[বায়ুমন্ডল]উচ্চমাধ্যমিক ভূগোল MCQ||WB HS Class 12 Geography MCQ

WB HS Class 12 Geography MCQ || [বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ক্লাস ১২ ভূগোল MCQ || বায়ুমণ্ডলীয় গোলযোগ MCQ || জলবায়ু পরিবর্তন MCQ || বায়ুমন্ডল MCQ Mock Test || বায়ুমন্ডল MCQ Class 12

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী ভূগোল বায়ুমন্ডল অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।বায়ুমন্ডল‘ অধ্যায়ের বাছাই করা ৬০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । ভূগোল কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

[বায়ুমন্ডল]উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || WB HS Class 12 Geography MCQ || বায়ুমণ্ডলীয় গোলযোগ MCQ || জলবায়ু পরিবর্তন MCQ || বায়ুমন্ডল MCQ Mock Test || বায়ুমন্ডল MCQ Class 12

১। জেট স্ট্রিমের গড় গতিবেগ হল –

  • 200-250 কিমি/ঘণ্টা
  • 300-350 কিমি/ঘণ্টা
  • 100-200 কিমি/ঘণ্টা
  • 350-450 কিমি/ঘণ্টা

350-450 কিমি/ঘণ্টা

২। কোপেনকৃত C জলবায়ু নির্দেশ করে –

  • ক্রান্তীয় বৃষ্টিবহুল 
  • শুষ্ক
  • উষ্ণ নাতিশীতোষ্ণ
  • মেরু জলবায়ুকে

উষ্ণ নাতিশীতোষ্ণ

৩। বায়ু সংবহনের ত্রিকোশ তত্ত্বের  উপস্থাপক হলেন –

  • ফেরেল
  • ওয়াকার
  • হ্যাডলি
  • পলম্যান

পলম্যান

৪। গর্জনশীল চল্লিশা দেখা যায় –

  • 40o উত্তর  অক্ষাংশে 
  • 40o দক্ষিণ অক্ষাংশে 
  • 40o পূর্ব  অক্ষাংশে    
  • 40o পশ্চিম অক্ষাংশে    

40o দক্ষিণ অক্ষাংশে 

৫। আমাজন অববাহিকার গভীর অরণ্যকে –

  • প্রেইরি
  • পম্পাস
  • ভেল্ড
  • সেলভা বলে

সেলভা বলে

৬। হ্যাডলি কোশের অবস্থান –

  • 0o-30o উত্তর ও দক্ষিণ অক্ষাংশে
  • 30o-45o উত্তর ও দক্ষিণ অক্ষাংশে
  • 45o-60o উত্তর ও দক্ষিণ অক্ষাংশে
  • 80o-90o উত্তর ও দক্ষিণ অক্ষাংশে

0o-30o উত্তর ও দক্ষিণ অক্ষাংশে

৭। কোপেনকৃত ‘Af ‘  জলবায়ু বলতে বোঝায় –

  • মৌসুমি জলবায়ু কে
  • নিরক্ষীয় জলবায়ু কে
  • স্টেপ জলবায়ু কে
  • ক্রান্তীয় সাভানা জলবায়ু কে

ক্রান্তীয় সাভানা জলবায়ু কে

৮। জেট স্ট্রিম হল একধরনের –

  • নিয়ত বায়ু
  • জিওস্ট্ররফিক বায়ু
  • ক্যাটাবেটিক বায়
  • আ্যানাবেটিক বায়ু

জিওস্ট্ররফিক বায়ু

৯। কিছুকাল অন্তর পেরুর পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত উষ্ণ স্রোতকে বলে –

  • ENSO চক্র
  • এল নিনো
  • লা নিন
  • ওয়াকার সার্কুলেশন

এল নিনো

১০। ‘এল নিনো’ আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় –

  • মাদাগাস্কার
  • পেরু-ইকুয়েডর
  • জাপান
  • অস্ট্রেলিয়ার উপকূলে

পেরু-ইকুয়েডর

১১। “ফেরেল কক্ষ” কোন্‌ বায়ূপ্রবাহের অন্তগত ? –

  • পশ্চিমা বায়ু
  • মেরু বায়ু 
  • আয়ন বায়ু
  • মৌসুমি বায়ু

পশ্চিমা বায়ু

১২। দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি দেখা যায়

  • ভূমধ্যসাগরীয় অঞ্চলে
  • নিরক্ষীয় অঞ্চলে
  • ক্রান্তীয় অঞ্চলে
  • তুন্দ্রা অঞ্চলে

ভূমধ্যসাগরীয় অঞ্চলে

১৩। দক্ষিণ আফ্রিকার কেপটাউন-এর জলবায়ু হল –

  • নাতিশীতোয় তৃণভূমি জলবায়ু
  • নিরক্ষীয় জলবায়ু
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু
  • মৌসুমি জলবায়ু

ভূমধ্যসাগরীয় জলবায়ু

১৪। সারাবছর গ্রীষ্মকাল লক্ষ করা যায় –

  • মৌসুমি
  • তুন্দ্রা
  • ভূমধ্যসাগরীয়
  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

১৫। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোশটি আছে তার নাম হল-

  • হ্যাডলি কোশ
  • ফেরেল কৌশ
  • মেরু কোশ
  • কোনোটিই নয়

হ্যাডলি কোশ

১৬। ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় জেটবায়ু প্রবাহিত হয় তা হল –

  • 6-12 কিমি
  • 12-18 কিমি
  • 20-24 কিমি
  • 30-35 কিমি

6-12 কিমি

WB HS Class 12 Geography MCQ || [বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ক্লাস ১২ ভূগোল MCQ || বায়ুমণ্ডলীয় গোলযোগ MCQ || জলবায়ু পরিবর্তন MCQ || বায়ুমন্ডল MCQ Mock Test || বায়ুমন্ডল MCQ Class 12

১৭। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল –

  • শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
  • বার্ষিক উয়তার প্রসর বেশি
  • শীতকালে তুষারপাত হয়
  • অপরাহ্ণে পরিচলন বৃষ্টিপাত হয়

অপরাহ্ণে পরিচলন বৃষ্টিপাত হয়

১৮। এল নিনো হল একপ্রকার –

  • উষ্ণ বায়ু
  • শীতল বায়ু
  • উষ্ণ সমুদ্রস্রোত
  • শীতল সমুদ্রস্রোত

উষ্ণ সমুদ্রস্রোত

১৯।  সেলভা জলবায়ু হল –

  • মৌসুমি
  • নিরক্ষীয়
  • ভূমধ্যসাগরীয়
  • সাভানা জলবায়ু

নিরক্ষীয়

২০। শীতকালীন বৃষ্টিপাতের দেশ হল –

  • ব্রাজিল
  • ভারত
  • ইতালি
  • মায়ানমার

ইতালি

২১।  এল নিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক হয় –

  • ভারত মহাসাগরে
  • আটলান্টিক মহাসাগরে
  • প্রশান্ত মহাসাগরে
  • কুমেরু মহাসাগরে

প্রশান্ত মহাসাগরে

২২। সাদার্ন অসিলেশন বলা হয় –

  • রসবি তরঙ্গকে
  • জেট স্ট্রিমকে
  • লা নিনাকে
  • ওয়াকার সার্কুলেশনকে

ওয়াকার সার্কুলেশনকে

২৩। ক্রান্তীয় জেট বায়ুপ্রবাহ ভারতীয় উপদ্বীপের উপর-

  • এপ্রিল
  • মে
  • জুন
  • জুলাই মাসে আবির্ভূত হয়

জুন

২৪। প্রদত্ত কোন্ দেশটি মৌসুমি জলবায়ুর অন্তর্ভুক্ত ? –

  • ক্যালিফোর্নিয়া
  • থাইল্যান্ড
  • শ্রীলঙ্কার দক্ষিণভাগ
  • কঙ্গো

থাইল্যান্ড

২৫। মিশরের ওপর দিয়ে প্রবাহিত উয় স্থানীয় বায়ু হল –

  • লেভেচ
  • স্যান্টা আনা
  • খামসিন
  • বোরা

খামসিন

২৬। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ হল –

  • পোর্তুগাল
  • থাইল্যান্ড
  • শ্রীলঙ্কা
  • ক্যামেরুন

পোর্তুগাল

২৭। জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদশ্রেণিকে বলে –

  • হাইড্রোফাইট
  • লিথোফাইট
  • হ্যালোফাইট
  • জেরোফাইট

হ্যালোফাইট

২৮। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল –

  • হোগলা
  • পদ্ম
  • শালুক
  • কচুরিপানা

কচুরিপানা

২৯।  জরায়ুজ অঙ্কুরোদ্‌গম দেখা যায় –

  • Hydrophyte
  • Xerophyte
  • Mesophyte
  • Halophyte উদ্ভিদের মধ্যে।

Hydrophyte

৩০।  অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে। –

  • জলজ উদ্ভিদের
  • জাঙ্গল উদ্ভিদের
  • লবণাম্বু উদ্ভিদের
  • কোনোটিই নয় ।

জলজ উদ্ভিদের

৩১। শিলাগাত্রে জন্মানো উদ্ভিদ হল –

  • সাইক্রোফাইট
  • লিথোফাইট
  • হ্যালোফাইট
  • জেরোফাইট।

লিথোফাইট

৩২। ছায়াপ্রিয় উদ্ভিদকে বলা হয় –

  • স্কিওফাইট
  • হেলিওফাইট
  • মাইক্রোথার্মস
  • হ্যালোফাইট।

স্কিওফাইট

৩৩।  বরফাবৃত মৃত্তিকায় জন্মায় –

  • লিথোফাইট
  • অক্সিলোফাইট
  • সাইক্রোফাইট
  • চ্যাসমোফাইট।

সাইক্রোফাইট

৩৪। লজ্জাবতী লতা হল-

  • অক্সিলোফাইট
  • লিথোফাইট
  • স্যামোফাইট
  • চ্যাসমোফাইট জাতীয় উদ্ভিদ।

অক্সিলোফাইট

৩৫। কোন্ উদ্ভিদের কাণ্ডে কিউটিকলের উপস্থিতি লক্ষ করা যায় না? –

  • জাঙ্গল উদ্ভিদ
  • সাধারণ উদ্ভিদ
  • জলজ উদ্ভিদ
  • এদের মধ্যে কোনোটিই নয়।

জলজ উদ্ভিদ

৩৬।  স্বাভাবিক উদ্ভিদ বণ্টনে সর্বাধিক প্রভাব ফেলে –

  • বৃষ্টিপাত
  • উষ্ণতা
  • আর্দ্রতা
  • বায়ুপ্রবাহ ।

বৃষ্টিপাত

৩৭। একটি উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হল –

  • হাইড্রিলা
  • শুশনি
  • পদ্ম
  • ফার্ন

পদ্ম

৩৮। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায়, তা হল –

  • জেরোফাইট
  • হ্যালোফাইট
  • হাইড্রোফাইট
  • মেসোফাইট

হ্যালোফাইট

৩৯।  ‘মেসোথার্মস’ উদ্ভিদের উদাহরণ হল –

  • মস্‌
  • পাইন
  • সেগুন
  • আয়রন উড

সেগুন

৪০।  নিউম্যাটোফোর হল –

  • স্তম্ভমূল
  • ঠেসমূল
  • গুচ্ছমূল
  • শ্বাসমূল

শ্বাসমূল

৪১। আলোক বিদ্বেষী উদ্ভিদ হল –

  • সূর্যমুখী
  • জবা
  • গন্ধরাজ
  • পান

পান

৪২। আলোকপ্রেমী উদ্ভিদ হল –

  • পান
  • মানিপ্ল্যান্ট
  • ফার্ন
  • সূর্যমুখী

সূর্যমুখী

৪৩। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ হল –

  • হাইড্রিলা
  • কচুরিপানা
  • শালুক
  • পদ্ম

হাইড্রিলা

৪৪। পদ্ম হল একটি –

  • ভাসমান জলজ উদ্ভিদ
  • প্রোথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদ
  • নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ
  • প্রোথিত মূলযুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ।

প্রোথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদ

৪৫। আম্লিক মৃত্তিকার উদ্ভিদকে বলা হয় –

  • লিথোফাইট
  • অক্সিলোফাইট
  • চেরসোফাইট
  • সাইকোলোফাইট

অক্সিলোফাইট

৪৬। মেসোফাইট উদ্ভিদের উদাহরণ হল –

  • আম
  • করবী
  • সুন্দরী
  • আকন্দ

আম

৪৭। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হল –

  • ডেসিবেল
  • ডবসন
  • বাইট
  • সেন্টিমিটার

ডবসন

৪৮। খনিজ জ্বালানি ব্যবহারের ফলে প্রতি বছর যে পরিমাণ কার্বন বায়ুতে যুক্ত হয় তা হল –

  • 1 GT
  • 2 GT
  • 4 GT
  • 5 GT

5 GT

৪৯। ‘ওজোন স্তর’ ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, তা হল-

  • কার্বন ডাইঅক্সাইড
  • ক্লোরোফ্লুরোকার্বন
  • সালফার ডাইঅক্সাইড
  • মিথেন

ক্লোরোফ্লুরোকার্বন

৫০।  বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের উৎস হল –

  • জল
  • জীবন্ত উদ্ভিদ
  • জীবাশ্ম জ্বালানি
  • শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র

জীবাশ্ম জ্বালানি

৫১। ক্লোরোফ্লুরোকার্বন-এর অন্যতম প্রধান উৎস হল –

  • শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্র
  • যানবাহন
  • শিল্প
  • আগ্নেয়গিরি

শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্র

৫২। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। –

  • ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ
  • জীববৈচিত্র্য সংরক্ষণ
  • দূষণ নিয়ন্ত্রণ
  • অরণ্য সংরক্ষণের জন্য

ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ

৫৩। বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয়। –

  • 1990 সালে
  • 1992 সালে
  • 1994 সালে
  • 1996 সালে।

1992 সালে

৫৪। ওজোন স্তর ক্ষয় প্রথম আবিষ্কার করেন –

  • ডবসন
  • ফারমেন
  • স্কোনবি
  • ফেরেল

ফারমেন

WB HS Class 12 Geography MCQ || [বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ক্লাস ১২ ভূগোল MCQ || বায়ুমণ্ডলীয় গোলযোগ MCQ || জলবায়ু পরিবর্তন MCQ || বায়ুমন্ডল MCQ Mock Test || বায়ুমন্ডল MCQ Class 12

৫৫। ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম –

  • নিয়ন
  • ফ্রেয়ন
  • আর্গন
  • জেনন

ফ্রেয়ন

৫৬। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় –

  • জুন
  • ১৬ সেপ্টেম্বর
  • ৫ আগস্ট
  • ১৫ ডিসেম্বর

১৬ সেপ্টেম্বর

৫৭। মন্ট্রিল প্রোটোকল নামক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়-

  • 2002 খ্রিস্টাব্দে
  • 1987 খ্রিস্টাব্দে
  • 1975 খ্রিস্টাব্দে
  • 1985 খ্রিস্টাব্দে

1987 খ্রিস্টাব্দে

৫৮। গ্রিন হাউসের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা আগামী 2050 সালের মধ্যে বাড়বে- –

  • 50-100 সেমি
  • 10-20 সেমি
  • 50-60 সেমি
  • 100-120 সেমি

50-100 সেমি

৫৯। সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল প্রায় –

  • 5,000
  • 10,000
  • 15,000
  • 20,000 বছর

10,000

৬০। ওজোন গ্যাসের স্তর রয়েছে –

  • উপোস্ফিয়ারে
  • স্ট্যাটোস্ফিয়ারে
  • আয়নোস্ফিয়ারে
  • মেসোস্ফিয়ারে

স্ট্যাটোস্ফিয়ারে

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করু

Leave a Comment

error: Content is protected !!