ANM GNM Online Mock Test Set-1(MCQ প্রশ্ন-উত্তর)

ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper|ANM GNM Model Question Set

যে সকল পরীক্ষার্থীরা ANM GNM পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর তৈরি ANM GNM Online Mock Test Set-1 in Bengali। এই মক টেস্টে 50 টি MCQ Question Answer আছে । মক টেস্টটির প্রশ্ন গুলো ANM GNM পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই প্রশ্ন তৈরি করা হয়েছে । এই টেস্টে অংশগ্রহণ করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার দক্ষতাও বাড়বে ।

ANM GNM পরীক্ষার পাশাপাশি এই মক টেস্টটি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।বিভিন্ন বিষয় যেমন সাধারণ বিজ্ঞান ,ইতিহাস,ভূগোল,ভারতীয় অর্থনীতি ,জেনারেল নলেজ, ইংরাজি , অঙ্ক , রিজনিং , জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশ বিদ্যা প্রভৃতি রয়েছে এই ANM GNM Online Mock Test Set-1 in Bengali -র মধ্যে ।তাই এটি অন্যান্য নার্সিং এন্ট্রান্স পরীক্ষা,Group-D ,PSC , Railway Group-D, Kolkata Police,ICDS,WBCS, West Bengal Police,Food, CHSL, CGL,RRB NTPC ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ (Competitive) পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য অত্যন্ত কার্যকরী ।

সম্পূর্ণ বিনামূল্যে যখন খুশি বাংলায় ANM GNM (এ এন এম , জি এন এম )Exam -এর MCQ Question Answer Practice করুন একমাত্র Anushilan.Com -এ ।এই মক টেস্টটি আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । তাহলে আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করুন । ধন্যবাদ ।

ANM GNM Online Mock Test Set 1

Q1.কোনটি  থ্যালাস প্রকৃতির মস ?

  • রিকসিয়া
  • ফিউনেরিয়া
  • পোগোনেটাম
  • অ্যান্থ্রোসেরস

রিকসিয়া

Q2.প্রোটিনের ক্ষুদ্রতম অংশকে কী বলে ?

  • নিউক্লিক অ্যাসিড
  • অ্যামাইনো অ্যাসিড
  • ফ্যাটি অ্যাসিড
  • গ্লিসারল

অ্যামাইনো অ্যাসিড

Q3. থাইলাকয়েড উপস্থিত –

  • মাইটোকনড্রিয়ায়
  • ER
  • গলগি বস্তুতে
  • ক্লোরোপ্লাস্টে

ক্লোরোপ্লাস্টে

Q4. এক্সার্ক জাইলেম দেখা যায় উদ্ভিদের –

  • ফুলে
  • মূলে
  • কাণ্ডে
  • পাতায়

মূলে

Q5. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে –

  • মস্তিষ্ক
  • সুষুম্নাকাণ্ড
  • প্লিহা
  • যকৃৎ

সুষুম্নাকাণ্ড

Q6. সালোকসংশ্লেষ কী জাতীয় বিপাক?

  • উপচিতি
  • অপচিতি
  • উভয়
  • কোনোটিই নয়

উপচিতি

Q7. একটি স্বল্পমাত্রিক পরিপোষক হল

  • C
  • N
  • Cl
  • Mg

Cl

Q8. কুমিরের শ্বাসঅঙ্গ হল

  • ফুলকা
  • ফুসফুস
  • ত্বক
  • ট্রাকিয়া

ফুসফুস

Q9. পেপসিন ক্ষরিত হয় –

  • পাকস্থলীতে
  • ক্ষুদ্রান্ত্রে
  • যকৃতে
  • গলব্লাডারে

পাকস্থলীতে

Q10. নীচের কোনটি রক্তের ফ্যাট?

  • অ্যালবুমিন
  • কোলেস্টেরল
  • গ্লুকোজ
  • ইউরিয়া

কোলেস্টেরল

ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper

Q11. অরনিথিন চক্র কোথায় সাধিত হয়?

  • যকৃৎ
  • বৃক্ক
  • ফুসফুস
  • ত্বক

যকৃৎ

Q12. কোনটির অপর নাম Lock Jaw?

  • টিটেনাস
  • ডিপথেরিয়া
  • কালাজ্বর
  • ম্যালেরিয়া

টিটেনাস

Q13. জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় –

  • নেকটন
  • ফ্লোরা
  • বেনথস
  • ফাইটোপ্ল্যাংকটন

নেকটন

Q14. অ্যামিবার গমন অঙ্গ হল

  • ক্ষণপদ
  • সিলিয়া
  • ফ্লাজেলা
  • কর্ষিকা

ক্ষণপদ

Q15. কোন্ গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে ?

  • পিটুইটারি
  • পিনিয়াল বডি
  • হাইপোথ্যালামাস
  • থাইরয়েড

হাইপোথ্যালামাস

Q16. অন্ধকারে দেখতে সাহায্য করে –

  • রড কোশ
  • কোণ কোশ
  • উভয় কোশ
  • কোনোটিই নয়

রড কোশ

Q17. ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায় ?

  • ডিম্বাণুতে
  • ভ্রুনাণুতে
  • সস্য নিউক্লিয়াসে
  • বীজে

সস্য নিউক্লিয়াসে

Q18. গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে –

  • স্পঞ্জ
  • হাইড্রা
  • প্ল্যানেরিয়া
  • মস

স্পঞ্জ

Q19. নীচের কোনটি  অটোজোমবাহিত বংশগত রোগ ?

  • হিমোফিলিয়া
  • থ্যালাসেমিয়া
  • অ্যানিমিয়া
  • বর্ণান্ধতা

থ্যালাসেমিয়া

Q20. আধুনিক ঘোড়া হল

  • ইওহিপ্পাস
  • ইকুয়াস
  • মেসোহিপ্পাস
  • প্লায়োহিপ্পাস

ইকুয়াস

Q21. উটের মূত্রে বেশি থাকে –

  • ইউরিয়া
  • ইউরিক অ্যাসিড
  • অ্যামোনিয়া
  • বিলিরুবিন

ইউরিক অ্যাসিড

Q22. একটি সম্পৃক্ত দ্রবণকে হিমমিশ্রণ দ্বারা শীতল করলে কী ঘটে ?

  • কিছু দ্রাব দ্রবণ থেকে পৃথক হয় ,কিন্তু দ্রবণটি সম্পৃক্ত থাকে
  • দ্রবণটি অসম্পৃক্ত হয়ে পড়ে
  • কোনো দ্রাব দ্রবণ থেকে পৃথক হয় না কিন্তু দ্রবণটি সম্পৃক্ত থাকে
  • দ্রবণটি অতিপৃক্ত হয়ে পড়ে

কোনো দ্রাব দ্রবণ থেকে পৃথক হয় না কিন্তু দ্রবণটি সম্পৃক্ত থাকে

Q23. সাবান কী জাতীয় যৌগ ?

  • লবণ জাতীয়
  • ক্ষার জাতীয়
  • অ্যাসিড জাতীয়
  • কোনোটিই নয়

লবণ জাতীয়

Q24. উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয় ?

  • N2
  • N2O
  • H2
  • NO2

H2

Q25. উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন্‌টির দ্রাব্যতা হ্রাস পায় ?

  • NaNO3
  • NaCl
  • Ca(OH)2
  • Pb(NO3)2

Ca(OH)2

ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper

Q26. নারকেল মালার অন্তধূম পাতনে পাওয়া যায় –

  • কাঠকয়লা
  • কোক
  • সক্রিয় অঙ্গার
  • গ্রাফাইট

সক্রিয় অঙ্গার

Q27. ইথেন যৌগে সমযোজী বন্ধন সংখ্যা ক-টি ?

  • 8 টি
  • 7 টি
  • 6 টি
  • 5 টি

7 টি

Q28. চুন জলে অতিরিক্ত CO2 পাঠালে উৎপন্ন হয় –

  • Ca(OH)2
  • CaCO3
  • Ca(HCO3)2
  • কোনোটিই নয়

Ca(HCO3)2

Q29. তরলের প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে –

  • তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর
  • তরলের পরিমাণের উপর
  • পাত্রের আকারের উপর
  • সব ক-টিই সঠিক

তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর

 Q30. তাপের CGS ও SI এককের মধ্যে সম্পর্কটি হল –

  • 1 CGS একক = 4.2 SI একক
  • 1 CGS একক= 420 SI একক
  • 1 CGS একক = 4200 SI একক
  • কোনোটিই নয়

1 CGS একক = 4.2 SI একক

Q31. কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য ব্যবহৃত –

  • দৃশ্যমান রশ্মি
  • X-রশ্মি
  • মাইক্রোওয়েভ
  • γ রশ্মির

γ রশ্মির

Q32. ফিউজতারের বৈশিষ্ট্য হল –

  • উচ্চরোধ, নিম্ন গলনাঙ্ক
  • নিম্নরোধ, উচ্চ গলনাঙ্ক
  • উচ্চরোধ, উচ্চ গলনাঙ্ক
  • নিম্নরোধ, নিম্ন গলনাঙ্ক

উচ্চরোধ, নিম্ন গলনাঙ্ক

Q33. α,β ও γ রশ্মির ভরের সঠিক ক্রম –

  • β > α > γ
  • α > β > γ
  • γ > β > α
  • α > γ > β

α > β > γ

Q34. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete: 

Green Revolution has occurred not in the fields of the average farmers but in those of the _________ ones.

  • Educated
  • Impecunious
  • Affluent
  • Advanced

Affluent

Q35.Choose the word which has the same meaning as ‘Sedentary’:

  • Mischievous
  • Material
  • Sluggish
  • Swollen

Sluggish

Q36. Find out which part of the sentence has an error : Keka is an adapt (1) / in the art of singing (2) classical songs (3). / No error (4)

  • 1
  • 2
  • 3
  • 4

1

Q37. Sets of many stars together can be seen in the clear sky at night. Choose the word which can most appropriately replace ‘Sets of many stars together’

  • Swarms
  • Flocks
  • Constellations
  • Aviary

Constellations

Q38. Study the two sentences and choose the correct option: I. Ayesha’s behaviour with her friends was antic today.  II. My grandfather’s hobby was to collect antique items.

  • Only sentence I is correct
  • Only sentence II is correct
  • Both sentences I and II are correct
  • Neither sentence I nor sentence II is correct

Both sentences I and II are correct

Q39. Choose the word which is opposite in meaning to ‘Blithe’ :

  • Misery
  • Sorrowful
  • Cheerful
  • Woe

Sorrowful

Q40. কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3 : 2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী স্কলারশিপ পায়নি ?

  • 75%
  • 72%
  • 50%
  • 76%

76%

ANM GNM Online Mock Test Set-1(Complete Syllabus)|ANM GNM Important MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set|ANM GNM Model Test Paper

Q41. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?

  • 6.75
  • 6.5
  • 6.25
  • 7

6.25

Q42. তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করুন ।

  • 44, 22, 11
  • 88, 44,22
  • 40, 20, 10
  • 132, 66, 33

132, 66, 33

Q43. ‘গীধা পারহুম’ – নিম্নলিখিত কোন্ রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য ?

  • হিমাচলপ্রদেশের
  • অসমের
  • মণিপুরের
  • ত্রিপুরার  

হিমাচলপ্রদেশের

Q44. নেইলপলিশ রিমুভারে নিম্নলিখিত কোন্‌টি উপস্থিত থাকে ?

  • সাইট্রিক অ্যাসিড
  • বেঞ্জিন
  • অ্যাসিটোন
  • ইথিলিন

অ্যাসিটোন

Q45. Pointing towards a girl, Arun said, “She is the daughter of my mother’s only son”. How is that girl related to Arun?

  • Sister
  • Mother
  • Cousin
  • Daughter

Daughter

Q46. Which set of letters when sequentially placed at the gaps in the given letter series shall complete it?  _qr _srq_p _rs _r _p

  • pqrsss
  • qprsss
  • pspqsq
  • pspqqq

pspqsq

Q47. ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মডেল জেতেন  ? –

  • দীপা মালিক
  • কারনাম মালেশ্বরী
  • ঋতু ফোগাট
  • জয়ন্তী বেহেরা

দীপা মালিক

Q48. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির কথা সংবিধানের কোন্ অধ্যায়ে লিখিত আছে?

  • প্রথম অধ্যায়ে
  • তৃতীয় অধ্যায়ে
  • চতুর্থ অধ্যায়ে
  • দ্বিতীয় অধ্যায়ে

তৃতীয় অধ্যায়ে

Q49. ‘The Sage with Two Horns’ বইটির লেখিকা কে?

  • সুধা গোয়েল
  • অনিতা দেশাই
  • সুধা মূর্তি
  • ঝুম্পা লাহিড়ী

সুধা মূর্তি

Q50. একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা। দোকানদার পর পর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয়মূল্য কত?

  • 720 টাকা
  • 680 টাকা
  • 600 টাকা
  • 612 টাকা

612 টাকা

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!