WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Solution MCQ Mock Test in Bengali।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান দ্রবণের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞানের দ্রবণ অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ৩৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 4 ‘দ্রবণ’-এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় দ্রবণের MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট। তাই দ্রবণ অধ্যায়ের মক টেস্ট – টি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
দ্রবণ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Solution MCQ Mock Test in Bengali
Q1. কঠিনে কঠিনে দ্রবণ হল –
- বোরন
- ব্রোঞ্জ
- বেরিলিয়াম
- বেরিয়াম
ব্রোঞ্জ
Q2. কঠিনে তরলের দ্রবণের একটি উদাহরণ হল –
- কুয়াশা
- বায়ুতে মিশ্রিত কর্পুর
- জিংক অ্যামালগাম
- পিতল
জিংক অ্যামালগাম
Q3. কোনো দ্রাবকে দ্রাব কণার ব্যাস 10-5 সেমি ও 10-7 সেমির মধ্যে হলে উৎপন্ন হয় –
- সম্পৃক্ত দ্রবণ
- প্রকৃত দ্রবণ
- প্রলম্বন
- কোলয়েডীয় দ্রবণ
কোলয়েডীয় দ্রবণ
Q4. কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না ?
- সাবানের ফেনা
- কালি
- চিনির দ্রবণ
- স্টার্চের দ্রবণ
চিনির দ্রবণ
Q5. কোনটির বিস্তৃত দশা তরল ও বিস্তার মাধ্যম গ্যাসীয় ?
- মেঘ
- ধোঁয়া
- জেল
- সাবানের বুদবুদ
মেঘ
Q6. প্রদত্ত কোনটিকে ইমালসান বলে –
- মেঘ
- সাবানের ফেনা
- শ্যাম্পু
- জলে দ্রাব্য স্টার্চ
শ্যাম্পু
Q7. অনার্দ্র কপার সালফেট কী ধরনের পদার্থ ?
- উদ্গ্রাহী
- উদত্যাগী
- জলাকর্ষী
- অতিপৃক্ত
জলাকর্ষী
Q8. প্রদত্ত কোনটিতে কেলাস জল থাকে না ?
- ব্লু-ভিট্রিয়ল
- বোরাক্স
- কাপড় কাচার সোডা
- চিনি
চিনি
Q9. কেলাসনের একটি পদ্ধতি হল –
- উর্দ্ধপাতন
- পরিস্রাবন
- আংশিক পাতন
- আস্রাবন
উর্দ্ধপাতন
Q10. সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব –
- বাড়ে
- কমে
- অপরিবর্তিত থাকে
- কোনোটিই নয়
অপরিবর্তিত থাকে
Q11. উষ্ণতা বৃদ্ধিতে কার দ্রাব্যতা অপরিবর্তিত থাকে ?
- CaSO4
- KNO3
- ZnCl2
- NaCl
NaCl
Q12. তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের দ্রাব্যতা কমে ?
- NaCl
- Ca(OH)2
- Mg(OH)2
- Na2CO3
Ca(OH)2
Q13. উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নাইট্রেটের (KNO3) –এর দ্রাব্যতা –
- কমে
- বাড়ে
- প্রায় অপরিবর্তিত থাকে
- প্রথমে বাড়ে পরে কমে
বাড়ে
Q14. উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা –
- বাড়ে
- একই থাকে
- কমে
- বৃদ্ধি বা হ্রাস হওয়া গ্যাসটির প্রকৃতির ওপর নির্ভর করে
কমে
Q15. চাপ বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- একই থাকে
- প্রথমে বাড়ে ,পরে কমে
একই থাকে
Q16. দ্রাব্যতার একক –
- g/cm3
- kg .m2
- g
- নেই
নেই
Q17. NaCl –এর দ্রাব্যতা লেখ –
- x অক্ষের সমান্তরাল
- x –y অক্ষের ওপর লম্ব ও বিচ্ছিন্ন
- y –অক্ষের সমান্তরাল
- y অক্ষের ওপর লম্ব ও বিচ্ছিন্ন
x অক্ষের সমান্তরাল
Q18. উর্দ্ধপাতন হয় –
- CuSO4
- চুন
- Na2S2O3
- কর্পূর
কর্পূর
Q19. ইমালসান কারক হল –
- মাখন
- বালি
- ডিটারজেন্ট
- দুধ
ডিটারজেন্ট
Q20. ইমালসানের বিস্তৃত দশার কণার ব্যাস –
- 10-7 – 10-5 cm
- 10-7cm
- 10-3 cm
- 10-4 – 10-5 cm
10-7 – 10-5 cm
Q21. একটি সোদক কেলাস হল –
- মিথানল
- FeSO4 . 7H2O
- CuS
- আয়োডিন
FeSO4 . 7H2O
Q22. জল ও ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের কোলয়েডকে বলে –
- এরোসল
- মিল্ক অফ ম্যাগনেশিয়া
- ফোFeSO4 . 7H2Oম
- জেল
FeSO4 . 7H2O
Q23. সোডা ওয়াটারের বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম হল –
- গ্যাস ,কঠিন
- তরল ,তরল
- গ্যাস ,তরল
- তরল ,গ্যাস
গ্যাস ,তরল
Q24. প্রলম্বনের উদাহরণ হল –
- চকের চূর্ণ
- আঠা
- চা
- তেল
চকের চূর্ণ
Q25. ব্লু –ভিট্রিয়লে কত অণু জল থাকে ?
- 10
- 5
- 7
- 2
5
Q26. 1000 ml 20% Ca(OH)2 দ্রবণে দ্রাবের পরিমাণ –
- 150gm
- 100 gm
- 50gm
- 200 gm
200 gm
Q27. কুয়াশা হল গ্যাসে –
- তরলের দ্রবণ
- গ্যাসে কার্বনের দ্রবণ
- গ্যাসের দ্রবণ
- কঠিনের দ্রবণ
তরলের দ্রবণ
Q28. চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা বৃদ্ধি পায় সেটি হল –
- Ca(OH)2
- KNO3
- CO2
- NaCl
CO2
Q29. এমন একটি দ্রবণের উদাহরণ দাও যাকে কখনোই সম্পৃক্ত করা যায় না ।
- জল ও চিনির দ্রবণ
- জল ও তুঁতের দ্রবণ
- জল ও ইথাইল অ্যালকোহলের দ্রবণ
- জল ও NaCl –এর দ্রবণ
জল ও ইথাইল অ্যালকোহলের দ্রবণ
Q30. মোলারিটি হল –
- দ্রাব্যতার একক
- দ্রবণের শক্তিমাত্রার একক
- দ্রবণের অম্লত্ব মাপার একক
- দ্রবণের ক্ষারকত্ব মাপার একক
দ্রবণের শক্তিমাত্রার একক
Q31. 40˚C উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 25 । ওই উষ্ণতায় 400g জলকে সম্পৃক্ত করতে কী পরিমাণ লবণ প্রয়োজন হবে ?
- 50g
- 70g
- 80g
- 100g
100g
Q32. 15g KNO3 জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 mL করা হল । দ্রবণের শতকরা মাত্রা হল-
- 5%
- 6%
- 10%
- 15%
6%
Q33. রক্তের মধ্যে থাকাকালীন রক্ত কণিকাগুলি চুপসে যায় না কারণ রক্ত –
- অতিসারক দ্রবণ ( হাইপারটনিক দ্রবণ )
- লঘুসারক দ্রবণ ( হাইপোটনিক দ্রবণ )
- সমসারক দ্রবণ ( আইসোটনিক দ্রবণ )
- কোলয়েড দ্রবণ
সমসারক দ্রবণ ( আইসোটনিক দ্রবণ )
Q34. বিশুদ্ধ জলের মোলারিটি কত ?
- 100 mol/L
- 55.6 mol/L
- 50 mol/L
- 18 mol/L
55.6 mol/L
Q35. 500 mL দ্রবণে 3.65g HCl দ্রবীভূত আছে । দ্রবণটির শক্তিমাত্রা mol/L এককে হবে –
- 0.2 mol/L
- 0.5 mol/L
- 1 mol/L
- 1.5 mol/L
0.2 mol/L
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট