শ্বসন MCQ মক টেস্ট PDF|Respiration MCQ Mock Test in Bengali

Respiration MCQ Mock Test in Bengali

শ্বসন MCQ মক টেস্ট PDF
শ্বসন MCQ মক টেস্ট PDF|Respiration MCQ Mock Test in Bengali

শ্বসন MCQ মক টেস্ট PDF: WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Respiration MCQ Mock Test in Bengali।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি জীবন বিজ্ঞান শ্বসন MCQ মক টেস্ট PDF -এর বাছাই করা ৫৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।শ্বসনের MCQ কুইজ তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।এই MCQ প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়ার পরে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে ।

ক্লাস নাইনের জীবন বিজ্ঞান শ্বসন অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ নিয়ে তৈরি Respiration MCQ Mock Test in Bengali ।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

শ্বসন MCQ মক টেস্ট PDF|Respiration MCQ Mock Test in Bengali

1. শ্বসন কী ধরনের বিপাক ক্রিয়া ?

  • উপচিতি বিপাক ক্রিয়া
  • অপচিতি বিপাক ক্রিয়া
  • ভৌত প্রক্রিয়া
  • যান্ত্রিক প্রক্রিয়া

অপচিতি বিপাক ক্রিয়া

Q2. উচ্চশক্তি সম্পন্ন ATP উৎপাদনের প্রক্রিয়াটি হল –

  • সালোকসংশ্লেষ
  • পুষ্টি
  • শ্বসন
  • রেচন

শ্বসন

Q3. শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন –

  • হ্রাস পায়
  • বৃদ্ধি পায়
  • একই থাকে
  • কোনোটিই নয়

হ্রাস পায়

Q4. শ্বসনে উৎপন্ন শক্তির মূল উৎস হল –

  • ফ্যাট 
  • প্রোটিন
  • গ্লুকোজ
  • গ্লিসারল

গ্লুকোজ

Q5. শ্বসন প্রক্রিয়াটি ঘটে –

  • প্রোক্যারিওটিক কোশে
  • ইউক্যারিওটিক কোশে
  • প্রাণী কোশে
  • সকল সজীব কোশে

সকল সজীব কোশে

 Q6. শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোশ অঙ্গাণুটি হল –

  • লাইসোজোম
  • রাইবোজোম
  • সেন্ট্রোজোম
  • মাইট্রোকন্ড্রিয়া

মাইট্রোকন্ড্রিয়া

Q7. এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার বলে –

  • ADP –কে
  • AMP – কে
  • ATP –কে
  • GTP – কে

ATP –কে

Q8. কোশের শক্তির উৎস বলা হয় যে কোশ অঙ্গাণুকে –

  • গলগি বস্তু
  • মাইটোকন্ড্রিয়া
  • লাইসোজোমকে
  • প্লাস্টিডকে

মাইটোকন্ড্রিয়া

Q9. প্রোক্যারিওটিক কোশে শ্বসন সম্পন্ন হয় – 

  • রাইবোজোমে
  • সেন্ট্রোজো্মে
  • লাইসোজোমে
  • মেসোজোমে

মেসোজোমে

Q10. সবাত শ্বসনে  গৃহীত গ্যাসটি হল –

  • O2
  • NO2
  • CO2
  • SO2

O2

শ্বসন MCQ মক টেস্ট PDF | Respiration MCQ Mock Test in Bengali

Q11. শ্বসনে জীব কতৃক বর্জিত গ্যাসটি হল –

  • O2
  • NO2
  • CO2
  • SO2

CO2

Q12. শ্বাসকার্য এক প্রকারের –

  • বহিঃকোশীয় যান্ত্রিক প্রক্রিয়া
  • অন্তঃকোশীয় যান্ত্রিক প্রক্রিয়া
  • বহিঃকোশীয় রাসায়নিক প্রক্রিয়া
  • অন্তঃকোশীয় বিপাক ক্রিয়া

বহিঃকোশীয় যান্ত্রিক প্রক্রিয়া

Q13. খাদ্যস্থ স্থৈতিক শক্তি  গতিশক্তিতে রূপান্তরিত হয় –

  • সালোকসংশ্লেষের মাধ্যমে
  • শ্বসনের মাধ্যমে
  • শ্বাসকার্যের মাধ্যমে
  • রেচনের মাধ্যমে

শ্বসনের মাধ্যমে

Q14. শক্তির দ্রুত মুক্তি ঘটে এবং তাপ ও আলোক উভয়ই উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় তা হল –

  • সবাত শ্বসনে
  • অবাত শ্বসনে
  • সন্ধানে
  • দহনে

দহনে

Q15. শ্বসনের প্রথম পর্যায়  গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোশের –

  • সাইটোপ্লাজমে
  • মাইটোকন্ড্রিয়াতে
  • ক্লোরোপ্লাস্টিডে
  • নিউক্লিয়াসে

সাইটোপ্লাজমে

 Q16. শ্বসনের দ্বিতীয় পর্যায় অর্থাৎ ক্রেবস চক্র ঘটে কোশের –

  • সাইটোপ্লাজমে
  • মাইটোকন্ড্রিয়াতে
  • ক্লোরোপ্লাস্টিডে
  • নিউক্লিয়াসে

মাইটোকন্ড্রিয়াতে

Q17. সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে  তাপ শক্তি উৎপন্ন হয় প্রায় –

  • 646Kcal
  • 666Kcal
  • 686 Kcal
  • 698 Kcal

686 Kcal

Q18. সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে ATP উৎপন্ন হয় –

  • 34 অণু
  • 36 অণু 
  • 38 অণু 
  • 40 অণু  

38 অণু 

Q19. EMP পথ বলতে বোঝানো হয় –

  • C4 চক্রকে
  • C3 চক্রকে
  • ক্রেবস চক্রকে
  • গ্লাইকোলাইসিসকে

গ্লাইকোলাইসিসকে

Q20. TCA চক্র বলতে বোঝানো হয় –

  • C3 চক্রকে
  • C4 চক্রকে
  • ক্রেবস চক্রকে
  • গ্লাইকোলাইসিসকে

ক্রেবস চক্রকে

Q21. যে প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় তা হল –

  • সবাত এবং অবাত শ্বসন 
  • সবাত শ্বসন
  • অবাত শ্বসন
  • সন্ধান  

সবাত শ্বসন

Q22. যে প্রকার শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তা হল –

  • অবাত শ্বসন
  • সবাত শ্বসন
  • সন্ধান
  • সবাত এবং অবাত শ্বসন  

সন্ধান

Q23. যে শ্বসনে অক্সিজেন যুক্ত যৌগ প্রয়োজন হয় তা হল –

  • সবাত শ্বসন
  • অবাত শ্বসন
  • সন্ধান
  • দহন  

অবাত শ্বসন

Q24. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয় –

  • গ্লুকোজ
  • সাইট্রিক অ্যাসিড
  • পাইরুভিক অ্যাসিড
  • অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

পাইরুভিক অ্যাসিড

Q25. অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় –

  • 150Kcal
  • 324Kcal
  • 50Kcal
  • 686Kcal

50Kcal

Q26. নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় CO2 উৎপন্ন হয় না  ?

  • সবাত শ্বসন
  • অবাত শ্বসন
  • ল্যাকটিক অ্যাসিড সন্ধান
  • কোহল সন্ধান  

ল্যাকটিক অ্যাসিড সন্ধান

Q27. কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ –

  • 25 cal
  • 50Kcal
  • 25 Kcal
  • 50cal

25 Kcal

শ্বসন MCQ মক টেস্ট PDF

Q28. লোহিত রক্ত কণিকাতে সবাত শ্বসন না ঘটার কারণ –

  • নিউক্লিয়াস অনুপস্থিত
  • মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত
  • বেশী শক্তির প্রয়োজন হয় না
  • ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত

মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত

Q29. ক্রেবস চক্র ঘটে মাইট্রোকন্ড্রিয়ার –

  • ধাত্রে
  • ক্রিস্টিতে
  • বহিঃপ্রকোষ্ঠে
  • বহিঃপর্দায়

ধাত্রে

Q30. সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে ATP উৎপন্ন হয় –

  • এক অণু 
  • দুই অণু 
  • চার অণু
  • আট অণু  

আট অণু

শ্বসন MCQ মক টেস্ট PDF | Respiration MCQ Mock Test in Bengali

Q31. অতিরিক্ত পরিশ্রমের সময় ঐচ্ছিক পেশীকোশে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয়-

  • ল্যাকটিক অ্যাসিড
  • সাইট্রিক অ্যাসিড
  • বিউটাইরিক অ্যাসিড
  • ফিউমারিক অ্যাসিড

ল্যাকটিক অ্যাসিড

Q32. ফুসফুসের গঠনগত একক হল –

  • প্লুরা
  • ব্রংকাস 
  • অ্যালভিওলাই
  • ব্রংকিওল

অ্যালভিওলাই

Q33. শ্বাসপেশিটি হল –

  • মধ্যচ্ছদা 
  • ইন্টারকস্টাল পেশি
  • A ও B
  • কোনোটিই নয়

A ও B

Q34. অবাত শ্বসন সম্পন্ন করে এমন একটি প্রাণী হল –

  • কেঁচো 
  • হাইড্রা
  • মনসিস্টিস 
  • প্রজাপতি

মনসিস্টিস 

Q35. ক্রেবস চক্রে মোট কত অণু ATP উৎপন্ন হয় ?

  • ১০ অণু 
  • ২০ অণু 
  • ১৭ অণু
  • ১২ অণু

১২ অণু

 Q36. অ্যামিবা শ্বাসকার্য করে –

  • ত্বক দ্বারা
  • দেহতল দ্বারা
  • ফুলকা দ্বারা
  • ফুসফুস দ্বারা

দেহতল দ্বারা

Q37. দেহত্বক প্রধান শ্বাসঅঙ্গ রূপে দায়িত্ব পালন করে –

  • কেঁচোর 
  • হাইড্রার
  • ফড়িং-এর
  • টিকটিকির

কেঁচোর 

 Q38. মাকড়সার শ্বাসঅঙ্গের নাম –

  • বই ফুলকা
  • বহিঃ ফুলকা
  • বই ফুসফুস
  • ট্রাকীয়া

বই ফুসফুস

Q39. ট্রাকীয়ার সাহায্যে শ্বাসকার্য করে –

  • জোঁক
  • আরশোলা
  • কুমীর
  • শামুক

আরশোলা

Q40. চিংড়ির শ্বাসঅঙ্গের নাম –

  • বুক – গিল
  • বুক লাং
  • ট্রাকিয়া
  • দেহত্বক

বুক – গিল

Q41. জৈব  জ্যোতি বিচ্ছুরণ দেখা যায় –

  • ফড়িং- এ
  • কেঁচো –তে
  • শামুক –এ
  • জোনাকি –তে

জোনাকি –তে

Q42. অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় –

  • কই মাছে
  • রুই মাছে
  • ইলিশমাছে
  • কাতলামাছে

কই মাছে

Q43. শ্বাসবৃক্ষ দেখা যায় –

  • রুই মাছে
  • মাগুর মাছে
  • কই মাছে
  • শিঙি মাছে  

মাগুর মাছে

Q44. পায়রার বায়ুথলির সংখ্যা হল –

  • 7 জোড়া 
  • 8 টি
  • 9 টি 
  • 9 জোড়া

9 টি 

Q45. ফুসফুসের আবরণকে বলে –

  • পেরিকার্ডিয়াম
  • পেরিটোনিয়াম
  • প্লুরা
  • ক্যাপসুল

প্লুরা

Q46. জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে –

  • জল থেকে 
  • বায়ু থেকে
  • মাটি থেকে
  • অক্সিজেন যুক্ত যৌগ থেকে

বায়ু থেকে

Q47. লৌহ ঘটিত শ্বাসরঞ্জকটি হল –

  • হিমোসায়ানিন
  • হিমোএরিথ্রিন
  • হিমোগ্লোবিন
  • ক্লোরোক্রুয়োনিন

হিমোগ্লোবিন

Q48. মানুষের স্বরযন্ত্রের  নাম –

  • জিহ্বা
  • ল্যারিংস
  • ট্রাকীয়া
  • গলবিল  

ল্যারিংস

Q49. অ্যাডমস অ্যাপল বলা হয় –

  • ফুসফুসকে
  • ব্রংকাসকে
  • অ্যাল্ভিওলাইকে
  • ল্যারিংসকে

ল্যারিংসকে

Q50. প্রশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে –

  • 16.3% ,4%
  • 20.94% ,0.03%
  • 17.5% , 0.3%
  • 18.6% , 2.0%

20.94% ,0.03%

Q51. নিশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে –

  • 16.3% ,4.0%
  • 20.94% , 0.3%
  • 17.5% ,0.3%
  • 18.6% , 2.0%  

16.3% ,4.0%

Q52. লবণাম্বু উদ্ভিদ শ্বাসক্রিয়া সম্পন্ন করে –

  • লেন্টিসেল দ্বারা
  • পত্ররন্ধ্র দ্বারা
  • নিউম্যাটোফোর দ্বারা
  • কিউটিকল দ্বারা

নিউম্যাটোফোর দ্বারা

Q53. বহিঃফুলকা নিম্নলিখিতদের মধ্যে কার শ্বাসঅঙ্গ ?

  • ব্যাঙ
  • ব্যাঙ্গাচি
  • কই 
  • হাঙর

ব্যাঙ্গাচি

শ্বসন MCQ মক টেস্ট PDF | Respiration MCQ Mock Test in Bengali

Q54. এমফাইসোমা হল এক ধরনের –

  • COPD
  • ব্রংকাইটিস
  • ফুসফুস ক্যানসার
  • তীব্র কাশি

COPD

Q55. মানব দেহের  রিজার্ভ পেসমেকার হল –

  • SA নোড
  • AV নোড
  • হিজের বান্ডিল
  • পারকিনজি তন্তু

AV নোড

Name of the File- শ্বসন MCQ মক টেস্ট

Type of the File- PDF

Size of the File- 219Kb

Number of Pages- 12

Number of Questions-75

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Respiration MCQ Mock Test in Bengali -এর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!