায়ে লগ্নি করল , কিন্তু মহুয়া ব্যক্তিগত কারণে 10000 টাকা তুলে নিল । বছরের শেষে যদি 19000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবে ?
উত্তরঃ শাকিল – 10000 টাকা , মহুয়া- 9000 টাকা
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।