HS Class 12 Bengali MCQ Mock Test –বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর , বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর , বাঙালির চিত্রকলা MCQ প্রশ্ন উত্তর , বাংলা চলচ্চিত্রের কথা MCQ প্রশ্ন উত্তর , বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর , বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর – WBCHSE Board –এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে HS Class 12 Bengali MCQ Mock Test – বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি মক টেস্ট । এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, ক্লাস ১২ [WBCHSE Class 12]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন । বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতির MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
Table of Contents
HS Class 12 Bengali MCQ Mock Test – বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি মক টেস্ট
বাংলা গানের ধারা
1. একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম –
- লালন ফকির
- হরু ঠাকুর
- রামপ্রসাদ সেন
- গোবিন্দদাস কবিরাজ
হরু ঠাকুর
2. পাঁচালি রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য –
- লক্ষ্মীকান্ত বিশ্বাস
- গঙ্গানারায়ণ নস্কর
- দাশরথি রায়
- আনন্দ শিরোমণি
দাশরথি রায়
3. ‘মিলে সব ভারত সন্তান’ গানটির রচয়িতা –
- গোবিন্দচন্দ্র রায়
- সত্যেন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ ঠাকুর
4. রবীন্দ্রনাথের ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ’ গানটি কোন্ সুরে প্রভাবিত?
- ভাটিয়ালি
- বাউল
- ঝুমুর
- সারি
ভাটিয়ালি
5. ‘চারণ কবি’ নামে প্রসিদ্ধ –
- গোবিন্দ দাস
- কাজী নজরুল ইসলাম
- মুকুন্দ দাস
- চণ্ডীদাস
মুকুন্দ দাস
6. মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম —
- যজ্ঞেশ্বর দে
- যজ্ঞেশ্বর সেন
- যজ্ঞেশ্বর ঘোষ
- যজ্ঞেশ্বর রায়
যজ্ঞেশ্বর দে
7. টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন –
- রামনিধি গুপ্ত
- বেগম আখতার
- নির্মলেন্দু চৌধুরী
- ভূপেন হাজারিকা
রামনিধি গুপ্ত
8. বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন –
- রামশঙ্কর ভট্টাচার্য
- বিষ্ণুপদ চক্রবর্তী
- যদুভট্ট
- জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
রামশঙ্কর ভট্টাচার্য
9. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ –
- আনন্দ
- সমবেত
- বীরত্ব
- ক্রন্দন
ক্রন্দন
10. ‘বলো বলো বলো সবে’ গানটি লিখেছেন –
- কাজী নজরুল ইসলাম
- রজনীকান্ত সেন
- দ্বিজেন্দ্রলাল রায়
- অতুলপ্রসাদ
অতুলপ্রসাদ
বাঙালির চিত্রকলা
11. বিশ্বভারতীর হিন্দিভবনের দেওয়ালে আঁকা ‘মধ্যযুগের সম্ভগণ’ ছবিটির স্রষ্টা কে ? –
- নন্দলাল বসু
- বিনোদবিহারী মুখোপাধ্যায়
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- দেবীপ্রসাদ রায়চৌধুরী
বিনোদবিহারী মুখোপাধ্যায়
12. পশ্চিমবঙ্গ ও ওড়িশা ছাড়া ভারতের আর কোথায় পটচিত্র পাওয়া যায় ? –
- রাজস্থান
- গুজরাত
- কেরালা
- কর্ণাটক
রাজস্থান
13. কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন ?
- পিকাসো
- রাফায়েল
- লিওনার্দো-দ্য-ভিঞি
- মাইকেল অ্যাঞ্জেলো
পিকাসো
14. অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে –
- ওয়াশ
- গুয়াশ
- স্কেচ
- পট
গুয়াশ
15. রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পানে বসিয়েছিলেন –
- নন্দলাল বসু
- বিনোদবিহারী মুখোপাধ্যায়
- রামকিঙ্কর বেইজ
- সুরেন্দ্রনাথ কর
নন্দলাল বসু
16. সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র –
- মা যশোদা
- মধ্যযুগের সন্তগণ
- হলকর্ষণ
- ভারতমাতা
মা যশোদা
17. অভিধানে ‘পট’ শব্দটির অর্থ –
- পতাকা
- পুস্তক
- চিত্র
- সংগীত
চিত্র
বাংলা চলচ্চিত্রের কথা
18. রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ ও পরিবেশন করেছিলেন-
- রুস্তমজী ধোতিওয়ালা
- জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়
- দাদাসাহেব ফালকে
- প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়
দাদাসাহেব ফালকে
19. প্রথম ভারতীয় সবাক ছবি –
- জামাইষষ্ঠী
- আলম আরা
- চণ্ডীদাস
- নাগরিক
আলম আরা
20. সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র –
- পথের পাঁচালী
- অপরাজিত
- অপুর সংসার
- দেবী
পথের পাঁচালী
21. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন—
- সত্যজিৎ রায়
- পণ্ডিত রবিশঙ্কর
- ওস্তাদ বিলায়েত খাঁ
- ওস্তাদ বিসমিল্লা খাঁ
পণ্ডিত রবিশঙ্কর
22. ‘মেঘে ঢাকা তারা’ ছায়াছবিটি তৈরি করেছেন –
- সত্যজিৎ রায়
- মৃণাল সেন
- উত্তমকুমার
- ঋত্বিক ঘটক
ঋত্বিক ঘটক
23. ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ? –
- মৃণাল সেন
- ঋত্বিক ঘটক
- হীরালাল সেন
- প্রমথেশ বড়ুয়া
হীরালাল সেন
24. বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি হল –
- সপ্তপদী
- স্বরলিপি
- কানজঙ্ঘা
- পথে হল দেরি
পথে হল দেরি
বাঙালির বিজ্ঞান চর্চা
25. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি ?
- নীলরতন সরকার
- প্রফুল্লচন্দ্র রায়
- রাধাগোবিন্দ কর
- মহেন্দ্রলাল সরকার
মহেন্দ্রলাল সরকার
26. “মারকিউরাস নাইট্রাইট’-এর আবিষ্কারক –
- মেঘনাদ সাহা
- প্রফুল্লচন্দ্র রায়
- জগদীশচন্দ্র বসু
- প্রিয়দারঞ্জন রায়
প্রফুল্লচন্দ্র রায়
27. ‘বেঙ্গল কেমিক্যালস’- এর প্রতিষ্ঠাতা –
- প্রফুল্লচন্দ্র রায়
- মেঘনাদ সাহা
- সত্যেন্দ্রনাথ বসু
- গোপালচন্দ্র ভট্টাচার্য
প্রফুল্লচন্দ্র রায়
28. আন্তর্জাতিক ক্ষেত্রে কোন্ শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন ? –
- চিত্রশিল্প
- পটশিল্প
- স্থাপত্য শিল্প
- মুদ্রণশিল্প
মুদ্রণশিল্প
29. ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন –
- জগদীশচন্দ্র বসু
- প্রশান্তচন্দ্র মহলানবিশ
- মেঘনাদ সাহা
- সত্যেন্দ্রনাথ বসু
প্রশান্তচন্দ্র মহলানবিশ
30. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
- ১৮৪৭ খ্রিস্টাব্দে
- ১৮২৭ খ্রিস্টাব্দে
- ১৮১৭ খ্রিস্টাব্দে
- ১৮৩৭ খ্রিস্টাব্দে
১৮১৭ খ্রিস্টাব্দে
31. মধ্যবিত্ত বাঙালি হিন্দুসমাজে কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার –
- যতীন্দ্রচরণ গুহ
- যতীন্দ্রনাথ গুহ
- যতীন্দ্রমোহন গুহ
- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
যতীন্দ্রনাথ গুহ
বাঙালির ক্রীড়াসংস্কৃতি
32. বাংলার ক্রিকেট খেলার প্রচলন করেন—
- সারদারঞ্জন রায়চৌধুরী
- কার্ত্তিক বসু
- গোপাল বসু
- শ্যামসুন্দর মিত্র
সারদারঞ্জন রায়চৌধুরী
33. ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন –
- শ্যামসুন্দর মিত্র
- কুমারেশ সেন
- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
- যতীন্দ্রচরণ গুহ
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
34. বাঙালির প্রথম সার্কাসের নাম –
- ইন্টারন্যাশনাল সার্কাস
- ন্যাশনাল সার্কাস
- অজন্তা সার্কাস
- অলিম্পিক সার্কাস
ন্যাশনাল সার্কাস
35. মোহনবাগান ক্লাব গঠিত হয়—
- ১৮৮৯ সালে
- ১৮৯০ সালে
- ১৮৯২ সালে
- ১৮৯৩ সালে
১৮৮৯ সালে
36. নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন্ খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন ? –
- তিরন্দাজি
- কবাডি
- ব্যাডমিন্টন
- রতচারী
কবাডি
37. প্রথম বাঙালি সাঁতারু, যিনি বিখ্যাত হয়েছিলেন –
- মিহির সেন
- আরতি সাহা
- বুলা চৌধুরী
- রেশমি শর্মা
মিহির সেন
Q38. বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম –
- প্রতুলচন্দ্র সরকার
- প্রভাতচন্দ্র সরকার
- প্রতাপচন্দ্র সরকার
- প্রদীপচন্দ্র সরকার
প্রতুলচন্দ্র সরকার