WB HS History MCQ Online Mock Test Set-1| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস MCQ মক টেস্টঃ WBCHSE Board –এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WB HS History MCQ Online Mock Test Set-1 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, উচ্চমাধ্যমিক [WBCHSE Class 12]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস ১২(XII) ইতিহাসের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।ক্লাস 12 ইতিহাসের বাছাই করা ৫০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% । ইতিহাস কুইজের এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট । তাই এই মক টেস্ট Class XII পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট|WB HS History MCQ Online Mock Test Set-1
Q1. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় –
- 1752 খ্রিষ্টাব্দে
- 1753 খ্রিষ্টাব্দে
- 1754 খ্রিষ্টাব্দে
- 1755 খ্রিষ্টাব্দে
1753 খ্রিষ্টাব্দে
Q2. হাজারদুয়ারি জাদুঘর হল একটি –
- প্রত্নতাত্ত্বিক জাদুঘর
- ঐতিহাসিক জাদুঘর
- শিল্প জাদুঘর
- বিশ্বকোশ জাদুঘর
ঐতিহাসিক জাদুঘর
Q3. Early History Of India গ্রন্থের রচয়িতা –
- জন স্টুয়ার্ট মিল
- জেমস প্রিন্সেপ
- কোল ব্রুক
- ভিনসেন্ট স্মিথ
ভিনসেন্ট স্মিথ
Q4. ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাক্ষ্যাকার হলেন –
- রমেশ চন্দ্র মজুমদার
- জেমস মিল
- রামশরণ শর্মা
- রণজিৎ গুহ
রমেশ চন্দ্র মজুমদার
Q5.পুরাণে বর্ণিত রাজবংশ গুলির অস্ত্বিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য’- উক্তিটি কার ?-
- দিব্যজ্যোতি মজুমদার
- ড. রণবীর চক্রবর্তী
- সুমিত সরকার
- যদুনাথ সরকার
দিব্যজ্যোতি মজুমদার
Q6. আতুম ছিলেন –
- গ্রীসের দেবতা
- মিশরের দেবতা
- স্পেনের দেবতা
- রোমের দেবতা
মিশরের দেবতা
Q7. শৃঙ্খল ঝংকার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন –
- মাস্টার দা সূর্য সেন
- বিপ্লবী বীণা দাস
- আশালতা সরকার
- মণিকুন্তলা সেন
বিপ্লবী বীণা দাস
Q8. ‘ঠাকুমার ঝুলি ’ উদাহরণ –
- কিংবদন্তির
- লোককথার
- পৌরাণিক কাহিনীর
- স্মৃতি কথার
লোককথার
Q9. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় –
- মিউজিয়োলজি
- জুলজি
- মিউজিকোলজি
- আর্কিয়োলজি
মিউজিয়োলজি
Q10. ‘ এ নেশন ইন মেকিং ’ লেখেন –
- বল্লভভাই প্যাটেল
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- বিপিন চন্দ পাল
- সুরেন্দ্রনাথ সেন
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q11. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম –
- একাত্তরের ডাইরী
- আমি নেতাজীকে দেখেছি
- সেদিনের কথা
- জীবনের জলসাঘরে
সেদিনের কথা
Q12. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় –
- থুকিডিডিসকে
- হেরোডোটাস কে
- সু –মা – কিয়েনকে
- ইবন খালদুনকে
থুকিডিডিসকে
Q13. ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়
- মহারাষ্ট্রে
- পাঞ্জাবে
- মাদ্রাজে
- বাংলায়
মহারাষ্ট্রে
Q14. ‘Proverty and Un- British Rule In India’ রচনা করেন –
- অরবিন্দ
- গান্ধীজী
- দাদাভাই নওরোজি
- সুরেন্দ্রনাথ
দাদাভাই নওরোজি
Q15. নানকিং এর চুক্তি কবে সাক্ষরিত হয়েছিল –
- 1839 খ্রিষ্টাব্দে
- 1842 খ্রিষ্টাব্দে
- 1843 খ্রিষ্টাব্দে
- 1845 খ্রিষ্টাব্দে
1842 খ্রিষ্টাব্দে
Q16. ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় –
- পুলিশ বিভাগকে
- বিচার বিভাগকে
- আমলাতন্ত্রকে
- সামরিক বিভাগকে
আমলাতন্ত্রকে
Q17. কে বাংলায় দৈত্ব শাসন ব্যবস্থার অবসান ঘটান ?-
- রবার্ট ক্লাইভ
- ভেরেলেস্ট
- ওয়ারেন হেস্টিংস
- লর্ড ওয়েলেসলি
ওয়ারেন হেস্টিংস
Q18. ইংরেজরা কোন চুক্তির দ্বারা বাংলার দেওয়ানি লাভ করেন ?
- এলাহাবাদের প্রথম চুক্তি
- এলাহাবাদের দ্বিতীয় চুক্তি
- সলবাইয়ের চুক্তি
- সগৌলির চুক্তি
এলাহাবাদের দ্বিতীয় চুক্তি
Q19. অমৃতসরের সন্ধি সাক্ষরিত হয় –
- 1782 খ্রিষ্টাব্দে
- 1820 খ্রিষ্টাব্দে
- 1809 খ্রিষ্টাব্দে
- 1819 খ্রিষ্টাব্দে
1809 খ্রিষ্টাব্দে
Q20. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল ?
- রেলপথের প্রসার
- বিনাশুল্কে বানিজ্য
- চিরস্থায়ী বন্দোবস্ত
- শিল্পায়ন
রেলপথের প্রসার
Q21. কোন আন্দোলনের স্লোগান ছিল ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ? –
- বঙ্গভঙ্গ
- আইন অমান্য
- ভারত ছাড়ো
- আসহযোগ –আন্দোলন
ভারত ছাড়ো
Q22. ‘রশিদ আলি দিবস’ পালিত হয় –
- 2 জানুয়ারি
- 12 ফেব্রুয়ারি
- 16 মার্চ
- 22 মে
12 ফেব্রুয়ারি
Q23. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে ‘দূর্ভাগ্যজনক প্রস্তাব’ আখ্যা দিয়েছিলেন –
- সুভাষচন্দ্র বসু
- মোহনদাস করম চাঁদ গান্ধি
- জহরলাল নেহেরু
- বি আর আম্বেদকর
মোহনদাস করম চাঁদ গান্ধি
Q24. মন্ট –ফোর্ড শাসন সংস্কার আইনকে ‘দাসত্বের পরিকল্পনা’ বলে অভিহিত করেন ?
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- অ্যানি বেসান্ত
- মহত্মা গান্ধি
- মহম্মদ আলি জিন্না
অ্যানি বেসান্ত
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট|WB HS History MCQ Online Mock Test Set-1
Q25. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের রচয়িতা হলেন –
- নারায়ণ পন্ডিত
- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- বিষ্ণুশর্মা
বিষ্ণুশর্মা
Q26. ‘চুইয়ে পড়া নীতি’ –এর প্রবর্তক হলেন –
- মেকলে
- রামমোহন রায়
- লর্ড উইলিয়ম বেন্টিং
- ডেভিড হেয়ার
মেকলে
Q27. ‘ফল অব দ্য মুঘল এম্পায়ার’ গ্রন্থটির রচয়িতা হলেন –
- রমেশ্চন্দ্র মজুমদার
- রমেশ্চন্দ্র দত্ত
- দাদাভাই নওরোজি
- যদুনাথ সরকার
Q28. কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজীরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?
- সলবাই এর সন্ধি
- বেসিনের সন্ধি
- সুরাটের সন্ধি
- লাহোরের সন্ধি
বেসিনের সন্ধি
Q29. ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –
- অমলেন্দু চক্রবর্তী
- ভবানী ভট্টাচার্য
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- বিজন ভট্টাচার্য
বিজন ভট্টাচার্য
Q30. তলোয়ার জাহাজে প্রথম বিদ্রোহ করে –
- গণেশ সামন্ত
- অশ্বিনী দত্ত
- বলাই দত্ত
- কল্পনা দত্ত
বলাই দত্ত
Q31. মাঞ্চুকুয়োর প্রধান ছিলেন –
- লর্ড লিটন
- সান ইয়াৎ সেন
- হো চি মিন
- পু – ঈ
পু – ঈ
Q32. 1947 সালের সীমানা কমিশনের প্রধান ছিলেন –
- স্যার ম্যাকমোহন
- স্যার মার্টিনেজ ডুরান্ড
- স্যার পেথিক লরেন্স
- স্যার সিরিল র্যাডক্লিফ
স্যার সিরিল র্যাডক্লিফ
Q33.’শের –ই- বঙ্গাল’বলা হয় –
- ফজলুল হককে
- শেখ মুজিবুর রহমানকে
- মহম্মদ আলি জিন্নাকে
- মৌলানা আবুল কালাম আজাদকে
ফজলুল হককে
Q34. ‘ইন্ডিয়াম মিরর’ পত্রিকা প্রকাশ করেন –
- রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
- ডিরোজিও
কেশবচন্দ্র সেন
Q35. শিম্নোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –
- চিন ও জাপানের মধ্যে
- ইংল্যান্ড ও চিনের মধ্যে
- রাশিয়া ও চিনের মধ্যে
- রাশিয়া ও ফ্রান্সের মধ্যে
চিন ও জাপানের মধ্যে
Q36.’হিস্ট্রি অব হিন্দুস্তান’ গ্রন্থটি রচনা করেন –
- রমেশ্চন্দ্র মজুমদার
- যদুনাথ সরকার
- আলেকজান্ডার ডাও
- ভিনসেন্ট স্মিথ
আলেকজান্ডার ডাও
Q37. চিনে 4- মে আন্দোলনের ডাক দিয়েছিলেন –
- চেন –তু –শিউ
- সান ইয়াৎ সেন
- মাও –যে –দং
- হোকান চি
চেন –তু –শিউ
Q38. গান্ধী প্রবর্তিত ‘হরিজন’ শব্দের অর্থ –
- অস্পৃশ্য
- নিপীড়িত
- ঈশ্বরের সন্তান
- তপশিলি জাতি
ঈশ্বরের সন্তান
Q39. ‘লোকহিতবাদী’ নামে পরিচিত ছিলেন –
- মদনমোহন মালব্য
- আত্মারাম পান্ডুরং
- গোপাল হরি দেশমুখ
- দয়ানন্দ সরস্বতী
গোপাল হরি দেশমুখ
Q40. ‘দামিন-ই-কোহ’ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
- সাঁওতাল
- কোল
- ভিল
- মুন্ডা
সাঁওতাল
Q41. বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন –
- অ্যানি বেসান্ত
- কেশব চন্দ্র সেন
- ডিরোজিও
- নারায়ণ গুরু
অ্যানি বেসান্ত
Q42. ‘Early History of India’ –গ্রন্থের রচয়িতা –
- কোলব্রুক
- জন স্টুয়ার্ট মিল
- জেমস প্রিন্সেপ
- ভিনসেন্ট স্মিথ
ভিনসেন্ট স্মিথ
Q43. কোন গভর্নর জেনারেলের আমলে ‘মেকলে মিনিটস’ গৃহীত হয় ?
- ওয়ারেং হেস্টিংস
- ক্যানিং
- ডালহৌসি
- বেন্টিং
বেন্টিং
Q44. Indian Statutory Commission কী নামে পরিচিত ?
- হান্টার কমিশন
- ইন্ডিগো কমিশন
- সাইমন কমিশন
- স্যাডলার কমিশন
সাইমন কমিশন
Q45. হিন্দু কলেজের বর্তমান নাম –
- লরেটো কলেজ
- প্রেসিডেন্সি ইউনিভারসিটি
- সেন্ট জেভিয়ার্স কলেজ
- স্কটিশ চার্চ কলেজ
প্রেসিডেন্সি ইউনিভারসিটি
Q46. মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ?
- লাহোর
- পাঞ্জাব
- আগ্রা
- দিল্লি
লাহোর
Q47. মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন-
- রঘুনাথ রাও
- দ্বিতীয় বাজিরাও
- সদাশিব রাও
- মাধব রাও
দ্বিতীয় বাজিরাও
Q48. ‘অহল্যার কাহিনি’ হল একটি –
- স্মৃতিকথা
- পৌরাণিক কাহিনী
- লোককথা
- কিংবদন্তি
পৌরাণিক কাহিনী
Q49. 29 আগস্ট , 1842 চিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
- পিকিং –এর সন্ধি
- টিয়েনসিনের সন্ধি
- নানকিং –এর সন্ধি
- হোয়ামপায়ার সন্ধি
নানকিং –এর সন্ধি
Q50. AITUC –এর প্রথম সভাপতি ছিলেন –
- বি পি ওয়াদিয়া
- লালা লাজপত রায়
- স্বামী বিদ্যানন্দ
- এস এ ডাঙ্গে
লালা লাজপত রায়
Important Links
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের অনলাইন মক টেস্ট