অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর)|Evolution and Adaptation Mock Test in Bengali: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 4 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে Madhyamik জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।জীবন বিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের জীবন বিজ্ঞান ‘অভিব্যক্তি ও অভিযোজন’ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট। তাই এটি, দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।
অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর)|Evolution and Adaptation Mock Test in Bengali
Q1. নিম্নলিখিত যে প্রাণীর লোহিত রক্ত কণিকা স্বাভাবিক আকারের 240% বৃদ্ধি পেতে পারে, সেটি হল—
- মানুষ
- ইঁদুর
- উট
- শিম্পাঞ্জি
শিম্পাঞ্জি
Q2. পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার সময় অ্যাসপিলিয়া রুডিস নামে ভেষজ উদ্ভিদ গ্রহণ করে যে প্রাণী, তা হল—
- হাতি
- বাঘ
- শেয়াল
- শিম্পাঞ্জি
শিম্পাঞ্জি
Q3. নিম্নলিখিত প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোশ দেখা যায় সেটি হল—
- শেয়াল
- উট
- বাঘ
- সিংহ
উট
Q4. পাখির ডানা ও মানুষের হাত – নিম্নলিখিত কোন্ ধরনের বিবর্তনের উদাহরণ?
- অপসারি
- অভিসারি
- মেগা বিবর্তন
- প্রোগ্রেসিভ বিবর্তন
অপসারি
Q5. নিম্নলিখিত কোন্ পিরিয়ডে ডাইনোসরদের অবলুপ্তি ঘটে ?
- জুরাসিক
- ট্রায়াসিক
- ক্রিটেসিয়াস
- পারমিয়ান
ক্রিটেসিয়াস
Q6. সরীসৃপদের যুগ হল –
- সিনোজোয়িক এরা
- মেসোজোয়িক এরা
- প্যালিওজোয়িক এরা
- কোনোটিই নয়
মেসোজোয়িক এরা
Q7. মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন , অ্যামোনিয়া ,হাইড্রোজেনের অনুপাত ছিল—
- 2:2:1
- 1:2:1
- 2:1:2
- 1:2:2
2:2:1
Q8. সিমুলেশন পরীক্ষা করেছিলেন—
- হ্যাল্ডেন
- মিলার
- উরে
- মিলার ও উরে
মিলার ও উরে
Q9. প্রোটোবায়োন্ট হল –
- কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিডযুক্ত অবায়ুজীবী হেটারোট্রক
- দ্বি-স্তরীয় আবরণযুক্ত
- বৃদ্ধি ও বিভাজনে সক্ষম
- সবগুলিই সঠিক
সবগুলিই সঠিক
মাধ্যমিক জীবন বিজ্ঞান ‘অভিব্যক্তি ও অভিযোজন’ অধ্যায়ের মক টেস্ট|Evolution and Adaptation Mock Test in Bengali
Q10. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল—
- আর্কিওপটেরিক্স
- প্লাটিপাস
- জাভা এপম্যান
- তিমি
আর্কিওপটেরিক্স
Q11. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ হল –
- বাষ্পমোচন হার বৃদ্ধির জন্য
- সালোকসংশ্লেষ বৃদ্ধির জন্য
- বাষ্পমোচন হার হ্রাসের জন্য
- শ্বাসকার্য বন্ধ করার জন্য
বাষ্পমোচন হার হ্রাসের জন্য
Q12. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি?
- আরকিওপটেরিক্স
- প্লাটিপাস
- পেরিপেটাস
- অক্টোপাস
প্লাটিপাস
Q13. মৌমাছি ও কাঁকড়াবিছার হুল হল—
- সমসংস্থ অঙ্গ
- সমবৃত্তীয় অঙ্গ
- A ও B উভয়েই
- কোনোটিই নয়
সমবৃত্তীয় অঙ্গ
Q14. “The Origin of Life’ গ্রন্থটি রচনা করেন—
- ডারউইন
- ওপারিন
- পাস্তুর
- এস ডাবলু ফক্স
ওপারিন
Q15. ‘দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ গ্রন্থটি কার লেখা ?
- জ্যাঁ ব্যাপ্তিস্তে ল্যামার্ক
- হুগো দ্য ভিস
- চার্লস ডারউইন
- অ্যারিস্টটল
চার্লস ডারউইন
Q16. উৎপত্তি ও অন্তর্গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গগুলিকে বলা হয়—
- সমসংস্থ অঙ্গ
- সমবৃত্তীয় অঙ্গ
- লুপ্তপ্রায় অঙ্গ
- সংযোগরক্ষাকারী অঙ্গ
সমসংস্থ অঙ্গ
Q17. নীচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় ?
- ল্যাজ
- অ্যাপেনডিক্স
- নখ
- চোখের তৃতীয় পর্দা
নখ
Q18. হুগো দ্য ভ্রিস নিম্নলিখিত কোন্ ঘটনার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত ?
- জেনেটিক্স
- মিউটেশন
- ট্যাক্সোনমি
- ইভোলিউশন
মিউটেশন
Q19. ফণিমনসার কোন্ অংশ কাটায় রূপান্তরিত হয় ?
- কাণ্ড
- পাতা
- ফুল
- শাখাপ্রশাখা
পাতা
Q20. জরায়ুজ অঙ্কুরোদগম নীচের কোন্ প্রকার উদ্ভিদে দেখা যায় ?
- হাইড্রোফাইট
- হ্যালোফাইট
- মেসোফাইট
- জেরোফাইট
হ্যালোফাইট
Q21. ব্যবহার ও অব্যবহার’ মতবাদের প্রবক্তা হলেন—
- ডারউইন
- মুলার
- ল্যামার্ক
- দ্য ভ্রিস
ল্যামার্ক
Q22. মায়োটোম পেশি কোন্ প্রাণীর দেহে দেখা যায় ?
- মাছ
- উভচর প্রাণী
- পক্ষী
- মানুষ
মাছ
Q23. ‘ফিলজফিক জুওলজিক’ গ্রন্থের রচয়িতা হলেন—
- ল্যামার্ক
- ডারউইন
- মেন্ডেল
- দ্য ভিস
ল্যামার্ক
Q24. পায়রার বায়ুথলির সংখ্যা হল—
- 13 টি
- 9 টি
- 7 টি
- 11 টি
9 টি
Q25. নিম্নের কোন্ প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?
- মানুষ
- কুকুর
- পায়রা
- ব্যাঙ
পায়রা
Q26. মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষ হল—
- সমসংস্থ অঙ্গ
- নিষ্ক্রিয় অঙ্গ
- সমবৃত্তীয় অঙ্গ
- বৃদ্ধিজ অঙ্গ
সমবৃত্তীয় অঙ্গ
Q27. ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম হল –
- প্লিওহিপ্পাস
- মেসোহিপ্পাস
- মেরিচিপ্পাস
- ইওহিপ্পাস
ইওহিপ্পাস
Q28.আধুনিক ঘোড়ার নাম হল-
- প্লিওহিপ্পাস
- ইকুয়াস
- ইওহিপ্পাস
- মেরিচিপ্পাস
ইকুয়াস
Q29.রুইমাছের কোন্ অঙ্গে রিটিয়া মিরাবিলিয়া দেখা যায় ?
- ফুলকা
- পটকা
- মস্তিষ্ক
- হৃৎপিণ্ড
পটকা
Q30. ফাইলোক্ল্যাড দেখা যায় –
- অর্কিডে
- পদ্মে
- সুন্দরী গাছে
- ক্যাকটাসে
ক্যাকটাসে