RRB Group-D Mock Test in Bengali Set-2:General Science (জেনারেল সাইন্স)

RRB Group-D Mock Test in Bengali Set-2:General Science 
 RRB Group-D General Science MCQ Test
রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর 
RRB Group-D General Science MCQ Practice Set

RRB Group-D Mock Test in Bengali Set-2:General Science || RRB Group-D General Science MCQ Test|| রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর || RRB Group-D General Science MCQ Practice Set – RRB Group-D 2025 এর পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হয়েছে RRB Group-D MCQ Mock Test in Bengali সিরিজ । এখানে তোমরা 50 টি জেনারেল সাইন্স সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর। তোমরা যদি ঘড়ি ধরে 45 মিনিটের মধ্যে এই মক টেস্টটি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে । এই মক টেস্ট তোমাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে ।

RRB Group-D Mock Test in Bengali Set-2:General Science || RRB Group-D General Science MCQ Test|| রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর || RRB Group-D General Science MCQ Practice Set

১. Oneirology কীসের বিষয়ে পড়াশোনা কে বলা হয় ?

(ক) ভগবান

(খ) স্বপ্ন

(গ) ঘুম

(ঘ) রঙ

(খ) স্বপ্ন

২. পাখির বিষয়ে পড়াশোনা কে কি বলা হয় ?

(ক) এন্টোমোলজি

(খ) অরনিথোলজি

(গ) বার্ডোলজি

(ঘ) হারপিটোলজি

(খ) অরনিথোলজি

৩. জীবাশ্মের বিষয়ে পড়াশোনাকে কি বলে ?

(ক) এথনোলজি

(খ) প্যালেন্টোলজি

(গ) মাইকোলজি

(ঘ) এথনোবোটানি

(খ) প্যালেন্টোলজি

৪. প্রোক্যারিওটিক কোশ সম্পর্কে কিছু বিষয়ে নীচে বলা হল । এদের মধ্যে কোনটি ভুল ?

(ক) পর্দাঘেরা কোশ অঙ্গাণু বর্তমান

(খ) সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাঁর পরিবর্তে নিউক্লিইয়েড থাকে ।

(গ) একটি মাত্র ক্রোমোজোম থাকে

(ঘ) আকারে খুব ছোটো হয়

(ক) পর্দাঘেরা কোশ অঙ্গাণু বর্তমান

৫. কোশ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ?

(ক) সেরোলজি

(খ) সাইটোপ্লাজম

(গ)সাইটোলজি

(ঘ) ইটিওলজি

(গ)সাইটোলজি

৬. শরীরের হাড় কোন ধরনের কলা ?

(ক) আবরণী কলা

(খ) পেশী কলা

(গ) যোগ কলা

(ঘ) স্নায়ু কলা

(গ) যোগ কলা

৭. যে কলা ফ্যাট সঞ্চয় করে রাখে তাকে বলে –

(ক) যোগ কলা

(খ) আবরণী কলা

(গ) অ্যাডিপোজ কলা

(ঘ) অ্যারিওলার কলা

(গ) অ্যাডিপোজ কলা

৮. প্যারেনকাইমা ও কোলেনকাইমা কোন ধরনের কলা ?

(ক) ভাস্কুলার টিসু

(খ) মেকানিক্যাল টিসু

(গ) সরল স্থায়ী কলা

(ঘ) স্নায়ু কলা

(গ) সরল স্থায়ী কলা

৯. একটি শুদ্ধ লম্বা মটর গাছ (TT) এর সঙ্গে একটি শুদ্ধ খর্ব মটর গাছের (tt) ক্রস হলে প্রথ অপত্য জনুতে (F1) –এ প্রাপ্ত সকল মটর গাছ লম্বা হবে কেন ?

(ক) গাছের উচ্চতা T এবং t দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

(খ) গাছের উচ্চতা শুধুমাত্র t দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

(গ) গাছের উচ্চতা T অথবা t দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

(ঘ) গাছের উচ্চতা শুধুমাত্র T দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

(ঘ) গাছের উচ্চতা শুধুমাত্র T দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

১০. জিনের মিউটেশনের জন্য দায়ী কে ?

(ক) জনন

(খ) নাইট্রোজেন বেসের পরিবর্তন

(গ) প্রোটিন অণুর পরিবর্তন

(ঘ) হরমোন ও এনজাইমের ক্ষরণ

(খ) নাইট্রোজেন বেসের পরিবর্তন

১১. বহু বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে কে ?

(ক) ইস্ট

(খ) প্লাসমোডিয়াম

(গ) প্ল্যানেরিয়া

(ঘ) রাইজোপাস

(খ) প্লাসমোডিয়াম

১২. উদ্ভিদের কোন অংশটি বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখে ?

(ক) মূলরোম

(খ) রক্ষী কোশ

(গ) ওল্ড জাইলেম

(ঘ) ফ্লোয়েম তন্তু

(গ) ওল্ড জাইলেম

১৩. করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

(ক) বিহার

(খ) মধ্যপ্রদেশ

(গ) উত্তরাখন্ড

(ঘ) হিমাচল প্রদেশ

(গ) উত্তরাখন্ড

RRB Group-D Mock Test in Bengali Set-2:General Science || RRB Group-D General Science MCQ Test|| রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর || RRB Group-D General Science MCQ Practice Set

১৪. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নিম্নলিখিত কোনটি হয় না ?

(ক) স্মগ সৃষ্টি

(খ) নাইট্রোজেন ও সালফার ডাই অক্সাইড তৈরি

(গ) অ্যাসিড রেন

(ঘ) বায়ুমন্ডলের উপরের দিকে ওজন স্তরের ঘাটতি

(ঘ) বায়ুমন্ডলের উপরের দিকে ওজন স্তরের ঘাটতি

১৫. বায়োলজিক্যাল ম্যাগ্নিফিকেশন নিম্নের কোনটি ঘটায় ?

(ক) রাসায়নিক কীটনাশক

(খ) অ্যাসিডিক ফিউম

(গ) গ্রিনহাউস গ্যাস

(ঘ) কার্বনের কালি 

(ক) রাসায়নিক কীটনাশক

১৬. কুইক লাইমের রাসায়নিক সংকেত কোনটি ?

(ক) Ca(OH)2

(খ) CaCO3

(গ) CaCl2

(ঘ) CaO

(ঘ) CaO

১৭. ______________ যৌগ ড্রাইং এজেন্ট হিসাবে কাজ করে ?

(ক) জিপসাম

(খ) ক্যালসিয়াম কার্বাইড

(গ) ক্যালসিয়াম অক্সাইড

(ঘ) ক্যালসিয়াম কার্বনেট

(গ) ক্যালসিয়াম অক্সাইড

১৮. ক্লোরিনের সঙ্গে কীসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার প্রস্তুত করা হয় ?

(ক) NaOH

(খ) CaCO3

(গ) Ca(OH)2

(ঘ) CaO

(গ) Ca(OH)2

১৯. নিম্নের কোনটির সর্ববহিস্থ কক্ষে 7 টি ইলেকট্রন থাকে ?

(ক) হ্যালোজেন

(খ) ট্রাঞ্জিসান মৌল

(গ) নিস্ক্রিয় গ্যাস

(ঘ) ইউরেনিয়ামত্তর মৌল

(ক) হ্যালোজেন

২০. __________ হল  হ্যালোজেন

(ক) সোডিয়াম

(খ) ক্রিপটন

(গ) ম্যাগনেসিয়াম

(ঘ) ক্লোরিন

(ঘ) ক্লোরিন

২১. একটি মৌলের ইলেক্ট্রনিক কনফিগারেশন হল 2,8, 6 । তাহলে মৌলটি কোন শ্রেণী ও কোন পর্যায়ে অবস্থিত ?

(ক) শ্রেণি-১ , পর্যায় -১

(খ) শ্রেণী- ৬ , পর্যায় -২

(গ) শ্রেণী – ২ , পর্যায় -২

(ঘ) শ্রেণী-১৬, পর্যায় – ৩

(ঘ) শ্রেণী-১৬, পর্যায় – ৩

২২. মানব শরীর কোন pH রেঞ্জের মধ্যে কাজ করে ?

(ক) 8 – 8.7

(খ) 7 – 7.8

(গ) 7.8 – 8.0

(ঘ) 6 – 7

(খ) 7 – 7.8

২৩. নিম্নের কোন যৌগটি অ্যান্টাসিডের অপরিহার্য উপাদান ?

(ক) NaHCO3

(খ) Na2CO3

(গ) CaCl2

(ঘ) CaOCl2

(ক) NaHCO3

২৪. নীচের কোনটি ক্ষারের বৈশিষ্ট্য নয় ?

(ক) লাল লিটমাসকে নীল করে

(খ) জলের মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে

(গ)  ক্ষারের স্বাদ তিক্ত ও কষাটে ।

(ঘ) ক্ষার সাবানের মত পিচ্ছিল ।

(খ) জলের মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে

২৫. এদের মধ্যে কোনটি আম্লিক নয় ?

(ক) PCl4

(খ) SbCl4

(গ) CCl4

(ঘ) PCl2

(গ) CCl4

২৬. নীচের কোন অক্সাইড অ্যাসিডিক নয় ?

(ক) CO

(খ)  SO2

(গ) SO3

(ঘ) NO

(ক) CO

২৭. ধাতুর সঠিক তড়িৎ রাসায়নিক শ্রেণী কোনটি ?

(ক) Al > Cu > Hg > Ca

(খ) Al > Ca > Cu>Hg

(গ) Ca > Al >Cu >Hg

(ঘ) Al > Cu > Ca >Hg

(গ) Ca > Al >Cu >Hg

২৮. নিম্নের কোন ধাতুটি অ্যালুমিনিয়াম সালফেট থেকে অ্যালুমিনিয়াম কে প্রতিস্থাপিত করতে পারে ?

(ক) Cu

(খ) Fe

(গ) Hg

(ঘ) Mg

(ঘ) Mg

২৯. ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাও ।

B, Ne, K,O

(ক) B,K,O,Ne

(খ) K,B,O,Ne

(গ) B,O,Ne, K

(ঘ) Ne, K, B,O

(গ) B,O,Ne, K

৩০. সকল মৌলে নিউট্রন থাকে শুধুমাত্র ________ এ থাকেনা ।

(ক) কার্বন

(খ) নাইট্রোজেন

(গ) হাইড্রোজেন

(ঘ) অক্সিজেন

(গ) হাইড্রোজেন

৩১. একটি তামার তারের দুই প্রান্তের বিভব প্রভেদ 5.0V যখন একটি 0.5A কারেন্ট এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এই তারের রোধ কত ?

(ক) 2.5 ওহম

(খ) 0.1 ওহম

(গ) 5.0 ওহম

(ঘ) 10 ওহম

(ঘ) 10 ওহম

৩২. যদি একটি প্রাবাহী তারের মধ্যে দিয়ে t সেকেন্ড সময়ে  I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং একটি ইলেকট্রনের আধান e হলে , কত সংখ্যক ইলেকট্রন ওই সময়ে ওই প্রাবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে ?

(ক) e/It

(খ) Ie/t

(গ) It/e

(ঘ) Ite

(গ) It/e

RRB Group-D Mock Test in Bengali Set-2:General Science || RRB Group-D General Science MCQ Test|| রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর || RRB Group-D General Science MCQ Practice Set

৩৩. ইলেকট্রিক মোটরের কোন অংশটি তড়িৎ প্রবাহকে বিপরীত দিকে  চালাতে সাহায্য করে ?

(ক) কয়েল

(খ) সফট আয়রন কোর

(গ) স্প্লিট রিং

(ঘ) ব্রাশ

(গ) স্প্লিট রিং

৩৪. 4 ওহমের দুটি রোধকে সমান্তরাল বিন্যাসে যুক্ত করে একটি 5V ব্যাটারির সাথে যুক্ত করা হল । মোট কারেন্টের পরিমাণ কত ?

(ক) 5A

(খ) 20A

(গ) 10A

(ঘ) 2.5A

(ঘ) 2.5A

৩৫. গোলকীয় দর্পণের গোলীয় তলের মধ্যবিন্দুকে কী বলে ?

(ক) বক্রতা কেন্দ্র

(খ) মেরু

(গ) ফোকাস

(ঘ) প্রধান অক্ষ

(খ) মেরু

৩৬. সমতল দর্পন কতৃক সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য নিম্নের কোনটি ?

(ক) সদ এবং ল্যাটারালি ইরেক্ট

(খ) সদ এবং ইরেক্ট

(গ)  অসদ এবং ল্যাটারালি রিয়েল

(ঘ) অসদ এবং ল্যাটারালি ইনভার্টেড

(ঘ) অসদ এবং ল্যাটারালি ইনভার্টেড

৩৭. একটি বস্তুকে একটি 9cm ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল দর্পণের সামনে 18cm দূরত্বে রাখা হল । প্রতিবিম্বের বিবর্ধন কত হবে ?

(ক) -1

(খ) 1

(গ) $\frac{1}{3}$

(ঘ) -$\frac{1}{3}$

(গ) $\frac{1}{3}$

৩৮. 20cm ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণে অসদ এবং সোজা প্রতিবম্ব পেতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে ?

(ক) ফোকাসে 

(খ) 0-20cm এর মধ্যে

(গ) 20-40cm –এর মধ্যে

(ঘ) মেরুতে

(খ) 0-20cm এর মধ্যে

৩৯. তারাদের মিট মিট করার কারণ নিম্নের কোনটি ?

(ক) বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্ক প্রতিনিয়ত পরিবর্তিত হত থাকে , তার ফলে তারাদের প্রতিবিম্ব প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে ।

(খ) তারাদের থেকে আগত আলোর তীব্রতা সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় ।

(গ) তারাদের থেকে আগত আলোকরশ্নি ধূলিকণায় আপাতিত হয়ে বিক্ষেপিত হয় ।

 (ঘ) পৃথিবী ও তারাদের দূরত্ব প্রতিনিয়ত পরিবর্তিত হয় ।

(ক) বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্ক প্রতিনিয়ত পরিবর্তিত হত থাকে , তার ফলে তারাদের প্রতিবিম্ব প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে ।

৪০. 25C উষ্ণতায় শব্দের গতিবেগ  সংক্রান্ত নীচের কোন বিবৃতিটি সঠিক ?

A. অ্যালুমিনিয়ামে শব্দের গতিবেগ 6220m/sec

B. নিকেলের মধ্যে শব্দের গতিবেগ 6040 m/sec

(ক) A ও B উভয়ই সত্য

(খ) A ও B কোনোটাই সত্য নয়

(গ) শুধুমাত্র B সত্য

(ঘ) শুধুমাত্র A সত্য 

(গ) শুধুমাত্র B সত্য

৪১. একটি শব্দের কম্পাঙ্ক 3.5kHz এবং তরঙ্গ দৈর্ঘ্য 0.1m । তাহলে শব্দটির 700m অতিক্রম করতে কত সময় লাগবে ?

(ক) 1.5 sec

(খ) 1 sec

(গ) 3.0 sec

(ঘ) 2.0 sec

(ঘ) 2.0 sec

৪২. বাদুড়ের ওড়ার সময়ে কোন ধরনের শব্দ নির্গত করে ?

(ক) ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ

(খ) রেডিও ওয়েভ

(গ) আল্ট্রাসনিক ওয়েভ

(ঘ) সুপারসনিক ওয়েভ

(গ) আল্ট্রাসনিক ওয়েভ

৪৩. যদি দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব কে দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ ও বিকর্ষণ বলের পরিমাপ কি হবে ?

(ক) মহাকর্ষ বলের পরিমাণ 4 গুণ বৃদ্ধি পাবে ।

(খ) মহাকর্ষ বলের পরিমাণ দ্বিগুণ হবে

(গ) মহাকর্ষ বলের পরিমাণ পূর্বের ১/২ অংশ হবে

(ঘ) মহাকর্ষ বলের পরিমাণ পূর্বের ১/৪ অংশ হবে

(ঘ) মহাকর্ষ বলের পরিমাণ পূর্বের ১/৪ অংশ হবে

৪৪. একটি 8kg ভরের বস্তুর ওপর 2সেকেন্ড ধরে একটি বল প্রযুক্ত হলে , এর গতিবেগ 4m/sec থেকে 9m/sec এ পরিবর্তিত হলে । প্রযুক্ত বলের পরিমাণ কত ?

(ক) 21N

(খ) 28N

(গ) 20N

(ঘ) 22N

(গ) 20N

৪৫. নিউটনের কোন সূত্র থেকে F= ma সমীকরণটি পাওয়া যায় ?

(ক) দ্বিতীয়

(খ) তৃতিয়

(গ)প্রথম

(ঘ) চতুর্থ

(ক) দ্বিতীয়

৪৬. ২০ কেজি ভরের একটি বস্তু ৬ মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে চলে । বস্তুটির গতিশক্তি নির্ণয় করো ।

(ক) 3600J

(খ) 360J

(গ) 36J

(ঘ) 3.6J

(খ) 360J

৪৭. ট্যাকোমিটার কীসের জন্য ব্যবহার করা হয় ?

(ক) R.P.M মাপতে

(খ)  টর্ক মাপতে

(গ) ঘূর্ণন গতিশক্তি মাপতে

(ঘ) দূরত্ব মাপতে

(ক) R.P.M মাপতে

৪৮. কোনো বল কতৃক কৃতকার্যকে ধনাত্মক ধরা হয় যখন –

(ক) বল যেদিকে প্রযুক্ত হয় সরণও সেদিকে ঘটে

(খ) সরণ, প্রযুক্ত বলের সঙ্গে লম্ব ভাবে হয় 

(গ) যখন প্রযুক্ত বল কতৃক কোনো সরণ সৃষ্টি হয় না ।

(ঘ) বলের বিপরীতে সরণ সৃষ্টি হয় ।

(ক) বল যেদিকে প্রযুক্ত হয় সরণও সেদিকে ঘটে

৪৯. কোনো বস্তুর জাড্য কীসের সাহায্যে পরিমাপ করা হয় ?

(ক) বস্তুর গতিবেগ

(খ) বস্তুর রঙ

(গ) বস্তুর ওজন

(ঘ) বস্তুর ভর

(ঘ) বস্তুর ভর

৫০. একটি নৌকা স্থির অবস্থা থেকে নির্দিষ্ট দিকে সরলরেখায় 3m/sec2 ত্বরণ নিয়ে 8 সেকেন্ড ধরে চললে , কত দূরত্ব অতিক্রম করবে ?

(ক) 96ms

(খ) 96m/s2

(গ) 96m

(ঘ) 9.6m

(গ) 96m

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান Madhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test Series ANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDF SN Dey Solution Class 11
WBBSE Official SiteRRB Apply

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

error: Content is protected !!