WB HS Class 12 Chemistry MCQ Mock Test || প্রাত্যহিক জীবনে রসায়ন MCQ ||উচ্চমাধ্যমিক রসায়ন MCQ
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী রসায়ন প্রাত্যহিক জীবনে রসায়ন অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘প্রাত্যহিক জীবনে রসায়ন‘ অধ্যায়ের বাছাই করা ৩০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । কেমিস্ট্রি কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
WB HS Class 12 Chemistry MCQ Mock Test || প্রাত্যহিক জীবনে রসায়ন MCQ || উচ্চমাধ্যমিক রসায়ন MCQ
১. প্রদত্ত কোনটি সাবানের উপাদান ?
- সোডিয়াম স্টিয়ারেট
- সোডিয়াম স্যালিসাইলেট
- সোডিয়াম বিউটারেট
- সোডিয়াম বেঞ্জিন সালফোনেট
সোডিয়াম স্টিয়ারেট
২. প্রদত্ত কোনটি সংরক্ষক খাদ্য নয় ?
- সাধারণ লবণ
- সুক্রোজ
- সোডিয়াম বেঞ্জোয়েট
- সুক্রালোজ
সুক্রালোজ
৩. ডেটলের অ্যান্টিসেপটিক ক্রিয়ার জন্য কোনটি দায়ী ?
- ক্লোরোবেঞ্জিন
- ক্লোরোকুইন
- ক্লোরামফেনিকল
- ক্লোরোজাইলিনল
ক্লোরোজাইলিনল
৪. নিম্নলিখিত কোনটি খাদ্যসংরক্ষণে ব্যবহার হয় না ?
- টেবিল সল্ট
- সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
- সোডিয়াম বেঞ্জোয়েট
- পটাশিয়াম মেটাবাইসালফাইট
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
৫. নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিষ্টকারক পদার্থটি হল-
- ল্যাকটোজ
- অ্যাসপারটেম্
- গ্লিসারল
- ফ্রুকটোজ
অ্যাসপারটেম্
৬. অ্যাসপিরিনের রাসায়নিক নাম –
- মিথাইল বেঞ্জোয়েট
- ইথাইল স্যালিসাইলেট
- অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
- হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড
অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
৭. সাবানে অ্যান্টিসেপটিক ধর্ম আনার জন্য যে যৌগ ব্যবহার করা হয় তা হল-
- সোডিয়াম লরাইল সালফেট
- সোডিয়াম ডোডেসাইল বেঞ্জিন সালফোনেট
- রেজিন
- বাইথায়োন্যাল
বাইথায়োন্যাল
৮. ফেনানসিটিন হল –
- অ্যান্টিসেপটিক
- অ্যান্টিবায়োটিক
- অ্যান্টিপাইরেটিক
- অ্যান্টিঅ্যালার্জিক
অ্যান্টিবায়োটিক
৯. নীচের কোনটি একটি খাদ্যসংরক্ষক ?
- ইকুয়ানিল
- অ্যাসপারটেম
- সোডিয়াম বেঞ্জোয়েট
- সুক্রালোজ
সোডিয়াম বেঞ্জোয়েট
১০. কোন পদ্ধতিতে ডিটারজেন্ট জামাকাপড় পরিস্কার করে ?
- আয়ন বিনিময় পদ্ধতিতে
- মিসেল গঠন করে
- লবণ উৎপন্ন করে
- অ্যাসিড উৎপন্ন করে
মিসেল গঠন করে
WB HS Class 12 Chemistry MCQ Mock Test || প্রাত্যহিক জীবনে রসায়ন MCQ || উচ্চমাধ্যমিক রসায়ন MCQ
১১. প্যারাসিটামলের রাসায়নিক নাম হল –
- 4-হাইড্রক্সি অ্যাসিট্যানিলাইড
- 4-নাইট্রো অ্যাসিট্যানিলাইড
- 4-ক্লোরো অ্যাসিট্যানিলাইড
- 0-অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড
4-হাইড্রক্সি অ্যাসিট্যানিলাইড
১২. প্রদত্ত কোনটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ ?
- ব্রোমোফেনিরামিন
- ওমিপ্রাজোল
- ক্লোরামফেনিকল
- নরইথিড্রিন
ব্রোমোফেনিরামিন
১৩. রঙিন ফলের রস সংরক্ষণে ব্যবহৃত হয় –
- বেঞ্জিন
- বেঞ্জোয়িক অ্যাসিড
- ফেনল
- সোডিয়াম মেটাবাইসালফেট
সোডিয়াম মেটাবাইসালফেট
১৪. প্রদত্ত কোনটি অম্লনাশক হিসাবে ব্যবহৃত হতে পারে ?
- র্যানিটিডিন
- হিস্টামিন
- ইকুয়ানিল
- অ্যাসপিরিন
র্যানিটিডিন
১৫. প্রদত্ত কোনটি অ্যান্টিবায়োটিক ?
- মরফিন
- বেনাড্রিল
- ক্লোরামফেনিকল
- অ্যাসপিরিন
ক্লোরামফেনিকল
১৬. টিংচার অব্ আয়োডিন হল-
- I2 –এর জলীয় দ্রবণ
- জলীয় KI দ্রবণে I2 –এর দ্রবণ
- I2 –এর অ্যালকোহলীয় দ্রবণ
- KI –এর জলীয় দ্রবণ
I2 –এর জলীয় দ্রবণ
১৭. প্রদত্ত কোনটি অ্যানাসথেটিক হিসাবে কাজ করে ?
- N2O
- NO
- NCl3
- NO2
N2O
১৮. সিটেন হল-
- n – হেক্সাডেকেন
- α মিথাইল ন্যাপথলিন
- n-হেপ্টেন
- 2,2,4-ট্রাইমিথাইল পেন্টেন
n – হেক্সাডেকেন
১৯. নীচের কোন পদার্থটি একইসঙ্গে অ্যান্টিসেপ্টিক এবং ডিস্ইনফেক্ট্যান্ট রূপে কাজ করে ?
- অ্যাসপিরিন
- ক্লোরোজাইলিনল
- বাইথায়োন্যাল
- ফেনল
ফেনল
২০. ইকুয়ানিল হল-
- কৃত্রিম মিষ্টকারক পদার্থ
- ট্র্যাঙ্ককুইলাইজার
- অ্যান্টিহিস্টামিন
- অ্যান্টিফার্টিলিটি ড্রাগ
ট্র্যাঙ্ককুইলাইজার
WB HS Class 12 Chemistry MCQ Mock Test || প্রাত্যহিক জীবনে রসায়ন MCQ || উচ্চমাধ্যমিক রসায়ন MCQ
২১. কোনটি সালফাড্রাগ ?
- নারডিল
- প্রোনটোসিল
- স্যালভারস্যান
- পেনিসিলিন
প্রোনটোসিল
২২. প্রদত্ত কোনটি অ্যানালজেসিক নয় ?
- আইব্র্যপ্রোফেন
- ন্যাপ্রোক্সেন
- অ্যাসপিরিন
- ভ্যালিয়াম
ভ্যালিয়াম
২৩. নীচের কোনটি অ্যান্টিপাইরেটিক উপাদান হিসেবে কাজ করে ?
- 4 – ইথক্সি অ্যাসিট্যানিলাইড
- হিস্টিডিন
- সোডিয়াম
- ডেটল
4 – ইথক্সি অ্যাসিট্যানিলাইড
২৪. মাউথওয়াশে ব্যবহৃত হয় –
- ক্যাটায়নিক ডিটারজেন্ট
- অ্যানায়নিক ডিটারজেন্ট
- অ –আয়নীয় ডিটারজেন্ট
- কোনোটিই নয়
ক্যাটায়নিক ডিটারজেন্ট
২৫. জন্ম নিয়ন্ত্রক পিল সম্পর্কে কোনটি সঠিক বিবৃতি ?
- কেবলমাত্র ইস্ট্রোজেন সমৃদ্ধ
- কেবল মাত্র প্রোজেস্টেরন সমৃদ্ধ
- ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ডেরিভেটিভ –এর মিশ্রণ সমৃদ্ধ
- প্রোজেস্টেরন ওভিউলেশন বৃদ্ধি করে
কেবল মাত্র প্রোজেস্টেরন সমৃদ্ধ
২৬. নীচের কোনটি বেদনানাশক হিসাবে ব্যবহৃত হয় কিন্তু আসক্তির সৃষ্টি করে না ?
- N-অ্যাসিটাইল –p-অ্যামিনোফেনল
- মরফিন
- ডায়াজপাম
- হেরোইন
N-অ্যাসিটাইল –p-অ্যামিনোফেনল
২৭. কোন খাদ্য সংরক্ষকটি ময়দা জাতীয় খাদ্য বস্তুতে সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় ?
- সোডিয়াম বেঞ্জোয়েট
- সোডিয়াম প্রোপায়োনেট
- p-হাইড্রক্সি বেঞ্জোয়েট
- পটাশিয়াম সরবেট ও সরবিক অ্যাসিড
সোডিয়াম প্রোপায়োনেট
২৮. নীচের কোন কৃত্রিম মিষ্টকারকটি একটি ডাইপেপটাইডের মিথাইল এস্টার ?
- অ্যাসপারটেম
- সুক্রালোজ
- স্যাকারিন
- অ্যালিটেম
অ্যাসপারটেম
২৯. ঘরের উষ্ণতায় কোন মিষ্টকারক পদার্থটি খাদ্যবস্তুতে যোগ করা হয় যার ক্যালোরিফিক মূল্য শূন্য ?
- সুক্রোজ
- গ্লুকোজ
- অ্যাসপারটেম
- সুক্রালোজ
সুক্রালোজ
৩০. প্রদত্ত কোন উক্তিটি সঠিক নয় ?
- Cyclamate হল একটি কৃত্রিম মিষ্টকারক পদার্থ
- BHT হল একটি অ্যান্টিঅক্সিডেন্ট
- অ্যাসপিরিন হল একটি অ্যানালজেসিক
- মরফিনের একটি অণুতে –OH গ্রুপের সংখ্যা হল 5
মরফিনের একটি অণুতে –OH গ্রুপের সংখ্যা হল 5