দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।Life Science MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ Question Answer কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5। তাই এটি , ক্লাস টেনের (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5
Q1. সঠিক জোড়া নির্বাচন করো এবং লেখো –
- বহুবিভাজন – হাইড্রা
- খণ্ডীভবন – স্পাইরোগাইরা
- পুনরুৎপাদন- ফার্ন
- কোরকোদ্গম -প্ল্যানোরিয়া
খণ্ডীভবন – স্পাইরোগাইরা
Q2. কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিক জিনোটাইপ শনাক্ত করো –
- BbRr, BBRr
- BBrr, Bbrr
- bbRR, bbRr
- bbrr, bbrr
BbRr, BBRr
Q3. নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নত করো –
- ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে
- পুরুষ দেহে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয় মানবদেহে ADH ও অক্সিজেন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়
- গ্লুকাগন নিয়োগ্লুকোজেনেসিস সাহায্য করে
ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে
Q4. দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাতটি স্থির করো –
- 1 : 9 : 3 : 1
- 9 : 1 : 1 : 1
- 9 : 3 : 3 : 1
- 9 : 1 : 3 : 1
9 : 3 : 3 : 1
Q5. ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে তা স্থির করো –
- সেন্ট্রোমিয়ারে
- টেলোমিয়ারে
- জিনে
- লোকাসে
লোকাসে
Q6. BMR বৃদ্ধি করে –
- পিটুইটারি হরমোন
- থাইরক্সিন
- ইনসুলিন
- গ্লুকাগন
থাইরক্সিন
Q7. ডিউটারোনোপ ব্যাক্তি যে-বর্ণ চিনতে অপারগ, তা হল –
- লাল
- হলুদ
- নীল
- সবুজ
সবুজ
Q8. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?
- রোলার জিভ
- হিমোফিলিয়া
- থ্যালাসেমিয়া
- কানের যুক্ত লতি
হিমোফিলিয়া
Q9. পায়রার ল্যাজের পালককে বলা হয় –
- রেকট্রিসেস
- রেমিজেস
- পেক্টোরালিস মেজর
- পেক্টোরালিস মাইনর
রেকট্রিসেস
Q10.গমনে অক্ষম প্রানী –
- (ক) সাগরকুসুম
- (খ) স্পঞ্জ
- (গ) (ক) ও (খ ) উভয়ই
- (ঘ) কোনোটিই নয়
(গ) (ক) ও (খ ) উভয়ই
Q11. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- ট্রপিক চলন – এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়
- প্রকরণ চলন – এটি একপ্রকার উদ্দীপক নিয়ন্ত্রিত সামগ্রিক চলন
- ন্যাস্টিক চলন – এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়
- কেমোন্যাস্টিক চলন – সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে চেপে ধরে
কেমোন্যাস্টিক চলন – সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে চেপে ধরে
Q12. অচল রেণুর সাহায্যে অযৌন জনন সম্পাদন করে –
- হাইড্রা
- স্পাইরোগাইরা
- মস
- পেনিসিলিয়াম
পেনিসিলিয়াম
Q13. TT×Tt -এর সংকরায়ণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত –
- 4:1
- 2:1
- 3:1
- 1:1
1:1
Q14. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো –
- আম -পক্ষীপরাগী পুস্প
- ভুট্টা -বায়ুপরাগী পুস্প
- শিমুল – বায়ুপরাগী পুস্প
- পাতাশ্যাওলা – পতঙ্গপরাগী পুস্প
ভুট্টা -বায়ুপরাগী পুস্প
Q15. Y -ক্রোমোজোমাস্থিত জিনকে বলা হয় –
- হোল্যানড্রিক জিন
- সিউডোজিন
- অঙ্কোজিন
- মিউটাজেন
হোল্যানড্রিক জিন
Q16. কোন জিনের বংশগতিতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই ?
- অসম্পূর্ণ প্রকট
- সম্পূর্ণ প্রকট
- সহপ্রকট
- প্রচ্ছন্ন
অসম্পূর্ণ প্রকট
Q17. কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষ হয় ?
- G1 দশায়
- S দশায়
- M দশায়
- G2 দশায়
G1 দশায়
Q18. নিম্নলিখিত কোন প্রাণীদের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিক ফিমেল দেখা যায় ?
- ঘাসফড়িঙ
- মানুষ
- ড্রসোফিলা
- পাখি
পাখি
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q19. নিম্নলিখিত কোন রোগটিকে ‘হাইড্রপস ফিটালিস’ বলে ?
- আলফা থ্যালাসেমিয়া মাইনর
- বিটা থ্যালাসেমিয়া মাইনর
- আলফা থ্যালাসেমিয়া মেজর
- বিটা থ্যালাসেমিয়া মেজর
আলফা থ্যালাসেমিয়া মেজর
Q20. মানব দেহের যে পেশির সংকোচনের ফলে অস্থিসন্ধির ভাঁজ খুলে সন্ধির অস্থি দুটি পরস্পরের থেকে দূরে সরে যায় , তা হল-
- ফ্লেক্সর
- এক্সটেনসর
- অ্যাবডাকটর
- অ্যাডাকটর
এক্সটেনসর