মাধ্যমিক ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 3 Question Answer

Madhyamik Physical Science Chapter 3 Question Answer 
মাধ্যমিক ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন উত্তর

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik Physical Science Chapter 3 Question Answer । দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় (অধ্যায় ৩) মাধ্যমিক পরীক্ষার জন্য  খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় 2 টি প্রশ্ন আসে তার মধ্যে থাকে  3 নম্বরের প্রশ্ন (LA) , 1 নম্বরের MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় মোট 4 নম্বর থাকে এই অধ্যায় থেকে । মাধ্যমিক ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন-উত্তর –এ রয়েছে  MCQ প্রশ্ন উত্তর এবং 3 নম্বরের প্রশ্ন। ভৌতবিজ্ঞানের ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম  শেষ করার পরে দশম শ্রেণী ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।     

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই Question Answer । এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class  10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে রাসায়নিক গণনা-র সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  । এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি রাসায়নিক গণনা এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে দশম শ্রেণি ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 3 Question Answer

Group (A)

MCQ প্রশ্ন উত্তর 1 নম্বরের

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: প্রশ্নমান-1

(i) যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হল –

(a) 3g/mol

(b) 6g/mol

(c) 32g / mol

 (d) 48 g / mol

উত্তরঃ  (d) 48 g / mol

(ii) 6.022× 1022 সংখ্যাক কার্বন ডাই অক্সাইড অণুর ভর –

(a) 44g

(b) 4.4g

(c ) 22g

(d) 2.2g

উত্তরঃ (a) 44g

(iii) 10 g CaCO3 -কে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে ? [Ca=40]

(a)-0.44

(b) 4.4

(c) 5.6

(d) 0.56

উত্তরঃ (b) 4.4

(iv) 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 –এর পরিমাণ –

(a) 32 g

(b) 44 g

(c ) 22 g

(d) 28 g

উত্তরঃ (b) 44 g

(v) STP তে 22400 mL গ্যাসের ভর 16 g হলে, গ্যাসটি হল –

(a) CH4

(b) N2

(c) C2H2

(d) C2H4

উত্তরঃ (a) CH4

(vi) 1.2g কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের STP-তে আয়তন –

(a) 1.2L

(b) 2.24L

(c) 4.8L

(d) 4.4L

উত্তরঃ (b) 2.24L

(vii) 1 মোল C , 1 মোল O2 –এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 –এর কতগুলি অণু  উৎপন্ন হবে ?

(a) 6.022×1023

(b) 1.806×1024

(c ) 6.022 × 1022

(d) 6.022×1024

উত্তরঃ (a) 6.022×1023

(viii) অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে নাইট্রিক অক্সাইড তৈরির সময়, 1 মোল NH3 থেকে কত মোল NO উৎপন্ন হয়?

(a) 1

(b) 2

(c) 3

(d) 4

উত্তরঃ (a) 1

(ix) H2 ও O2-এর বিক্রিয়ায় 2 মোল জল তৈরি করতে কত গ্রাম O, প্রয়োজন?

(a) 16

(b) 32

(c) 8

(d) 36

উত্তরঃ (b) 32

(x) NTP-তে 44.8 L CO2 পেতে গেলে কত গ্রাম কার্বনকে পোড়াতে হবে ?

(a) 12g

(b)24g

(c ) 6g

(d)36g

উত্তরঃ (b)24g

(xi) 1 মোল N2-এর সঙ্গে 3 মোল H2-এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা –

(a) 2

(b) 3

(c) 4

(d) 1

উত্তরঃ (a) 2

 (xii) 24 g কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের STP-তে আয়তন –

(a) 2.24 L

(b) 22.4 L

(c) 33.6 L

(d) 44.8 L

উত্তরঃ (d) 44.8 L

(xiii) 17 g ভরের একটি গ্যাসের STP তে আয়তন 22.4 L । ওই গ্যাসের বাষ্পঘনত্ব হবে—

 (a) 17

(b) 0.85

(c) 8.5

(d) 1.7

উত্তরঃ (c) 8.5

(xiv) একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32। নীচের কোনটি গ্যাসটির আণবিক ভর?

(a) 8

(b) 16

(c) 32

(d) 64

উত্তরঃ (d) 64

মাধ্যমিক ভৌতবিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik Physical Science Chapter 3 Question Answer

(xv) পাশের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 → CO2 + 2H2O । 10 মোল CH4 পোড়াতে STP তে কত আয়তন O2 লাগবে?

(a) 448 L

(b) 224 L

(c) 44.8 L

(d) 22.4 L

উত্তরঃ (a) 448 L

(xvi) 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন?

(a) 14g

(b) 28g

(c) 42g

(d) 56g

উত্তরঃ (d) 56g

(xvii) 5 মোল জলের তড়িবিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ?

(a) 4g

(b) 5g

(c) 20g

(d) 10g

উত্তরঃ (d) 10g

(xviii) একটি দ্বিপরমাণুক গ্যাসের বাস্পঘনত্ব 14 , গ্যাসটির পারমাণবিক  গুরুত্ব হবে –

(a) 7

(b) 28

(c ) 14

(d) 21

উত্তরঃ (c ) 14

(xix) একটি গ্যাসের বাস্পঘনত্ব 8 , 24 গ্রাম ওই গ্যাসের STP-তে আয়তন হবে –

(a) 6.27 L

(b ) 22.4 L

(c ) 67.2 L

(d) 33.6L

উত্তরঃ (d) 33.6L

(xx) মিথেনের আণবিক ওজন 16 , প্রদত্ত কোনটি এর বাস্পঘনত্ব ?

(a) 22.4

(b) 8

(c ) 16

(d) 32

উত্তরঃ (b) 8

(xxi) কোন্‌ ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক ?

(a) 4g CH4

(b) 33 গ্রাম CO2

(c ) 1 গ্রাম H2

(d ) 40g SO2

উত্তরঃ (b) 33 গ্রাম CO2

(xxii) সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ হল-

(a) 38%

(b) 43.4%

(c ) 48.2%

(d) 52.4%

উত্তরঃ (b) 43.4%

(xxiii) 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 –এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা –

(a) 2 মোল

(b) 6 মোল

(c ) 4 মোল

(d ) 8 মোল

উত্তরঃ (c ) 4 মোল

(xxiv) 2.8 গ্রাম ইথিলিন গ্যাসের NTP-তে আয়তন হল-

(a) 224L

(b)22.4L

(c ) 2.24L

(d) 0.224L

উত্তরঃ (c ) 2.24L

(xxv) 1.7g অ্যামোনিয়া গ্যাসের NTP-তে আয়তন হবে –

(a) 22.4 L

(b) 2.24L

(c ) 11.2 L

(d) 1.12L

উত্তরঃ (b) 2.24L

(xxvi) NTP –তে কোনো গ্যাসের আয়তন 44.8L । এই গ্যাসের বাস্পঘনত্ব 7 হলে , গ্যাসটির ভর –

(a) 14g

(b) 28g

(c ) 42g

(d) 7g

উত্তরঃ (b) 28g

Group-D

বড় প্রশ্ন 3 নম্বরের

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্নমান — 3

(i) 1g পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর হ্রাস পাবে? [K = 39, Cl = 35.5]

উত্তরঃ 0.39g

(ii) কত গ্রাম CO2 , স্বচ্ছ চুনজলে চালনা করলে 200g CaCO, তৈরি হবে? [Ca = 40]

উত্তরঃ 88g

(iii) (a) 3.27g Zn লঘু HCI-এর সঙ্গে বিক্রিয়ায় NTP-তে কত লিটার H2 তৈরি করবে? [Zn = 65.4] (b) H2-এর বাষ্পঘনত্ব কত?

উত্তরঃ (a) 1.12L , (b) 1

(iv) 1 g লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ওজন কত হ্রাস পাবে ?

[Pb=207,N=14,O=16]

উত্তরঃ 0.326g

(v) লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করে NTP-তে 11.2 L H2 গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রণ প্রয়োজন হবে ? [Fe=56]

উত্তরঃ 21g

(vi) 36g ম্যাগ্নেশিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম

(i) ম্যাগনেশিয়াম ক্লোরাইড  এবং

(ii) হাইড্রোজেন উৎপন্ন হয় ? (H=1, Mg=24, Cl=35.5 )

উত্তরঃ (i) 142.5 g (ii) 3g

(vii) কত মোল CaCO3 – কে উত্তপ্ত করলে 22g CO2 তৈরি হবে? NTP-তে ওই পরিমাণ CO2-এর আয়তন কত ?

উত্তরঃ 0.5 mol , 11.2L

(viii) 40 g সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? [ H = 1, O = 16, Na = 23, S = 32]

উত্তরঃ 49g

(ix) 216g HgO-কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় , সেই পরিমাণ O2 পেতে হলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে  ? [Hg=200,K=39, Cl=35.5 ]

উত্তরঃ 40.83 g

(x) ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? [Fe = 56, S = 32, H = 1]

উত্তরঃ 4.4 g

(xi) Ca(OH)2 +2NH4C l =CaCl2 +2NH3 +2H2O সমীকরণ অনুযায়ী , 37g ক্যালসিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া করতে –

(i) কত মোল NH4Cl প্রয়োজন হবে ?

(ii) কত মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে ?

(iii) উৎপন্ন অ্যামোনিয়ার গ্রামে প্রকাশিত ভর কত ?

(Ca=40 , O=16,N=14,Cl=35.5, H=1)

উত্তরঃ (i) 1 mol

(ii) 1 mol

(iii) 17g  

(xii) কোনো ধাতব কার্বনেটের 220 g-কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় ?

উত্তরঃ 2 মোল ।

(xiii) অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ-সহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? [H=1, N=14, O=16, S = 32]

উত্তরঃ 26.4g

(xiv) CaCO3-এর সঙ্গে লঘু HCI-এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয় ।  50.0g CaC3, থেকে 55.5g CaCl2, 22.0 g CO2 ও 9.0g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl-এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCI-এর মোল সংখ্যা কত? [ H = 1, Cl = 35.5]

উত্তরঃ 36.5g

(xv) উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3 -কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? [Fe= 55.8, Al=27, O=16]

উত্তরঃ 270g , 5 মোল

(xvi) উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়া দ্বারা ৪ মোল হাইড্রোজেন উৎপন্ন করতে হলে (a) কত মোল লোহার প্রয়োজন হবে? (b) গ্রাম লোহার প্রয়োজন হবে ? [Fe = 56]

উত্তরঃ 6 মোল , 336g

(xvii) H2SO4 ও জিংকের বিক্রিয়া দ্বারা 7g হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিংক প্রয়োজন ? ধরে নাও অবিশুদ্ধ জিংকে ৪৪% জিংক বর্তমান । [Zn = 65.5]

উত্তরঃ 260.51g

(xviii) STP-তে 89.6 L অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে ? [N= 14,H=1, Cl=35.5]

উত্তরঃ 89.6g

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-d Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ ভবিষ্যতে ‘রাসায়নিক গণনা’ অধ্যায়ের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পেজে সংযোজিত হতে পারে ।প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।ধন্যবাদ ।

Leave a Comment

error: Content is protected !!