HS Political Science MCQ Mock Test(Set-2)|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট

WB HS Class 12 Political Science Mock Test Set-2

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর) 

Indian Polity Mock Test in Bengali

HS Political Science MCQ Mock Test(Set-2)|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্টঃ রাষ্ট্রবিজ্ঞানের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য এবং কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি  অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির MCQ প্রশ্ন উত্তর গুলো উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।

HS Political Science MCQ Mock Test(Set-2)|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট

Q1. _______ তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি , তপশিলি উপজাতি  ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ।

  • 70
  • 71
  • 72
  • 73

73

Q2. পঞ্চায়েত সংস্থায় সদস্যদের কার্যকালের মেয়াদ হলো –

  • ৪ বছর
  • ৫ বছর
  • ৬ বছর
  • কোনোটিই নয়

৫ বছর

 Q3. পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় –

  • ১৯৭৫ সালে 
  • ১৯৭৭ সালে
  • ১৯৭৮ সালে
  • ১৯৮০ সালে

১৯৭৮ সালে

Q4. বলবন্ত রাই মেহেতা কমিটির সুপারিশ পাস হয় –

  • ১৯৫৭ সালে 
  • ১৯৫৮ সালে
  • ১৯৬০ সালে
  • ১৯৬২ সালে

১৯৫৭ সালে 

 Q5.পঞ্চায়েতের কটি সভায় পরপর অনুপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্যপদ  বাতিল হয় ?

  • ৩ টি
  • ৪ টি
  • ৫ টি
  • ৬ টি

৩ টি

Q6. পশ্চিমবঙ্গে __________ বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে ।

  • একস্তর
  • দ্বিস্তর
  • ত্রিস্তর
  • চারস্তর

ত্রিস্তর

 Q7. ন্যায়পঞ্চায়েত গঠিত হয় __________ জন সদস্য নিয়ে ।

  • ৪ জন
  • ৬ জন
  • ৫ জন
  • ১০ জন

৫ জন

Q8. জেলা পরিষদের প্রশাসনিক  প্রধান হলেন –

  • বিডিও
  • এসডিও
  • ডিএম
  • সভাধিপতি

ডিএম

Q9. পশ্চিমবঙ্গের  জেলা পরিষদ্গুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচন হন ? –

  • ২ জন
  • ৩ জন
  • ৪ জন
  • ৫ জন

৩ জন

  Q10. পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় __________ সালে ।

  • ১৯৯২ সালে
  • ১৯৯৩ সালে
  • ১৯৯৪ সালে
  • ১৯৯৫ সালে

১৯৯৩ সালে

Q11. পশ্চিমবঙ্গের জেলা পরিষদ নেই কোন  জেলায় ?

  • দার্জিলিং
  • জলপাইগুড়ি
  • পুরুলিয়া
  • বীরভূম

দার্জিলিং

 Q12. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করেন –

  • মহকুমাশাসক
  • রাজ্যপাল
  • জেলাশাসক
  • মুখ্যমন্ত্রী

মহকুমাশাসক

Q13.পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা হল –

  • ১০১ টি
  • ১০৪টি
  • ১১০ টি
  • ১২৭ টি

১২৭ টি

Q14. কলকাতা কর্পোরেশনের পদপ্রার্থী হওয়ার  নূন্যতম বয়স কত ?

  • ১৪ বছর
  • ২১ বছর
  • ২৫ বছর
  • ৩০ বছর

২১ বছর

Q15. কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা কোনটি ? –

  • ওয়ার্ড কমটি
  • বরো কমিটি
  • পাবলিক অ্যাকাউন্টস কমিটি
  • স – পরিষদ মেয়র

স – পরিষদ মেয়র

HS Political Science MCQ Mock Test(Set-2)|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট

Q16. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো –

  • ৬৫ বছর
  • ৬২ বছর
  • ৬০ বছর
  • ৭০ বছর

৬৫ বছর

 Q17. দেশে জরুরি অবস্থা জারি হলে  রাষ্ট্রপতি আদেশ  জারি করে যে দুটি মৌলিক অধিকার ছাড়া অন্যসব মৌলিক অধিকার বলবত করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন  করার অধিকার খর্ব করতে পারেন সেই দুটি অধকার হলো –

  • ১৯ ও ২০ নং  ধারায় বর্ণিত মৌলিক অধিকার
  • ১৪ ও ১৯ নং   ধারায় বর্ণিত মৌলিক অধিকার
  • ২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার
  • ২১ ও ২২ ধারায় বর্ণিত মৌলিক অধিকার

২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

Q18. কলকাতা হাইকোর্টের বিচারপতিকে কে নির্বাচন করেন ?

  • রাজ্যপাল
  • মুখ্যমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি

 Q19. সর্বমোট কত জন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্ট  গঠিত হয় ?

  • ৭ জন
  • ১৩ জন
  • ২৫ জন
  • ৩১ জন  

৩১ জন  

Q20.সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন  –

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • পার্লামেন্ট
  • আইনমন্ত্রী

রাষ্ট্রপতি

 Q21. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল –

  • ৬৫ বছর
  • ৬০ বছর
  • ৬২ বছর
  • ৭০ বছর

৬২ বছর

Q22. স্পিকার __________ অধিবেশনে সভাপতিত্ব করেন ।

  • রাজ্যসভার
  • বিধান পরিষদের
  • লোকসভার
  • কোনোটিই নয়

লোকসভার

 Q23. যে ধারায় প্রত্যেক রাজ্যে  হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে , তা হলো –

  • ২১০ নং ধারায়
  • ২১৪ নং ধারায়
  • ২১৫ নং ধারায়
  • ২২০ নং ধারায়

২১৪ নং ধারায়

Q24. পশ্চিমবঙ্গের আইনসভা ________ ।

  • এককক্ষ বিশিষ্ট
  • দ্বিকক্ষ বিশিষ্ট
  • তিনকক্ষবিশিষ্ট
  • চারকক্ষবিশিষ্ট

এককক্ষ বিশিষ্ট

 Q25.ভারতীয় সংসদে ‘ জিরো আওয়ার ’ এর সময়কাল বলতে যে সময়কে বোঝায়-

  • দুপুর ১২ টা ঠেকে ১ টা
  • দুপুর ১১ টা থেকে ১ টা
  • দুপুর ১ টা  থেকে ২ টো
  • কোনোটিই নয়

দুপুর ১২ টা ঠেকে ১ টা

Q26. ” দি কিংডম অফ গড ইজ উইদিন ইউ ”  গ্রন্থের রচয়িতা হলেন –

  • গান্ধিজি
  • টলস্টয়
  • রাস্কিন
  • অ্যাডাম স্মিথ

গান্ধিজি

  Q27. সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টকে অভিলেখ আদালত বলা হয়েছে ?

  • 129 নং ধারায়
  • 131 নং ধারায়
  • 139 নং ধারায়
  • 128 নং ধারায়

129 নং ধারায়

Q28. ভারতে প্রথম জরুরী অবস্থা ঘোষিত হয় –

  • 1954 সালে
  • 1958 সালে
  • 1962 সালে
  • 1966 সালে

1962 সালে

 Q29. পৌরসভার এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকে –

  • তপশীলি জাতির জন্য
  • তপশীলি উপজাতির জন্য
  • সাধারণ জনগণের জন্য
  • মহিলাদের জন্য

মহিলাদের জন্য

 Q30.আন্তর্জাতিক রাজনীতি হল মূলত ক্ষমতার লড়াই – উক্তিটি কার ?

  • হাউস্টন
  • কৌটিল্য
  • হফম্যান
  • মরগেনথাউ

মরগেনথাউ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBBSE Official Site
WBJEE 2022 Mock TestWBJEE ANM GNM Online Mock Test
WBJEE JENPAS UG Online Mock TestWB HS Class 12 Online Mock Test
ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টটির ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!