WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Sound Chapter MCQ Mock Test in Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান শব্দ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞানের শব্দ অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ৬০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 7 এই কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভৌতবিজ্ঞান অধ্যায় ৭ শব্দের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Sound Chapter MCQ Mock Test in Bengali।তাই এটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
শব্দ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Sound Chapter MCQ Mock Test in Bengali
Q1. কম্পাংক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক হল –
- n =T
- T= 1/n
- T = n2
- n = T2
T= 1/n
Q2. কোনটি কম্পাঙ্কের একক নয় ?
- c.p.s
- r.p.s
- Hz
- S
S
Q3. ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধের মান হবে –
- 5 সেকেন্ড
- 1 /5 সেকেন্ড
- 10 সেকেন্ড
- 1 /10 সেকেন্ড
1 /10 সেকেন্ড
Q4. বিস্তার এর SI একক –
- সেমি / সেকেন্ড
- মিটার /সেকেন্ড
- মিটার
- সেমি
মিটার
Q5. শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না ?
- জল
- লোহা
- বায়ু
- শূন্যস্থান
শূন্যস্থান
Q6. ডেসিবল হল –
- একটি বাদ্যযন্ত্র
- শব্দের তীব্রতার লেভেল
- শব্দের পরিমাপ
- শব্দের তরঙ্গ দৈর্ঘ্য
শব্দের তীব্রতার লেভেল
Q7. বায়ুতে শব্দের বেগ –
- 332 মিটার / সেকেন্ড
- 300 মিটার / সেকেন্ড
- 1230 মিটার / সেকেন্ড
- 225 মিটার/ সেকেন্ড
332 মিটার / সেকেন্ড
Q8. বায়ুতে শব্দের গতিবেগ 332 মিটার /সেকেন্ড হলে , ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের নূন্যতম দূরত্ব হতে হবে –
- 15.6 m
- 16.6 m
- 33.2 m
- 34.2 m
16.6 m
Q9. শব্দ তরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে –
- মাধ্যমহীন অবস্থায়
- ইস্পাতের মধ্য দিয়ে
- জলের মধ্য দিয়ে
- বায়ুর মধ্য দিয়ে
ইস্পাতের মধ্য দিয়ে
Q10. ‘ সা , রে , গা , মা , পা ,ধা , নি , সা’ এই সুরগুলির মধ্যে দ্বিতীয় ‘সা’ –এর কম্পাংক প্রথম ‘সা’ –এর কত গুণ ?
- একগুণ
- দ্বিগুণ
- তিনগুণ
- চারগুণ
দ্বিগুণ
Q11. কোনো বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে কী বলে ?
- মোলাল সংখ্যা
- মোলার সংখ্যা
- ম্যাক সংখ্যা
- ভর সংখ্যা
ম্যাক সংখ্যা
Q12. প্রতি ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ –
- 0.61 মিটার / সেকেন্ড বৃদ্ধি পাবে
- 0.61 মিটার / সেকেন্ড হ্রাস পাবে
- 0.31 মিটার / সেকেন্ড বৃদ্ধি পাবে
- 0.31 মিটার / সেকেন্ড হ্রাস পাবে
0.61 মিটার / সেকেন্ড বৃদ্ধি পাবে
Q13. বায়ুতে শব্দের বেগ 330 মিটার / সেকেন্ড হলে 660Hz কম্পাংকের কোনো সুরশলাকার 100 টি পূর্ণকম্পনে শব্দ কতদূর যাবে ?
- 100 মিটার
- 80 মিটার
- 120 মিটার
- 50 মিটার
50 মিটার
Q14. যদি বাতাসে শব্দের বেগ 336 মিটার / সেকেন্ড হয় তবে 560 Hz কম্পাংকবিশিষ্ট সুরশলাকা থেকে সৃষ্ট শব্দকে 1500 মিটার দূরত্বে পাঠাতে সুরশোলাকাটিকে কতগুলি পূর্ণকম্পন ঘটাতে হবে ?
- 2500
- 2300
- 1500
- 1656
2500
Q15. 360 কিমি/ ঘন্টা বেগসহ অনুভূমিকভাবে চলমান কোনো উড়োজাহাজ থেকে একটি শব্দ উৎপন্ন করা হল এবং 6 সেকেন্ড পর ভূমি থেকে ওই শব্দের প্রতিধ্বনি শোনা গেল । উড়োজাহাজটির উচ্চতা কত ? বায়ুতে শব্দের বেগ 350 মিটার / সেকেন্ড ।
- 1000 মিটার
- 1200 মিটার
- 1006 মিটার
- 300 মিটার
1006 মিটার
Q16. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
- ম্যানোমিটার
- ফ্যাদোমিটার
- অল্টিমিটার
- হাইড্রোমিটার
ফ্যাদোমিটার
Q17. ‘মা’ শব্দটির প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব x মিটার হলে , ‘বাবা’ শব্দটির প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব হবে –
- x মিটার
- 2x মিটার
- 3/5x মিটার
- 4x মিটার
2x মিটার
Q18. রাডারের (Radar ) –এর প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল ?
- শব্দ তরঙ্গ
- বেতার তরঙ্গ
- বৈদ্যুতিক তরঙ্গ
- আল্ট্রাসনিক তরঙ্গ
বেতার তরঙ্গ
Q19. প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার –
- 30 মিটার
- 40 মিটার
- 50 মিটার
- 17 মিটার
17 মিটার
Q20. 20000Hz –এর বেশি কম্পাংক যুক্ত শব্দকে বলা হয় –
- শব্দেতর শব্দ
- শব্দোত্তর শব্দ
- তীক্ষ্ণ শব্দ
- জোর শব্দ
শব্দোত্তর শব্দ
Q21. শব্দোত্তর শব্দ ব্যবহার করে –
- কাক
- বাদুড়
- কুকুর
- বিড়াল
বাদুড়
Q22. শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা –
- 20Hz – 20,000Hz
- 10Hz – 20,000 Hz
- 5Hz – 10,000Hz
- 10Hz – 10, 000 Hz
20Hz – 20,000Hz
Q23. কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহার করা হয় ?
- শব্দ
- এয়ারক্র্যাফট
- মহাকাশযান
- জাহাজ
এয়ারক্র্যাফট
Q24. 20Hz –এর নীচের কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে বলে –
- শ্রুতিগ্রাহ্য শব্দ
- ইনফ্রাসনিক
- আল্ট্রাসনিক
- সুপারসনিক
ইনফ্রাসনিক
Q25. 256Hz , 512Hz , 700 Hz , 768 Hz –এদের মধ্যে কোনটি অষ্টক ?
- 256 Hz
- 512 Hz
- 768 Hz
- 700 Hz
512 Hz
Q26. 138Hz কম্পাঙ্কের সমমেল কোনটি ?
- 276Hz
- 515Hz
- 266 Hz
- 476 Hz
276Hz
Q27. মূলসুরের কম্পাঙ্ক হল –
- সর্বনিম্ন
- সর্বোচ্চ
- যেকোনো একটি
- বলা সম্ভব নয়
সর্বনিম্ন
Q28. মেঘের গুরু গুরু শব্দের কারণ –
- অনুঘটক
- অনুরণন
- অনুনাদ
- পরবশ কম্পন
অনুনাদ
Q29. শূন্য হলঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গমগম শব্দ শোনা যায় এর কারণ হল –
- প্রতিধ্বনি
- প্রতিসরণ
- প্রতিফলন
- অনুরণন
অনুরণন
Q30. স্বনক হল শব্দের –
- কম্পন
- বিস্তার
- প্রতিফলক
- উৎস
উৎস
Q31. ঘনীভবন ও তনুভবন কোন তরঙ্গে দেখা যায় ?
- অনুদৈর্ঘ্য
- তির্যক
- অনুদৈর্ঘ্য ও তির্যক
- কোনোটিই নয়
অনুদৈর্ঘ্য
Q32. শব্দতরঙ্গ কি ধরনের ?
- তির্যক তরঙ্গ
- অনুদৈর্ঘ তরঙ্গ
- ব্যবর্ত
- কোনোটিই নয়
অনুদৈর্ঘ তরঙ্গ
Q33. শব্দের প্রতিফলক হওয়া উচিত –
- ছোটো ও মসৃণ
- বড় ও মসৃণ বা অমসৃণ
- বড় ও অমসৃণ
- ছোট ও অমসৃণ বা মসৃণ
বড় ও মসৃণ বা অমসৃণ
Q34. ‘Chemistry’ শব্দের প্রতিধ্বনি শুনতে হলে , উৎস থেকে প্রতিফলক –এর নূন্যতম দূরত্ব হবে – (প্রায় )
- 33m
- 66m
- 99m
- 65m
99m
Q35. ‘ স্পিকিং টিউব’ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ ?
- প্রতিফলন
- প্রতিসরণ
- বিক্ষেপন
- শোষণ
প্রতিফলন
Q36. মানুষের কানের পক্ষে নিরাপদ শব্দের তীব্রতা –
- 45dB
- 65dB
- 90dB
- 120dB
65dB
Q37. মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন ?
- কম্পাঙ্ক বেশি
- কম্পাঙ্ক কম
- বেশি প্রতিফলিত হয়
- কম প্রতিফলিত হয়
কম্পাঙ্ক বেশি
Q38. একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল –
- বেড়ে যায়
- কমে যায়
- দ্বিগুণ হয়
- অর্ধেক হয়
বেড়ে যায়
Q39. কোনো মাধ্যমে শব্দতরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন –
- তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়
- তরঙ্গ সঞ্চালনের অভিমুখের লম্বভাবে হয়
- যে কোনো একটি অভিমুখে হয়
- এলোমেলো ভাবে হয়
তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়
Q40. মানুষ সেকেন্ডে কটার বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না ?
- 1টি
- 5 টি
- 10 টি
- 15 টি
5 টি
Q41. বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলির কোনটি সর্বদা পৃথক হয় ?
- প্রাবল্য
- তীক্ষ্ণতা
- জাতি
- সবকটি
জাতি
Q42. Beautiful শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলের নূন্যতম দূরত্ব হবে –
- 56 মিটার
- 102 মিটার
- 112 মিটার
- 125 মিটার
102 মিটার
Q43. দুমুখ খোলা নলে উৎপন্ন শব্দ অধিক সুরলা , কারণ এতে –
- উপসুরের সংখ্যা বেশি থাকে
- সমমেলের সংখ্যা বেশি থাকে
- উপসুরের সংখ্যা কম থাকে
- সমমেলের সংখ্যা কম থাকে
সমমেলের সংখ্যা বেশি থাকে
Q44. কোনো স্বর অধিক সুরেলা হবে যদি স্বরে –
- বেশি সমমেল থাকে
- বেশি উপসুর থাকে
- কম সমমেল থাকে
- উপসুর সমান থাকে
বেশি সমমেল থাকে
Q45. n সংখ্যক পদাংশের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের নূন্যতম দূরত্ব হবে –
- n × 34 মিটার
- n × 17 মিটার
- n × 322 মিটার
- n × 50 মিটার
n × 34 মিটার
Q46. একটি শব্দতরঙ্গে পরপর সাতটি ঘনীভবনের মধ্যে দূরত্ব 9 মিটার হলে তরঙ্গদৈর্ঘ্য হবে –
- 9 মিটার
- 6 মিটার
- 3 মিটার
- 1.5 মিটার
1.5 মিটার
Q47. কোনো বিন্দুতে কোনো সুরের তীব্রতা হল শব্দ উৎস থেকে ঐ বিন্দুর দূরত্বের
- সমানুপাতিক
- ব্যাস্তানুপাতিক
- বর্গের ব্যাস্তানুপাতিক
- বর্গের সমানুপাতিক
বর্গের ব্যাস্তানুপাতিক
Q48. কম্পনশীল কোনো শব্দ উৎসের আকার বড় হলে , সুরের –
- তীক্ষতা বাড়ে
- তীক্ষ্ণতা কমে
- প্রাবল্য বাড়ে
- প্রাবল্য কমে
প্রাবল্য বাড়ে
Q49. কোনো সুরযুক্ত শব্দে যে কম্পাঙ্কটি সর্বনিম্ন কম্পাঙ্কের দ্বিগুণ , তার জন্য নিঃসৃত শব্দটি হল –
- মূলসুর
- সমমেল
- উপসুর
- অষ্টক
অষ্টক
Q50. ল্যপলাসের মত অনুসারে কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার হয় –
- স্থির আয়তন পদ্ধতিতে
- স্থির চাপ পদ্ধতিতে
- সমোষ্ণ পদ্ধতিতে
- রূদ্ধতাপ পদ্ধতিতে
রূদ্ধতাপ পদ্ধতিতে
Q51. ল্যাপলাসের সংশোধন অনুযায়ী গ্যাস মাধ্যমে শব্দের বেগ –
- V = √ (P/ρ )
- V = √ (γP / ρ)
- V = √ (ρ /P )
- V = √ (γ/P)
V = √ (γP / ρ)
Q52. সিসমোগ্রাফ যন্ত্রে যে শব্দতরঙ্গ ব্যবহার করা হয় , তা হল –
- শ্রবণোত্তর শব্দ
- শ্রবণেতর শব্দ
- স্বাভাবিক শব্দ
- তির্যক তরঙ্গ
শ্রবণেতর শব্দ
Q53. কোনো শব্দযন্ত্রে অনুনাদী বস্তু উপস্থিত থাকলে , সেই শব্দের –
- তীক্ষ্ণতা বেশি হয়
- তীব্রতা বেশি হয়
- অনুরণন সৃষ্টি হয়
- প্রাবল্য কমে
তীব্রতা বেশি হয়
Q54. কোনো মাধ্যমের উষ্ণতা যদি চারগুণ বাড়ে তবে ঐ মাধ্যমের শব্দের বেগ –
- দ্বিগুণ বাড়বে
- দ্বিগুণ কমবে
- চারগুণ বাড়বে
- চারগুণ কমবে
দ্বিগুণ বাড়বে
Q55. কোনো নির্দিষ্ট উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে শব্দের বেগ 332 মিটার /সেকেন্ড হলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ হবে –
- 332 মিটার / সেকেন্ড
- 1328 মিটার / সেকেন্ড
- 166 মিটার / সেকেন্ড
- 83 মিটার / সেকেন্ড
83 মিটার / সেকেন্ড
Q56. ম্যাক সংখ্যা 1 –এর বেশি হলে , শব্দের বেগ –
- কম হবে
- খুব বেশি হবে
- বেশি হবে
- বলা যাবে না
বেশি হবে
Q57. কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ ঐ মাধ্যমের কোন ধর্মটির ওপর নির্ভরশীল নয় ?
- তাপমাত্রা
- স্থিতিস্থাপকতা
- চাপ
- ঘনত্ব
চাপ
Q58. প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে বলে ঐ তরঙ্গের –
- বিস্তার
- কম্পাঙ্ক
- তরঙ্গবেগ
- পর্যায়কাল
কম্পাঙ্ক
Q59. গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ও পরম উষ্ণতার সম্পর্কটি হল –
- V ∝ 1 /T
- V ∝ T
- V ∝ 1/√T
- V ∝ √T
V ∝ √T
Q60. স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হল –
- শব্দ তরঙ্গ
- আলোক তরঙ্গ
- বেতার তরঙ্গ
- এক্স রশ্মি
শব্দ তরঙ্গ
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট