[মৃত্তিকা] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Soil MCQ Mock Test || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস ১২) ভূগোলের মৃত্তিকা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || Soil Chapter MCQ Question Answer Class 12 WBCHSE
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী ভূগোল মৃত্তিকা অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘মৃত্তিকা‘ অধ্যায়ের বাছাই করা ৫৮ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । ভূগোল কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
[মৃত্তিকা] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Soil MCQ Mock Test || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস ১২) ভূগোলের মৃত্তিকা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || Soil Chapter MCQ Question Answer Class 12 WBCHSE
১. যে প্রক্রিয়ায় মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয় , তা হল-
- হিউমিফিকেশন
- ক্যালসিফিকেশন
- গ্লেইজেশন
- এলুভিয়েশন
হিউমিফিকেশন
২. চারনোজেম মাটির সৃষ্টির পদ্ধতিকে বলে –
- কার্বোনেশন
- অক্সিডেশন
- হাইড্রোলিসিস
- হাইড্রেশন
কার্বোনেশন
৩. ব্যাসল্ট থেকে যে মাটি সৃষ্টি হয় , তা হল-
- বেলে মাটি
- এঁটেল মাটি
- দোয়াশ মাটি
- কৃষ্ণ মাটি
কৃষ্ণ মাটি
৪. প্রশমিত মাটির pH-এর মান হল-
- 6.0
- 6.5
- 7.0
- 7.5
7.0
৫. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল-
- লিথোসল
- রেগোসল
- পলিমৃত্তিকা
- পডজল
পডজল
৬. মাটির রঙ লাল হয় কিসের উপস্থিতিতে ?
- ফসফরাস
- লোহা
- হিউমাস
- চুন
লোহা
৭. উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসেবে NPK -কে বলা হয় –
- প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল
- গৌণ অতিমাত্রিক পুষ্টিমৌল
- স্বল্পমাত্রিক পুষ্টিমৌল
- উৎসেচক
প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল
৮. ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ে প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হল-
- চাদর ক্ষয়
- বায়ু ক্ষয়
- নদী পাড়ক্ষয়
- খাত ক্ষয়
খাত ক্ষয়
৯. নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হল-
- ভার্টিসল
- অক্সিসল
- মলিসল
- জেলিসল
মলিসল
১০. _________ স্তরে মাটি হার্ড প্যান দেখা যায় ।
- O
- A
- B
- C
B
১১. মৃত্তিকা পরিলেখের A স্তর থেকে B স্তরে খনিজ পদার্থ অপসারণের পদ্ধতিকে বলে –
- হিউমিফিকেশন
- স্যালিনাইজেশন
- ইলুভিয়েশন
- এলুভিয়েশন
এলুভিয়েশন
১২. স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল-
- পডজল
- পলি
- চারনোজম
- ল্যাটেরাইট মৃত্তিকা
পডজল
১৩. পিট বা বগ মাটি সৃষ্টি হয় –
- জলাভূমিতে
- নদী উপত্যকায়
- পর্বতের ঢালে
- সরলবর্গীয় অরণ্যাঞ্চলে
জলাভূমিতে
১৪. অগ্ন্যুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল-
- অক্সিসল
- অল্টিসল
- অ্যালফিসল
- অ্যান্ডিসল
অ্যান্ডিসল
১৫. USDA শ্রেণিবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল-
- অ্যালফিসল
- ভার্টিসল
- অক্সিসল
- জেলিসল
অক্সিসল
১৬. উষ্ণ ও আর্দ্র বায়ুতে মৃত্তিকা গঠনের হার হয় –
- দ্রুত
- ধীর
- মধ্যম
- অতি ধীর
দ্রুত
১৭. রেনজিনা মাটি হল একধরনের-
- জলাভূমির মাটি
- চুনময় মাটি
- মরু মাটি
- লবণাক্ত মাটি
চুনময় মাটি
১৮. নীচের কারণগুলির কোনটি ভূমিধ্বসের কারণ নয় ?
- বনবিনাশ
- ভূমিকম্প
- প্রবল বর্ষণ
- বহুমুখী নদী পরিকল্পনা
বহুমুখী নদী পরিকল্পনা
১৯. Sheet Flow -এর মাধ্যমে শীর্ষস্তরের মাটির ক্ষয়কার্যকে বলে –
- Rill erosion
- Sheet erosion
- Gully erosion
- কোনোটিই নয় বলে
Sheet erosion
২০. ক্ষারকীয় মাটির pH-এর মান হয় –
- 7
- 7-এর বেশি
- 7-এর কম
- কোনোটিই নয়
7-এর বেশি
২১. ‘মৃত্তিকা বিজ্ঞানের জনক’ বলা হয় –
- ডেভিস
- মরগ্যন
- ওয়েবার
- ডকুচেভ- কে
ডকুচেভ- কে
২২. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙ এর মৃত্তিকাকে বলে –
- রেগোলিথ
- টেরারোসা
- রেনজিনা
- কোনোটাই নয়
রেনজিনা
২৩. মরু অঞ্চলের সৃষ্ট মাটি হল-
- লিথোসল
- রেগোসল
- সিরোজেম
- পডসল
সিরোজেম
২৪. সবচেয়ে বেশি হিউমাস দেখা যায়-
- ল্যাটেরাইট মাটিতে
- তুন্দ্রা মাটিতে
- চারনোজেম মাটিতে
- পডজল মাটিতে
পডজল মাটিতে
২৫. ল্যাটেরাইট মাটি পরিলক্ষিত হয় –
- আর্দ্র নাতশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে
- আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে
- মেরু জলবায়ু অঞ্চলে
- মরু জলবায়ু অঞ্চলে
আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে
[মৃত্তিকা] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Soil MCQ Mock Test || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস ১২) ভূগোলের মৃত্তিকা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || Soil Chapter MCQ Question Answer Class 12 WBCHSE
২৬. হিউমাস সমৃদ্ধ মাটির রঙ হয় –
- লালচে
- কালো
- ধূসর
- সাদাটে
কালো
২৭. স্তরবিহীন নবীন মাটির নাম –
- আন্ডিসল
- এন্টিসল
- মলিসল
- এরিডিসল
এন্টিসল
২৮. কানাডার তৈগা বনভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
- লোহিত
- পডজল
- ধূসর বাদামি পডসল
- তুন্দ্রা মৃত্তিকা
পডজল
২৯. সোলোনেৎজ মৃত্তিকাকে বলে –
- আঞ্চলিক মৃত্তিকা
- আন্ত:আঞ্চলিক মৃত্তিকা
- অনাঞ্চলিক মৃত্তিকা
- কোনোটিই নয়
আন্ত:আঞ্চলিক মৃত্তিকা
৩০. মাটির গঠনে পরোক্ষ প্রভাব ফেলে –
- প্রাণী
- জলবায়ু
- ভূপ্রকৃতি
- উদ্ভিদ
ভূপ্রকৃতি
৩১. রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় –
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
- মরু জলবায়ু অঞ্চলে
- শুস্ক নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে
- মেরু জলবায়ু অঞ্চলে
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
৩২. চুনাপাথর থেকে উদ্ভুত লাল রঙ এর মাটিকে বলে –
- টেরারোসা
- রেনজিনা
- ল্যাটেরাইট
- তুন্দ্রা মাটি
টেরারোসা
৩৩. মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হল –
- জলবায়ু
- ভূপ্রকৃতি
- মূল শিলাখন্ড
- সময়
জলবায়ু
৩৪. ______ হল মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌলের সংখ্যা
- ১১ টি
- ১৫ টি
- ৭ টি
- ২০ টি
২০ টি
৩৫. চুনের আধিক্যে মৃত্তিকা হয় –
- অম্লধর্মী
- ক্ষারকীয়
- প্রশমিত
- কোনোটাই নয়
ক্ষারকীয়
৩৬. ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয়?
- A স্তরে
- B স্তরে
- C স্তরে
- D স্তরে
B স্তরে
৩৭. মাটির USDA শ্রেণিবিভাগে মাটির বর্গের সংখ্যা –
- 7
- 10
- 12
- 15
12
৩৮. মৃত্তিকা সৃষ্টির একটি নিস্ক্রিয় নিয়ন্ত্রক হল –
- উষ্ণতা
- ভূপ্রকৃতি
- বৃষ্টিপাত
- উদ্ভিদ
ভূপ্রকৃতি
৩৯. একটি আন্ত:আঞ্চলিক মাটির উদাহরণ হল –
- রেনজিনা
- সোলোনেৎজ
- লিথোসল
- সিরোজেম
রেনজিনা
৪০. অধিক উষ্ণ অঞ্চলে মাটিতে কাচা জৈব পদার্থের পরিমাণ কম হয়, ফলে মাটিতে হ্রাস পেতে থাকে –
- খনিজ পদার্থ
- অক্সিজেন
- নাইট্রোজেন
- ক্যালসিয়াম
নাইট্রোজেন
[মৃত্তিকা] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Soil MCQ Mock Test || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস ১২) ভূগোলের মৃত্তিকা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || Soil Chapter MCQ Question Answer Class 12 WBCHSE
৪১. জেলিসল বর্গের মাটির উদাহরণ হল –
- পডসল
- তুন্দ্রা
- ল্যাটেরাইট
- পলল মৃত্তিকা
তুন্দ্রা
৪২. মাটি সৃষ্টির সক্রিয় উপাদান হল-
- উদ্ভিদ
- ভূপ্রকৃতি
- সময়
- জনকশিলা
উদ্ভিদ
৪৩. মরু অঞ্চলের ধূসর রং-এর লবণাক্ত মৃত্তিকাকে বলে –
- সোলানচাক
- পেডোক্যাল
- পেডালফার
- মাল
সোলানচাক
৪৪. চারনোজেম মৃত্তিকা দেখা যায় –
- ক্রান্তীয় অঞ্চলে
- উপক্রান্তীয় অঞ্চলে
- মরু অঞ্চলে
- নাতিশীতোষ্ণ অঞ্চলে
নাতিশীতোষ্ণ অঞ্চলে
৪৫. পরিণত মাটি সৃষ্টিতে একমাত্র অত্যাবশ্যক নিস্ক্রিয় উপাদান হল-
- সময়
- ভূপ্রকৃতি
- জলবায়ু
- জৈবিক পদার্থ
সময়
৪৬. পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে –
- ক্যালশিয়াম
- অ্যালুমিনিয়াম
- পটাশিয়াম
- জৈব পদার্থ
অ্যালুমিনিয়াম
৪৭. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল-
- লৌহ
- ম্যাঙ্গানিজ
- তামা
- নাইট্রোজেন
নাইট্রোজেন
৪৮. হেমাটাইট থেকে লিমোনাইট সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় , তা হল-
- অক্সিডেশন
- কার্বোনেশন
- হাইড্রেশন
- সলিউশন
হাইড্রেশন
৪৯. চুণ ও লবণের পরিমাণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হল-
- পেডোক্যাল
- পেডালফার
- সোলানচক্র
- স্পোডোসল
পেডোক্যাল
৫০. শিলায় মরচে পড়া কোন্ ধরনের রাসায়নিক আবহবিকার ?
- অঙ্গারযোজন
- শ্বল্কমোচন
- জলযোজন
- জারণপ্রক্রিয়া
জারণপ্রক্রিয়া
৫১. মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক ও সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় , সেই স্তরটি হল-
- ‘A’ স্তর
- ‘O’ স্তর
- ‘B’ স্তর
- ‘R’ স্তর
‘O’ স্তর
৫২. ‘সোলানচাক’ মাটি সৃষ্টির প্রক্রিয়া –
- ল্যাটেরাইজেশন
- স্যালিনাইজেশন
- ক্যালসিফিকেশন
- অ্যালক্যালাইজেশন
স্যালিনাইজেশন
[মৃত্তিকা] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Soil MCQ Mock Test || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস ১২) ভূগোলের মৃত্তিকা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || Soil Chapter MCQ Question Answer Class 12 WBCHSE
৫৩. হার্ডপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় –
- অ্যালকানাইজেশন
- স্যালিনাইজেশন
- গ্লেইজেশন
- পডজলাইজেশন
পডজলাইজেশন
৫৪. ‘ভৌত শুস্ক মৃত্তিকা’ বলা হয় –
- পলি
- দোআঁশ
- কাদা
- বালি মৃত্তিকাকে
বালি মৃত্তিকাকে
৫৫. Hardpan সৃষ্টি হয় যে মৃত্তিকায় , তা হল-
- চারনোজেম
- সিরোজেম
- পডজল
- তুন্দ্রা
পডজল
৫৬. একটি ক্ষারীয় প্রকৃতির মৃত্তিকা হল-
- ল্যাটেরাইট
- সোলানচাক
- পডসল
- পলি মৃত্তিকা
সোলানচাক
৫৭. ‘Honey Comb’ দেখা যায় যে মৃত্তিকায় তা হল-
- ল্যাটেরাইট
- পডজল
- চারনোজেম
- লোয়েস
ল্যাটেরাইট
৫৮. উত্তরপূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হল-
- অধিক বৃষ্টি
- অধিক জলসেচ
- ভূমিধ্বস
- ঝুমচাষ
ঝুমচাষ
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।