মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর|Madhyamik History MCQ Online Mock Test Set-2: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । Madhyamik পরীক্ষার History MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History MCQ Online Mock Test Set-2। তাই এই মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
Madhyamik History MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর
Q1.বাংলা ভাষার প্রথম প্রকাশিত রাজনৈতিক সংবাদপত্র –
- বঙ্গদর্শন
- দিগদর্শন
- সংবাদ প্রভাকর
- সোমপ্রকাশ
সোমপ্রকাশ
Q2. গোরা উপন্যাসটি লেখা হয় –
- সিপাহি বিদ্রোহের সময়
- বঙ্গভঙ্গ আন্দোলনের সময়
- অসহযোগ আন্দোলনের সময়
- কোনোটিই নয়
বঙ্গভঙ্গ আন্দোলনের সময়
Q3. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় –
- 1785 খ্রিষ্টাব্দে
- 1885 খ্রিষ্টাব্দে
- 1887 খ্রিষ্টাব্দে
- 1888 খ্রিষ্টাব্দে
1885 খ্রিষ্টাব্দে
Q4. জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠিত হয় –
- সাওতাল বিদ্রোহের পর
- কোল বিদ্রোহের পর
- মুন্ডা বিদ্রোহের পর
- চুয়াড় বিদ্রোহের পর
চুয়াড় বিদ্রোহের পর
Q5. জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় –
- মহেন্দ্রলাল সরকারকে
- স্যার আশুতোষ মুখার্জীকে
- তারকনাথ পালিতকে
- রাসবিহারী ঘোষকে
মহেন্দ্রলাল সরকারকে
Q6. বাংলায় প্রথম সাপ্তাহিক প্রত্রিকা ছিল –
- দিগদর্শন
- সমাচার দর্পণ
- সমাচার চন্দ্রিকা
- বেঙ্গল গেজেট
সমাচার দর্পণ
Q7. বাংলার গুটেনবার্গ বলা হয় –
- চার্লস উইলকিনসকে
- পঞ্চানন কর্মকারকে
- উইলিয়ামকে
- অগাস্টাস হিকিকে
চার্লস উইলকিনসকে
Q8. সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীক ছিল –
- সেগুন গাছ
- শাল গাছ
- শিমূল গাছ
- বট গাছ
শাল গাছ
Q9. ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- গগনেন্দ্রনাথ ঠাকুর
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
Q10. ওয়াহাবি শব্দের অর্থ কী ?
- ধর্মের দেশ
- বিধর্মীর দেশ
- নবজাগরণ
- নবধর্ম
নবজাগরণ
Q11. ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন –
- ফরাসী বিদ্রোহ
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
- কৃষক আন্দোলন
- নীল বিদ্রোহ
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
Q12. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় –
- 1834 খ্রিষ্টাব্দে
- 1835 খ্রিষ্টাব্দে
- 1836 খ্রিষ্টাব্দে
- 1838 খ্রিষ্টাব্দে
1835 খ্রিষ্টাব্দে
Q13. ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন”– উক্তিটি করেছেন –
- এন্ডমন্ড বার্ক
- লর্ড অ্যাক্টন
- ই এইচ কার
- অমলেশ ত্রিপাঠী
ই এইচ কার
Q14. ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় –
- ঋষি অরবিন্দ ঘোষকে
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
- স্বামী বিবেকানান্দকে
- রাজা রামমোহন রায়কে
স্বামী বিবেকানান্দকে
Q15. সর্বভারতীয় জাতীয় সন্মেলন হয়েছিল –
- 1880 খ্রিষ্টাব্দে
- 1882 খ্রিষ্টাব্দে
- 1883 খ্রিষ্টাব্দে
- 1884 খ্রিষ্টাব্দে
1883 খ্রিষ্টাব্দে
Q16. 1911 সালে কোন ক্লাব আই এফ এ শিল্ড জয় করে ?
- কুমোরটুলি
- মোহোনবাগান
- ইস্টবেঙ্গল
- টালিগঞ্জ অগ্রগামী
মোহোনবাগান
Q17. ভারতের প্রথম নীলকর হলেন –
- কার্ল ব্ল্যাম
- জেমস লং
- লুই বোনার্ড
- হ্যালিডে
লুই বোনার্ড
Q18. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক –
- কল্পনা জোশি
- ইন্দিরা দেবী
- সরোজিনী নাইডু
- কাদম্বিনী গাঙ্গুলি
কাদম্বিনী গাঙ্গুলি
Q19. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসিরা
- পোর্তুগিজরা
ইংরেজরা
Q20. দিগদর্শন প্রত্রিকার সম্পাদক ছিলেন –
- রামমোহন রায়
- মার্শম্যান
- বিদ্যাসাগর
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
রামমোহন রায়