Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.3|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.৩|গণিতপ্রভা সমাধান সপ্তম শ্রেণি (ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.৩|WBBSE Class 7 (Seven,VII)Math Solution Of Chapter 6 Exercise 6.3
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.3|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.৩|গণিতপ্রভা সমাধান সপ্তম শ্রেণি (ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.৩|WBBSE Class 7 (Seven,VII)Math Solution Of Chapter 6 Exercise 6.3
কষে দেখি -6.3
1. মনে মনে হিসাব করিঃ
(i) 3a × 4b = ______
সমাধানঃ
3a × 4b = 12ab
(ii) 12ab ÷ 3a = ________
সমাধানঃ
(iii) 12ab ÷ _____ = 4ab
সমাধানঃ
12ab ÷ 4ab = 3
(iv) (-x2) × x = _______
সমাধানঃ
(-x2) × x = -x2 × x= -x2+1 = -x3
∴ (-x2) × x = -x3
(v) 9x2 ÷ 3x2 = ______
সমাধানঃ
9x2 ÷ 3x2
= 3x0
= 3
∴ 9x2 ÷ 3x2 = 3
(vi) x2 × x2 = _____
সমাধানঃ
x2 × x2 = x4
(vii) x2 × _____ = 1
সমাধানঃ
(iii) 0 ÷ ab = ____
সমাধানঃ
0 ÷ ab = 0
(ix) 4a2b2c2 × ___ = 0
সমাধানঃ
4a2b2c2 × 0 = 0
(x) 3ab ÷ ___ = a
সমাধানঃ
3ab ÷ 3b = a
(xi) x0 × y = ___
সমাধানঃ
x0 × y = 1× y [∵ x0 =1]
(xii) x ÷ 0 =
সমাধানঃ
যেহেতু ভাজ্য কখনও শূন্য হতে পারে না ।
∴ x কে 0 দিয়ে ভাগ করা যাবে না । তাই x কে 0 দিয়ে ভাগ করা অর্থহীন ।
2. গুন করিঃ
(a) 2x2 × (-3y) × 6z
সমাধানঃ
2x2 × (-3y) × 6z
= -2×3×6×x2×y×z
= -36x2yz
(b) 7xy2 × 8x2y × xy
সমাধানঃ
7xy2 × 8x2y × xy
= 7×8×x×x2×x×y2×y×y
= 56x1+2+1×y2+1+1
= 56x4y4
(c) (-3a2) × (4a2b) × (-2)
সমাধানঃ
(-3a2) × (4a2b) × (-2)
= (-3) ×4×(-2) ×a2×a2×b
= 24a2+2b
= 24a4b
(i) 4a (3a+7b)
সমাধানঃ
4a (3a+7b)
= 4×3×a1+1+4×7×ab
= 12a2 + 28ab
(j) 8a2 × (2a+5b)
সমাধানঃ
8a2 × (2a+5b)
= 8 × 2a2+1 × 8×5a2b
= 16a3+40a2b
(k) -17x2 × (3x-4)
সমাধানঃ
-17x2 × (3x-4)
= (-17x2)(3x-4)
= (-17) × 3×x2×x – (-17) ×4×x2
= -51x2+1 + 68x2
= -51x3 + 68x2
(m) 2×5x(10x2y-100xy2)
সমাধানঃ
2×5x(10x2y-100xy2)
= 2×5x×10x2y-2×5x×100xy2
= 100x1+2y-1000x1+1y2
= 100x3y – 1000x2y2
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.3|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.৩|গণিতপ্রভা সমাধান সপ্তম শ্রেণি (ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.৩|WBBSE Class 7 (Seven,VII)Math Solution Of Chapter 6 Exercise 6.3 |
(n) (2x+3y)(5x-y)
সমাধানঃ
(2x+3y)(5x-y)
= 2x(5x-y)+3y(5x-y)
= 10x2-2xy+15xy-3y2
= 10x2+13xy-3y2
(o) (a2-b2)(2b-6a)
সমাধানঃ
(a2-b2)(2b-6a)
= a2(2b-6a) -b2(2b-6a)
= 2a2b-6a2+1 -2b2+1+6ab2
= 2a2b-6a3 -2b3+6ab2
(p) (x+2)(3x+1)
সমাধানঃ
(x+2)(3x+1)
= x(3x+1) +2(3x+1)
= 3x2+x+6x+2
= 3x2+7x+2
[প্রতি ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যা x,y,z,a,b,c,m,n,s,t ও u কারও মান শূন্য নয় ।]
3. (i) সীমা প্রতি সারিতে 3x টি চারা গাছ লাগিয়েছে । এইরকম 2x টি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করি ।
সমাধানঃ
সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে 3x টি
∴ সীমা 2x টি সারিতে চারাগাছ লাগিয়েছে 3x × 2x টি = 6x2 টি
(ii) একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য (4x+1) মিটার এবং প্রস্থ 3x মিটার । আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি ।
সমাধানঃ
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (4x+1) মিটার এবং 3x প্রস্থ মিটার ।
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (4x+1)×3x বর্গমিটার = 3x(4x+1) বর্গমিটার = (12x2 + 3x) বর্গমিটার
(iii) এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6টাকা বেড়েছে । আগে 1ডজন কলার দাম x টাকা থাকলে, এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসাব করি ।
সমাধানঃ
আগে 1 ডজন কলার দাম x টাকা
এখন 1 ডজন কলার দাম (x+6) টাকা
∴ এখন 2x ডজন কলার দাম 2x(x+6) টাকা = (2x2+12x) টাকা
(iv) একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি. হলে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখি ।
সমাধানঃ
বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x মিটার
∴ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 7x×7x বর্গমিটার = 49x2 বর্গমিটার
(v) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x2 বর্গ একক । দৈর্ঘ্য 4x একক হলে, প্রস্থ কত হতে পারে হিসাব করি ।
সমাধানঃ
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x2 বর্গ একক এবং দৈর্ঘ্য 4x একক
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
(vi) সুশোভন 9y দিনে 729y4 টি ঘুড়ি বিক্রি করেছে । সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসাব করি ।
সমাধানঃ
[প্রতিক্ষেত্রে কোনো বীজগাণিতিক সংখ্যার মান শূন্য নয় ।]
4. প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি ।
(i) 8x3b, x2b
সমাধানঃ
8x3b ÷ x2b
= 8x3-2
= 8x
(ii) -9xy3 , xy
সমাধানঃ
-9xy3 ÷ xy
= -9y3-1
= -9y2
(iii) -15x2y4z2, -x2yz2
সমাধানঃ
-15x2y4z2 ÷ (-x2yz2 )
= 15y4-1
= 15y3
(iv) 21l3m3n3, -4l4mn
সমাধানঃ
(v) (5a2-7ab2), a
সমাধানঃ
(vi) (-48x9+12x6), 3x3
সমাধানঃ
(vii) 15m2n+20m2n2, 5mn
সমাধানঃ
= 3m+4mn
(viii) 36a5b2 – 24a2b5, -4a2b2
সমাধানঃ
(ix) 3pqr+6p2qr2-9p3q2r3, -3pqr
সমধানঃ
(x) m2n4+m3n3-m4n2, -m4n4
সমাধানঃ
[প্রতিক্ষেত্রে কোনো বীজগাণিতিক সংখ্যার মান শূন্য নয় ।]
5. সরল করিঃ
(i) a(b-c)+b(c-a)+c(a-b)
সমাধানঃ
a(b-c)+b(c-a)+c(a-b)
= ab-ac+bc-ab+ac-bc
= 0
(ii) a(b-c)-b(c-a)-c(a-b)
সমাধানঃ
a(b-c)-b(c-a)-c(a-b)
= ab-ac-bc+ab-ac+bc
= 2ab-2ac
(iii) x(x+4)+22x(x-3)-3x2
সমাধানঃ
x(x+4)+22x(x-3)-3x2
= x2+4x+2x2-6x-3x2
= -2x
(iv) 3x2+x(x+2)-3x(2x+1)
সমাধানঃ
3x2+x(x+2)-3x(2x+1)
= 3x2+x2+2x-6x2-3x
= -2x2-x
(v) (a+b)(a-b)+(b+c)(b-c)+(c+a)(c-a)
সমাধানঃ
(a+b)(a-b)+(b+c)(b-c)+(c+a)(c-a)
= (a2+ab-ab-b2) +(b2+bc-bc-c2) +(c2+ca-ca-a2)
= (a2-b2)+(b2-c2)+(c2-a2)
= a2-b2+b2-c2+c2-a2
= 0
(vi) (a2+b2)(a2-b2)+(b2+c2)(b2-c2) + (c2+a2)(c2-a2)
সমাধানঃ
(a2+b2)(a2-b2)+(b2+c2)(b2-c2) + (c2+a2)(c2-a2)
= (a4+a2b2-a2b2-b4)+(b4+b2c2-b2c2-b4)+(c4+a2c2-a2c2-a4)
= (a4-b4)+(b4-b4)+(c4-a4)
= a4-b4+b4-b4+c4-a4
= 0
Ganit Prabha Class 7 Koshe Dekhi 6.3|বীজগাণিতিক প্রক্রিয়া কষে দেখি ৬.৩|গণিতপ্রভা সমাধান সপ্তম শ্রেণি (ক্লাস-৭) অধ্যায় ৬ কষে দেখি ৬.৩|WBBSE Class 7 (Seven,VII)Math Solution Of Chapter 6 Exercise 6.3 |