Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.1|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি-২২.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণি(ক্লাস-৭)কষে দেখি ২২.১সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 22 Exercise 22.1|Class VII Koshe Dekhi 22.1 Solution|গণিতপ্রভা ক্লাস 7 অধ্যায় ২২ সমাধান
Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.1|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি-২২.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণি(ক্লাস-৭)কষে দেখি ২২.১সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 22 Exercise 22.1|Class VII Koshe Dekhi 22.1 Solution|গণিতপ্রভা ক্লাস 7 অধ্যায় ২২ সমাধান
কষে দেখি – 22.1
1. নীচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চলসংখ্যাগুলি লিখি –
(a) x+5 =13
উত্তরঃ ইহা একটি সমীকরণ । সমীকরণটির চল সংখ্যা x ।
(b) x-4 = 7
উত্তরঃ ইহা একটি সমীকরণ । সমীকরণের চল সংখ্যা x ।
(c ) 3t = 21
উত্তরঃ ইহা একটি সমীকরণ । সমীকরণের চল সংখ্যা t ।
(d) t /3 = 2
উত্তরঃ ইহা একটি সমীকরণ । সমীকরণের চল সংখ্যা t ।
(e ) 2x +1 = 11
উত্তরঃ ইহা একটি সমীকরণ। সমীকরণের চল সংখ্যা x।
(f) 9 + 4 = 13
উত্তরঃ ইহা একটি সমীকরণ নয় ।
(g) 10 -3 = 7
উত্তরঃ ইহা একটি সমীকরণ নয় ।
(h) 20 = 4y
উত্তরঃ ইহা একটি সমীকরণ । সমীকরণটির চলসংখ্যা y ।
(i) 7 –x = 0
উত্তরঃ ইহা একটি সমীকরণ । সমীকরণটির চল সংখ্যা x ।
Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.1|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি-২২.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণি(ক্লাস-৭)কষে দেখি ২২.১সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 22 Exercise 22.1|Class VII Koshe Dekhi 22.1 Solution|গণিতপ্রভা ক্লাস 7 অধ্যায় ২২ সমাধান |
2. সমীকরণ তৈরি করি –
(i) 33 টি কাঠি দিয়ে x টি সজ্জা
সমাধানঃ 1 টি সজ্জায় 3 টি কাঠি
∴ x টি সজ্জায় 3x টি কাঠি
∴ সমীকরণটি হল , 3x = 33
(ii) 65 টি কাঠি দিয়ে y টি সজ্জা
সমাধানঃ 1 টি সজ্জায় 5 টি কাঠি
∴ y টি সজ্জায় 5y টি কাঠি
∴ সমীকরণটি হল , 5y = 65
(iii) আমার কাছে x টাকা আছে । বাবা আরও 2 টাকা দিলে 18 টাকা হবে ।
সমাধানঃ নির্ণেয় সমীকরণটি হল , x+2 = 18
(iv) আমার কাছে x টি জাম আছে । আমি ¼ অংশ জাম নীলকে দিলাম । নীলা 5 টি জাম পেল ।
সমাধানঃ আমি নীলাকে দিলাম x ✕ ¼ টি জাম = x /4 টি
∴ নির্ণেয় সমীকরণটি হল , x /4 = 5
Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.1|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি-২২.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণি(ক্লাস-৭)কষে দেখি ২২.১সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 22 Exercise 22.1|Class VII Koshe Dekhi 22.1 Solution|গণিতপ্রভা ক্লাস 7 অধ্যায় ২২ সমাধান |
3. নীচের ছকটি পূরণ করি –
সমীকরণ | চলের মান | চলের মান সমীকরণকে সিদ্ধ করছে / করছে না |
X+5 = 25 | X = 5 | সিদ্ধ করছে না [∵5+5 ≠ 25 ] |
X+5 = 25 | X= 8 | সিদ্ধ করছে না [∵ 8 +5 ≠ 25 ] |
X+5 = 25 | X =10 | সিদ্ধ করছে না [∵ 10+5 ≠ 25 ] |
X+5 = 25 | X = 15 | সিদ্ধ করছে না [∵15 +5 ≠ 25] |
X+5 = 25 | X = 20 | সিদ্ধ করছে [∵ 20+5 = 25] |
Y -1 = 11 | Y =2 | সিদ্ধ করছে না [∵2-1≠ 11 ] |
Y -1 = 11 | Y = 10 | সিদ্ধ করছে না [∵10-1 ≠11] |
Y -1 = 11 | Y = 12 | সিদ্ধ করছে [∵ 12 -1= 11] |
4x =24 | X =3 | সিদ্ধ করছে না [∵ 4✕3≠ 24 ] |
4x =24 | X = 4 | সিদ্ধ করছে না [∵ 4✕4≠ 24] |
4x = 24 | X = 6 | সিদ্ধ করছে [∵ 4✕6 = 24 ] |
4. নীচের ছকগুলি পূরণ করি এবং চলসংখ্যার কোন মানের জন্য সমান চিহ্ন –এর দুদিকের মান সমান হচ্ছে সেটিকে রঙিন করি ।
(i) p+12 =20
p | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
P+12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
(ii) 6m =48
m | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
6m | 6 | 12 | 18 | 24 | 30 | 36 | 42 | 48 | 54 | 60 |
(iii) t/5 = 2
t | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
t/5 | 1/5 | 2/5 | 3/5 | 4/5 | 5/5 =1 | 6/5 | 7/5 | 8/5 | 9/5 | 10/5 =2 |
(iv) 7-x = 5
x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
7-x | 6 | 5 | 4 | 3 | 2 | 1 | 0 | -1 | -2 | -3 |
Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.1|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি-২২.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণি(ক্লাস-৭)কষে দেখি ২২.১সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 22 Exercise 22.1|Class VII Koshe Dekhi 22.1 Solution|গণিতপ্রভা ক্লাস 7 অধ্যায় ২২ সমাধান |
5.
সমীকরণ | বীজ রঙ করি |
2x+3 = 5 | 1,2,3,4 |
Y+9 = 15 | 3,4,5,6 |
5x -1 = 19 | 2,4,6,8 |
8t = 80 | 5 ,10,15,20 |
3m = 15 | 4 , 5 , 6 ,7 |
6p = 36 | 5,6,7,8 |
Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.1|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি-২২.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণি(ক্লাস-৭)কষে দেখি ২২.১সমাধান|WBBSE Class 7 Math Solution Of Chapter 22 Exercise 22.1|Class VII Koshe Dekhi 22.1 Solution|গণিতপ্রভা ক্লাস 7 অধ্যায় ২২ সমাধান |