আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Geography Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।’ভারত (প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে Madhyamik Geography Chapter 5 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভূগোল বিষয়ের অধ্যায়-৫ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography Mock Test Chapter 5। তাই এই ‘ভারত (প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography Chapter 5 Mock Test
Q1. পাহাড়ি অঞ্চলের মাটি সংরক্ষণের একটি গুরুত্বপুর্ণ পদ্ধতি হল –
- বৃক্ষ নিধন
- ধাপচাষ
- রাস্তা নির্মাণ
- নদীতে বাঁধ দেওয়া
ধাপচাষ
Q2. পশ্চিমবঙ্গের বেশির ভাগ উদ্ভিদ হল-
- চিরহরিৎ প্রকৃতির
- সরলবর্গীয় প্রকৃতির
- আর্দ্র পর্ণমোচী প্রকৃতির
- ম্যানগ্রোভ প্রকৃতির
আর্দ্র পর্ণমোচী প্রকৃতির
Q3. সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন –
- ড. নরম্যান বোরলগ
- ড. সাহা
- ড. হাসান
- ড.মুখোপাধ্যায়
ড. নরম্যান বোরলগ
Q4. একটি জায়িদ ফসল হল –
- তরমুজ
- সরষে
- ধান
- গম
তরমুজ
Q5. ভারতে কফি বোর্ডের সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটি হল-
- কলকাতা
- বেঙ্গালুরু
- চেন্নাই
- আমেদাবাদ
বেঙ্গালুরু
Q6. ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত উচ্চ ফলনশীল ধানবীজ হল –
- সোনালিকা
- কল্যানসোনা
- আই আর -8
- সফেদ লারমা
আই আর -8
Q7. কল্যাণসোনা ভারতের কোন উচ্চফলনশীল বীজের প্রজাতি ?
- ধান
- গম
- চা
- কার্পাস
গম
Q8. বোরো ধান কাটা হয় –
- শীতকালে
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- বসন্ত কালে
গ্রীষ্মকালে
Q9. সুজাতা হল একটি উচ্চফলনশীল –
- ধান বীজ
- গম বীজ
- ইক্ষু বীজ
- তুলো বীজ
তুলো বীজ
Q10. ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত –
- কটকে
- লখনৌতে
- পুসাতে
- জোড়হাটে
লখনৌতে
Q11. বল উইভিল পোকার আক্রমন যে প্রকার ফসলের ক্ষেতে ঘটে তা হল-
- চা
- ধান
- গম
- তুলো
তুলো
Q12. ভারতের ডেট্রয়েট বলা হয় –
- জামসেদপুরকে
- চেন্নাইকে
- মুম্বাইকে
- গুড়্গাওকে
চেন্নাইকে
Q13. ভারতে রেলের বগি তৈরি হয় –
- বারাণসীতে
- বার্নপুরে
- পেরাম্বুরে
- বেঙ্গালুরুতে
বারাণসীতে
Q14. হীরক চতুর্ভুজ প্রকল্পটি কী ?
- রেলপথ প্রকল্প
- জলপথ প্রকল্প
- স্থলপথ প্রকল্প
- আকাশপথ প্রকল্প
রেলপথ প্রকল্প
Q15. ভারতের ক্ষুদ্রতম জতীয় সড়কটি হল-
- NH2
- NH7
- NH48
- NH47A
NH47A
Q16. পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত জন ?
- 925 জন
- 2120 জন
- 1029 জন
- 790 জন
1029 জন
Q17. ভারতে সিলিকন ভ্যালি হল –
- বেঙ্গালুরু
- চেন্নাই
- হায়দরাবাদ
- কলকাতা
বেঙ্গালুরু
Q18. ভারতের কার্পাস গবেষনাকেন্দ্রটি আছে –
- কোয়েম্বাটুরে
- গুয়াহাটিতে
- নাগপুরে
- জলন্ধরে
নাগপুরে
Q19. ভারত ও চীনের সীমারেখাকে বলে –
- ম্যাকমোহন লাইন
- র্যাডক্লিফ লাইন
- ডুরান্ড লাইন
- লাইন অভ কন্ট্রোল
ম্যাকমোহন লাইন
Q20. সোনালি চতুর্ভুজের বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য –
- 1419 কিমি.
- 1290 কিমি.
- 1453 কিমি.
- 1684 কিমি.
1684 কিমি.
Q21. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হল –
- বিহার
- কেরল
- সিকিম
- অরুনাচল প্রদেশ
অরুনাচল প্রদেশ
Q22. BPO শব্দটি যে শিল্পের সঙ্গে প্রধানত জড়িত তা হল-
- কার্পাস বয়ন শিল্প
- লৌহ ইস্পাত শিল্প
- পেট্রোকেমিক্যাল শিল্প
- তথ্যপ্রযুক্তি শিল্প
তথ্যপ্রযুক্তি শিল্প
Q23. রোডোডেনড্রন দেখা যায় যে পার্বত্য অঞ্চলে , তা হল-
- হিমালয়
- নীলগিরি
- পশ্চিমঘাট
- গারো
হিমালয়
Q24. মাটির প্রবেশ্যতা বেশি –
- পলি মাটিতে
- এঁটেল মাটিতে
- দোআঁশ মাটিতে
- বেলে মাটিতে
বেলে মাটিতে
Q25. দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হল-
- লাডাক
- শিলং
- ছোটোনাগপুর
- মালনাদ
মালনাদ
Q26. অলকানন্দা ও মন্দাকিনী পরস্পর মিলিত হয়েছে –
- হরিদ্বারে
- দেবপ্রয়াগে
- রুদ্রপ্রয়াগে
- নৈনিতালে
রুদ্রপ্রয়াগে
Q27. নীলগিরি পর্বতের একটি গ্যাপ বা ফাঁক হল –
- থলঘাট
- ভোরঘাট
- পালঘাট
- নাথুলা
পালঘাট
Q28. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হল –
- ম্যাকমোহন লাইন
- র্যাডক্লিফ লাইন
- ডুরান্ড লাইন
- লাইন অফ কন্ট্রোল
র্যাডক্লিফ লাইন
Q29. কেন্দ্র শাসিত অঞ্চল গুলির মধ্যে সর্বাধিক জনঘনত্ব হল –
- চন্ডীগড়
- লাক্ষাদ্বীপ
- দিল্লি
- পুদুচেরি
দিল্লি
Q30. শিকড় আলগা শিল্প নামে পরিচিত –
- লৌহ -ইস্পাত শিল্প
- কার্পাস বয়ন শিল্প
- পেট্রোকেমিক্যাল শিল্প
- কোনোটিই নয়
কার্পাস বয়ন শিল্প
Q31. ভারতে বাজরা উৎপাদনে প্রথম রাজ্যটি হল –
- কর্ণাটক
- উত্তরপ্রদেশ
- রাজস্থান
- মহারাষ্ট্র
রাজস্থান
Q32. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল –
- চিনাবাদাম
- ধান
- পাট
- গম
চিনাবাদাম
Q33. ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হল-
- মালাবার উপকূল
- কোঙ্কন উপকূল
- করমন্ডল উপকূল
- উত্তর সরকার উপকূল
মালাবার উপকূল
Q34. ভারতের একটি প্রবাল দ্বীপ হল-
- ব্যারেন
- লাক্ষাদ্বীপ
- আন্দামান
- নিকোবর
লাক্ষাদ্বীপ
Q35. সাহারা মরুভূমির প্লায়ার নাম –
- শট
- বোলসন
- করি
- লোয়েশ
শট
Q36. বরদৈছিলা হল অসমের –
- সামাজিক প্রথা
- গ্রীষ্মকালীন ঝড়
- শীতকালীন ঝড়
- ফসল
গ্রীষ্মকালীন ঝড়
Q37. ভারতের ‘কফির রাজধানী’ নামে পরিচিত –
- চিকমাগলুর
- কুর্গ জেলা
- কোদাগু
- সিমোগা
কোদাগু
Q38. ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়-
- মার্কিন যুক্তরাষ্ট্র
- সোভিয়েত রাশিয়া
- ব্রিটেন
- ইতালি
সোভিয়েত রাশিয়া
Q39.ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হল-
- NW1
- NW2
- NW3
- NW4
NW1
Q40.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল –
- গোদাবরী
- কৃষ্ণা
- কাবেরী
- মহানদী
গোদাবরী
Q41. ভারতে ১ নং জাতীয় জলপথটি হল-
- হলদিয়া -এলাহাবাদ
- কোট্টাপুরম -কোল্লাম
- শাদিয়া -ধুবড়ি
- মুম্বই –চেন্নাই
হলদিয়া -এলাহাবাদ
Q42. ছোটোনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে –
- পর্ণমোচী অরণ্য
- চিরসবুজ অরণ্য
- সরলবর্গীয় অরণ্য
- জেরোফাইট উদ্ভিদ
পর্ণমোচী অরণ্য
Q43. পাঞ্চেত বাঁধ যে নদীর ওপর অবস্থিত –
- গঙ্গা
- মহানদী
- দামোদর
- গোদাবরী
দামোদর
Q44. ভারতে প্রতি হাজার জন পুরুষে মহিলার সংখ্যা –
- 950 জন
- 960 জন
- 940 জন
- 970 জন
940 জন
Q45. গঙ্গাকে দূষণ মুক্ত করতে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান ‘ গৃহীত হয় –
- 1885 খ্রিষ্টাব্দে
- 1986 খ্রিষ্টাব্দে
- 1995 খ্রিষ্টাব্দে
- 2015 খ্রিষ্টাব্দে
1986 খ্রিষ্টাব্দে
Q46. আধুনিক ‘শিল্পদানব’ বা ‘উদীয়মান শিল্প’ বলা হয় –
- লৌহ ইস্পাত শিল্পকে
- বস্ত্রবয়ন শিল্পকে
- পেট্রোরসায়ন শিল্পকে
- পাট শিল্পকে
পেট্রোরসায়ন শিল্পকে
Q47. আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল-
- স্প্রুস
- জুনিপার
- উইলো
- পাইন
জুনিপার
Q48. ভারতে পরিবহণের জীবনরেখা বলা হয় –
- জলপথ পরিবহণকে
- সড়কপথ পরিবহণকে
- আকাশপথ পরিবহণকে
- রেলপথ পরিবহণকে
রেলপথ পরিবহণকে
Q49. ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্রটি হল –
- TISCO
- ভিলাই স্টিল প্ল্যান্ট
- দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
- বোকারো স্টিল প্ল্যান্ট
ভিলাই স্টিল প্ল্যান্ট
Q50. গোদাবরী নদী যে স্থান থেকে উৎপত্তি লাভ করেছে –
- ত্রিম্বক উচ্চভূমি
- ব্রমহগিরি
- অমরকন্টক শৃঙ্গ
- মহাবালেশ্বর
ত্রিম্বক উচ্চভূমি