Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.1|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণী(ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.১ সমাধান|WBBSE Class 7 (Seven/VII) Math Solution Of Chapter 6 Exercise 6.1
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.1|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণী(ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.১ সমাধান|WBBSE Class 7 (Seven/VII) Math Solution Of Chapter 6 Exercise 6.1
কষে দেখি-6.1
1. বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি ।
(a) x -এর সঙ্গে y যোগ ।
উত্তরঃ x+y
(b) z -এর সঙ্গে x বিয়োগ ।
উত্তরঃ z-x
(c) p -এর দ্বিগুনের সঙ্গে q যোগ ।
উত্তরঃ 2p+q
(d) x -এর বর্গের সঙ্গে x গুন ।
উত্তরঃ x2 × x = x2+1 = x3
(e) x ও y -এর যোগফলের 1/4 অংশ ।
উত্তরঃ (x+y)×1/4 = 1/4 (x+y)
(f) a ও b -এর গুনফলের 4 গুনের সঙ্গে 7 যোগ করলাম ।
উত্তরঃ (4×ab)+7=4ab+7
(g) x -এর দ্বিগুনের সঙ্গে y -এর অর্ধেক যোগ ।
উত্তরঃ 2x+½ y
(h) x ও y -এর সমষ্টি থেকে x ও y -এর গুনফল বিয়োগ ।
উত্তরঃ (x+y) -xy
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.1|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণী(ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.১ সমাধান|WBBSE Class 7 (Seven/VII) Math Solution Of Chapter 6 Exercise 6.1 |
2. নীচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি ।
উপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | … |
দেশলাই কাঠির সংখ্যা | 7 | 12 |
এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি ।
সমাধানঃ
উপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | … |
দেশলাই কাঠির সংখ্যা | 7 | 12 | 17 | 22 | 27 | 32 | 37 | … |
1নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা 7 = 5×1 +2
2নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা 12 = 5×2 +2
3নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা 12 = 5×3 +2
…………………..
x নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা = 5×x +2 = 5x + 2
(b)
ট্রাপিজিয়ামের সংখ্যা | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | … |
দেশলাই কাঠির সংখ্যা | 5 | 9 |
এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি ।
সমাধানঃ
ট্রাপিজিয়ামের সংখ্যা | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | … |
দেশলাই কাঠির সংখ্যা | 5 | 9 | 13 | 17 | 21 | 25 | 29 | … |
1নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা = 5 = 4×1 +1
2নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা = 9 = 4×2 +1
3নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা = 13 = 4×3 +1
……………………..
xনং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা = 4 × x +1 =4x+1
3. নীচের বীজগাণিতিক সংখ্যা মালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি মৌলিক উৎপাদকগুলি দেখাই ও তাঁরা কতপদী সংখ্যা তা লিখি ।
4. নীচে বীজ গাণিতিক সংখ্যা মালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যা মূলক সহগ (Numerical co-efficient) লিখি ।
(a) 2x+3y
উত্তরঃ x এর সহগ 2, y এর সহগ 3
(b) x2+2x+5
উত্তরঃ x2 এর সহগ 1, x এর সহগ 2
(c) x+5xy-7y
উত্তরঃ x এর সহগ 1, xy এর সহগ 5, y এর সহগ -7
(d) -5-z
উত্তরঃ z এর সহগ -1
(e) x3+x-y
উত্তরঃ x3 এর সহগ 1, x এর সহগ 1, y এর সহগ -1
(f) x/2 + 4
উত্তরঃ x এর সহগ ½
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.1|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণী(ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.১ সমাধান|WBBSE Class 7 (Seven/VII) Math Solution Of Chapter 6 Exercise 6.1 |
5. নীচের বীজ গাণিতিক সংখ্যামালায় x উৎপাদকযুক্ত পদের বা পদগুলির x এর সহগ লিখি ।
(a) y3x+y2
সমাধানঃ
x উৎপাদকযুক্ত পদটি হল y3x
y3x পদটির x এর সহগ y3
(b) 15z2 – 8zx
সমাধানঃ
x উৎপাদকযুক্ত পদটি হল -8zx
-8zx পদটির x এর সহগ -8z
(c) -x-y+2
সমাধানঃ
x উৎপাদকযুক্ত পদটি হল -x
-x পদটির x এর সহগ -1
(d) 4+y+yx
সমাধানঃ
x উৎপাদকযুক্ত পদটি হল yx
yx পদটির x এর সহগ y
(e) 2+x+xy2
সমাধানঃ
x উৎপাদকযুক্ত পদগুলি হল x ও xy2
x পদটির x এর সহগ 1
xy2 পদটির x এর সহগ y2
(f) 15xy4 – 14
সমাধান:
x উৎপাদকযুক্ত পদটি হল 15xy4
15xy4 পদটির x এর সহগ 15y4
6. নীচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি ।
2x, y, 12xy, 13y2 , -5x, 18y, -4xy, -2y2 21x2y, 3x, 3xy, -xy, -y, 6x2 , -15x2
উত্তরঃ
7. নীচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লিখি ।
(a) 2x, 3y (b) 7x, 8x (c) -29x, 6x, (d)4xy, 6yz (e) -15yx, 8x (f) 5xy, 6x2y2
উত্তরঃ সদৃশ পদগুলি হল (b) 7x, 8x(c) -29x, 6x(e) -15xy, 8xy
অসদৃশ পদগুলি হল (a) 2x, 3y(d) 4xy, 6yz (f) 5xy, 6x2y2
8. নীচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটি x2 পদ আছে সেটি লিখি এবং x2 এর সহগ লিখি ।
(a) 5-xy2
সমাধানঃ 5-xy2 সংখ্যামালাটিতে x2 উৎপাদক যুক্ত কোনো পদ নেই ।
(b) -6x2-8y
সমাধানঃ যে পদটিতে x2 আছে সেটি হল -6x2
-6x2 পদটি থেকে x2 এর সহগ -6
(c) 3x2-15xy2-8y2
সমাধানঃ 3x2-15xy2-8y2 সংখ্যামালাটিতে x2 উৎপাদকযুক্ত পদটি হল 3x2
x2 -এর সহগ 3 ।
(d) 2+3x2y+4x
সমাধানঃ যে পদটিতে x2 আছে সেটি হল 3x2y
3x2y পদটি থেকে x2 এর সহগ 3y
(e) 5-6x2y2+6xy
সমাধানঃ যে পদটিতে x2 আছে সেটি হল -6x2y2
-6x2y2 পদটির থেকে x2 এর সহগ -6y2
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.1|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.১|গণিতপ্রভা সপ্তম শ্রেণী(ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.১ সমাধান|WBBSE Class 7 (Seven/VII) Math Solution Of Chapter 6 Exercise 6.1 |
very good app for learning mathematics .s I rated the website 10/10.thank you.
Very Helpful online site of math