
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-৫|দশম শ্রেণি বাংলা MCQ প্রশ্ন-উত্তর: বাংলার এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা ,WBBSE Class 10 এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক বাংলার সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা । এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-৫
Q1. “পথের দাবী” গল্পে পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল –
- গিরিশ মহাপাত্র
- রামদাস তলওয়ারকর
- সব্যসাচী মল্লিক
- নিমাইবাবু
সব্যসাচী মল্লিক
Q2. উপপদ শব্দটির অর্থ হল –
- সমপদ
- সমার্থক পদ
- সমীপবর্তী
- সংখ্যাবাচক শব্দ
সমীপবর্তী
Q3. “বুনো হাঁস ধরাই যে এদের কাজ” – ‘বুনো হাঁস’ বলা হয়েছে –
- ভারতীয়দের
- ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
- কালো মানুষদের
- চোর-ডাকাতদের
ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-৫ |
Q4. পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে –
- কর্মধারায়
- বহুব্রীহি
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
অব্যয়ীভাব
Q5. জগদীশবাবু হিমালয়ের সন্ন্যাসীর কাঠের খড়মে লাগিয়েছিলেন –
- সোনার বোল
- সোনার বোতাম
- সোনার ফিতে
- সোনার ঘুঙুর
সোনার বোল
Q6. যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাকে কি পদ বলে ? –
- পূর্বপদ
- পরপদ
- সমস্যমান পদ
- অন্যপদ
সমস্যমান পদ
Q7. “হাসিবে মেঘবাহন” এখানে কাকে মেঘবাহন বলা হয়েছে ? –
- ইন্দ্রজিৎকে
- ইন্দ্রকে
- বরুণকে
- অগ্নিকে
ইন্দ্রকে
Q8. “উপনগরী” সমাসটি গড়ে উঠেছে –
- পশ্চাৎ অর্থে
- সাদৃশ্য অর্থে
- সামীপ্য অর্থে
- বিপ্সা অর্থে
সামীপ্য অর্থে
Q9. প্রথম দিকে লেখা শুকনো করা হত –
- বালি দিয়ে
- ব্লটিং পেপার দিয়ে
- চক দিয়ে
- কাপড়ের টুকরো দিয়ে
বালি দিয়ে
Q10. কাউকে ডাকা বাঁ আহ্বান বোঝাতে কি পদ হয় ?
- সম্বন্ধ পদ
- নামপদ
- সর্বনামপদ
- সম্বোধন পদ
সম্বোধন পদ
Q11. লেখক শ্রীপান্থ কিসের ভক্ত ?
- টাইপ রাইটারের
- কালি খেকো কলমের
- বল পেনের
- কাঠের দোয়াতের
বল পেনের
Q12. “সপ্ত মহাসিন্ধু দোলে কপোলতলে” । – সপ্ত মহাসিন্ধু পদটি যে সমাসের উদাহরণ তা হল
- অব্যয়ীভাব
- দ্বিগু
- সাধারণ কর্মধারায়
- দ্বন্দ্ব
সাধারণ কর্মধারায়
Q13. তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন –
- রাজনীতিবিদ
- উকিল
- অধ্যাপক
- চিকিৎসক
অধ্যাপক
Q14. “কথা অমৃতের ন্যায়”- এখানে উপমেয় পদটি হল –
- অমৃত
- ন্যায়
- কথা
- অমৃতের ন্যায়
কথা
Q15. “সে জানত না” – সে কি জানত না ?
- কথক আর কখনও ফিরে আসবেন না
- কথকের আসতে দেরি হবে
- কথক ফিরে আসবেন
- কথক শীঘ্রই আসবেন
কথক আর কখনও ফিরে আসবেন না
Q16. ‘গিন্নিমা’ এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল –
- গিন্নির মা
- যিনি গিন্নি তিনি মা
- গিন্নি ও মা
- যিনি গিন্নি তার মা
যিনি গিন্নি তিনি মা
Q17. “সভ্যতার শেষ পুন্যবাণী” – হল –
- বিদ্বেষ
- ভালবাসা
- ক্ষমা করো
- মঙ্গল করো
ক্ষমা করো
Q18. কী ঘুম না ঘুমাল । এখানে ঘুম হল –
- সমধাতুজ করণ
- সমধাতুজ কর্ম
- সমধাতুজ কর্তা
- করণের বিপ্সা
সমধাতুজ কর্ম
Q19. প্রলয় কোথায় উল্কা ছোটায় ?
- লাল খিলানে
- সবুজ খিলানে
- নীল খিলানে
- জগৎমাঝে
নীল খিলানে
Madhyamik Bengali MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক বাংলা MCQ অনলাইন মক টেস্ট সেট-৫ |
Q20. সব কারকে ব্যবহৃত হয় –
- ধাতু
- তির্যক বিভক্তি
- প্রত্যয়
- সম্বন্ধ পদ
তির্যক বিভক্তি