Madhyamik Bengali MCQ Online Mock Test Set-1|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট -১|দশম শ্রেণি বাংলা MCQ প্রশ্ন-উত্তর– বাংলার এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBBSE Class 10 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক বাংলার সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা । এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে।এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-1|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট -১
Q1. রত্নের মূল্য জহুরির কাছেই ” । এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ হল –
- তপন ও ছোটোমেসো
- তপন ও ছোটোমাসি
- তপন ও পত্রিকা সম্পাদক
- ছোটোমাসি ও ছোটোমামা
তপন ও ছোটোমেসো
Q2. পথের দাবী গল্পে পোলিটিক্যাল সাস্পেক্টের নাম কী ছিল ?
- গিরীশ মহাপাত্র
- রামদাস তলওয়ারকর
- সব্যসাচী মল্লিক
- নিমাইবাবু
সব্যসাচী মল্লিক
Q3. ” খুব হয়েছে হরি , এইবার সরে পড়ো । অন্যদিকে যাও ।” – বক্তা হলেন –
- অনাদি
- ভবতোষ
- কাশীনাথ
- কালীনাথ
কাশীনাথ
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-1|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট -১ |
Q4. ” প্রোদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ” – ‘প্রোদোষকাল’ হল –
- ভোরবেলা
- দুপুরবেলা
- বিকেলবেলা
- সন্ধ্যাবেলা
সন্ধ্যাবেলা
Q5. ‘অসুখী একজন’ কবিতাটির বাংলা তরজমা করেছেন –
- অর্ঘ্যকুমার দত্তগুপ্ত
- দীনবন্ধু মিত্র
- নবারুণ ভট্টাচার্য
- মধুসূদন দত্ত
নবারুণ ভট্টাচার্য
Q6. প্রলয় উল্কা ছুটায়-
- লাল খিলানে
- জগৎ মাঝে
- নীল খিলানে
- সবুজ খিলানে
নীল খিলানে
Q7. যারা ওস্তাদ কলমবাজ , তাদের বলা হয়-
- টেলিগ্রাফিস্ট
- পলিগ্রাফিস্ট
- ক্যালিগ্রাফিস্ট
- ফার্মাসিস্ট
ক্যালিগ্রাফিস্ট
Q8. বাংলা প্রবাদটি হল কালি নেই , কলম নেই বলে আমি ________ ।
- নিধিরাম
- মুনশি
- কলমচি
- কবি
মুনশি
Q9. স্টাইলাস আসলে –
- লৌহ শলাকা
- প্ল্যাটিনাম শলাকা
- তামার শলাকা
- ব্রোঞ্জের শলাকা
ব্রোঞ্জের শলাকা
Q10. পন্ডিতে পন্ডিতে তর্ক চলছে । এখানে ‘পন্ডিতে পন্ডিতে’ পদদ্বয় হল –
- নিরপেক্ষ কর্তা
- প্রযোজ্য কর্তা
- সহযোগী কর্তা
- ব্যাতিহার কর্তা
ব্যাতিহার কর্তা
Q11. বিভক্তি –
- সর্বদা শব্দের পূর্বে বসে
- সর্বদা শব্দের পরে যুক্ত হয়
- শব্দের পরে আলাদা ভাবে বসে
- শব্দের পূর্বে আলাদা ভাবে বসে
সর্বদা শব্দের পরে যুক্ত হয়
Q12. ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে –
- সাদৃশ্য অর্থে
- সামীপ্য অর্থে
- পশ্চাৎ অর্থে
- বীপ্সা অর্থে
সামীপ্য অর্থে
Q13. ‘গাছপাকা’ শব্দটি যে সমাসের উদাহরণ –
- অধিকরণ তৎপুরুষ
- করণ তৎপুরুষ
- নিমিত্ত তৎপুরুষ
- সমন্ধ তৎপুরুষ
অধিকরণ তৎপুরুষ
Q14. ‘উপপদ’ শব্দটির অর্থ হল-
- সমপদ
- সমার্থক পদ
- সমীপবর্তী পদ
- সংখ্যাবাচক পদ
সমীপবর্তী পদ
Q15. অনুসর্গের অপর নাম হল-
- (ক) পরসর্গ
- (খ) কর্মপ্রবচনীয়
- (গ) ক ও খ উভয়ই
- কোনোটাই নয়
(গ) ক ও খ উভয়ই
Q16. বিভক্তি কখনোই লোপ পায়না –
- সম্মন্ধ পদে
- কর্মকারকে
- অধিকরণ কারকে
- করণ কারকে
সম্মন্ধ পদে
Q17. পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে , তা হল-
- কর্মধারয়
- বহুব্রিহী
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
অব্যয়ীভাব
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-1|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট -১ |
Q18. ‘ অনুদান ‘ এই সমাসটি গড়ে উঠেছে –
- সাদৃশ্য অর্থে
- সহযোগী অর্থে
- সামীপ্য অর্থে
- পশ্চাৎ অর্থে
সাদৃশ্য অর্থে
Q19. ” কলমে কায়স্থ চিনি , গোঁফেতে রাজপুত ” – এখানে গোঁফেতে পদটি কোন কারক ?
- কর্ম কারক
- করণ কারক
- অধিকরণ কারক
- নিমিত্ত কারক
করণ কারক
Q20. গাছগুলিতে জল দাও । ‘গাছগুলিতে’ পদটি –
- কর্মকারক
- কর্তৃকারক
- সম্মন্ধপদ
- করণ কারক
কর্মকারক