
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট – ২|দশম শ্রেণি বাংলা MCQ প্রশ্ন-উত্তর:বাংলার এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBBSE Class 10 এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক বাংলার সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা । এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-২
Q1. ক্রিয়াপদকে কী জন্য দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া যায় –
- করণ কারক
- কর্মকারক
- নিমিত্ত কারক
- কতৃকারক
নিমিত্ত কারক
Q2. যে সমাসের ব্যাসবাক্য হয়না তাকে বলে –
- অলোপ সমাস
- বাক্যাশ্রয়ী সমাস
- দন্দ্ব সমাস
- নিত্য সমাস
নিত্য সমাস
Q3. “হেমন্তের চেয়ে তরুণ ভালো খেলে । ” – হেমন্তের চেয়ে -এটি কোন কারক ?
- অপাদান কারক
- সম্মন্ধ পদ
- কতৃকারক
- কর্ম কারক
অপাদান কারক
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-২ |
Q4. ধাতু বিভক্তির আর এক নাম হল –
- ক্রিয়া বিভক্তি
- অনুসর্গ
- নির্দেশক
- শব্দ বিভক্তি
ক্রিয়া বিভক্তি
Q5. ‘ব্যাসবাক্য’পদে ব্যাস শব্দের অর্থ হল –
- ছোটো
- আলোচনা
- সংক্ষেপ
- বিস্তার
বিস্তার
Q6. অ -কারক হল –
- সম্বোধন ও বিষেষণ পদ
- বিশেষ্য ও সর্বনাম পদ
- সম্বন্ধ ও সম্বোধন পদ
- সম্বন্ধ ও সর্বনাম পদ
সম্বন্ধ ও সম্বোধন পদ
Q7. অধিকরণ তৎপুরুষ সমাসটি হল –
- দুর্যোধন
- ধৃতরাষ্ট্র
- যুধিষ্ঠির
- রামচন্দ্র
যুধিষ্ঠির
Q8. শব্দ বিভক্তির দৃষ্টান্ত হল –
- অন
- রে
- ইয়াছি
- এন
রে
Q9. “রাম অঙ্কে কাঁচা ।”অঙ্কে পদটি কোন কারকের উদাহরণ ?
- অধিকরণ কারকের
- কর্ম কারকের
- করণ কারকের
- অপাদান কারকের
কর্ম কারকের
Q10. সমাসের কাজ হল –
- বর্ণের মিলন
- বাক্যের মিলন
- ধ্বনির মিলন
- পদের মিলন
পদের মিলন
Q11. একঘেয়ে কাজ করতে হরিদার –
- মারাত্মক অসুবিধা
- ভয়াভয় সমস্যা
- ভয়ানক আপত্তি
- বড্ড অসহ্য লাগে
ভয়ানক আপত্তি
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-২ |
Q12. বজ্র শিখার মসাল জেলে আসছে –
- শুভঙ্কর
- দিগম্বর
- ভয়ংকর
- শংকর
ভয়ংকর
Q13. “কিন্তু কে শোনে তার কথা” –এখানে ‘তার’ বলতে কার কথা বোঝানো হয়েছে ?
- মাসির
- মেসোর
- তপনের
- ছোটো কাকুর
তপনের
Q14. “বুড়োমানুষের কথাটা শুনো । ” – বুড়ো মানুষটি হলেন-
- নিমাইবাবু
- জগদীশবাবু
- অপূর্ব
- রামদাস
নিমাইবাবু
Q15. ইন্দ্রজিতের স্ত্রীর নাম –
- ইন্দিরা
- সরমা
- নিকষা
- প্রমীলা
প্রমীলা
Q16. গল্প শুনে খুব গম্ভীর হলেন –
- সন্ন্যাসী
- হরি দা
- জগদীশ বাবু
- গল্প কথক
হরি দা
Q17. তারপর যুদ্ধ এল –
- আগ্নেয় পাহাড়ের মত
- প্রবল বৃষ্টি ধারার মত
- রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
- ঝড়ের মত
রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
Q18. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল-
- রিজার্ভার পেন
- ঝরনা কলম
- পালকের কলম
- শলাকা কলম
রিজার্ভার পেন
Q19. জগদীশ বাবু পেশায় ছিলেন –
- ডাক্তার
- পুলিশ
- উকিল
- অয়েল কোম্পানির ম্যানেজার
পুলিশ
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-২ |
Q20. শ্রীপান্থ ছদ্মনামে লেখেন –
- নিখিল সরকার
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- রাজশেখর বসু
- রবীন্দ্রনাথ ঠাকুর
নিখিল সরকার