[আয়তঘন]Madhyamik Math Suggestion Chapter 4 [2026] |মাধ্যমিক গণিত পরিমিতি সাজেশন

মাধ্যমিক অঙ্ক আয়তঘন অধ্যায়ের সাজেশন
Madhyamik Math Suggestion Chapter 4
মাধ্যমিক গণিত পরিমিতি সাজেশন

[আয়তঘন]Madhyamik Math Suggestion Chapter 4 [2026] || মাধ্যমিক গণিত পরিমিতি সাজেশন || আয়তঘন বা সমকোণী চৌপল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBBSE Class 10 Math Suggestion Chapter 4 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন

[আয়তঘন]Madhyamik Math Suggestion Chapter 4 [2026] || মাধ্যমিক গণিত পরিমিতি সাজেশন || আয়তঘন বা সমকোণী চৌপল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBBSE Class 10 Math Suggestion Chapter 4 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন

সঠিক উত্তর নির্বাচন ধর্মী প্রশ্ন (MCQ): (প্রশ্নমান-1)

১. একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি. । ঘনকটির আয়তন –

  • 27 ঘনসেমি. (উত্তর)
  • 36 ঘনসেমি.
  • 9 ঘনসেমি.
  • 54 ঘনসেমি.

২. দুটি ঘনকের আয়তনের অনুপাত 8 : 125 হলে ,  ঘনকদুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে –

  • 2 : 5
  • 4 : 25 (উত্তর)
  • 4 : 5
  • 2 : 25

৩. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি. হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে –

  • 3 সেমি. , 4 সেমি.
  • 3 সেমি. , 2 সেমি.
  • 4 সেমি. , 1 সেমি.
  • 4 সেমি.  , 3 সেমি. (উত্তর)

৪.  একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যামানে সমান হলে , ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে –

  • 1 একক
  • 2 একক
  • 5 একক
  • 6 একক (উত্তর)

৫. একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গএকক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে –

  • 2D2=S (উত্তর)
  • D2=S
  • 2S2=D
  • S2 =D

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

৬. একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মি. , 12 মি. এবং গভীরতা 16 মি. । ওই গর্তের মধ্যে  5 মি. দৈর্ঘ্য , 4 মি. প্রস্থ এবং 2 মি. পুরু তক্তা রাখা যাবে –

  • 190 টি
  • 192 টি (উত্তর)
  • 184 টি
  • 180 টি

৭. একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘনসেমি. এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি. । বাক্সটির ভিতরের উচ্চতা

  • 4 সেমি.
  • 5 সেমি. (উত্তর)
  • 3 সেমি.
  • 6 সেমি.

৬. সমকোণী চৌপলের মাত্রা –

  • ২ টি
  • 3 টি (উত্তর)
  • 4 টি
  • 5 টি

৭. একটি ঘনকের ঘনফল x , সমগ্রতলের ক্ষেত্রফল y এবঙ কর্ণ z । তাহলে yz/x এর মান হবে –

  • 6√3 (উত্তর)
  • 5√3
  • 4√3
  • 2√3

৮. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গসেমি. এবং কর্ণের  দৈর্ঘ্য 5 সেমি. হলে দৈর্ঘ্য ও প্রস্থ হল –

  • 4 সেমি. ও 3 সেমি. (উত্তর)
  • 6 সেমি. ও 2 সেমি.
  • 11 সেমি. ও 1 সেমি.
  • 10 সেমি. ও 2 সেমি.

৯. 2√6 সেমি. বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে –  

  • 10 সেমি.
  • 6 সেমি.
  • 2 সেমি.
  • 12 সেমি. (উত্তর)

১০. একটি ঘনকের বাহুগুলির যোগফল 48 সেমি. হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে –

  • 120 বর্গ সেমি.
  • 64 বর্গ সেমি. (উত্তর) 
  • 130 বর্গ সেমি.
  • 135 বর্গ সেমি.

১১. একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার । ঘনকটির আয়তন হবে –

  • 64 ঘন মিটার
  • 216 ঘন মিটার
  • 256 ঘন মিটার
  • 512 ঘন মিটার (উত্তর)

শূন্যস্থান পূরণঃ (প্রশ্নমান-1)

১. ঘনকের তলসংখ্যা ও বাহুসংখ্যার সমষ্টি ____________ ।

উত্তরঃ 18

২. সমকোণী চৌপলের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই বিশেষ ঘন বস্তুর নাম __________ ।

উত্তরঃ ঘনক

৩. ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য = _____________ × একটি ধারের দৈর্ঘ্য

উত্তরঃ root2

৪. একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য , প্রস্থ  ও উচ্চতার যোগফল 25 মিটার , সমগ্রতলের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে , ঘরের ভিতরে যে দীর্ঘতম দন্ডটি রাখা যাবে তাঁর দৈর্ঘ্য ________ মিটার ।

উত্তরঃ 15

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

[আয়তঘন]Madhyamik Math Suggestion Chapter 4 || মাধ্যমিক গণিত পরিমিতি সাজেশন || আয়তঘন বা সমকোণী চৌপল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBBSE Class 10 Math Suggestion Chapter 4 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন

সত্য বা মিথ্যা নির্বাচন: (প্রশ্নমান-1)

১। 30 মিটার × 24 মিটার × 18 মিটার মাপের একটি ঘরের মধ্যে বৃহত্তম যে মাপের দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য 30 মিটার হবে।

উত্তরঃ মিথ্যা

২। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার আয়তন পূর্বের 4 গুণ হবে।

উত্তরঃ মিথ্যা

৩। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে, ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/4 অংশ হবে।

উত্তরঃ সত্য

৪। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গসেমি হলে, তার আয়তন 216 ঘনসেমি হবে।

উত্তরঃ সত্য

৫। দুটি ঘনকের আয়তনের অনুপাত 64: 27 হলে, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 9 : 16।

উত্তরঃ মিথ্যা 

[আয়তঘন]Madhyamik Math Suggestion Chapter 4 || মাধ্যমিক গণিত পরিমিতি সাজেশন || আয়তঘন বা সমকোণী চৌপল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBBSE Class 10 Math Suggestion Chapter 4 || মাধ্যমিক অঙ্ক পরিমিতি সাজেশন

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-2)

১। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7 সেমি, 5 সেমি, ও 3 সেমি হলে, তার চার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো।

উত্তরঃ 72 বর্গ সেমি.

২। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত ?

উত্তরঃ 8 √3 মিটার

৩। একটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য ৪  মিটার হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে ?

উত্তরঃ 8√3 মিটার

৪। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a একক, b একক এবং c একক এবং a + b + c = 25, ab + bc + ca = 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে?

উত্তরঃ 12 একক 

৫। একটি আয়তঘনের প্রতিটি প্রান্তিকী দ্বিগুণ করলে তার সমগ্রতলের ক্ষেত্রফল পূর্বের কতগুণ হবে ?

উত্তরঃ 4 গুণ

৬। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে, ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো।

উত্তরঃ 72.8%

৭।  একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?

উত্তরঃ 125%

৮। একটি ঘনকের আয়তন 512 ঘনসেমি হলে, ওই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো।

উত্তরঃ 384 বর্গ সেমি.

৯। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1: ৪ হলে, ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত ?

উত্তরঃ  1 : 4

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

১০। সমদৈর্ঘ্যের ধারবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হল, যার আয়তন 1024 ঘনসেমি। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত ?

উত্তরঃ 8 সেমি.

১১। একটি আয়তঘনের তলসংখ্যা = x, ধার সংখ্যা = y, শীর্ষবিন্দুর সংখ্যা = z এবং কর্ণের সংখ্যা p হলে, x – y + z + p-এর মান কত?

উত্তরঃ 6

১২. একটি ঘরের দুটি সংলগ্ন  দেওয়ালের  দৈর্ঘ্য যথাক্রমে 12 মি. ও 8 মি. । ঘরটির উচ্চতা 4 মিটার হলে , ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি ।

উত্তরঃ 96 বর্গ মি.

১৩. একটি আয়তঘনের ধারগুলির  সংখ্যা x , তলগুলির সংখ্যা y হলে , a এর সর্বনিম্ন মান কত হলে (x+y+a) একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

উত্তরঃ a = -18

১৪. কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেমি. ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল নির্ণয় করো ।

উত্তরঃ 2 2/3 বর্গ সেমি.

১৫. দুটি ঘনক যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি. । পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করলে আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য লেখো ।

উত্তরঃ 640 বর্গ সেমি. , 8√6  সেমি.

১৬. দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে ?

উত্তরঃ 8 : 2 7

১৭. একটি ঘনকের প্রতিবাহুকে তিনগুণ বৃদ্ধি করলে আয়তন কতগুণ বৃদ্ধি পাবে ?

উত্তরঃ 26 গুণ

১৮. দুটি আয়তঘনের মাত্রগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 একক , 6 একক , 4 একক এবং 8 একক , (2h-1) একক , 2 একক । যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় , তবে h এর মান কত ?

উত্তরঃ 3.5 একক ।

১৯. একটি আয়তঘনের আয়তন V এবং দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a , b ও c । আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল s হলে প্রমাণ করো যে , 1/v = 2/s(1/a+1/b+1/c)

২০. তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের  দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি. ও 5 সেমি. । ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হল । নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো ।

উত্তরঃ 6 সেমি.  

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-4)

১. একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হল । মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত ?

উত্তরঃ 8 :  1

২. একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে সমগ্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো ।

উত্তরঃ 21%

৩. সমদৈর্ঘ্যের ধারবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হল। যদি আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল 360 বর্গসেমি হয়, তবে প্রত্যেকটি ঘনকের ঘনফল নির্ণয় করো।

উত্তরঃ 216 ঘন সেমি.

৪. ঢাকনাসমেত একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেমি, ও সেমি এবং 7 সেমি। আবদ্ধ বাক্সটির ভিতরের সমগ্রতলের ক্ষেত্রফল 262 বর্গসেমি হলে, কাঠটি কত পুরু নির্ণয় করো।

উত্তরঃ 1 সেমি.

৫. গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে চারটি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হল। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল ?

উত্তরঃ  1 5/59 মিটার

৬. 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নীচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে ?

উত্তরঃ 2 মিটার

৭.  একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির অনুপাত 5: 3 : 2। যদি চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল 558 বর্গসেমি হয়, তবে তার আয়তন কত?

উত্তরঃ 810 ঘন সেমি.

৮.  ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির  2/5   অংশ জলপূর্ণ থাকে । একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। 

উত্তরঃ 27 লিটার

৯ 20 মি. দীর্ঘ এবং 18.5 মি. চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মি. গভীর জল আছে। ঘণ্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। [1 ঘন মিটার = 1 কিলোলিটার]  

উত্তরঃ 7 ঘন্টা 24 মিনিট , 5 ডেসিমি.

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১০.  আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুত থাকে এমন -একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মি. দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি।

জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমি. বেশি হতো, তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি।

উত্তরঃ  1 মিটার ,  8 ডেসিমি.

১১. 2.1 মিটার দীর্ঘ, 1. 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি।

উত্তরঃ 2 ডেসিমি.

১২.  4 মিটার লম্বা , 5 ডেসিমি. চওড়া এবং 3 ডেসিমি. পুরু একটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা , 2 ডেসিমি. চওড়া 40 টি তক্তা চেরাই করা হল । চারাই করার ফলে 2% কাঠ নষ্ট  হয়েছে । কিন্তু এখনও লগটিতে 108 ঘন ডেসিমি. কাঠ রয়ে গেছে । প্রতিটি তক্তা কতটা পুরু করে চেরাই করা হয়েছিল ?

উত্তরঃ 3 সেমি.

১৩.  একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি. , বেধ 1 মিলিমি. এবং প্লেটটির ওজন 4725 গ্রাম । যদি 1 ঘন সেমি. পিতলের ওজন 8.4 গ্রাম হয় , তাহলে x –এর মান কত  ?

উত্তরঃ 75

১৪. একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি. , 6 ডেসিমি. এবং 5.4 ডেসিমি. । চা ভর্তি বাক্সের ওজন  52 কিগ্রা 350 গ্রাম । কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা হলে , 1 ঘন ডেসিমি. চা এর ওজন কত হবে তা নির্ণয় করো ।

উত্তরঃ  200 গ্রাম

১৫. এক গ্রোস (১২ ডজন) দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি. , 1.5 ডেসিমি. এবং 0.9 ডেসিমি. । একটি দেশলাই বাক্সের আয়তন কত ? যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি. প্রস্থ 3.5 সেমি. হয় , তবে একটি দেশলাই বাক্সের উচ্চতা কত হবে ?

উত্তরঃ 26.25 ঘন সেমি. , 1.5 সেমি.

১৬. বাড়ির তিনটি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার , 725 লিটার এবং 575 লিটার তেল ছিলো । এই তিনটি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হল এবং এতে তেলের গভীরতা 7 ডেসিমি. হল । ওই আয়তঘনাকার পাত্রের  দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4.3 হলে , পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ।

উত্তরঃ 20 ডেসিমি. 15 ডেসিমি.

১৭. চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে । তাই রাস্তার দু-পাশে 30 টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে । যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে , তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি ।

উত্তরঃ 75 সেমি.

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।

Leave a Comment

error: Content is protected !!