যে সকল পরীক্ষার্থীরা ANM GNM পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর তৈরি ANM GNM Online Mock Test Set-1 in Bengali। এই মক টেস্টে 50 টি MCQ Question Answer আছে । মক টেস্টটির প্রশ্ন গুলো ANM GNM পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই প্রশ্ন তৈরি করা হয়েছে । এই টেস্টে অংশগ্রহণ করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার দক্ষতাও বাড়বে ।
ANM GNM পরীক্ষার পাশাপাশি এই মক টেস্টটি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।বিভিন্ন বিষয় যেমন সাধারণ বিজ্ঞান ,ইতিহাস,ভূগোল,ভারতীয় অর্থনীতি ,জেনারেল নলেজ, ইংরাজি , অঙ্ক , রিজনিং , জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশ বিদ্যা প্রভৃতি রয়েছে এই ANM GNM Online Mock Test Set-1 in Bengali -র মধ্যে ।তাই এটি অন্যান্য নার্সিং এন্ট্রান্স পরীক্ষা,Group-D ,PSC , Railway Group-D, Kolkata Police,ICDS,WBCS, West Bengal Police,Food, CHSL, CGL,RRB NTPC ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ (Competitive) পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য অত্যন্ত কার্যকরী ।
সম্পূর্ণ বিনামূল্যে যখন খুশি বাংলায় ANM GNM (এ এন এম , জি এন এম )Exam -এর MCQ Question Answer Practice করুন একমাত্র Anushilan.Com -এ ।এই মক টেস্টটি আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । তাহলে আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করুন । ধন্যবাদ ।
ANM GNM Online Mock Test Set 1
Q1.কোনটি থ্যালাস প্রকৃতির মস ?
- রিকসিয়া
- ফিউনেরিয়া
- পোগোনেটাম
- অ্যান্থ্রোসেরস
রিকসিয়া
Q2.প্রোটিনের ক্ষুদ্রতম অংশকে কী বলে ?
- নিউক্লিক অ্যাসিড
- অ্যামাইনো অ্যাসিড
- ফ্যাটি অ্যাসিড
- গ্লিসারল
অ্যামাইনো অ্যাসিড
Q3. থাইলাকয়েড উপস্থিত –
- মাইটোকনড্রিয়ায়
- ER
- গলগি বস্তুতে
- ক্লোরোপ্লাস্টে
ক্লোরোপ্লাস্টে
Q4. এক্সার্ক জাইলেম দেখা যায় উদ্ভিদের –
- ফুলে
- মূলে
- কাণ্ডে
- পাতায়
মূলে
Q5. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে –
- মস্তিষ্ক
- সুষুম্নাকাণ্ড
- প্লিহা
- যকৃৎ
সুষুম্নাকাণ্ড
Q6. সালোকসংশ্লেষ কী জাতীয় বিপাক?
- উপচিতি
- অপচিতি
- উভয়
- কোনোটিই নয়
উপচিতি
Q7. একটি স্বল্পমাত্রিক পরিপোষক হল
- C
- N
- Cl
- Mg
Cl
Q8. কুমিরের শ্বাসঅঙ্গ হল
- ফুলকা
- ফুসফুস
- ত্বক
- ট্রাকিয়া
ফুসফুস
Q9. পেপসিন ক্ষরিত হয় –
- পাকস্থলীতে
- ক্ষুদ্রান্ত্রে
- যকৃতে
- গলব্লাডারে
পাকস্থলীতে
Q10. নীচের কোনটি রক্তের ফ্যাট?
- অ্যালবুমিন
- কোলেস্টেরল
- গ্লুকোজ
- ইউরিয়া
কোলেস্টেরল
ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper |
Q11. অরনিথিন চক্র কোথায় সাধিত হয়?
- যকৃৎ
- বৃক্ক
- ফুসফুস
- ত্বক
যকৃৎ
Q12. কোনটির অপর নাম Lock Jaw?
- টিটেনাস
- ডিপথেরিয়া
- কালাজ্বর
- ম্যালেরিয়া
টিটেনাস
Q13. জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় –
- নেকটন
- ফ্লোরা
- বেনথস
- ফাইটোপ্ল্যাংকটন
নেকটন
Q14. অ্যামিবার গমন অঙ্গ হল
- ক্ষণপদ
- সিলিয়া
- ফ্লাজেলা
- কর্ষিকা
ক্ষণপদ
Q15. কোন্ গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে ?
- পিটুইটারি
- পিনিয়াল বডি
- হাইপোথ্যালামাস
- থাইরয়েড
হাইপোথ্যালামাস
Q16. অন্ধকারে দেখতে সাহায্য করে –
- রড কোশ
- কোণ কোশ
- উভয় কোশ
- কোনোটিই নয়
রড কোশ
Q17. ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায় ?
- ডিম্বাণুতে
- ভ্রুনাণুতে
- সস্য নিউক্লিয়াসে
- বীজে
সস্য নিউক্লিয়াসে
Q18. গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে –
- স্পঞ্জ
- হাইড্রা
- প্ল্যানেরিয়া
- মস
স্পঞ্জ
Q19. নীচের কোনটি অটোজোমবাহিত বংশগত রোগ ?
- হিমোফিলিয়া
- থ্যালাসেমিয়া
- অ্যানিমিয়া
- বর্ণান্ধতা
থ্যালাসেমিয়া
Q20. আধুনিক ঘোড়া হল
- ইওহিপ্পাস
- ইকুয়াস
- মেসোহিপ্পাস
- প্লায়োহিপ্পাস
ইকুয়াস
Q21. উটের মূত্রে বেশি থাকে –
- ইউরিয়া
- ইউরিক অ্যাসিড
- অ্যামোনিয়া
- বিলিরুবিন
ইউরিক অ্যাসিড
Q22. একটি সম্পৃক্ত দ্রবণকে হিমমিশ্রণ দ্বারা শীতল করলে কী ঘটে ?
- কিছু দ্রাব দ্রবণ থেকে পৃথক হয় ,কিন্তু দ্রবণটি সম্পৃক্ত থাকে
- দ্রবণটি অসম্পৃক্ত হয়ে পড়ে
- কোনো দ্রাব দ্রবণ থেকে পৃথক হয় না কিন্তু দ্রবণটি সম্পৃক্ত থাকে
- দ্রবণটি অতিপৃক্ত হয়ে পড়ে
কোনো দ্রাব দ্রবণ থেকে পৃথক হয় না কিন্তু দ্রবণটি সম্পৃক্ত থাকে
Q23. সাবান কী জাতীয় যৌগ ?
- লবণ জাতীয়
- ক্ষার জাতীয়
- অ্যাসিড জাতীয়
- কোনোটিই নয়
লবণ জাতীয়
Q24. উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয় ?
- N2
- N2O
- H2
- NO2
H2
Q25. উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন্টির দ্রাব্যতা হ্রাস পায় ?
- NaNO3
- NaCl
- Ca(OH)2
- Pb(NO3)2
Ca(OH)2
ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper
Q26. নারকেল মালার অন্তধূম পাতনে পাওয়া যায় –
- কাঠকয়লা
- কোক
- সক্রিয় অঙ্গার
- গ্রাফাইট
সক্রিয় অঙ্গার
Q27. ইথেন যৌগে সমযোজী বন্ধন সংখ্যা ক-টি ?
- 8 টি
- 7 টি
- 6 টি
- 5 টি
7 টি
Q28. চুন জলে অতিরিক্ত CO2 পাঠালে উৎপন্ন হয় –
- Ca(OH)2
- CaCO3
- Ca(HCO3)2
- কোনোটিই নয়
Ca(HCO3)2
Q29. তরলের প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে –
- তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর
- তরলের পরিমাণের উপর
- পাত্রের আকারের উপর
- সব ক-টিই সঠিক
তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর
Q30. তাপের CGS ও SI এককের মধ্যে সম্পর্কটি হল –
- 1 CGS একক = 4.2 SI একক
- 1 CGS একক= 420 SI একক
- 1 CGS একক = 4200 SI একক
- কোনোটিই নয়
1 CGS একক = 4.2 SI একক
Q31. কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য ব্যবহৃত –
- দৃশ্যমান রশ্মি
- X-রশ্মি
- মাইক্রোওয়েভ
- γ রশ্মির
γ রশ্মির
Q32. ফিউজতারের বৈশিষ্ট্য হল –
- উচ্চরোধ, নিম্ন গলনাঙ্ক
- নিম্নরোধ, উচ্চ গলনাঙ্ক
- উচ্চরোধ, উচ্চ গলনাঙ্ক
- নিম্নরোধ, নিম্ন গলনাঙ্ক
উচ্চরোধ, নিম্ন গলনাঙ্ক
Q33. α,β ও γ রশ্মির ভরের সঠিক ক্রম –
- β > α > γ
- α > β > γ
- γ > β > α
- α > γ > β
α > β > γ
Q34. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete:
Green Revolution has occurred not in the fields of the average farmers but in those of the _________ ones.
- Educated
- Impecunious
- Affluent
- Advanced
Affluent
Q35.Choose the word which has the same meaning as ‘Sedentary’:
- Mischievous
- Material
- Sluggish
- Swollen
Sluggish
Q36. Find out which part of the sentence has an error : Keka is an adapt (1) / in the art of singing (2) classical songs (3). / No error (4)
- 1
- 2
- 3
- 4
1
Q37. Sets of many stars together can be seen in the clear sky at night. Choose the word which can most appropriately replace ‘Sets of many stars together’
- Swarms
- Flocks
- Constellations
- Aviary
Constellations
Q38. Study the two sentences and choose the correct option: I. Ayesha’s behaviour with her friends was antic today. II. My grandfather’s hobby was to collect antique items.
- Only sentence I is correct
- Only sentence II is correct
- Both sentences I and II are correct
- Neither sentence I nor sentence II is correct
Both sentences I and II are correct
Q39. Choose the word which is opposite in meaning to ‘Blithe’ :
- Misery
- Sorrowful
- Cheerful
- Woe
Sorrowful
Q40. কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3 : 2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী স্কলারশিপ পায়নি ?
- 75%
- 72%
- 50%
- 76%
76%
ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper
Q41. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?
- 6.75
- 6.5
- 6.25
- 7
6.25
Q42. তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করুন ।
- 44, 22, 11
- 88, 44,22
- 40, 20, 10
- 132, 66, 33
132, 66, 33
Q43. ‘গীধা পারহুম’ – নিম্নলিখিত কোন্ রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য ?
- হিমাচলপ্রদেশের
- অসমের
- মণিপুরের
- ত্রিপুরার
হিমাচলপ্রদেশের
Q44. নেইলপলিশ রিমুভারে নিম্নলিখিত কোন্টি উপস্থিত থাকে ?
- সাইট্রিক অ্যাসিড
- বেঞ্জিন
- অ্যাসিটোন
- ইথিলিন
অ্যাসিটোন
Q45. Pointing towards a girl, Arun said, “She is the daughter of my mother’s only son”. How is that girl related to Arun?
- Sister
- Mother
- Cousin
- Daughter
Daughter
Q46. Which set of letters when sequentially placed at the gaps in the given letter series shall complete it? _qr _srq_p _rs _r _p
- pqrsss
- qprsss
- pspqsq
- pspqqq
pspqsq
Q47. ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মডেল জেতেন ? –
- দীপা মালিক
- কারনাম মালেশ্বরী
- ঋতু ফোগাট
- জয়ন্তী বেহেরা
দীপা মালিক
Q48. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির কথা সংবিধানের কোন্ অধ্যায়ে লিখিত আছে?
- প্রথম অধ্যায়ে
- তৃতীয় অধ্যায়ে
- চতুর্থ অধ্যায়ে
- দ্বিতীয় অধ্যায়ে
তৃতীয় অধ্যায়ে
Q49. ‘The Sage with Two Horns’ বইটির লেখিকা কে?
- সুধা গোয়েল
- অনিতা দেশাই
- সুধা মূর্তি
- ঝুম্পা লাহিড়ী
সুধা মূর্তি
Q50. একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা। দোকানদার পর পর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয়মূল্য কত?
- 720 টাকা
- 680 টাকা
- 600 টাকা
- 612 টাকা
612 টাকা