WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Pressure of Liquid and Air Mock Test in Bengali, এটি আসলে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘পদার্থের গঠন ও ধর্ম‘ অধ্যায়ের একটি অংশ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞান তরল ও বায়ুর চাপ মক টেস্ট -এর বাছাই করা ১৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 3 কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভৌতবিজ্ঞান তরল ও বায়ুর চাপ টপিকের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Pressure of Liquid and Air Mock Test in Bengali । তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
তরল ও বায়ুর চাপ অধ্যায়ের মক টেস্ট|Pressure of Liquid and Air Mock Test in Bengali
Q1.অসংনম্য তরলের প্রবাহীবেগ মাপতে ব্যবহৃত হয় –
- অ্যানিমোমিটার
- অ্যামমিটার
- ভেনচুরিমিটার
- অ্যালটিমিটার
ভেনচুরিমিটার
Q2. ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে –
- ভালো আবহাওয়া
- ঝড়
- বৃষ্টি
- ঝড় ও বৃষ্টি উভয়ই
ভালো আয়হাওয়া
Q3. ব্যারোমিটারে তরল হিসাবে জল নিলে সেটির স্বাভাবিক পাঠ হবে –
- 76cm
- 10.34m
- 1m
- 34.01m
10.34m
Q4. সাইফনের দুটি বাহুর দৈর্ঘ্য –
- সর্বদাই সমান
- কখনই সমান নয়
- কখনো সমান হতেও পারে
- নির্দিষ্ট নয়
কখনই সমান নয়
Q5. সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে ________ -এর ওপর
- চাপের পার্থক্য
- তরলের প্রকৃতি
- নলের প্রস্থচ্ছেদ
- উষ্ণতার ওপর
চাপের পার্থক্য
Q6. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে –
- প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা
- ঝড়ের সম্ভবনা
- বজ্রপাতের সম্ভবনা
- তুষারপাতের সম্ভবনা
ঝড়ের সম্ভবনা
Q7. বায়ুচাপ কোথায় সবথেকে বেশি ?
- দার্জিলিং
- কলকাতা
- সমুদ্রপৃষ্ঠ
- কোনোটিই নয়
সমুদ্রপৃষ্ঠ
Q8. সাইফনের সাহায্যে জলকে স্থানান্তরিত করতে হলে ছোটো বাহুর সর্বচ্চো দৈর্ঘ্য হবে –
- 10.36 ফুটের কম
- 10.6 মিটারের কম
- 76 সেমির কম
- 760 সেমির কম
10.6 মিটারের কম
Q9. চাপের মাত্রীয় সংকেত –
- [ML-1T-2]
- [ML-2T-1]
- [M2L-3T-1]
- [MLT]
[ML-1T-2]
Q10. প্রমাণ বায়ুমন্ডলীয়চাপের মান SI পদ্ধতিতে কত ?
- 1.000 × 106 N/m2
- 0.986 × 105 N/m2
- 1.205 ×104 N/m2
- 1.013 × 105 N/m2
1.013 × 105 N/m2
Q11. বল অপরিবর্তিত রেখে ক্ষেত্রফল 10% কমালে চাপ –
- 10% বাড়বে
- 11.1% বাড়বে
- 21% বাড়বে
- 20% বাড়বে
11.1% বাড়বে
Q12. একটি চোঙের ব্যাস 14 সেমি. ও উচ্চতা 40সেমি. । চোঙটি পারদ দ্বারা পূর্ণ করলে চোঙের তলদেশে কত ঘাত পড়বে ? পারদের ঘনত্ব 13.6g/cm3
- 821N (প্রায়)
- 727N (প্রায় )
- 639N(প্রায় )
- 919N (প্রায় )
821N (প্রায়)
Q13. একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে চাপ বায়ুমন্ডলীয় চাপের দ্বিগুণ হবে ? [ বায়ুর চাপ = 76 cm পারদ স্তম্ভের চাপ ও পারদের ঘনত্ব = 13.6g/cm3
- 9.231m
- 5.201m
- 10.336m
- 14.352m
10.336m
Q14. 10 মিটার গভীর পরিস্কার একটি হ্রদের তলদেশে চাপের পরিমাণ কত ? [বায়ুর চাপ =76 সেমি. পারদ তম্ভের চাপের সমান ও পারদের ঘনত্ব =13.6g/cm3
- 200150 dyn /cm2
- 199228 dyn /cm2
- 188456 dyn/cm2
- 0
199228 dyn /cm2
Q15. h গভীরতায় d ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ (P) =
- P =h/dg
- P =hdg
- P=hd/g
- P=hd
P =hdg
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট