
[2026]মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ,প্রয়োগ ও সম্পাদ্য সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion || Madhyamik 2026 Math Geometry Suggestion || Theorems and Application Suggestion || Madhyamik math Upopaddo and proyog Suggestion|| মাধ্যমিক গণিত সাজেশন
Table of Contents
[2026] মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ,প্রয়োগ ও সম্পাদ্য সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য
১. উপপাদ্য-32: ব্যাস নয় এরূপ কোনো জ্যা –এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে , ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করবে । [খুব গুরুত্বপূর্ণ ]
২. উপপাদ্য -33: প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা –কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখন্ডিত করে , তাহলে ওই সরলরেখা ওই জ্যা –এর উপর লম্ব হবে ।
৩. আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে , কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী । [ প্রয়োগ-10]
৪. প্রমাণ করি , একটি বৃত্তে দুটি জ্যা –এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যা-এর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ।
৫. প্রমাণ করো যে ব্যাস-ই বৃত্তের বৃহত্তম জ্যা ।
৬. একটি বৃত্তে AB ও AC দুটি সমান জ্যা । প্রমাণ করি ∠BAC –এর সমদ্বিখন্ডক কেন্দ্রগামী ।
৭. O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি জ্যা । OM ও ON যথাক্রমে কেন্দ্র থেকে জ্যা দুটির ওপর অঙ্কিত এরূপ লম্ব যে , OM=ON ; প্রমাণ করো, AB = CD ।
৮. দুটি বৃত্তের কেন্দ্র P এবং Q; বৃত্ত দুটি A এবং B বিন্দুতে ছেদ করে । A বিন্দু দিয়ে PQ –এর সমান্তরাল সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে । প্রমাণ করি যে , CD = 2PQ
৯. প্রমাণ করি , একটি সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না ।
১০. প্রমাণ করি যে বৃত্তের কোনো জ্যা-এর লম্ব সমদ্বিখন্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী ।
মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ও প্রয়োগ সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion
বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য ও প্রয়োগ
১. উপপাদ্য 34: কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে-কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ।[ খুব গুরুত্বপূর্ণ ]
২.উপপাদ্য 35: একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান ।
৩. উপপাদ্য 36: অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ।
৪. O কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা AB ও CD কে বর্ধিত করলে পরস্পরকে P বিন্দুতে ছেদ করে । প্রমাণ করি যে , ∠AOC – ∠BOD = 2 ∠APC
৫. দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে । PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে , প্রমাণ করো যে , A , Q , B বিন্দুত্রয় সমরেখ ।
৬. ABC ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত । BC উপচাপের ওপর P যেকোনো একটি বিন্দু । প্রমাণ করো যে , ∠PCB = ∠PAD
৭. প্রমাণ করি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংস্থ কোণ স্থূলকোণ ।
৮. ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং AD লম্ব BC হলে প্রমাণ করি যে BAD = SAC
৯. একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা । BA ও DC কে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে । প্রমাণ করি যে PCB = PAD
10. যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB = DC হয় , তবে প্রমাণ করি যে , AC = BD হবে ।
মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ও প্রয়োগ সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রয়োগ
১. প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হবে । [প্রয়োগ -5]
২. যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB = DC হয় , তবে প্রমাণ করি যে , AC = BD হবে ।
৩. প্রমাণ করো যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় , তা অন্তঃস্থ বিপরীত কোণের সমান ।
৪. প্রমাণ করি যে , আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম । [ প্রয়োগ-7]
৫. O কেন্দ্রীয় বৃত্তের AP , AQ দুটি জ্যা –এর মধ্যবিন্দু যথাক্রমে R ও S ; প্রমাণ করি , O,R,A,S বিন্দু চারটি সমবৃত্তস্থ । [প্রয়োগ-8]
৬. প্রমাণ করো একটি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখন্ডকগুলি মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ । [ প্রয়োগ-9]
৭. ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB = AC । BC এর সমান্তরাল একটি সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে । প্রমাণ করো যে , BCQP বৃত্তস্থ চতুর্ভুজ ।
মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ও প্রয়োগ সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ও তার প্রয়োগ
১. উপপাদ্য 40: বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত ।
২. উপপাদ্য 42: যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে , তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে ।
৩.দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করলে , প্রমাণ করি যে , PQ = ½ BC
৪. প্রমাণ করো যে , পরস্পরকে স্পর্শ করে এমন তিনটি সমান বৃত্তের কেন্দ্রত্রয় একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ।
৫. প্রমাণ করো বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস ।
৬. ABC –এর অন্তর্বৃত্ত AB, BC ও CA বাহুকে যথাক্রমে D , E ও F বিন্দুতে স্পর্শ করেছে । প্রমাণ করি যে , AD+BE+CF = AF +CE +BD = ABC ত্রিভুজের পরিসীমার অর্ধেক ।
৭. O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে বৃত্তে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তটিকে যথাক্রমে B ও C বিন্দুতে স্পর্শ করে । প্রমাণ করি যে , AO , BC –এর লম্ব সমদ্বিখডক ।
৮. বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কেবলমাত্র দুটি স্পর্শক করা যায় । [প্রয়োগ-7]
মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ও প্রয়োগ সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion
সদৃশতা ও তার প্রয়োগ
১. উপপাদ্য 48: যে-কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে , এই লম্বের উভয় পার্শস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ ।[ খুব গুরুত্বপূর্ণ ]
২. একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করেছি । বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে , প্রমাণ করি যে , PA . PB=PC . PD [প্রয়োগ-18]
৩. প্রমাণ করি যে , যে-কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখন্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খন্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে । [সদৃশতার মাধ্যমে প্রমাণ করতে হবে ।] [প্রয়োগ-15]
৪. প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সাথে সমানুপাতী । [প্রয়োগ-13]
৫. ABC ত্রিভুজের BC বাহুর উপর AD লম্ব যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে এবং AD2 =BD.CD হলে ,প্রমাণ করো যে , BAC সমকোণ । [ প্রয়োগ-22]
৬. সদৃশতার মাধ্যমে প্রমাণ করো যে , ত্রিভুজের যেকোনো দুটি বাহুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক ।
৭. একটি সরলরেখার ওপর P ও Q দুটি বিন্দু । P ও Q বিন্দুতে সরলরেখাটির ওপর যথাক্রমে PR ও QS লম্ব । PS এবং QR পরস্পরকে O বিন্দুতে ছেদ করে । OT , PQ এর ওপর লম্ব । প্রমাণ করো যে , 1/OT = 1/PR + 1/QS
৮. সমকোণী ত্রিভুজ ABC এর কোণ A = 90° , BC এর ওপর AD লম্ব । প্রমাণ করো , ABC এর ক্ষেত্রফল / ACD এর ক্ষেত্রফল = BC2 /AC2
মাধ্যমিক অঙ্ক উপপাদ্য ও প্রয়োগ সাজেশন || Madhyamik Math Upopaddyo Suggestion
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ
১. △ABC –এর AD⊥BC হলে , প্রমাণ করি যে , AB2 +CD2 = AC2+BD2
২. কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি. ও 16 সেমি. হলে , রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি ।
৩. RST ত্রিভুজের S সমকোণ । RS ও ST বাহুর মধ্যবিন্দু X ও Y । প্রমাণ করো যে , RY2+XT2=5XY2
৪. ABC ত্রিভুজের A সমকোণ । CD মধ্যমা হলে , প্রমাণ করি যে , BC2 =CD2 +3AD2
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৫. ABC একটি সমবাহু ত্রিভুজ । AD , BC বাহুর ওপর লম্ব হলে , প্রমাণ করি যে AB2 +BC2 +CA2 = 4AD2
৬. প্রমাণ করো কোনো রম্বসের বাহুগুলির ওপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গদুটির সমষ্টির সমান ।
৭. প্রমাণ করি যে –কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ।
৮. ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার C সমকোণ । D , AB এর ওপর যে কোনো একটি বিন্দু হলে , প্রমাণ করো যে , AD2+DB2=2CD2
৯. একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC অঙ্কন করেছি যার কোণ B সমকোণ । কোণ BAC এর সমদ্বিখন্ডক অঙ্কন করেছি যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে । প্রমাণ করি যে , CD2 = 2BD2 [ প্রয়োগ-4]
[উপরিলিখিতি প্রশ্নগুলির সমাধান না করতে পারলে কমেন্টের মাধ্যমে জানান । সমাধান করে দেওয়া হবে । ]
সম্পাদ্য সাজেশন
১. একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো ।
২. একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5.6 সেমি. এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 9 সেমি. । ঐ ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো ।
৩. একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি 10 সেমি. এবং সমান কোণের একটি 45° । ঐ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো ।
৪. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 4.5 সেমি. এবং অপর যেকোনো একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি. হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো । (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে )
৫. একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি. 7 সেমি. ও 8 সেমি. । ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো ।
৬. ত্রিভুজ ABC এর AB = 8 সেমি. , BC = 6 সেমি. এবং ABC = 60° । ত্রিভুজটি আঁকো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত আঁকো ।
৭. 3 সেমি. ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো । বৃত্তের ওপর একটি বিন্দু A তে স্পর্শক অঙ্কন করো ।
৮. 2.5 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট O কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করো । P এমন একটি বিন্দু নাও যেটি O বিন্দু থেকে 5 সেমি. দূরে অবস্থিত । P বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ।
৯. 4 সেমি. ও 2 সেমি. ব্যার্সার্ধের দুটি বৃত্ত অঙ্কন করো যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেমি. । ওই বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক অঙ্কন করো । (কেবল মাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে ) ।
১০. 4 সেমি. ও 3 সেমি. দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতী অঙ্কন করো ।
১১. জ্যামিতিক পদ্ধতিতে √ 35 –এর মান নির্ণয় করো ।
১২. 8 সেমি. ও 6 সেমি. বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এবং ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ।
১৩. একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 7 সেমি. ও 5 সেমি. । ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ।
১৪. √29 সেমি. দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।