দশম শ্রেণি বাংলা মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Bengali Mock Test Set-5: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক বাংলা অনলাইন মক টেস্ট। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Mock Test Set-5। তাই এই মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
দশম শ্রেণি বাংলা মক টেস্ট|Madhyamik Bengali Mock Test Set-5
Q1. “পথের দাবী” গল্পে পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল –
- গিরিশ মহাপাত্র
- রামদাস তলওয়ারকর
- সব্যসাচী মল্লিক
- নিমাইবাবু
সব্যসাচী মল্লিক
Q2. উপপদ শব্দটির অর্থ হল –
- সমপদ
- সমার্থক পদ
- সমীপবর্তী
- সংখ্যাবাচক শব্দ
সমীপবর্তী
Q3. “বুনো হাঁস ধরাই যে এদের কাজ” – ‘বুনো হাঁস’ বলা হয়েছে –
- ভারতীয়দের
- ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
- কালো মানুষদের
- চোর-ডাকাতদের
ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
Q4. পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে –
- কর্মধারায়
- বহুব্রীহি
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
অব্যয়ীভাব
Q5. জগদীশবাবু হিমালয়ের সন্ন্যাসীর কাঠের খড়মে লাগিয়েছিলেন –
- সোনার বোল
- সোনার বোতাম
- সোনার ফিতে
- সোনার ঘুঙুর
সোনার বোল
Q6. যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাকে কি পদ বলে ? –
- পূর্বপদ
- পরপদ
- সমস্যমান পদ
- অন্যপদ
সমস্যমান পদ
Q7. “হাসিবে মেঘবাহন” এখানে কাকে মেঘবাহন বলা হয়েছে ? –
- ইন্দ্রজিৎকে
- ইন্দ্রকে
- বরুণকে
- অগ্নিকে
ইন্দ্রকে
Q8. “উপনগরী” সমাসটি গড়ে উঠেছে –
- পশ্চাৎ অর্থে
- সাদৃশ্য অর্থে
- সামীপ্য অর্থে
- বিপ্সা অর্থে
সামীপ্য অর্থে
Q9. প্রথম দিকে লেখা শুকনো করা হত –
- বালি দিয়ে
- ব্লটিং পেপার দিয়ে
- চক দিয়ে
- কাপড়ের টুকরো দিয়ে
বালি দিয়ে
Q10. কাউকে ডাকা বাঁ আহ্বান বোঝাতে কি পদ হয় ?
- সম্বন্ধ পদ
- নামপদ
- সর্বনামপদ
- সম্বোধন পদ
সম্বোধন পদ
Q11. লেখক শ্রীপান্থ কিসের ভক্ত ?
- টাইপ রাইটারের
- কালি খেকো কলমের
- বল পেনের
- কাঠের দোয়াতের
বল পেনের
Q12. “সপ্ত মহাসিন্ধু দোলে কপোলতলে” । – সপ্ত মহাসিন্ধু পদটি যে সমাসের উদাহরণ তা হল
- অব্যয়ীভাব
- দ্বিগু
- সাধারণ কর্মধারায়
- দ্বন্দ্ব
সাধারণ কর্মধারায়
Q13. তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন –
- রাজনীতিবিদ
- উকিল
- অধ্যাপক
- চিকিৎসক
অধ্যাপক
Q14. “কথা অমৃতের ন্যায়”- এখানে উপমেয় পদটি হল –
- অমৃত
- ন্যায়
- কথা
- অমৃতের ন্যায়
কথা
Q15. “সে জানত না” – সে কি জানত না ?
- কথক আর কখনও ফিরে আসবেন না
- কথকের আসতে দেরি হবে
- কথক ফিরে আসবেন
- কথক শীঘ্রই আসবেন
কথক আর কখনও ফিরে আসবেন না
Q16. ‘গিন্নিমা’ এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল –
- গিন্নির মা
- যিনি গিন্নি তিনি মা
- গিন্নি ও মা
- যিনি গিন্নি তার মা
যিনি গিন্নি তিনি মা
Q17. “সভ্যতার শেষ পুন্যবাণী” – হল –
- বিদ্বেষ
- ভালবাসা
- ক্ষমা করো
- মঙ্গল করো
ক্ষমা করো
Q18. কী ঘুম না ঘুমাল । এখানে ঘুম হল –
- সমধাতুজ করণ
- সমধাতুজ কর্ম
- সমধাতুজ কর্তা
- করণের বিপ্সা
সমধাতুজ কর্ম
Q19. প্রলয় কোথায় উল্কা ছোটায় ?
- লাল খিলানে
- সবুজ খিলানে
- নীল খিলানে
- জগৎমাঝে
নীল খিলানে
Q20. সব কারকে ব্যবহৃত হয় –
- ধাতু
- তির্যক বিভক্তি
- প্রত্যয়
- সম্বন্ধ পদ
তির্যক বিভক্তি
Q21. বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিলেন –
- ফলমূল
- অন্ন-বস্ত্র
- ঠান্ডা জল
- দইমিষ্টি
ঠান্ডা জল
Q22. ‘তোমার গল্প তো দিব্যি হয়েছে।’ এখানে বক্তা হলেন –
- ছোটোকাকা
- ছোটোমেসো
- পত্রিকার সম্পাদক
- ছোটোমাসি
ছোটোমেসো
Q23. জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, যার বয়স নাকি –
- একশো বছর
- পাঁচশো বছর
- হাজার বছর
- দু-হাজার বছর-এর বেশি
হাজার বছর
Q24. আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।’ — এই ঘোষণা কার?
- হাসানের
- গ্রাম পঞ্চায়েতের
- অমৃতের বাবার
- গ্রাম প্রধানের
গ্রাম প্রধানের
Q25. পৃথিবী হয়তো গেছে মরে’-র অর্থ কী হতে পারে? –
- পৃথিবীর আয়ুক্ষয়
- দূষণময় পৃথিবী
- মানুষের মনুষ্যত্বহীনতা
- পৃথিবী উষ্ণতায় পূর্ণ
মানুষের মনুষ্যত্বহীনতা
Q26. প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, তা হল –
- বিভীষিকা
- অসন্তোষ
- মন্ত্র
- ক্রন্দন
মন্ত্র
Q27.. ‘অভিষেক’ কবিতাটি ‘মেঘনাদবধ কাব্য’-র –
- দ্বিতীয় সর্গের অন্তর্গত
- প্রথম সর্গের অন্তর্গত
- ষষ্ঠ সর্গের অন্তর্গত
- চতুর্থ সর্গের অন্তর্গত
প্রথম সর্গের অন্তর্গত
Q28. কলকাতার কোন্ পথে কলম বিক্রেতা গিজগিজ করছে ? –
- চৌরঙ্গিতে
- ধর্মতলায়
- কলেজ স্ট্রিটে
- কর্নওয়ালিশ স্ট্রিটে
চৌরঙ্গিতে
Q29. মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় –
- নিষ্ঠার সঙ্গে
- আবেগের সঙ্গে
- ভালোবাসার সঙ্গে
- প্রীতির সঙ্গে
প্রীতির সঙ্গে
Q30. একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে লেখক দেখেছিলেন তাদের তহবিলে রয়েছে যত রকমের নিব, তা হল—
- পাঁচশো
- সাতশো
- আটশো
- নয়শো
সাতশো