Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik Physical Science Chapter 2 Question Answer। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় 5 টি প্রশ্ন আসে তার মধ্যে থাকে 3 নম্বরের প্রশ্ন(LA), 2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় মোট 8 নম্বর থাকে দ্বিতীয় অধ্যায় থেকে। মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর –এ রয়েছে 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন এবং MCQ প্রশ্ন । ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে দশম শ্রেণী ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।
অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই Question Answer । এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (WBBSE Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে গ্যাসের আচরণ-এর সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত । এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি গ্যাসের আচরণ এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে দশম শ্রেণি ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 2 Question Answer
Group A
MCQ প্রশ্ন 1 নম্বরের
1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : [প্রশ্নমান – 1]
(i) গ্যাস ধ্রুবকের SI একক হল—
(a) Jmol K
(b) Jmol K -1
(c) Jmol K -1
(d) Jmol-1K-1
উত্তরঃ (d) Jmol-1K-1
(ii) বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি হল—
(a) ভর, চাপ
(b) চাপ, আয়তন
(c) ভর, উষ্ণতা
(d) উষ্ণতা, চাপ
উত্তরঃ (c) ভর, উষ্ণতা
(iii) যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, তা হল—
(a) 0°C
(b) 0°F
(c) 273°C
(d)-273°C
উত্তরঃ (d)-273°C
(iv) বয়েলের সূত্রের P-V লেখচিত্রের প্রকৃতি হল—
(a) সরলরেখা
(b) বৃত্ত
(c) অধিবৃত্ত
(d) সমপরাবৃত্ত
উত্তরঃ (d) সমপরাবৃত্ত
(v) বয়েল সূত্রের PV-P লেখচিত্রটি হল—
উত্তরঃ (b)
(vi) কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না?
(a) PV – P
(b) V- T
(c) P-V
(d) V- 1/P
উত্তরঃ (c) P-V
(vii) আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে, V বনাম T (কেলভিন) লেখচিত্র হবে—
(a) সমপরাবৃত্তাকার
(b) মূলবিন্দুগামী সরলরেখা
(c) সরলরেখা, কিন্তু মূলবিন্দুগামী নয়
(d) T অক্ষের সমান্তরাল সরলরেখা
উত্তরঃ (b) মূলবিন্দুগামী সরলরেখা
(Viii) 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT -এর মান হল –
(a)1
(b) 0.082
(c) 8.314 × 107
(d) 8.314
উত্তরঃ (a)1
(ix) নীচের কোনটি চাপের SI একক ?
(a) Nm²
(b) N/m2
(c) Nm
(d) N
উত্তরঃ (b) N/m2
(x) STP-তে 2.24 L অধিকার করে—(C=12, O = 16, S=32)
(a) 4.4 g CO2
(b) 0.64 g SO2
(c) 28 g CO
(d) 16 g CO2
উত্তরঃ (c) 28 g CO
(xi) 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV-এর মান কত?
(a) 2RT
(b) RT
(c) 0.5RT
(d) 11.2RT
উত্তরঃ (c) 0.5RT
(xii) নীচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে ?
(a) V/n
(b) n/V
(c) W/M
(d) nR
উত্তরঃ (c) W/M
(xiii) NTP –তে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোলসংখ্যা –
(a) 1
(b) 2
(c ) 3
(d) 4
উত্তরঃ (c ) 3
(xiv) একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা –
(a) PT/2
(b) PTR
(c) RT/2
(d) P/RT
উত্তরঃ (d) P/RT
(xv) আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে , V বনাম T (কেলভিন ) লেখচিত্র হবে –
(a) সমপরাবৃত্তাকার
(b) মূলবিন্দুগামী সরলরেখা
(c) সরলরেখা কিন্তু মূলবিন্দুগামী নয়
(d) T অক্ষের সমান্তরাল সরলরেখা
উত্তরঃ (b) মূলবিন্দুগামী সরলরেখা
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 2 Question Answer
(xvi) 4g H2 –এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ হল –
(a) PV =RT
(b) PV=2RT
(c) PV=0.5RT
(d) PV=4RT
উত্তরঃ (b) PV=2RT
(xvii) 3 মোল অক্সিজেন গ্যাসের জন্য গ্যাস অবস্থার সমীকরণ-
(a) PV =3RT
(b) PV = 32/3 RT
(c ) PV = 3/32 RT
(d) PV = 6RT
উত্তরঃ (a) PV =3RT
(xviii) ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান –
(a) -452.4 ˚F
(b) -462.4 ˚F
(c ) -459.4 ˚F
(d) -463.4 ˚F
উত্তরঃ (c ) -459.4 ˚F
(xix) জলের স্ফুটনাঙ্কের মান পরম স্কেলে হবে –
(a) 0K
(b) 273K
(c ) 100K
(d) 373 K
উত্তরঃ (d) 373 K
(xx) কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে ?
(a) অতি উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়
(b) অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
(c ) অতি উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
(d) অতি নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়
উত্তরঃ (b) অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
Group B
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের (VSA)
2.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ [প্রশ্নমান – 1]
(i) গ্লাস ধ্রুবকের SI একক উল্লেখ করো ।
(ii) চাপের SI একক উল্লেখ করো ।
(iii) কোন অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে ?
(iv) 50°C এবং 300 K-এর মধ্যে কোন উন্নতার মান বেশি ?
(v) CGS পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর একক কী ?
(vi) PV = W/M RT—এই সমীকরণে M-এর একক কী ?
(vii) লেখচিত্র আঁকো-আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর, স্থির উয়তায় PV বনাম P ।
(viii) চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?
(ix) অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। (সত্য/মিথ্যা নির্ণয় করো)
(x) বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো ।
(xi) স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উয়তায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?
(xii) STP তে কত গ্রাম N, গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোস্ফিয়ার ? (N=14)
(xiii) নির্দিষ্ট উয়তা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগলির বেগ সমান। (সত্য/মিথ্যা নির্ধারণ করো)
(xiv) গাসের চাপ মাপা হয় ___________ যন্ত্রের সাহায্যে।
(xv) গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি উন্নতার ওপর নির্ভরশীল নয়। (সত্য/মিথ্যা নির্ধারণ করো)।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 2 Question Answer
(xvi) PV = K সমীকরণে K –এর মান গ্যাসের ______ ও ________ -এর ওপর নির্ভরশীল ।
(xvii) সত্য না মিথ্যা লেখোঃ বেলুনে বায়ু ভরলে এর আয়তন ও চাপ উভয়ই বাড়ে । এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না ।
(xviii) একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের অণুগুলির মূল গর বর্গবেগের (rms) মান সমান হয় । বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো ।
(xix) R –এর মান লিটার –অ্যাটমোস্ফিয়ারে কত ?
(xx) পাশের বিবৃতিটি সত্য না মিথায় লেখঃ গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি ভরহীন ।
(xxi) আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষন বলের মান কত ?
(xxii) -t˚C উষ্ণতাকে কেলভিন স্কেলে প্রকাশ করো ।
(xxiii) অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি ?
(xxiv) erg mol-1 K-1 এককে R –এর মান লেখ ।
Group C
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের (SA)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। [প্রশ্নমান – 2]
(i) চার্লস সূত্রটি বিকৃত করো ।
(ii) অ্যাভোগাড্রো সূত্রটি লেখো ।
(iii) মাত্রা বিশ্লেষণ করে গ্যাস ধ্রুবকের একক কী হবে তা নির্ণয় করো।
(iv) কোন্ কোন্ কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ?
(v) গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো ? ব্যাপন, গ্যাসের অণুর বিষয়ে কী ধারণা দেয় ?
(vi) চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো ।
(vii) গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন?
(viii) কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষতায় 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 mL আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। (R = 0.082 L.atm.mol-1.K-1)
(ix) STP তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উয়তায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?
(x) 4 atm চাপে ও 300K উয়তায় 8 g H, গ্যাসের(H = 1) আয়তন কত হবে? (R 0.082 L.atm.mol.K-1)
(xi) গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অস্তিম উয়তা কত হবে ?
(xii) স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উয়তায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 2 Question Answer
(xiii) ST’P-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm3 আয়তন অধিকার করে। কত চাপে 27°C উয়তায় ওই গ্যাসটি 300 cm আয়তন অধিকার করবে?.
(xiv) 27°C উয়তায় ও 700 mm Hg চাপে 32 g O2 ও 44 g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। (C= 12, O=16)
(xv) নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উন্নতায় 520 cm3 আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 cm3 হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
(xvi) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
(xvii) গে-লুসাকের সূত্রটি উদাহরণ সহ বিবৃত করো ।
(xviii) সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো।
(xix) আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের দুটি প্রধান স্বীকার্য লেখো ।
(xx) V-t (˚C) – লেখচিত্র অঙ্কন করে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও ।
(xxi) 4atm চাপে ও 27˚C উষ্ণতায় 8g H2 (H=1) গ্যাসের আয়তন হবে কত হবে ? (R = 0.082 L atm mol -1 K-1 )
Group (D)
বড় প্রশ্ন 3 নম্বরের (LA)
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : [প্রশ্নমান 3]
(i) আদর্শ গ্যাসের PV=nRT সমীকরণটি উপপাদন করো ।
(ii) 27°C উয়তায় 1atm চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে ?
(iii) 100°C উষ্ণতায় , 775 mm চাপে কোনো গ্যাসের আয়তন 624 mL । STP তে গ্যাসটির আয়তন কত হবে?
(iv) পরমশূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো । 1+2
(v) গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t ) সাহায্যে প্রকাশ করো ।
(vi)পরমশূন্য উষ্ণতা কাকে বলে ? বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো ।
(vii) আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখ ।
(viii) বয়েলের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি প্রকাশ করো ।
(ix) বয়েলের সূত্র , চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো ।
(x) চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে প্রমান করো যে , নির্দিষ্ট ভর সম্পন্ন গ্যাসের নির্দিষ্ট আয়তন (V) পরম উষ্ণতা (T) –এর সমানুপাতিক ।