মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography Chapter 5 Mock Test

Madhyamik Geography Chapter 5 Mock Test
মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Geography Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।’ভারত (প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে Madhyamik Geography Chapter 5 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ভূগোল বিষয়ের অধ্যায়-৫ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography Mock Test Chapter 5। তাই এই ‘ভারত (প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography Chapter 5 Mock Test

Q1. পাহাড়ি অঞ্চলের মাটি সংরক্ষণের একটি গুরুত্বপুর্ণ পদ্ধতি হল –

  • বৃক্ষ নিধন
  • ধাপচাষ
  • রাস্তা নির্মাণ
  • নদীতে বাঁধ দেওয়া

ধাপচাষ

Q2. পশ্চিমবঙ্গের বেশির ভাগ উদ্ভিদ হল-

  • চিরহরিৎ প্রকৃতির
  • সরলবর্গীয় প্রকৃতির
  • আর্দ্র পর্ণমোচী প্রকৃতির
  • ম্যানগ্রোভ প্রকৃতির

আর্দ্র পর্ণমোচী প্রকৃতির

Q3. সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন –

  • ড. নরম্যান বোরলগ
  • ড. সাহা
  • ড. হাসান
  • ড.মুখোপাধ্যায়

ড. নরম্যান বোরলগ

Q4. একটি জায়িদ ফসল হল –

  • তরমুজ
  • সরষে
  • ধান
  • গম

তরমুজ

Q5. ভারতে কফি বোর্ডের সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটি হল-

  • কলকাতা
  • বেঙ্গালুরু
  • চেন্নাই
  • আমেদাবাদ

বেঙ্গালুরু

Q6. ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত উচ্চ ফলনশীল ধানবীজ হল –

  • সোনালিকা
  • কল্যানসোনা
  • আই আর -8
  • সফেদ লারমা

আই আর -8

Q7. কল্যাণসোনা ভারতের কোন উচ্চফলনশীল বীজের প্রজাতি ?

  • ধান
  • গম
  • চা 
  • কার্পাস

গম

Q8. বোরো ধান কাটা হয় –

  • শীতকালে
  • গ্রীষ্মকালে
  • বর্ষাকালে
  • বসন্ত কালে

গ্রীষ্মকালে

 Q9. সুজাতা হল একটি উচ্চফলনশীল –

  • ধান বীজ
  • গম বীজ
  • ইক্ষু বীজ
  • তুলো বীজ

তুলো বীজ

Q10. ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত –

  • কটকে
  • লখনৌতে
  • পুসাতে
  • জোড়হাটে

লখনৌতে

Q11. বল উইভিল পোকার আক্রমন যে প্রকার ফসলের ক্ষেতে ঘটে তা হল-

  • চা
  • ধান
  • গম
  • তুলো

তুলো

Q12. ভারতের ডেট্রয়েট বলা হয় –

  • জামসেদপুরকে
  • চেন্নাইকে
  • মুম্বাইকে
  • গুড়্গাওকে

চেন্নাইকে

Q13. ভারতে রেলের বগি তৈরি হয় –

  • বারাণসীতে
  • বার্নপুরে
  • পেরাম্বুরে
  • বেঙ্গালুরুতে

বারাণসীতে

Q14. হীরক চতুর্ভুজ প্রকল্পটি কী ?

  • রেলপথ প্রকল্প
  • জলপথ প্রকল্প
  • স্থলপথ প্রকল্প
  • আকাশপথ প্রকল্প

রেলপথ প্রকল্প

 Q15. ভারতের ক্ষুদ্রতম জতীয় সড়কটি হল-

  • NH2
  • NH7
  • NH48
  • NH47A

NH47A

Q16. পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত জন ?

  • 925 জন
  • 2120 জন
  • 1029 জন
  • 790 জন

1029 জন

Q17. ভারতে সিলিকন ভ্যালি হল –

  • বেঙ্গালুরু
  • চেন্নাই
  • হায়দরাবাদ
  • কলকাতা

বেঙ্গালুরু

  Q18. ভারতের কার্পাস গবেষনাকেন্দ্রটি আছে –

  • কোয়েম্বাটুরে
  • গুয়াহাটিতে
  • নাগপুরে
  • জলন্ধরে

নাগপুরে

Q19. ভারত  ও চীনের সীমারেখাকে বলে –

  • ম্যাকমোহন লাইন
  • র‍্যাডক্লিফ লাইন
  • ডুরান্ড লাইন
  • লাইন অভ কন্ট্রোল  

ম্যাকমোহন লাইন

Q20. সোনালি চতুর্ভুজের বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য –

  • 1419 কিমি.
  • 1290 কিমি.
  • 1453 কিমি.
  • 1684 কিমি.

1684 কিমি.

Q21. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হল –

  • বিহার
  • কেরল
  • সিকিম
  • অরুনাচল প্রদেশ

অরুনাচল প্রদেশ

Q22. BPO শব্দটি যে শিল্পের সঙ্গে প্রধানত জড়িত তা হল-

  • কার্পাস বয়ন শিল্প
  • লৌহ ইস্পাত শিল্প
  • পেট্রোকেমিক্যাল শিল্প
  • তথ্যপ্রযুক্তি শিল্প

তথ্যপ্রযুক্তি শিল্প

Q23. রোডোডেনড্রন দেখা যায় যে পার্বত্য অঞ্চলে ,  তা হল-

  • হিমালয়
  • নীলগিরি
  • পশ্চিমঘাট
  • গারো

হিমালয়

Q24. মাটির প্রবেশ্যতা বেশি –

  • পলি মাটিতে
  • এঁটেল মাটিতে
  • দোআঁশ মাটিতে
  • বেলে মাটিতে

বেলে মাটিতে

Q25. দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হল-

  • লাডাক
  • শিলং
  • ছোটোনাগপুর
  • মালনাদ

মালনাদ

Q26. অলকানন্দা ও মন্দাকিনী পরস্পর মিলিত হয়েছে –

  • হরিদ্বারে
  • দেবপ্রয়াগে
  • রুদ্রপ্রয়াগে
  • নৈনিতালে

রুদ্রপ্রয়াগে

Q27. নীলগিরি পর্বতের একটি গ্যাপ বা  ফাঁক হল –

  • থলঘাট
  • ভোরঘাট
  • পালঘাট
  • নাথুলা

পালঘাট

Q28. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হল –

  • ম্যাকমোহন লাইন
  • র‍্যাডক্লিফ লাইন
  • ডুরান্ড লাইন
  • লাইন অফ কন্ট্রোল

র‍্যাডক্লিফ লাইন

 Q29. কেন্দ্র শাসিত অঞ্চল গুলির মধ্যে সর্বাধিক জনঘনত্ব হল –

  • চন্ডীগড়
  • লাক্ষাদ্বীপ
  • দিল্লি
  • পুদুচেরি

দিল্লি

Q30. শিকড় আলগা শিল্প নামে পরিচিত –

  • লৌহ -ইস্পাত শিল্প
  • কার্পাস বয়ন শিল্প
  • পেট্রোকেমিক্যাল শিল্প
  • কোনোটিই নয়

কার্পাস বয়ন শিল্প

 Q31. ভারতে বাজরা উৎপাদনে প্রথম রাজ্যটি হল –

  • কর্ণাটক
  • উত্তরপ্রদেশ
  • রাজস্থান
  • মহারাষ্ট্র

রাজস্থান

Q32. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল –

  • চিনাবাদাম 
  • ধান 
  • পাট
  • গম

চিনাবাদাম 

Q33. ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হল-

  • মালাবার উপকূল
  • কোঙ্কন উপকূল 
  • করমন্ডল উপকূল
  • উত্তর সরকার উপকূল

মালাবার উপকূল

Q34. ভারতের একটি প্রবাল দ্বীপ হল-

  • ব্যারেন
  • লাক্ষাদ্বীপ
  • আন্দামান
  • নিকোবর

লাক্ষাদ্বীপ

Q35. সাহারা মরুভূমির প্লায়ার নাম –

  • শট 
  • বোলসন
  • করি
  • লোয়েশ

শট 

Q36. বরদৈছিলা হল অসমের –

  • সামাজিক প্রথা
  • গ্রীষ্মকালীন ঝড়
  • শীতকালীন ঝড়
  • ফসল

গ্রীষ্মকালীন ঝড়

 Q37. ভারতের ‘কফির রাজধানী’ নামে পরিচিত –

  • চিকমাগলুর
  • কুর্গ জেলা
  • কোদাগু
  • সিমোগা

কোদাগু

Q38. ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়-

  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • সোভিয়েত রাশিয়া
  • ব্রিটেন
  • ইতালি

সোভিয়েত রাশিয়া

Q39.ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হল-

  • NW1
  • NW2
  • NW3
  • NW4

NW1

Q40.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল –

  • গোদাবরী
  • কৃষ্ণা
  • কাবেরী
  • মহানদী

গোদাবরী

Q41. ভারতে ১ নং জাতীয় জলপথটি হল-

  • হলদিয়া -এলাহাবাদ
  • কোট্টাপুরম -কোল্লাম
  • শাদিয়া -ধুবড়ি
  • মুম্বই –চেন্নাই

হলদিয়া -এলাহাবাদ

Q42. ছোটোনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে –

  • পর্ণমোচী অরণ্য
  • চিরসবুজ অরণ্য
  • সরলবর্গীয় অরণ্য
  • জেরোফাইট উদ্ভিদ

পর্ণমোচী অরণ্য

Q43. পাঞ্চেত বাঁধ যে নদীর ওপর অবস্থিত –

  • গঙ্গা 
  • মহানদী
  • দামোদর
  • গোদাবরী

দামোদর

Q44. ভারতে প্রতি হাজার জন পুরুষে মহিলার সংখ্যা –

  • 950 জন
  • 960 জন
  • 940 জন
  • 970 জন

940 জন

Q45. গঙ্গাকে দূষণ মুক্ত করতে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান ‘ গৃহীত হয় –

  • 1885 খ্রিষ্টাব্দে
  • 1986 খ্রিষ্টাব্দে
  • 1995 খ্রিষ্টাব্দে
  • 2015 খ্রিষ্টাব্দে

1986 খ্রিষ্টাব্দে

 Q46. আধুনিক ‘শিল্পদানব’ বা ‘উদীয়মান শিল্প’ বলা হয় –

  • লৌহ ইস্পাত শিল্পকে
  • বস্ত্রবয়ন শিল্পকে
  • পেট্রোরসায়ন শিল্পকে
  • পাট শিল্পকে

পেট্রোরসায়ন শিল্পকে

Q47. আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল-

  • স্প্রুস
  • জুনিপার
  • উইলো
  • পাইন

জুনিপার

Q48. ভারতে পরিবহণের জীবনরেখা বলা হয় –

  • জলপথ পরিবহণকে
  • সড়কপথ পরিবহণকে
  • আকাশপথ পরিবহণকে
  • রেলপথ পরিবহণকে

রেলপথ পরিবহণকে

Q49. ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্রটি হল –

  • TISCO
  • ভিলাই স্টিল প্ল্যান্ট
  • দুর্গাপুর স্টিল প্ল্যান্ট 
  • বোকারো স্টিল প্ল্যান্ট

ভিলাই স্টিল প্ল্যান্ট

Q50. গোদাবরী নদী যে স্থান থেকে উৎপত্তি লাভ করেছে –

  • ত্রিম্বক  উচ্চভূমি
  • ব্রমহগিরি
  • অমরকন্টক শৃঙ্গ
  • মহাবালেশ্বর  

ত্রিম্বক  উচ্চভূমি

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Geography Chapter 5 Mock Test এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!