Madhyamik History Chapter 2 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 2 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ অধ্যায়ের বাছাই করা 30 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 2 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের অধ্যায়-২-এর অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 2 Mock Test। তাই এই ‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 2 Mock Test
Q1. হান্টার কমিশন গঠন করেন –
- লর্ড বেন্টিং
- লর্ড রিপন
- লর্ড ক্যানিং
- লর্ড কার্জন
লর্ড রিপন
Q2. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
- হরিশ চন্দ্র মুখোপাধ্যায়
- গিরিশচন্দ্র ঘোষ
- দীনবন্ধু মিত্র
- মধুসূদন দত্ত
গিরিশচন্দ্র ঘোষ
Q3. হুতোম প্যাঁচার নক্সায় প্রথম প্রকাশিত নকশা হল-
- চড়ক
- রথ
- রামলীলা
- দুর্গোতসব
চড়ক
Q4. নীলদর্পণ নাটক প্রকাশিত হয় –
- ১৭৫৭ সালে
- ১৭৯৯ সালে
- ১৮৬০ সালে
- ১৮৬১ সালে
১৮৬০ সালে
Q5. মেকলে মিনিট প্রকাশিত হয় –
- লর্ড আমহার্স্টের আমলে
- লর্ড হার্ডিঞ্জের আমলে
- লর্ড মেকলের আমলে
- লর্ড বেন্টিঙের আমলে
লর্ড বেন্টিঙের আমলে
Q6. কলকাতা মেডিক্যাল কলেজ তৈরির জন্য জমি দান করেন –
- মধুসূদন গুপ্ত
- মোতিলাল শীল
- লর্ড বেন্টিং
- ডিরোজিও
মোতিলাল শীল
Q7. কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম মহিলা স্নাতক হলেন –
- বিধুমুখী বসু
- সরোজিনী নাইডু
- কল্পনা দত্ত
- বীণা দাস
বিধুমুখী বসু
Q8. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় –
- ১৯০২ সালে
- ১৯০৪ সালে
- ১৯১৭ সালে
- ১৯২১ সালে
১৯০২ সালে
Q9. হান্টার কমিশন গঠিত হয় –
- ১৮৩৫ সালে
- ১৮৫৭ সালে
- ১৮৬৫ সালে
- ১৮৮২ সালে
১৮৮২ সালে
Q10. সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হল –
- রেগুলেশন – XVII
- রেগুলেশন –XVI
- রেগুলেশন – XV
- রেগুলেশন- XIV
রেগুলেশন – XVII
Q11. সতীদাহ প্রথা রদ হয় –
- ১৮২৮ সালে
- ১৮২৯ সালে
- ১৮৩০ সালে
- ১৮৫৬ সালে
১৮২৯ সালে
Q12. ব্রম্ভানন্দ নামে পরিচিত ছিলেন –
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশবচন্দ্র সেন
- শিবনাথ শাস্ত্রী
- আনন্দমোহন বসু
দেবেন্দ্রনাথ ঠাকুর
Q13. নব্য বেদান্ত বলা হয় –
- শঙ্করাচার্যের বেদান্তকে
- শ্রীরামকৃষ্ণের মতবাদকে
- স্বামী বিবেকানন্দের মতবাদকে
- স্বামী ব্রম্ভানন্দের মতবাদকে
স্বামী বিবেকানন্দের মতবাদকে
Q14. অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন –
- বিদ্যাসাগর
- ডেভিড হেয়ার
- রাধাকান্ত দেব
- রাজা রামমোহন রায়
রাজা রামমোহন রায়
Q15. বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় –
- ১৮২৯ খ্রিষ্টাব্দে
- ১৮৫৬ খ্রিষ্টাব্দে
- ১৮৫৭ খ্রিষ্টাব্দে
- ১৯০০ খ্রিষ্টাব্দে
১৮৫৬ খ্রিষ্টাব্দে
Q16. ব্রাম্ভসমাজের মুখপাত্র ছিল –
- তত্ত্ববোধিনী পত্রিকা
- পার্থেনন পত্রিকা
- সর্বশুভকরী পত্রিকা
- ক্যালকাটা ম্যাগাজিন
তত্ত্ববোধিনী পত্রিকা
Q17. নব্যবৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন –
- স্বামী বিবেকানন্দ
- বিজয়কৃষ্ণ গোস্বামী
- স্বামী দয়ানন্দ স্বরস্বতী
- শিবনাথ শাস্ত্রী
বিজয়কৃষ্ণ গোস্বামী
Q18. লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় _________ পত্রিকায় ।
- গ্রামবার্ত্তা পত্রিকায়
- তত্ত্ববোধিনী পত্রিকায়
- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
- বেঙ্গল গেজেট পত্রিকায়
গ্রামবার্ত্তা পত্রিকায়
Q19. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় _______ খ্রিষ্টাব্দে ।
- ১৮১৯ খ্রিষ্টাব্দে
- ১৭৪৫ খ্রিষ্টাব্দে
- ১৮১৮ খ্রিষ্টাব্দে
- ১৯০২ খ্রিষ্টাব্দে
১৮১৮ খ্রিষ্টাব্দে
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ মক টেস্ট |Madhyamik History Chapter 2 MCQ Online Mock Test
Q20. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় _______ খ্রিষ্টাব্দে
- ১৭৮১ খ্রিষ্টাব্দে
- ১৬৩২ খ্রিষ্টাব্দে
- ১৮৪৫ খ্রিষ্টাব্দে
- ১৭৫৪ খ্রিষ্টাব্দে
১৭৮১ খ্রিষ্টাব্দে
Q21. উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন –
- অশোক মিত্র
- দিনবন্ধু মিত্র
- বিজয়কৃষ্ণ গোস্বামী
- বিনয় ঘোষ
অশোক মিত্র
Q22. ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন –
- লর্ড বেন্টিং
- ডেভিড হেয়ার
- উইলিয়াম কেরি
- স্বামী বিবেকানন্দ
ডেভিড হেয়ার
Q23. ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় –
- রাজা রামমোহন রায়কে
- ডিরোজিয়োকে
- বিদ্যাসাগরকে
- রাধাকান্ত দেবকে
ডিরোজিয়োকে
Q24. গ্রামীন সংবাদ পত্রের জনক বলা হয় –
- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকে
- তত্ত্ববোধিনী পত্রিকাকে
- গ্রামবার্ত্তা পত্রিকাকে
- বেঙ্গল গেজেট পত্রিকাকে
গ্রামবার্ত্তা পত্রিকাকে
Q25. স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন –
- রাধাকান্ত দেব
- বিদ্যাসাগর
- আশুতোষ মুখোপাধ্যায়
- ডেভিড হেয়ার
রাধাকান্ত দেব
Q26.ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন –
- স্বামী বিবেকানন্দ
- শিবনাথ শাস্ত্রী
- বিজয় কৃষ্ণ গোস্বামী
- কেশব চন্দ্র সেন
কেশব চন্দ্র সেন
Q27. ‘ফকির অফ জঙ্ঘিরা’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন ?
- ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর
- ডিরোজিও
- রাজা রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
ডিরোজিও
Q28. কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন পাস হয় ?
- লর্ড হার্ডিঞ্জ
- লর্ড মেয়ো
- লর্ড ক্যানিং
- লর্ড রিপণ
লর্ড ক্যানিং
Q29. পটলডাঙ্গা আক্যাডেমির বর্তমান নাম কী ?
- হেয়ার স্কুল
- হিন্দু স্কুল
- বেথুন কলেজ
- কলকাতা মেডিক্যাল কলেজ
হেয়ার স্কুল
Q30. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন –
- কালীপ্রসন্ন সিংহ
- মধুসূদন রায়
- রামমোহন রায়
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
হরিশচন্দ্র মুখোপাধ্যায়